
Model Activity Task February 2022 Class 10 Geography Answer/Solution (Part-2) PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি( ক্লাস ১০) ভূগোল প্রশ্ন -উত্তর পার্ট -২ PDF ডাউনলোড
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
Model Activity Task February 2022 Class 10 Geography Answer/Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি( ক্লাস ১০) ভূগোল প্রশ্ন -উত্তর PDF ডাউনলোড
মডেল আক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভূগোল প্রশ্ন –উত্তর
পূর্ণমান – ২০
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ
১.১ বায়ুমন্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ করা যায় সেটি হলো –
(ক) আয়নোস্ফিয়ার
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) এক্সোস্ফিয়ার
(ঘ) ট্রপোস্ফিয়ার
উত্তরঃ (ঘ) ট্রপোস্ফিয়ার
১.২ যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো –
(ক) লু
(খ) আঁধি
(গ) চিনুক
(ঘ) খামসিন
উত্তরঃ (গ) চিনুক
১.৩ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে –
(ক) ৬০° থেকে ৭০° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
(খ) ২৫° -৩৫ ° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
(গ) ১০° -২০° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
(ঘ) ৭০° -৮০° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
উত্তরঃ (খ) ২৫° -৩৫ ° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখোঃ
২.১.১ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাস্প থাকে তাকে ঐ বায়ুর আপেক্ষিক আদ্রতা বলে ।
উত্তরঃ ভুল
২.১.২ দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয় ।
উত্তরঃ ভুল
২.১.৩ সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ।
উত্তরঃ ঠিক
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ
২.২.১ একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে ?
উত্তরঃ সমোষ্ণ রেখা
২.২.২ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ?
উত্তরঃ ব্যারোমিটার
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ
৩.১ কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না ?
উত্তর : অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু কুয়াশা কোন প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সাধারণত শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশা উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটি অধঃক্ষেপণ নয়।
৩.২ বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো ।
উত্তর : বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলাে –
(i) জলবায়ু পরিবর্তন : পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিত ও বিলম্বিত হচ্ছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে ।
(ii) হিমবাহের মাত্রাতিরিক্ত গলন : ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশালাকৃতি বরফের চাদর (lce Sheet) সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশই সংকুচিত হচ্ছে অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে। যেমন—হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি হিমবাহ।
Model Activity Task February 2022 Class 10 Geography Answer/Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি( ক্লাস ১০) ভূগোল প্রশ্ন -উত্তর PDF ডাউনলোড |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাওঃ
প্রশ্নঃ কীভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমন্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে ?
উত্তরঃ কোনো স্থানের উচ্চতা সেই অঞ্চলের উষ্ণতাকে যে যে কারণে প্রভাবিত করে তা নীচে আলোচনা করা হল –
(i) সূর্যতাপে বায়ুমন্ডল সরাসরি বিশেষ উষ্ণ হয়না । সূর্যতাপে ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয় এবং পরে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডলকে উষ্ণ করে । এইজন্য ভূপৃষ্ঠ থেকে যত ক্রমশ ওপরের দিকে তাপমাত্রা কম হয় ।
(ii) ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় তত বায়ুর ঘনত্ব কমতে থাকে ।বায়ুস্তর পাতলা হওয়ার জন্য বায়ুর তাপধারণ ক্ষমতা হ্রাস পায় ।এর ফলে তাপমাত্রা কম হয় ।
(iii) ভূপৃষ্ঠ থেকে যত ওপরে যাওয়া যায় তত বায়ুতে ধূলিকণা ও জলীয়বাস্পের পরিমাণ কমতে থাকে তাঁর ফলে বায়ুর তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতাও কমে যায় ।
