মরচে কি ? মরচের রাসায়নিক নাম ও সংকেত কি ? মরচে নিবারণের উপায়গুলি লেখ

মরচে কি ? মরচের রাসায়নিক নাম ও সংকেত কি ? মরচে নিবারণের উপায়গুলি লেখ | মরচে প্রতিরোধের উপায়

উত্তরঃ সাধারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে-বাদামি বর্ণের আস্তরণ পড়ে । ওই পাতলা বাদামি বর্ণের আস্তরণকে মরচে বলে ।

প্রকৃতপক্ষে লোহা জলীয় বাস্পের উপস্থিতিতে ধীরে ধীরে বিক্রিয়া করে একপ্রকার জটিল যৌগ সোদক ফেরিক অক্সাইড (Fe2O3 . xH2O) উৎপন্ন করে , এটিই হল মরচে ।

মরচের রাসায়নিক সংকেত হল – Fe2O3 . xH2O

মরচে নিবারণের উপায়গুলি নিম্নরূপ – 

  • লোহার ওপর দস্তার প্রলেপ (গ্যাল্ভানাইজেশন) বা টিনের প্রলেপ (টিন প্লেটিং) দিলে লোহায় মরচে পড়েনা ।
  •  লোহার জিনিসকে গাঢ় HNO3 -তে ডোবালে তাতে ফেরোসোফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে ।ফলে , লোহায় মরচে পড়ে না । 
  • লোহার সাথে কার্বন ক্রোমিয়াম প্রভৃতি মিশিয়ে ইস্পাত বা স্টিলরূপে ব্যবহার করা যেতে পারে । 
  • লোহার গায়ে রেড লেড দ্বারা নির্মিত রঙ লাগালে লোহায় মরচে পড়ে না । 
  • লোহার ওপর তেল রঙ বা আলকাতরা লাগালে লোহায় মরচে পড়ে না ।   

Leave a Comment

error: Content is protected !!