Madhyamik Physical Science MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩ঃভৌতবিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা ,দশম শ্রেণী WBBSE Class 10-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 25 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Physical Science MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভৌত বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩
Q1. আদর্শ গ্যাসের স্থির উষ্ণতায় P বনাম V লেখচিত্রটি হল –
- V অক্ষের সমান্তরাল
- P অক্ষের সমান্তরাল
- মূলবিন্দুগামী সরলরেখা
- সমপরাবৃত্তাকার
সমপরাবৃত্তাকার
Q 2. 2.8 গ্রাম ইথিলিন (C2H4) গ্যাসের STP-তে আয়তন –
- 2.24 L
- 22.4L
- 0.224L
- 224mL
2.24 L
Q 3. অবতল দর্পনের বক্রতা কেন্দ্রে 10 cm উচ্চতাবিশিষ্ট বস্তু রাখলে দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের উচ্চতা হবে –
- 5 cm
- 10 cm
- 15 cm
- 20 cm
10 cm
Q 4. নীচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
- লাল
- বেগুনি
- নীল
- সবুজ
লাল
Q 5. তড়িৎ আধানের SI একক হল –
- কুলম্ব
- অ্যামপেয়ার
- ভোল্ট
- esu
কুলম্ব
Q 6. 3 ohm এবং 6 ohm রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ –
- 3 ohm
- 4 ohm
- 2 ohm
- 1 ohm
2 ohm
Q 7. দীর্ঘ পর্যায় সারণিতে চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল –
- K
- Ca
- Mg
- Ba
Ca
Madhyamik Physical Science MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভৌত বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩
Q 8. নিম্নলিখিত কোন যৌগটির গলনাঙ্ক এবং স্ফুটনাংক সবচেয়ে বেশি ?
- CH4
- Na2SO4
- CO2
- H2O
Na2SO4
Q 9. কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যাবে –
- O2
- Cu2+
- H2
- Cu
Cu
Q 10. কোনো জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয় –
60Co
131I
32P
14C
14C
Q 11. একটি মৌল X – এর ভরসংখ্যা A এবং পরমাণু ক্রমাংক Z । এই মৌলটি থেকে একটি α কণা নির্গত হলে যদি Y মৌল উৎপন্ন হয় তবে , Y মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাংক হবে যথাক্রমে –
- A , Z-2
- A-2 , Z-2
- A-4 ,Z-2
- A-4 , Z
A-4 ,Z-2
Q 12. আলফা , বিটা এবং গামা রশ্মির মধ্যে কোনটির গতিবেগ আলোর গতিবেগের সমান ?
- আলফা রশ্মি
- বিটা রশ্মি
- গামা রশ্মি
- সবকটির গতিবেগ সমান
গামা রশ্মি
Q 13. কোন শ্রেণির জৈব যৌগ থেকে একটি H পরমণু অপসারিত হলে অ্যালকিল মূলক পাওয়া যায় ?
- অ্যালকেন
- অ্যালকিন
- অ্যালকাইন
- অ্যালকোহল
অ্যালকেন
Madhyamik Physical Science MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভৌত বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৩ |
Q 14. সরলতম অ্যালকেন হল –
- মিথেন
- ইথেন
- প্রোপেন
- বিউটেন
মিথেন
Q 15. ভিনিগারে যে জৈব পদার্থটি থাকে তা হল –
- ফর্মিক অ্যাসিড
- ফরম্যালডিহাইড
- অ্যাসিটিক অ্যাসিড
- অ্যাসিট্যালডিহাইড
অ্যাসিটিক অ্যাসিড
Q 16. জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ হল –
- স্টার্চ
- প্রোটিন
- পলিস্টাইরিন
- সেলুলোজ
সেলুলোজ
Q 17. Al নিষ্কাশনের সময় অ্যালুমিনাকে বিজারিত করা হয় –
- H2 দ্বারা
- কার্বন দ্বারা
- H2S দ্বারা
- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে
Q 18. Zn নিস্কাশনের সময়ে ZnO কে বিজারিত করা হয় –
- H2 দ্বারা
- কার্বন চূর্ণ দ্বারা
- H2S দ্বারা
- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে
কার্বন চূর্ণ দ্বারা
Q 19. ম্যালাকাইট কোন ধাতুর আকরিক ?
- Cu
- Zn
- Fe
- Al
Cu
Q 20. নেসলার বিকারকের সংস্পর্শে অ্যামোনিয়ার বর্ণ হয় –
- কালো
- সবুজ
- বাদামি
- হলুদ
হলুদ
Q 21. CO2 -এর বাস্প ঘনত্ব –
- 44
- 44 g/cm3
- 22
- 22 g/cm3
22
Q 22. ইথিলিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা –
- 2
- 6
- 4
- 5
6
Q 23. প্রদত্ত মৌলিগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় ?
- Fe
- Ca
- Co
- Cr
Ca
Q 24. গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক –
- f =2r
- f = 2 / r
- r = 2 / f
- r = 2f
r = 2f
Q 25. কিলোওয়াট – ঘন্টা দ্বারা যে রাশির পরিমাপ করা হয় তা হল –
- তড়িৎক্ষমতা
- তড়িৎশক্তি
- তড়িতের পরিমাপ
- তড়িৎ প্রবাহমাত্রা
তড়িৎশক্তি