উদাহরণ – উগান্ডার রাজধানী কাম্পালা (উচ্চতা ১১৯০ মিটার) এবং ইকুইডরের রাজধানী কুইটো (উচ্চতা ২৮৫০ মিটার ) প্রায় একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চতা বেশি হওয়ায় কাম্পালার চেয়ে কুইটোর গড় তাপমাত্রা ৮.৫°C কম ।
Model Activity Task February 2022 Class 10 Geography Answer PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি( ক্লাস ১০) ভূগোল প্রশ্ন -উত্তর PDF ডাউনলোড |
৫. নীচের প্রশ্নটির উত্তর দাওঃ
প্রশ্নঃ চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তরঃ

উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ছয়টি স্তরে ভাগ করা যায় , যেমন –
(i) ট্রপোস্ফিয়ার
(ii) স্ট্র্যাটোস্ফিয়ার
(iii) মেসোস্ফিয়ার
(iv) আয়নোস্ফিয়ার
(v) এক্সোস্ফিয়ার
(vi) ম্যাগনেটোস্ফিয়ার
স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ –
(i) ট্রপোস্ফিয়ার
অবস্থান- বায়ুমন্ডলের একেবারে নীচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল ।
বিস্তার- নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১৬-১৮ কিমি. ও মেরু অঞ্চলে ৮ – ৯ কিমি. (গড় উচ্চতা ১২ কিমি.) উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত ।
বৈশিষ্ট্য – এই স্তরের প্রতি হাজার মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা ৬.৪°C হারে কমতে থাকে । এই কারণে ট্রপস্ফিয়ারের শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় -৫৫°C থেকে -৬৬°C । মেঘের সৃষ্টি , বায়ুপ্রবাহ , ঘূর্ণবাত , টর্নেডো , বৃস্টিপাত , বজ্রপাত প্রভৃতি ঘটনা এই স্তরেই কেবল ঘটে থাকে ।
(ii) স্ট্রাটোস্ফিয়ার
অবস্থান-ট্রপোস্ফিয়ারের ঠিক উর্ধে বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমন্ডল ।
বিস্তার-ট্রপোস্ফিয়ারের ওপরের ১২-৫০ কিলো মিটার উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত
বৈশিষ্ট্য – স্ট্রাটোস্ফিয়ার স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না-থাকায় এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না । স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা ৫০ কিমি. উচ্চতায় বেড়ে হয় প্রায় 0°C ।
(iii) মেসোস্ফিয়ার
অবস্থান – স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরের স্তরটির নাম মেসোস্ফিয়ার বা মধ্যমন্ডল ।
বিস্তার- স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর ৫০ – ৮০ কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত ।
বৈশিষ্ট্য – এই স্তর থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং ৮০ কিমি. উচ্চতায় উষ্ণতা কমে হয় প্রায় – ৯৩°C ।
মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি এই স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায় ।
(iv) আয়নোস্ফিয়ার
অবস্থান – মেসোস্ফিয়ারের ঠিক ওপরের স্তরটিকে আয়নোস্ফিয়ার বলে । আয়নোস্ফিয়ারের ওপরের অংশটিকে থার্মোস্ফিয়ার বলে ।
বিস্তার- মেসোস্ফিয়ারের ওপর ৮০ – ৬০০ কিমি. উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত ।
বৈশিষ্ট্য – এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি ধ্রুত হারে বাড়তে থাকে এবং উর্ধ্ব সীমায় তাপমাত্রা হয় প্রায় ১২০০০C । এই স্তরেই সুমেরুতে সুমেরু প্রভা ও কুমেরুতে কুমেরুপ্রভা নামে মেরুজ্যোতি সৃষ্টি হয় ।
(v) এক্সোস্ফিয়ার
অবস্থান- আয়নোস্ফিয়ারের পরবর্তী স্তরটির নাম এক্সোস্ফিয়ার বা বহিঃমন্ডল ।
বিস্তার – আয়নোস্ফিয়ারের ওপর ৬০০ – ১৫০০ কিমি. উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত ।
বৈশিষ্ট্য – এই স্তরের উষ্ণতা প্রায় ১২০০০C থেকে ১৬০০০C । এই স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমাগত মহাশূন্যে নির্গত হয় ।
(vi) ম্যাগনেটোস্ফিয়ার
অবস্থান- এক্সোস্ফিয়ারের পরবর্তী স্তর ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মন্ডল নামে পরিচিত ।
বিস্তার – এক্সোস্ফিয়ারের ওপর ১৫০০ – ১০০০০ কিমি. বা তারও বেশি অর্থাৎ উর্ধ্বসীমা অনির্দিষ্ট ।
বৈশিষ্ট্য – এই স্তরটি ধীরে ধীরে বায়ুশূন্য হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যায় ।এই স্তরে তড়িৎচুম্বকীয় শক্তির প্রভাবে ইলেকট্রন ও মুক্ত আয়নগুলি সংবদ্ধ অবস্থায় রয়েছে ।
Model Activity Task February 2022 Class 10 Geography Answer PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি( ক্লাস ১০) ভূগোল প্রশ্ন -উত্তর PDF ডাউনলোড |
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুন
জানুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্ক PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন