Madhyamik Life Science Suggestion|জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন-উত্তর

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
Madhyamik Life Science Suggestion (Chapter-1)||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর – প্রিয় ছাত্রছাত্রীরা Anushilan.Com-এর তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আসন্ন মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় ’-এর সাজেশন ।  ছাত্রছাত্রীদের উচিত সমগ্র অধ্যায়টি ভালো করে পড়ে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা রাখা । অসাধারণ রেজাল্টের জন্য পরীক্ষার সময়ে এই অধ্যায়ের অন্যান্য সকল প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নিতে হবে ।

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

বিভাগ (ক)

A. সঠিক উত্তরটি বেছে নাও : [মান—১]

 1. গমনে সক্ষম উদ্ভিদ—

(ক) মিউকর

(খ) ভলভক্স

(গ) অ্যাগারিকাস

(ঘ) ইস্ট

উত্তরঃ (খ) ভলভক্স

2. উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনজনিত চলন –

(ক) প্রকরণ

(খ) ন্যাস্টিক

(গ) ট্যাকটিক

 (ঘ) ট্রপিক

উত্তরঃ (গ) ট্যাকটিক

3. সূর্যশিশিরের পতঙ্গ আবদ্ধকরণের ঘটনা—

(ক) কেমোট্যাকটিক চলন

(খ) কেমোন্যাস্টিক চলন

(ঘ) সিসমোন্যাস্টিক চলন

(গ) কেমোট্রপিক চলন

উত্তরঃ (খ) কেমোন্যাস্টিক চলন

4. হেলিয়োট্রপিক চলন উদ্ভিদদেহের কোন্ অংশে পরিলক্ষিত হয় –

(ক) মূলে

(খ) কাণ্ডে

(গ) পাতায়

(ঘ) ফলে

উত্তরঃ (খ) কাণ্ডে

5. উদ্ভিদকোশে একটি বৃহৎ কোশগহ্বরের চারপাশে প্রোটোপ্লাজমের যে চলন দেখা যায়—

(ক) সারকুলেশন

(খ) রোটেশন

 (গ) প্রকরণ চলন

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) রোটেশন

6. একটি N2 যুক্ত উদ্ভিদ হরমোন –

(ক) অক্সিন

(খ) অ্যাবসিসিক অ্যাসিড

 (গ) জিব্বেরেলিন

 (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) অক্সিন

7. C10H9O2N কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক সংকেত ?

(ক) অক্সিন

(খ) কাইনিন

(গ) জিব্বেরেলিন

(ঘ) ইথিলিন

উত্তরঃ (ক) অক্সিন

8. কুকুর ও বিড়াল রাতে ভালো দেখতে পায়, কারণ এদের চোখে –

(ক) রড কোশের সংখ্যা বেশি

(খ) কোন কোশের সংখ্যা বেশি

(গ) রড কোশ একেবারেই থাকে না

(ঘ) কোন কোশ কার্যকর নয়

উত্তরঃ (ক) রড কোশের সংখ্যা বেশি

9. নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও –

(ক) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উ ৎপাদন ও রজঃচক্র বন্ধ রাখে

(খ) থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসহার ও হৃৎস্পন্দন হার হ্রাস পায়

(গ) শিশুর হাঁটা ও কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া

(ঘ) মানুষের দেহে 31 জোড়া করোটি স্নায়ু ও 12 জোড়া সুষুম্না স্নায়ু আছে

উত্তরঃ (ক) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উ ৎপাদন ও রজঃচক্র বন্ধ রাখে

10. বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সমতাবিধান করে সঠিক  বিকল্পটি বেছে নাও

বামস্তম্ভডানস্তম্ভ
A. স্নায়ু(i) নিউরোনকে পুষ্টি জোগায় ও স্নায়ুকোশ মরে গেলে ওই স্থান দখল করে
B. নিউরোগ্লিয়া(ii) লজ্জা, রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ
C. থ্যালামাস(iii) রক্তবাহ সমন্বিত ও যোগকলা দ্বারা আবৃত
D. গমনের চালিকা শক্তি(iv) প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী বা সঙ্গিনী খোঁজা

(ক)  A-(iv), B-(ii), C-(i), D-(iii)

(খ) A-(iii), B-(i), C-(ii), D-(iv)

(গ) A-(i), B-(iv), C-(iii), D-(ii)

(ঘ) A-(ii), B-(iii), C-(iv), D-(i)

উত্তরঃ (খ) A-(iii), B-(i), C-(ii), D-(iv)

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

11. আইলেট্স অব্ ল্যাঙ্গারহ্যানসের কোন্ কোশ থেকে গ্লুকাগন ক্ষরিত হয়?

(ক) আলফা

 (খ) বিটা

(গ) গামা

(ঘ) ডেল্টা

উত্তরঃ (ক) আলফা

12. নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকায় জল বিশোষণ ঘটায় –

(ক) প্রোল্যাকটিন

(খ) ভেসোপ্রেসিন

(গ) ইনসুলিন

(ঘ) অক্সিটোসিন

উত্তরঃ(খ) ভেসোপ্রেসিন

13. ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত—

(ক) ACTH

(খ) টেস্টোস্টেরন

 (গ) ইনসুলিন

 (ঘ) থাইরক্সিন

উত্তরঃ (ঘ) থাইরক্সিন

14. সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন—

(ক) ডরমিন

(খ) ভার্নালিন

(গ) ফ্লোরিজেন

(ঘ) ইথিলিন

উত্তরঃ (গ) ফ্লোরিজেন

15. কোন্ হরমোনটি জননগ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে তা স্থির করো—

(ক) ইনসুলিন

(খ) TSH

(গ) ADH

(ঘ) ICSH

উত্তরঃ (ঘ) ICSH

16. নীচের কোনটি ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ তা স্থির করো –

(ক) TRH — TSH -থাইরক্সিন

(খ) GnRH – GTH — থাইরক্সিন

(গ) CRH — ACTH – অ্যাড্রিনালিন

(ঘ) GnRH – TSH —প্রোজেস্টেরন

উত্তরঃ (ক) TRH — TSH -থাইরক্সিন

17. প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নীচের কোন্ জোড়টি সঠিক নয় তা স্থির করো—

(ক) দুধের স্বাদ পাওয়ার পর সদ্যোজাত বাচ্চার লালাক্ষরণ সহজাত প্রতিবর্ত ক্রিয়া

(খ) কম্পিউটারের কী বোর্ডে টাইপ করা—অর্জিত প্রতিবর্ত ক্ৰিয়া

(গ) হাঁচি ও কাশি—অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

(ঘ) মানুষের কথা বলা—অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

উত্তরঃ (গ) হাঁচি ও কাশি—অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

18. সঠিক জোড়টি নির্বাচন করো :

(ক) গুরুমস্তিষ্ক—দেহের ভারসাম্য রক্ষা

(খ) হাইপোথ্যালামাস—বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ

(গ) লঘুমস্তিষ্ক—দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ

(ঘ) সুষুম্নাশীর্ষক —হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ

উত্তরঃ (ঘ) সুষুম্নাশীর্ষক —হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ

19. ইনসুলিন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো—

(ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজকে শোষণে সাহায্য করে

(খ) যকৃৎ ও পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে

(গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে

(ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়

উত্তরঃ (গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে

20. নীচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়, তা নির্ণয় করো—

(ক) নিজল দানা

(খ) সোয়ান কোশ

(গ) মায়েলিন আবরণী

(ঘ) র‍্যানভিয়ারের পর্ব

উত্তরঃ (ক) নিজল দানা

21. তাপক্ষয়কারী ও তাপ উৎপাদন কেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত তা নির্ণয় করো—

(ক) পন্‌স

(খ) হাইপোথ্যালামাস

(গ) সেরিবেলাম

(ঘ) মেডালা অবলংগাটা

উত্তরঃ (খ) হাইপোথ্যালামাস

22. নীচের কোন্ জোড়টি সঠিক তা স্থির করো—

(ক) মায়োপিয়া—অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়

(খ) হাইপারমেট্রোপিয়া—অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়

(গ) প্রেসবায়োপিয়া—অবতল লেন্সের চশমা ব্যবহারে এই ত্রুটি দূর হয়

(ঘ) ক্যাটারাক্ট—অবতল লেন্সের চশমা ব্যবহারে এই ত্রুটি দূর হয়

উত্তরঃ(ক) মায়োপিয়া—অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়

23. বনচাড়াল উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চালনের কারণ হল রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। এই প্রকার চলনকে বলে –  

(ক) নিদ্রাচলন,

(খ) প্রকরণ চলন,

(গ) রোটেশন,

(ঘ) অভিকর্ষবর্তী চলন।

উত্তরঃ (খ) প্রকরণ চলন,

24. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার –

(ক) ট্রপিক চলন,

(খ) ন্যাস্টিক চলন,

(গ) কেমোট্যাকটিক চলন,

(ঘ) থার্মোট্যাকটিক চলন।

উত্তরঃ (গ) কেমোট্যাকটিক চলন,

25. ট্রপিক চলন সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –

(ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত,

(খ) উদ্ভিদ বা উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়,

(গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়,

(ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বচলন

উত্তরঃ (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন

26. উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া। এটি কী প্রকৃতির চলন?

(ক) হাইড্রোট্যাকটিক,

(খ) রিওট্যাকটিক,

(গ) জিওট্রপিক,

(ঘ) হাইড্রোট্রপিক চলন

উত্তরঃ  (ঘ) হাইড্রোট্রপিক চলন

27. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি  হল –

(ক) কেমোন্যাস্টি,

(খ) সিসমোন্যাস্টি,

(গ) থার্মোন্যাস্টি,

(ঘ) ফোটোন্যাস্টি

উত্তরঃ (ক) কেমোন্যাস্টি,

28. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল –

(ক) কেমোন্যাস্টি,

(খ) সিসমোন্যাস্টি,

(গ) ফোটোট্রপিজম,

(ঘ) ফোটোট্যাকটিক চলন

উত্তরঃ (খ) সিসমোন্যাস্টি,

 29. প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় –

(ক) ক্যাকটাসের পর্ণকাণ্ডে,

(খ) টিউলিপ ফুলে,

(গ) পাতাশ্যাওলার পত্রকোশে,

(ঘ) সুন্দরীর শ্বাসমূলে

উত্তরঃ (ঘ) সুন্দরীর শ্বাসমূলে

30. যে উদ্ভিদ হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তা হল –

(ক) অক্সিন,

(খ) জিব্বেরেলিন,

(গ) MCPA,

(ঘ) সাইটোকাইনিন

উত্তরঃ (ক) অক্সিন,

31. একটি কৃত্রিম হরমোন হল –

(ক) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড,

(খ) ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড,

(গ) জিব্বেরেলিক অ্যাসিড,

(ঘ) জিয়াটিন

উত্তরঃ (খ) ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড,

32. আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনটি হল –

(ক) IPA,

(খ) IBA,

(গ) 2, 4-D,

(ঘ) IAA

উত্তরঃ (গ) 2, 4-D,

33. কোন তথ্যটি জিব্বেরেলিনের ক্ষেত্রে সঠিক নয় ?

(ক) টারপিনয়েড গোষ্ঠীভুক্ত নাইট্রোজেনবিহীন জৈব অ্যাসিড,

(খ) নারিকেলের তরল সস্যে পাওয়া যায়,

(গ) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে বংশগত খর্বতা রোধ করে,

(ঘ) বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্‌গম ত্বরান্বিত করে।

উত্তরঃ (খ) নারিকেলের তরল সস্যে পাওয়া যায়,

34. উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে। — (i) অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা। (ii) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। (iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। (iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এদের মধ্যে কোন্ দুটি জিব্বেরেলিনের কাজ ? –

(ক) (i) ও (iii),

(খ) (ii) ও (iii),

(গ) (ii) ও (iv),

(ঘ) (i) ও (ii)

উত্তরঃ (গ) (ii) ও (iv)

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

35. নাইট্রোজেনধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন হল –

(ক) জিব্বেরেলিন,

(খ) সাইটোকাইনিন,

(গ) অক্সিন,

(ঘ) ইথিলিন

উত্তরঃ (গ) অক্সিন,

36. নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? –

(ক) থাইরক্সিন,

(খ) ইনসুলিন,

(গ) অ্যাড্রিনালিন,

(ঘ) STH

উত্তরঃ  (ঘ) STH

37.  অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না-

(ক) ইনসুলিন,

(খ) থাইরক্সিন,

(গ) পেপসিন,

(ঘ) অ্যাড্রিনালিন

উত্তরঃ (গ) পেপসিন,

38. নিম্নলিখিত কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয় ? –

(ক) থাইরয়েড,

(খ) শুক্রাশয়,

(গ) অ্যাড্রিনাল,

(ঘ) পিটুইটারি

উত্তরঃ (ঘ) পিটুইটারি

39. থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল –

(ক) অ্যাড্রিনাল,

(খ) শুক্রাশয়,

(গ) থাইরয়েড,

(ঘ) অগ্ন্যাশয়

উত্তরঃ (গ) থাইরয়েড,

40. বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে সেটি হল –

(ক) ACTH

(খ) ADH

(গ) STH

(ঘ) FSH

উত্তরঃ (খ) ADH

41. অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় –

(ক) ইনসুলিনকে

(খ) গ্লুকাগনকে

(গ) STH-কে

(ঘ) প্রোল্যাকটিনকে

উত্তরঃ (ক) ইনসুলিনকে

42. অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে কোটি পরিচিত? –

(ক) থাইরক্সিন,

(খ) অ্যাড্রিনালিন,

(গ) ইনসুলিন,

(ঘ) টেস্টোস্টেরন

উত্তরঃ (গ) ইনসুলিন,

43. যে হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে, সেটি হল –

(ক) থাইরজিন,

(খ) অ্যাড্রিনালিন,

(গ) ইনসুলিন,

(ঘ) ইস্ট্রোজেন

উত্তরঃ (গ) ইনসুলিন,

44. ইনসুলিন সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –

(ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে,

(খ) যকৃৎ ও পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে,

(গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে,

(ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়

উত্তরঃ (গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে,

45. নীচের কোন্ জোড়টি সঠিক তা স্থির করো –

(ক) অ্যামিবা—সিলিয়া

(খ) প্যারামেসিয়াম—সিলিয়া

(গ) ইউগ্লিনা—সিলিয়া

(ঘ) প্যারামেসিয়াম-ফ্ল্যাজেলা

উত্তরঃ (খ) প্যারামেসিয়াম—সিলিয়া

46. নীচের কোন্ স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো –

(ক) হাইপোগ্লসাল

(খ) গ্লসোফ্যারিঞ্জিয়াল

(গ) ফেসিয়াল

 (ঘ) ভেগাস

উত্তরঃ (ক) হাইপোগ্লসাল

47. নীচের কোনটি দ্বিনেত্র দৃষ্টির বৈশিষ্ট্য নয় তা স্থির করো—

(ক) দুটি চোখ দিয়েই একই সময়ে একটি বস্তুর সামগ্রিক রূপ দেখা যায়

(খ) দৃশ্যমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায়

(গ) ব্যাং, গোরু ও ঘোড়াতে এই ধরনের দৃষ্টি দেখা যায়

(ঘ) বস্তুর ত্রিমাত্রিক গঠন বোঝা যায়

উত্তরঃ (গ) ব্যাং, গোরু ও ঘোড়াতে এই ধরনের দৃষ্টি দেখা যায়

48. নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করে।—

(ক) হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে

(খ) ADH ও অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়

(গ) ইনসুলিন কলাকোশে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে

(ঘ) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়

উত্তরঃ (ঘ) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়

49. মানবদেহে সুষুম্নাস্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো—

(ক) 31টি

(খ) 12 জোড়া

(গ) 31 জোড়া

(ঘ) 33 জোড়া

উত্তরঃ (গ) 31 জোড়া

50. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করে-

(ক) 10 জোড়া

(খ) 31 জোড়া

(গ) 12 জোড়া

(ঘ) 21 জোড়া

উত্তরঃ  (গ) 12 জোড়া

51. নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো—

(ক) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH

(খ) অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ কমায়

(গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতর গ্লুকোজের শোষণে সাহায্য করে

(ঘ) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে

উত্তরঃ (খ) অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ কমায়

52. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল—

(ক) TSH

(খ) ADH

(গ) ইস্ট্রোজেন

(ঘ) ACTH

উত্তরঃ (গ) ইস্ট্রোজেন

53. ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম?

(ক) অ্যাড্রিনালিন

(খ) ইনসুলিন

(গ) থাইরক্সিন

(ঘ) টেস্টোস্টেরন

উত্তরঃ (খ) ইনসুলিন

54. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল—

(ক) ফোটোন্যাস্টি

(খ) সিসমোন্যাস্টি

(গ) কেমোন্যাস্টি

(ঘ) থার্মোন্যাস্টি

উত্তরঃ (ক) ফোটোন্যাস্টি

55. কয়েকটি স্নায়ুকোশের কোশদেহগুলি একত্রিত হয়ে গঠন করে –

(ক) সাইন্যাপস

(খ) গ্যাংলিয়া

(গ) নিউরোগ্লিয়া

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) গ্যাংলিয়া

56. স্নায়ুস্পন্দন স্নায়ুকোশে প্রেরণের সময় ইলেকট্রন পাম্প হিসেবে কাজ করে—

(ক) র‍্যানভিয়ারের পর্ব

(খ) অ্যাক্সন

(ঘ) অ্যাক্সন হিলক

(গ) ডেনড্রন

উত্তরঃ (খ) অ্যাক্সন

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

57. মানবদেহের দীর্ঘ করোটি স্নায়ু –

(ক) অডিটরি

(খ) ভেগাস

 (গ) অপটিক

 (ঘ) অকিউলোমোটর

উত্তরঃ (খ) ভেগাস

58. কম আলোতে দেখতে সাহায্য করে –

(ক) রডকোশ

(খ) কোনকোশ

(গ) তারারন্ধ্র

(ঘ) রেটিনা

উত্তরঃ (ক) রডকোশ

59. মানুষের চোখে উপস্থিত প্রোটিন—

(ক) পেপসিন

(খ) অ্যাকটিন

 (গ) ক্রিস্টালিন

 (ঘ) অ্যাডিনিন

উত্তরঃ (গ) ক্রিস্টালিন

60. পাইরিফর্মিস পেশি –

(ক) অ্যাডাকটর

(খ) অ্যাবডাক্টর

(গ) রোটেটর

 (ঘ) সবকটিই

উত্তরঃ (গ) রোটেটর

61. অন্তঃক্ষরা গ্রন্থিটি চিহ্নিত করো –

(ক) পিটুইটারি

(খ) লালাগ্রন্থি

(গ) ঘর্মগ্রন্থি

(ঘ) অশ্রুগ্রন্থি

উত্তরঃ (ক) পিটুইটারি

62. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককটি নির্বাচন করো—

(ক) নিউরোগ্লিয়া

(খ) নিউরোন

(গ) স্নায়ু

(ঘ) স্নায়ুতন্তু

উত্তরঃ (খ) নিউরোন

63. গ্লুকাগন হরমোন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটি নির্বাচন করো—

(ক) থাইরয়েড

(খ) অগ্ন্যাশয়

(গ) অ্যাড্রিনাল

(ঘ) পিটুইটারি

উত্তরঃ (খ) অগ্ন্যাশয়

64. নীচের বক্তব্যগুলি পড়ো—

(i) মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়

(ii) উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়।

(iii) হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।

(iv) অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়।

দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন্ কোন্ বক্তব্যগুলি সঠিক?

(ক) (i) ও (ii)

(খ) (ii) ও (iii)

(গ) (iii) ও (iv)

(ঘ) (i) ও (iii)

উত্তরঃ (ঘ) (i) ও (iii)

65. নীচের বক্তব্যগুলি পড়ো ।

এই হরমোন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ-উৎপাদ ও রক্তচাপ বাড়ায় ।

এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়।

এই হরমোন BMR বৃদ্ধি করে।

উপরের কাজগুলি কোন্ হরমোনের সঙ্গে সম্পর্কিত ?

