Model Activity Task February 2022 Class 9 History Answer PDF Download (Part-2)|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি (ক্লাস ৯) ইতিহাস উত্তর PDF ডাউনলোড (পার্ট -২)
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
Model Activity Task February 2022 Class 9 History Answer PDF Download (Part-2)|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি (ক্লাস ৯) ইতিহাস উত্তর PDF ডাউনলোড (পার্ট -২)
মডেল আক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
ইতিহাস প্রশ্ন –উত্তর
পূর্ণমান -২০
১. সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ
(ক) নেপোলিয়ন ফ্রান্সের ‘ কনসুলেট ’ শাসনের অবসান ঘটান ।
উত্তরঃ মিথ্যা
(খ) নেপোলিয়নের আইন সংহিতায় ২২৮৭ টি বিধি বা ধারা ছিল ।
উত্তরঃ সত্য
(গ) জার্মানিতে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় ।
উত্তরঃ মিথ্যা
(ঘ) ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপোলিয়ন ‘ রাইন রাষ্ট্রসংঘ ’ গঠন করেন ।
উত্তরঃ মিথ্যা
২. স্তম্ভ মেলাওঃ
ক -স্তম্ভ | খ – স্তম্ভ |
ট্রাফালগারের নৌযুদ্ধ | ১৮১৫ খ্রিষ্টাব্দ |
ফনটেনব্লু চুক্তি | ১৮১২ খ্রিষ্টাব্দ |
নেপোলিয়নের রাশিয়া অভিযান | ১৮০৫ খ্রিষ্টাব্দ |
ওয়াটারলুর যুদ্ধ | ১৮০৭ খ্রিষ্টাব্দ |
উত্তরঃ
ক -স্তম্ভ | খ – স্তম্ভ |
ট্রাফালগারের নৌযুদ্ধ | ১৮০৫ খ্রিষ্টাব্দ |
ফনটেনব্লু চুক্তি | ১৮০৭ খ্রিষ্টাব্দ |
নেপোলিয়নের রাশিয়া অভিযান | ১৮১২ খ্রিষ্টাব্দ |
ওয়াটারলুর যুদ্ধ | ১৮১৫ খ্রিষ্টাব্দ |
৩. দুই – তিনটি বাক্যে উত্তর দাওঃ
(ক) লিপজিগের যুদ্ধ কেন ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত ?
উত্তরঃ ১৮১৩ খ্রিষ্টাব্দে লিপজিগের যুদ্ধকে ‘জাতিসমূহের যুদ্ধ’ বলা হয় কারণ –
(i) তেরোটি জাতির অংশগ্রহণ – ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের ১৩ টি রাষ্ট্রের ( রাশিয়া , প্রাশিয়া , অষ্ট্রিয়া , ইংল্যান্ড , পোল্যান্ড প্রভৃতি ) জোট এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলো বলে এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ।
(ii) জাতীয়তাবাদী প্রতিক্রিয়া – এই যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া দারুন ভাবে দেখা যায় ।
(খ) শতদিবসের রাজত্ব বলতে কী বোঝায় ?
উত্তরঃ ইতালি , পোল্যান্ড ও রাইন অঞ্চলকে কেন্দ্র করে শক্তি জোটের মধ্যে সংকট এবং ফ্রান্সের ভিতরে গোলযোগের প্রেক্ষিতে এলবা দ্বীপের নির্বাসন থেকে ফিরে এসে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন । ফরাসী সেনানায়কেরা একে একে নেপোলিয়নের সঙ্গে যোগ দেয় । ১৮১৫ খ্রিস্টাব্দের ২০মার্চ থেকে ২৯শে জুন পর্যন্ত একটানা তিনি ফ্রান্সের রাজত্ব করেন । এই সময়কাল ফ্রান্সের ইতিহাসে ‘শতদিবসের রাজত্ব’ নামে পরিচিত ।
Model Activity Task February 2022 Class 9 History Answer |
৪. সাত – আটটি বাক্যে উত্তর দাওঃ
(ক) মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ?
উত্তরঃ নেপোলিয়ন ইংল্যান্ডকে বাণিজ্যিক দিক দিয়ে ধ্বংস করে তার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য মহাদেশীয় ব্যবস্থা নামে অর্থনৈতিক অবরোধ ব্যবস্থা জারি করেন । মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পক্ষে ভাল হয়নি , কারণ এর কিছু মারাত্মক ফলাফল তাঁর পতনের পথকে প্রশস্ত করেছিল । যেমন-
(i) ফ্রান্সের আর্থিক সংকট সৃষ্টি– মহাদেশীয় ব্যবস্থা অর্থনৈতিক ফলাফল ফ্রান্স এর পক্ষে অনুকূল ছিল না, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফ্রান্সের সর্বস্তরের মানুষকে অসন্তুষ্ট করে তুলেছিল । ফরাসিরা নেপোলিয়নের ওপর আস্থা হারিয়ে ফেলে ।
(ii) উপদ্বীপের রক্তক্ষয়ী যুদ্ধ – মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন স্পেন , পোর্তুগাল ও ইংরেজদের যৌথবাহিনীর সঙ্গে দীর্ঘকাল ধরে ( ১৮০৮- ১৮১৩খ্রিষ্টাব্দ ) উপদ্বীপের যুদ্ধ পরিচালনা করে অর্থ বহু সৈন , অর্থ ও সম্মান নষ্ট করেন । এই পরাজয় তাঁকে আরও বড়ো বিপদের সম্মুখীন করে ।
(iii) বিরোধের সূচনা– মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে তিনি গোটা ইউরোপে অপ্রিয় হয়ে ওঠেন । পোপকে বন্দী করার ফলে ক্যাথোলিক সম্প্রদায় নেপোলিয়নের প্রতি বিরাগভাজন হয় ।
(iv) ইংল্যান্ডের রপ্তানি বৃদ্ধি – মহাদেশীয় ব্যবস্থায় ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত না হয় লাভবান হয়েছিল । ইংল্যান্ডের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল । মহাদেশীয় অবরোধ এর কারণে বহির্জগতে অনেক নতুনবাজার ইংল্যান্ডের নিয়ন্ত্রণে এসেছিল । তাই প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ইংল্যান্ড অর্থনৈতিক দিক দিয়ে স্বমহিমায় ফিরে আসে ।
(v) রাশিয়া আক্রমণ- রাশিয়ার জার ১৮১০ খ্রিস্টাব্দে মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন । এর ফলে তাঁর গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায়। তাই রাশিয়া আক্রমণ ছিল তাঁর মস্ত বড় ভুল ।
(খ) ফরাসি বিপ্লবের আদর্শ গুলির সঙ্গে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সম্পর্ক আলোচনা করো ।
উত্তরঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ – সাম্য , মৈত্রী ও স্বাধীনতার মধ্যে সাম্য, মৈত্রীকে গ্রহণ করলেও স্বাধীনতার আদর্শে নেপোলিয়ন বিশ্বাস রাখেননি । তাঁর সাম্রাজ্যিক কার্যকলাপের আড়ালে বিপ্লবের সাম্য , মৈত্রীর আদর্শ ঢাকা পড়ে যায় ।এই সংক্রান্ত বিরোধগুলি হল –
(i) মনোনীত কর্মচারী নিয়োগ – তিনি বিজিত দেশগুলিতে স্থানীয় শাসক বা নির্বাচিত আধিকারিকদের জায়গায় নিজের পছন্দ মত ব্যক্তিদের নিয়োগ করেন , যা বিপ্লবের স্বাধীনতার আদর্শের পরিপন্থী ।
(ii)স্ববিরোধী চরিত্র – নেপোলিয়নের সাম্রাজ্য ছিল স্ববিরোধিতায় ভরপুর ,কারণ তাঁর সাম্রাজ্য সামরিক প্রতিভা ও সেনাবাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল । জনসাধারণের সমর্থনের ওপর তা নির্ভরশীল ছিল না ।
(iii) স্বৈরশাসন– নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপবাসীকে সামন্তশাসন ও স্বৈরাচারী রাজতন্ত্রের হাত থেকে মুক্ত করে বিপ্লবী আদর্শকে রক্ষা করেন । ইউরোপে জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা আশ্বাস দিয়ে অচিরেই তিনি স্বৈরশাসন চালু করেন ।
(iv) বিজিত অঞ্চলে শোষণ – তিনি ইউরোপের জনগণকে সামন্তশাসন ও স্বৈরাচারী রাজতন্ত্রের হাত থেকে রক্ষা করে ‘মুক্তিদাতা’ উপাধি পেলেও বিজিত দেশগুলিতে তিনি মাত্রাতিরিক্ত কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ চালান ।
(v) বিপ্লবের ঘোষিত আদর্শ বিসর্জন – নেপোলিয়ন বিপ্লবের বহুঘোষিত আদর্শ কে বিসর্জন দিয়েছিলেন । যেমন – তিনি রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ সীমাবদ্ধ করে দেন , ব্যক্তিস্বাধীনতা খর্ব করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন ।
সবশেষে বলা যায় , তিনি সাম্রাজ্যিক কার্যকলাপের মাধ্যমে বিপ্লবের স্বাধীনতার আদর্শকে পদদলিত করলেও বিপ্লবের অন্য দুটি আদর্শ সাম্য ও মৈত্রীকে অনেক উঁচুতে তুলে ধরেছিলেন এবং বাস্তবের এর প্রয়োগ ঘটিয়েছিলেন ।
Model Activity Task February 2022 Class 9 History Answer |
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
জানুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্ক PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন