
Model Activity Task February 2022 Class 10 Physical Science Solution (Part-2) PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি (ক্লাস ১০) ভৌতবিজ্ঞান সমাধান(প্রশ্ন -উত্তর) পার্ট ২ PDF ডাউনলোড
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
Model Activity Task February 2022 Class 10 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি (ক্লাস ১০) ভৌতবিজ্ঞান সমাধান(প্রশ্ন -উত্তর)PDF ডাউনলোড
মডেল আক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভৌতবিজ্ঞান সমাধান
পূর্ণমান: ২০
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ
১.১ SATP বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণসংখ্যায় –
(ক) 263K , (খ) 273K , (গ) 298K , (ঘ) 373K
উত্তরঃ (খ) 298K
১.২ PV = (W/M) RT সমীকরণে (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে ) ‘M’ রাশির একক হলো –
(ক) g (খ) g mol (গ) g/mol (ঘ) mol -1
উত্তরঃ (গ) g/mol
১.৩ কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে –
(ক) মূলবিন্দুগামী সরলরেখা (খ) উপবৃত্তের অংশ (গ) পরাবৃত্তের অংশ (ঘ) আয়তনের অক্ষের সমান্তরাল সরলরেখা
উত্তরঃ (গ) পরাবৃত্তের অংশ
২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করোঃ
২.১ একটি গ্যাস অণুর আয়তন = (গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ÷ গ্যাস অণুর সংখ্যা )
উত্তরঃ বিবৃতিটি সত্য ।
২.২ 12C ≡ 12.000u –এর পরিবর্তে অন্য কোনো সাংখ্যমান ধরা হলেও STP –তে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে ।
উত্তরঃ বিবৃতিটি সত্য ।
২.৩ নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান ।
উত্তরঃ বিবৃতিটি সত্য ।
Model Activity Task February 2022 Class 10 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি (ক্লাস ১০) ভৌতবিজ্ঞান সমাধান(প্রশ্ন -উত্তর)PDF ডাউনলোড |
৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ
৩.১ মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক ‘R’ এর একক কী হওয়া উচিত তা দেখাও ।
উত্তরঃ n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ ,
PV = nRT

সুতরাং , SI পদ্ধতিতে R –এর একক হল – J. mol-1 .K-1 এবং CGS পদ্ধতিতে R –এর একক হল – erg.mol-1.K-1
[এখানে উষ্ণতা হল পরম উষ্ণতা । তাই এর একককে কেল্ভিন(K) এককেই প্রকাশ করা হয় ]
Model Activity Task February 2022 Class 10 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি (ক্লাস ১০) ভৌতবিজ্ঞান সমাধান(প্রশ্ন -উত্তর)PDF ডাউনলোড |
৩.২ প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ?
উত্তরঃ বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ–
(i)আয়তন সংক্রান্ত ত্রুটি – গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাস অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়েছিল এবং গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল । কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্র হলেও এদের নির্দিষ্ট আয়তন আছে । ফলে উপরিউক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা বা খুব নিম্ন চাপে (যখন গ্যাসের আয়তন খুব বেশি ) সত্য হলেও অন্য সময়ে নির্ভুল নয় । অর্থাৎ সাধারন চাপ ও উষ্ণতায় বাস্তব গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয় ।
(ii) চাপ সংক্রান্ত ত্রুটি – গ্যাসের গতীয় তত্ব অনুসার গ্যসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষন বল ক্রিয়া করেনা । কিন্তু অধিক চাপে গ্যাসের আয়তন কম হওয়ায় অণুগুলি যথেষ্ট কাছাকাছি চলে আসে , ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে । এর ফলে আদর্শ অবস্থায় আকর্ষণ মুক্ত অণুগুলি দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিত, তা বাস্তব গ্যাসের অণু দিতে পারে না ।
৩.৩ স্থির চাপে নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V-t ও V-T লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও ।
উত্তরঃ

৩.৪ সম চাপে ও সম উষ্ণতায় সমআয়তনের শুস্ক বাতাস ও আদ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তিসহ ব্যাখ্যা করো ।
উত্তরঃ শুস্ক বায়ুতে অন্যান্য অনেক গ্যাস থাকলেও মূলত নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস বেশি থাকে । মোটামুটি ভাবে শুস্ক বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন ও 1 ভাগ অক্সিজেন থাকে । নাইট্রোজেনের মোলার ভর 28g ও অক্সিজেনের মোলার ভর 28g হলে , শুস্ক বায়ুর গড় আণবিক ভর

আবার , জলের (H2O) মোলার ভর = 1✕2 +16 = 18g
সুতরাং জলীয়বাস্প , শুস্ক বায় অপেক্ষা হালকা তাই বাতাসে জলীয় বাস্প থাকলে অরথাত বায়ু আদ্র হলে তার গড় আণবিক ভর , শুস্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয় তাই শুস্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু লঘু বা হাল্কা হয় ।
Model Activity Task February 2022 Class 10 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি (ক্লাস ১০) ভৌতবিজ্ঞান সমাধান(প্রশ্ন -উত্তর)PDF ডাউনলোড |
৪.১ একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধুলিকণা রয়েছে ( ধূলিকণা চাপে অনমনীয় ) । উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুন করা হলে ধূলিকণাসহ গ্যাসের আয়তন 1000 mL থেকে কমে 500.25 mL হয় । ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয় করো ।
উত্তরঃ ধরা যাক , গ্যাসটির প্রাথমিক চাপ (P1) = P
∴ অন্তিম চাপ(P2) = 2P
ধূলিকণা সহ গ্যাসটির প্রাথমিক আয়তন = 1000mL এবং অন্তিম আয়তন = 500.25 mL
ধরি , ধূলিকণার আয়তন v mL
∴ ধূলিকণা ছাড়া গ্যাসটির প্রাথমিক আয়তন (V1) = (1000-v)mL এবং অন্তিম আয়তন (V2) = (500.25-v) mL
যেহেতু , গ্যাসটির উষ্ণতা স্থির , সেহেতু বয়েলের সূত্রানুযায়ী ,
P1V1 = P2V2
বা, P (1000-v) = 2P (500.25-v)
বা, 1000 –v = 2 (500.25-v)
বা, 1000 –v = 1000.50-2v
বা, 2v –v = 1000.50- 1000
বা, v = 0.50
∴ ধূলিকণার সামগ্রিক আয়তন =0.50 mL
৪.২ 760mm Hg চাপে 0C উষ্ণতায় 3.2g যে গ্যসের আয়তন 2.24L তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করো । সাধারণ হাইড্রোজেনের অণু অপেক্ষা গ্যসের একটি অণু কতগুণ ভারী ?
উত্তরঃ চাপ, P = 760mm Hg = 76cm Hg = 1atm ,
আয়তন (V)=2.24L, উষ্ণতা(T)=273K,
গ্যাসের ভর(W) = 3.2g,
সার্বজনীন গ্যাস ধ্রুবক (R ) = 0.082L .atm.mol-1.K-1
ধরি গ্যাসটির আণবিক ওজন ‘M’


∴ গ্যাসটির আণবিক ওজন = 32g /mol

বা, গ্যাসের একটি অণুর ভর = D ✕একটি হাইড্রোজেন অণুর ভর
∴ সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু D গুণ ভারী [যেখানে , D = গ্যাসটির বাস্পঘনত্ব ] ।
Imporatnt Links
Model Activity Task February 2022 Class 10 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ দশম শ্রেণি (ক্লাস ১০) ভৌতবিজ্ঞান সমাধান(প্রশ্ন -উত্তর)PDF ডাউনলোড |
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন