Model Activity Task February 2022 Class 9 Physical Science Solution (Part-2) PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি(ক্লাস ৯)ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর পার্ট -২ PDF ডাউনলোড
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
Model Activity Task February 2022 Class 9 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি(ক্লাস ৯)ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF ডাউনলোড
মডেল আক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
ভৌতবিজ্ঞান সমাধান
পূর্ণমান -২০
১. ঠিক উত্তরটি নির্বাচন করোঃ
১.১ ML2T-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলো –
(ক) কার্য (খ) ক্ষমতা (গ) বল (ঘ) ভরবেগ
উত্তরঃ (ক) কার্য
১.২ নীচের যেটি ভেক্টর রাশি সেটি হলো –
(ক) কার্য (খ) দ্রুতি (গ) ভরবেগ (ঘ) ক্ষমতা
উত্তরঃ (গ) ভরবেগ
১.৩ ত্বরণের মাত্রীয় সংকেত হলো –
(ক) MLT-2 (খ) LT-1 (গ) LT-2 (ঘ) MLT-1
উত্তরঃ (গ) LT-2
Model Activity Task February 2022 Class 9 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি(ক্লাস ৯)ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF ডাউনলোড |
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও ।
২.১ একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই ।
উত্তরঃ আপেক্ষিক গুরুত্ব হল একক বিহীন স্কেলার রাশি ।
২.২ ভরবেগ লব্ধ একক না মৌলিক একক ?
উত্তরঃ ভরবেগ একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত হওয়ায় এটি একটি লব্ধ একক ।
২.৩ চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি ?
উত্তরঃ চাপ স্কেলার রাশি ।
৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ
৩.১ 3 kg ভরের বস্তুতে 5m/s2 ত্বরণ সৃষ্টি করতে , না 4kg ভরের বস্তুতে 4m/s2 ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে ? যুক্তি দাও ।
উত্তরঃ বল = ভর × ত্বরণ [P = mf ]
∴ 3 kg ভরের বস্তুতে 5m/s2 ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় বলের পরিমাপ = (3×5) নিউটন = 15 নিউটন
এবং 4kg ভরের বস্তুতে 4m/s2 ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় বলের পরিমাপ = (4×4) নিউটন = 16 নিউটন
অর্থাৎ 4kg ভরের বস্তুতে 4m/s2 ত্বরণ সৃষ্টি করতে বেশি বলের প্রয়োজন হবে ।
৩.২ কোন শর্তে সরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে ?
উত্তরঃ কোনো বস্তু যদি সরলরৈখিক পথে গতিশীল হয় তাহলে বস্তুটির সরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে ।
একটি বস্তু সরলরৈখিক পথে A বিন্দু থেকে যাত্রা শুরু করে B বিন্দুতে এসে পৌঁছেছে । অর্থাৎ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব |AB| একক এবং সরণের মানও |AB| একক ।
৩.৩ একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের ওপর নির্ভরশীল ?
উত্তরঃ কার্য এমন একটি স্কেলার রাশি যা দুটি ভেক্টরের সঙ্গে সম্পর্কযুক্ত ।
কারণ , কার্য = বল × সরণ , এক্ষেত্রে বল ও সরণ উভয়েই ভেক্টর রাশি ।
∴ কার্যের একক তিনটি মৌলিক এককের সমন্বয়ে গঠিত । মৌলিক একক গুলি হলো (i) ভরের একক (ii)দৈর্ঘ্যের একক এবং (iii) সময়ের একক ।
৩.৪ আলোকবর্ষ কী ? SI পদ্ধতিতে এর মান কত ?
উত্তরঃ শূন্যস্থানে 3 × 108 মিটার / সেকেন্ড বেগ সহ গতিশীল হয়ে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে , তাকেই আলোকবর্ষ বলা হয় ।
1 আলোকবর্ষের মান SI পদ্ধতিতে হলো 9.46 × 1015 m ।
Model Activity Task February 2022 Class 9 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি(ক্লাস ৯)ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF ডাউনলোড |
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
৪.১ জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তনমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে ?
উত্তরঃ সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় –
(i) প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অনিয়তাকার কঠিন বস্তুর ভর পরিমাপ করা হল । ধরি , বস্তুটির ভর হল m একক ।
(ii) প্রথমে মাপনী চোংটি ধুয়ে ভালোকরে শুকিয়ে নেওয়া হলো ।
(iii) এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হলো যাতে, জলে অদ্রাব্য অনিয়তাকার পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণ ডুবে যেতে পারে । এবার ওই জলতলের পাঠ নেওয়া হলো । মনে করি , পাঠ V1 একক ।
(iv) এবার বস্তুটিকে পরিস্কার করে মোম মাখানো একটি সরু ও শক্ত সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হল । ফলে , জলতল কিছুটা ওপরে উঠবে । এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হল । মনে করি , এই পাঠ V2 ঘন একক ।
এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে (V2-V1) পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে । এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে , সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
∴ কঠিন বস্তুটির ঘনত্ব (d ) = বস্তুর ভর (m) / বস্তুর আয়তন (V) = m / (V2-V1) একক
∴ d = m / (V2-V1 )
Model Activity Task February 2022 Class 9 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি(ক্লাস ৯)ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF ডাউনলোড |
৪.২ SI পদ্ধতিতে সহায়ক একক কটি ?তাদের নাম লেখো । এগুলি কোথায় ব্যবহৃত হয় ?
উত্তরঃ SI পদ্ধতিতে সহায়ক একক 7 টি । যথা –
মিটার , কিলোগ্রাম , সেকেন্ড , কেলভিন , অ্যামপিয়ার , ক্যান্ডেলা , মোল
একক গুলির ব্যবহার নীচে ছকের মাধ্যমে দেখানো হলো ।
একক | ব্যবহার |
মিটার (m) | দৈর্ঘ্য নির্ণয় করার জন্য |
কিলোগ্রাম (kg) | ভর নির্ণয় করার জন্য |
সেকেন্ড (S) | সময় নির্ণয় করার জন্য |
কেলভিন (K) | উষ্ণতা মাপার জন্য |
অ্যামপিয়ার (amp) | তড়িৎ প্রবাহের পরিমাপ করার জন্য |
ক্যান্ডেলা (Cd) | দীপন প্রাবল্য নির্ণয়ের জন্য |
মোল (mol) | পদার্থের পরিমাপ করার জন্য |
Imporatnt Links
ফেব্রুয়ারি ২০২২ -এর সকল ক্লাসের সকল বিষয়ের মডেল আক্টিভিটি টাস্কের সমাধানের জন্য এখানে ক্লিক করুন
Model Activity Task February 2022 Class 9 Physical Science Solution PDF Download|মডেল আক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ নবম শ্রেণি(ক্লাস ৯)ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF ডাউনলোড |