Madhyamik Bengali Mock Test Set-3|মাধ্যমিক বাংলা মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Madhyamik Bengali Mock Test Set-3

মাধ্যমিক বাংলা মক টেস্ট

Madhyamik Bengali Mock Test Set-3|মাধ্যমিক বাংলা মক টেস্ট( MCQ প্রশ্ন উত্তর ): আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক বাংলা মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Bengali MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।বাংলা কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের বাংলার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Bengali Mock Test Set-3। তাই এই মাধ্যমিক বাংলা মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

Madhyamik Bengali Mock Test Set-3|মাধ্যমিক বাংলা মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Q1. কবিদের রাজা’ কথাটির সমাসবদ্ধ  পদ হল –

  • কবিরাজ
  • কবিররাজ
  • সভাকবি
  • রাজকবি

রাজকবি

Q2. টি , টা , খানা  বিভক্তির মত কাজ করলেও  এদের বলা হয় –

  • প্রত্যয়
  • ধ্বনিমূল
  • বচন
  • নির্দেশক

নির্দেশক

Q3. অনুসর্গের অপর নাম  হল-

  • বিভক্তি
  • কারক
  • নির্দেশক
  • কর্মপ্রবচনীয়

কর্মপ্রবচনীয়

Q4. বহুব্রীহি – এর অর্থ –

  • বহু ধান্য
  • বহু অর্থ
  • বহু গোরু
  • বহু বৃক্ষ

বহু ধান্য

Q5. ‘বিপদে মোরে রক্ষা কর’ – এখানে বিপদে পদটি  হল-  

  • অপাদান কারক
  • অধিকরণ  কারক
  • নিমিত্ত কারক
  • সম্বন্ধপদ

 Q6. ‘ব্যাথার ব্যাথা ।’- বাক্যাংশটির  যে প্রকারের বীপ্সার দৃষ্টান্ত  ,তা হল –

  • অধিকরণে বীপ্সা
  • করণে বীপ্সা
  • কর্মে বীপ্সা
  • বীপ্সা সম্বন্ধ

বীপ্সা সম্বন্ধ

 Q7. ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ।’ –  ওরে ভাই পদটি হল –

  • সম্বন্ধ পদ
  • কর্তৃকারক
  • সম্বন্ধন পদ
  • কর্ম কারক

সম্বন্ধন পদ

 Q8. `ক্রিয়ার আধারকে বলা হয় –

  • অধিকরণ কারক
  • করণ কারক
  • অপাদান কারক
  • কর্তৃকারক  

অধিকরণ কারক

Q9. মহিম কাল এসো – এখানে মহিম পদটি হল –

  • নামপদ
  • ক্রিয়া পদ
  • সমস্ত পদ
  • সম্মন্ধন পদ

সম্মন্ধন পদ

Q10. যাকে তুলনা করা হয় সেটি হল –

  • উপমান
  • উপমেয়
  • তুলনাবাচক শব্দ
  • সাধারণ ধর্ম  

উপমেয়

Q11. “ শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে ”  -শঙ্কাকে হার মানাতে চাইছিল –

  • বিরূপের ছদ্মবেশে
  • বিদ্রুপ করে
  • আপনাকে উগ্র করে
  • প্রচণ্ড তান্ডবে  

আপনাকে উগ্র করে

Q12. গিরিশ মহাপাত্রের  পরনে ছিল –

  • মখমল পাড়ের শাড়ি
  • মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি
  • কালো পাড়ের শাড়ি
  • কালো মখমল পাড়ের সুক্ষ্ম শাড়ি