(ক) ইনসুলিন

(খ) অ্যাড্রিনালিন

 (গ) ইস্ট্রোজেন

 (ঘ) থাইরক্সিন

উত্তরঃ (খ) অ্যাড্রিনালিন

66. কোন জোড়টি সঠিক নয়? –

(ক) টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদন,

(খ) LH-ডিম্বাণু নিঃসরণ,

(গ) প্রোজেস্টেরন অমরা বা প্লাসেন্টা গঠন,

(ঘ) TSH দেহের উষ্ণতা বৃদ্ধি

উত্তরঃ (ঘ) TSH দেহের উষ্ণতা বৃদ্ধি

67. ব্যাঙ্গাচির রুপান্তরে সাহায্য করে –

(ক) থাইরক্সিন

(খ) ইনসুলিন

(গ) অ্যাডিনালিন

(ঘ) STH

উত্তরঃ (ক) থাইরক্সিন

68. ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও –

(ক) GH,

(খ) FSH,

(গ) ADH,

(ঘ) ACTH

উত্তরঃ  (খ) FSH,

69. উল্লিখিত কোটির সঙ্গে সোয়ান কোশ যুক্ত থাকে ? –

(ক) ডেনড্রাইট,

(খ) অ্যাক্সন,

(গ) কোশদেহ,

(ঘ) সাইন্যাপস্

উত্তরঃ (খ) অ্যাক্সন,

70. মিশ্র স্নায়ু হল –

(ক) স্পাইনাল অ্যাকসেসরি,

(খ) অপটিক,

(গ) গ্লসোফ্যারিঞ্জিয়াল,

(ঘ) অডিটরি

উত্তরঃ (গ) গ্লসোফ্যারিঞ্জিয়াল,

71. মানবদেহে সুষুম্নাস্নায়ুর সংখ্যা স্থির করো –

(ক) 11 জোড়া,

(খ) 21 জোড়া,

(গ) 31 জোড়া,

(ঘ) 41 জোড়া

উত্তরঃ (গ) 31 জোড়া,

72. অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হল –

(ক) সেরিব্রাম,

(খ) থ্যালামাস,

(গ) হাইপোথ্যালামাস,

(ঘ) সেরিবেলাম

উত্তরঃ (ক) সেরিব্রাম

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

73. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল –

(ক) থ্যালামাস,

(খ) লঘুমস্তিষ্ক,

(গ) সুষুম্নাশীর্ষক,

(ঘ) হাইপোথ্যালামাস

উত্তরঃ (ঘ) হাইপোথ্যালামাস

74. মানুষের লজ্জা, রাগ, চাপ, তাপ, ভালোবাসা ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণ করে। –

(ক) গুরুমস্তিষ্ক,

(খ) পনস্,

(গ) হাইপোথ্যালামাস,

(ঘ) এপিথ্যালামাস

উত্তরঃ (ক) গুরুমস্তিষ্ক,

75. দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল –

(ক) সুষুম্নাশীর্ষক,

(খ) থ্যালামাস,

(গ) লঘুমস্তিষ্ক,

(ঘ) গুরুমস্তিষ্ক

উত্তরঃ (গ) লঘুমস্তিষ্ক,

76. সঠিক জোড়টি নির্বাচন করো –

(ক) গুরুমস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা,

(খ) হাইপোথ্যালামাস – বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ,

(গ) লঘুমস্তিষ্ক – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ,

(ঘ) সুযুন্নাশীর্ষক – হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ

উত্তরঃ (ঘ) সুযুন্নাশীর্ষক – হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ

77. প্রতিবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসেবে কাজ করে-

(ক) থ্যালামাস,

(খ) মেটাথ্যালামাস,

(গ) হাইপোথ্যালামাস,

(ঘ) এপিথ্যালামাস

উত্তরঃ (ক) থ্যালামাস,

78. নীচের সঠিক ক্রমটি স্থির করো— (ক) গ্রাহক → কারক → সংজ্ঞাবহ স্নায়ু (অন্তর্বাহী স্নায়ু) → আজ্ঞাবহ স্নায়ু (বহির্বাহী স্নায়ু) স্নায়ুকেন্দ্র, (খ) গ্রাহক → স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু (বহির্বাহী স্নায়ু) → সংজ্ঞাবহ স্নায়ু (অন্তর্বাহী স্নায়ু) → কারক, (গ) গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু (অন্তর্বাহী স্নায়ু) → স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু (বহির্বাহী স্নায়ু) → কারক, (ঘ) গ্রাহক → আজ্ঞাবহ স্নায়ু (বহিবাহী স্নায়ু) → কারক → সংজ্ঞাবহ স্নায়ু (অন্তর্বাহী স্নায়ু) স্নায়ুকেন্দ্র

উত্তরঃ (গ) গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু (অন্তর্বাহী স্নায়ু) → স্নায়ুকেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু (বহির্বাহী স্নায়ু) → কারক,

 79.  প্রদত্ত কোন্ সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? – (ক) উদ্দীপনা কারক স্নায়ুকেন্দ্র গ্রাহক সাড়াপ্রদান, (খ) উদ্দীপনা → কারক → গ্রাহক স্নায়ুকেন্দ্র সাড়া প্রদান, (গ) উদ্দীপনা → গ্রাহক → স্নায়ুকেন্দ্র → কারক সাড়াপ্রদান, (ঘ) উদ্দীপনা গ্রাহক কারক স্নায়ুকেন্দ্র – সাড়াপ্রদান।

উত্তরঃ  (গ) উদ্দীপনা →    গ্রাহক →     স্নায়ুকেন্দ্র →    কারক →  সাড়াপ্রদান,

80.  মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হল-

(ক) কোরয়েড,

(খ) স্ক্লেরা,

(গ) কর্নিয়া,

(ঘ) রেটিনা

উত্তরঃ  (ঘ) রেটিনা

81. মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় ? –

(ক) কোরয়েড,

(খ) স্ক্লেরা,

(গ) কর্নিয়া,

(ঘ) রেটিনা

উত্তরঃ (ঘ) রেটিনা

82. চোখের পীতবিন্দু বর্তমান –  

(ক) কোরয়েডে,

(খ) রেটিনায়,

(গ) স্ক্লেরায়,

(ঘ) সিলিয়ারি বডিতে

উত্তরঃ (খ) রেটিনায়,

83. প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হল –

(ক) রেটিনা,

(খ) কনীনিকা,

(গ) কর্নিয়া,

(ঘ) কোরয়েড

উত্তরঃ (গ) কর্নিয়া,

84. নীচের বক্তব্যগুলি পড়ো।

(i) মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়।

(ii) উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়।

(ii) হাইপারমেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।

(iv) অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়।

দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন্ কোন্ বক্তব্যগুলি সঠিক ? –

(ক) (i) ও (ii),

(খ) (i) ও (ii),

(গ) (ii) ও (iv),

(ঘ) (i) ও (iii)

উত্তরঃ (ঘ) (i) ও (iii)

85.  পায়রার লেজের পালককে বলে-

(ক) রেমিজেস,

(খ) বার্ব,

(গ) বার্বিউল,

(ঘ) রেকট্রিসেস

উত্তরঃ (ঘ) রেকট্রিসেস

86. কোন্ পেশি দুটি অস্থিকে ভাঁজ করতে সাহায্য করে। –

(ক) অ্যাডাকটর,

(খ) অ্যাবডাকটর,

(গ) ফ্লেক্সর,

(ঘ) এক্সটেনশর

উত্তরঃ  (গ) ফ্লেক্সর,

87.  প্রদত্ত যে জোড়টি সঠিক তা নির্বাচন করো-

(ক) কবজা অস্থিসন্ধি — কাঁধ,

(খ) রোটেটর পেশি – ট্রাইসেপস্,

(গ) বল ও সকেট অস্থিসি হাঁটু,

(ঘ) ফ্লেক্সর পেশি বাইসেপস্

উত্তরঃ  (ঘ) ফ্লেক্সর পেশি বাইসেপস্

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

বিভাগ (খ)

নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [মান-১]

1. বীজবিহীন ফল উৎপাদনকে বলে __________ ।

উত্তরঃ পার্থেনোকার্পি

2. মানুষের চোখের লেন্সের ফোকাসদৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ____________ বলে ।

উত্তরঃ উপযোজন

3. আয়োডিনের অভাবে ___________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

উত্তরঃ থাইরক্সিন

4. _________হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।

উত্তরঃ অ্যাড্রিনালিন

5. টেস্টোস্টেরন হরমোন _________ থেকে ক্ষরিত হয়।

উত্তরঃ লেডিগের আন্তরকোষ

6. নিউরোন বা স্নায়ুকোশগুলি সমন্বিত হয়ে __________ গঠন করে ।

উত্তরঃ স্নায়ু

7. প্রোজেস্টেরন গর্ভাবস্থায় _________ বৃদ্ধিতে সাহায্য করে ।

উত্তরঃ ভ্রুনের

8. থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে ____________ ফুলে ওঠে।

উত্তরঃ থাইরয়েড

9. ক্লোরোফর্ম, _______ প্রভৃতি রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে কেমোন্যাস্টিক চলন সম্পন্ন হয় ।

উত্তরঃ প্রোটিন

10. __________ মানসিক পরিপূর্ণতার প্রকাশ ও গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে ।

উত্তরঃ থাইরক্সিন

11. কারকের উদাহরণ হল _________________ও গ্রন্থি।

উত্তরঃ পেশি

12. ______________-এ কোনো দূরবর্তী অঙ্গ দেহাংশ বা দেহাক্ষের নিকটবর্তী হয় ।

উত্তরঃ অ্যাডাকশন

13. উপযুক্ত বিবর্ধন ক্ষমতাসম্পন্ন উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহারে _____________ ত্রুটি দূর হয়।

উত্তরঃ হাইপারমেট্রোপিয়া

14 ________ একটি যান্ত্রিক উদ্দীপক ।

উত্তরঃ চাপ

15. অক্সিনের রাসায়নিক নাম _____________।

উত্তরঃ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড

16. __________প্রথম আবিষ্কৃত প্রাকৃতিক সাইটোকাইনিন।

উত্তরঃ জিয়াটিন

17. ফল পাকতে সাহায্য করে _________ হরমোন।

উত্তরঃ ইথিলিন

18. ________ স্নায়ু অন্তঃক্ষরা অন্যরূপে বিবেচিত হয়।

উত্তরঃ হাইপোথ্যালামাস

19. _____________একটি স্টেরয়েডধর্মী হরমোন।

উত্তরঃ টেস্টোস্টেরন

20. মূত্রে _________ হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দেশ করে। 

উত্তরঃ HCG

21. গুধুমাত্তস্কের যোজকটিকে বলা হয় _________________ ।

উত্তরঃ করপাস ক্যালোসাম

22. ___________ -এর মধ্য দিয়ে প্রবাহিত স্নায়ুস্পন্দন সর্বদা একমুখী হয়।

উত্তরঃ প্রতিবর্ত চাপ ।

23. __________ রোগে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়।

উত্তরঃ প্রেসবায়োপিয়া

 24. রেটিনার _________ স্থানে অপটিক স্নায়ু মিলিত হয় ৷

উত্তরঃ অন্ধবিন্দু

25. কোন কোশ ________ রঞ্জক থাকে।

উত্তরঃ আয়োডস্পিন

26. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

উত্তরঃ মিথ্যা

27. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

উত্তরঃ মিথ্যা

28. বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্ৰ নিৰ্গত হয় ।

উত্তরঃ সত্য

29. সোমাটোট্রফিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়।

উত্তরঃ মিথ্যা

30. রড কোশ মৃদু আলোকে ও কোন কোশ তীব্র আলোকে দেখতে সাহায্য করে।

উত্তরঃ সত্য

31. ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।

উত্তরঃ সত্য

32. ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে ও সন্তান প্রসবে সাহায্য করে।

উত্তরঃ মিথ্যা

33. অক্সিটোসিন বৃক্কীয় নালিকায় জলশোষণ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

উত্তরঃ মিথ্যা

34. স্নায়ু রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত।

উত্তরঃ সত্য

35. গ্যাংলিয়ন থেকে নার্ভ উৎপন্ন হয়।

উত্তরঃ সত্য

36. CSF মস্তিষ্কের প্রকোষ্ঠ, সুষুন্নকাণ্ডের কেন্দ্রীয় নালি ও মেনিনজেসের সাব অ্যারাকনয়েড স্থানে অবস্থান করে।

উত্তরঃ সত্য

37. ল্যাটিসিমাস ডরসি অ্যাবডাকশনে সাহায্য করে।

উত্তরঃ মিথ্যা

38. পাখির শরীরে 23টি রেকট্রিসেস পালক রয়েছে।

উত্তরঃ মিথ্যা

39. অপটিক স্নায়ু দশম করোটীয় স্নায়ু।

উত্তরঃ মিথ্যা

40. থাইরয়েড হরমোনের প্রধান উপাদান আয়োডিন।

উত্তরঃ সত্য

41. সাইটোকাইনিন পার্থেনোকারপিক ফল উৎপাদনে সাহায্য করে।

উত্তরঃ মিথ্যা

42. A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি):

A-স্তম্ভB-স্তম্ভ
(i)আলোক প্রতিকূলবর্তী চলন(a)অপরাজিতা, শিম
(ii)ন্যুটেশন(b)প্রকল্পিত হরমোন
(iii)ফ্লোরিজেন(c)উদ্ভিদমূল
(iv)ইমিডাজোল(d)থাইরক্সিন
(v)লোহিতকণিকার পর্ণতা-প্রাপ্তি(e)সাইন্যাপস
(vi)স্টেরয়েডধর্মী(f)কোমরের অস্থিসন্ধি
(vii)নিউরোহিউমর(g)ইস্ট্রোজেন
(viii)বল ও সকেট সন্ধি(h)কৃত্রিম সাইটোকাইনিন
  (i)প্রাকৃতিক সাইটোকাইনিন

উত্তরঃ (i) – (c), (ii) –(a), (iii)-(b), (iv) – h, (v) – (d), (vi) – (g), (vii) – (e), (viii) – (f)

43.

A-স্তম্ভB-স্তম্ভ
(i)পালভিনাস(a)ফ্লোরিজেন
(ii)প্রাকৃতিক সাইটোকাইনিন(b)অক্সিটোসিন
(iii)চাইলাখান(c)জিয়াটিন
(iv)জরায়ুর প্রসারণ(d)বাইসেপ্‌স
(v)যুদ্ধ অথবা পলায়ন মনোবৃত্তি(e)ব্যাং
(vi)একনেত্র দৃষ্টি(f)অ্যাড্রিনালিন
(vii)ঐচ্ছিক পেশি(g)লজ্জাবতীর পত্রমূলের স্ফীত অংশ
  (h)নিদ্ৰাচলন

উত্তরঃ (i) – (g), (ii)-(c), (iii) – (a), (iv) – (b), (v)-(f), (vi)-(e), (vii)-(d)

44. বিসদৃশটি বেছে লেখো:

(i) গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পস, থ্যালামাস ।

(ii) TSH, ACTH, GTH, CSF

(iii) বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ।

(iv) স্কেরা, রেটিনা, কোরয়েড, ভিট্রিয়াস হিউমর।

(v) হাঁচি, কাশি, সাইকেল চালানো, চোখের পলক পড়া।

(vi) ফ্লেক্সন, অ্যাবডাকশন, রোটেশন, অ্যাকোমোডেশন ।

(vii) ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া, মায়োটোম পেশি ।

উত্তরঃ i) পনস (ii) CSF ; (iii) থ্যালাসোময়া; (iv) ভিট্রিয়াস হিউমর; (v) সাইকেল চালানো;

(vi) অ্যাকোমোডেশন; (vii) মায়োটোম পেশি;

45. কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাসদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটে?

উত্তরঃ হ্রাস পায়

46. মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো।

উত্তরঃ চোখের ফোকাস দূরত্ব পরি বর্তনের মাধ্যমে কোনো বস্তুকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে

47. অক্ষিগোলকের লেপ ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?

উত্তরঃ চোখের আকৃতি প্রদান করা

48. নিউরোনের প্রধান দুটি অংশের নাম লেখো।

উত্তরঃ প্রবর্ধক (অ্যাক্সন ও ডেনড্রন) এবং কোশদেহ

49. একটি জরুরিকালীন হরমোনের নাম লেখো।

উত্তরঃ অ্যাড্রিনালিন

50. সোয়ান কোশ কোথায় থাকে?

উত্তরঃ স্নায়ুকোশের অ্যাক্সনের মায়েলিন শিথ ও নিউরোলেমার মধ্যবর্তী স্থানে

51. মায়েলিন শিখের কাজ কী?

উত্তরঃ নার্ভের সুরক্ষা প্রদান/স্নায়ুস্পন্দন হার বৃদ্ধি

52. প্রাত্যহিক জীবনে উপযোজনের একটি গুরুত্ব লেখো।

উত্তরঃ গাড়ির চালকদের বা পথচারীদের রাস্তায় চলার সময় দুর্ঘটনা এড়ানো

53. পরিণত বীজ ও অঙ্কুরিত বীজপত্রে কোন্ উদ্ভিদ হরমোন সংশ্লেষিত হয়?