কালো মখমল পাড়ের সুক্ষ্ম শাড়ি

Q13. শঙ্খ  ঘোষের  প্রকৃত নাম –

  • নিত্যপ্রিয় ঘোষ
  • চিত্তপ্রিয় ঘোষ
  • প্রিয়নাথ ঘোষ
  • শঙ্খ ঘোষ

চিত্তপ্রিয় ঘোষ

Q14. প্রলয়োল্লাস কবিতায় উষা যে বেশে আসে – 

  • বিমর্ষ
  • করুণ
  • হাস্য
  • ক্রন্দন

করুণ

 Q15. সন্ন্যাসী সারা বছর খেতেন –

  • একটি বেল
  • একটি আমলকী
  • একটি হরীতকী
  • একটি বহেড়া

একটি হরীতকী

Q16. তপনের লেখা গল্পের নাম –

  • শেষ কথা 
  • প্রথম দিন 
  • বিদ্যালয়ের প্রথম দিন
  • জীবনের  কথা

প্রথম দিন 

Q17. অপূর্বর এক মুহুর্তও  মন টিকছিল না-

  • ভামোতে
  • রেঙ্গুনে
  • ম্যান্ডালেতে
  • এনাঞ্জাংয়ে  

রেঙ্গুনে

Q18.  ‘উল্কা  ছোটায় নীল খিলানে !’ – নীল খিলান বলতে বোঝানো হয়েছে –

  • নীল সমুদ্রকে
  • নীল আকাশকে
  • প্রাসাদকে
  • গাছপালাকে

নীল আকাশকে

Q19. লেখক মিশরে জন্মালে কলম বানানোর জন্য ভেঙ্গে নিতেন – 

  • বাঁশের কঞ্চি
  • হাড়
  • নলখাগড়া
  • বেত

নলখাগড়া

Q20. চারখন্ড রামায়ন কপি করে  একজন লেখক  অষ্টাদশ শতকে টাকা পেয়েছিলেন –

  • সাত টাকা
  • আট টাকা
  • ন টাকা
  • দশ টাকা

সাত টাকা

Q21. বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হল –

  • গীতা
  • মহাভারত
  • কোরান
  • উপনিষদ

গীতা

Q22. মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন –

  • ইসাবের বাবা আদর করেছিল
  • ইসাবের বাবা বকেছিল
  • ইসাবের বাবা মেরেছিল
  • ইসাবের বাবা স্নেহ করেছিল

ইসাবের বাবা মেরেছিল

Q23. আমাদের চোখমুখ ঢাকা –

  • ছবিতে
  • ইতিহাসে
  • বাস্তবে
  • মুখোশে

ইতিহাসে

Q24. এটি বাষ্পাকুল অরণ্যপথে’ – অরণ্যপথ বাষ্পাকুল হওয়ার কারণ হল –

  • বর্ষার মেঘ
  • অত্যাচারীর ক্রন্দন
  • আবহাওয়ার জন্য
  • আফ্রিকার ভাষাহীন কান্না

আফ্রিকার ভাষাহীন কান্না

Q25. “তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ’ – ‘যূথনাথ’ শব্দের অর্থ হল –

  • বনহস্তীদের দলপতি
  • যুথিক
  • যূথদল
  • যোজন

বনহস্তীদের দলপতি

Q26. উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন ?

  • লুইস ওয়াল্টার
  • আন্ডারসন
  • জন স্টিভেনসন
  • ওয়াটারম্যান

ওয়াটারম্যান

Q27. “বাংলায় একটা কথা চালু ছিল’ –

  • কালি কলম মন লেখে তিনজন
  • তিল ত্রিফলা সিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা
  • কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি
  • কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত

কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি

Q28. সভামণ্ডলী তাঁকে সম্পাদক হিসাবে ঘোষণা করেছে – নিম্নরেখ পদটি যে কর্মের উদাহরণ তা হল—

  • মুখ্যকর্ম
  • বিধের কর্ম
  • উদ্দেশ্য কর্ম
  • সমধাতুজ কর্ম

উদ্দেশ্য কর্ম

Q29. ‘মা ছাড়া তার আর কেউ নেই’— এটি কোন্ ধরনের বাক্য ? –

  • নঞর্থক বাক্য
  • অন্ত্যর্থক বাক্য
  • প্রশ্নবোধক বাক্য
  • অনুজ্ঞাসূচক বাক্য

নঞর্থক বাক্য

Q30. ‘তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।’ – এটি একটি –

  • ভাববাচ্য
  • কর্তৃবাচ্য
  • কর্মবাচ্য
  • কর্ম-কর্তৃবাচ্য

কর্তৃবাচ্য

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Bengali Mock Test Set-3 এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!