উত্তরঃ জিব্বেরেলিন

54. দুগ্ধপ্রদানকারী মায়ের ডিম্বাণু নিঃসরণে কোন হরমোন বাধা দেয়?

উত্তরঃ প্রোল্যাকটিন/প্রোজেস্টেরন

55. পন্‌স-এর একটি কাজ লেখো।

উত্তরঃ শ্বসন/মূত্রত্যাগ /চোয়াল ও অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ

56. দুটি উদ্ভিদের নাম করো যার গমন করতে পারে

উত্তরঃ ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস

57. কোশের রসস্ফীতির তারতম্যের ফলে উদ্ভিদ অঙ্গের চলনকে কী বলে?

উত্তরঃ স্বতঃস্ফূর্ত বক্রচলন বা প্রকরণ চলন

58. কিছু উদ্ভিদের ক্ষেত্রে কচিপাতার নীচের দিকে থাকা কোশগুলি উপরের পৃষ্ঠে থাকা কোশগুলির অপেক্ষা দ্রুত বৃদ্ধিলাভ করে, একে কী বলে?

উত্তরঃ হাইপোন্যাস্টি চলন

59. একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো।

উত্তরঃ প্রোটিন/ইথার/ ক্লোরোফর্ম

60. 2, 4-D-এর সম্পূর্ণ নাম কী ?

উত্তরঃ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড

 61. একটি ক্ষারীয় পিউরিন বর্ণযুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো।

উত্তরঃ সাইটোকাইনিন

62. জরা প্রতিরোধকারী হরমোন কোনটি?

উত্তরঃ সাইটোকাইনিন

63. পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখতে কোন হরমোন ব্যবহার করা হয়?

উত্তরঃ কাইনিন

64. মেডলেটেড স্নায়ুতত্ত্বতে অ্যাক্সোলেমার উপরে চর্বির স্তরকে কী বলে?

উত্তরঃ মায়েলিন সিদ্

65. এক স্নায়ুকোশ থেকে অন্য স্নায়ুকোশে স্নায়ুস্পন্দন বহনকারী রাসায়নিক পদার্থকে কী বলে?

উত্তরঃ  নিউরোট্রান্সমিটার

66. একটি বহির্বাহী করোটীয় স্নায়ু বা ইফারেন্ট নার্ভের উদাহরণ দাও ।

উত্তরঃ হাইপোগ্লসাল (দ্বাদশ করোটীয় স্নায়ু)

67. কোন্ খাঁজ লঘুমস্তিষ্ককে দুটি অর্ধগোলকে বিভক্ত করে?

উত্তরঃ ফ্লাক্স সেরিবেলি

68. লঘুমস্তিষ্কের গোলার্ধগুলি কোন্ অংশ দ্বারা যুক্ত থাকে?

উত্তরঃ ভারমিস

69. চোখের কোন্ অংশ চোখের মণির কালো, নীল বা অন্যান্য রং-এর জন্য দায়ী?

উত্তরঃ আইরিশ বা কনীনিকা

70. চোখের উপযোজনে কোন্ পেশির গুরুত্ব অপরিসীম?

উত্তরঃ সিলিয়ারি পেশি

71. আলোর অভিমুখে ক্ল্যামাইডোমোনাসের চলনকে কী বলে ?
উত্তরঃ ফটোট্যাক্টিক চলন

72. সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায় – এটি
উত্তরঃ থার্মন্যাস্টিক চলন

73. উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও।
উত্তরঃ ম্যালিক অ্যাসিডের প্রভাবে মস ও ফার্ন গাছের শুক্রাণুর চলন ।

74. উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো।
উত্তরঃ অক্সিন

75. অক্সিন হরমোনের একটি উৎস লেখো।
উত্তরঃ অগ্রস্থ ভাজক কলা

76. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভগ্ন করা কোন উদ্ভিদ হরমোনের কাজ ?
উত্তরঃ জিব্বেরেলিন

77. পিউরিন জাতীয় বা নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন কোনটি ?
উত্তরঃ সাইটোকাইনিন

77. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো।
উত্তরঃ ইনডোল প্রোপিওনিক অ্যাসিড (IPA)

78. কোন্ হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে?
উত্তরঃ অক্সিন

79. উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে ?
উত্তরঃ পার্থেনোকার্পি

80. কোশের সাইটোপ্লাজমের বিভাজন (সাইটোকাইনেসিস) নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো ।
উত্তরঃ সাইটোকাইনিন

81. NAA-এর পুরো নাম লেখো
উত্তরঃ ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড

82. IBA-এর পুরো নাম লেখো ।
উত্তরঃ ইনডোল বিউটারিক অ্যাসিড

83. IPA-এর পুরো নাম লেখো।
উত্তরঃ ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড

84. IAA-এর পুরো নাম কী ?
উত্তরঃ ইনডোল অ্যাসেটিক অ্যাসিড

85. 2,4, -D-এর পুরো নাম কী ?
উত্তরঃ 2,4 – ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড

86. সুপ্রারেনাল গ্রন্থি কোনটি?
অনুরূপ প্রশ্ন : বৃক্কের ওপর কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত ?
উত্তরঃ অ্যাড্রেনাল গ্রন্থি ।

87. TSH-এর সম্পূর্ণ নাম লেখো ।
উত্তরঃ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ।

88. ACTH-এর সম্পূর্ণ নাম কী?
উত্তরঃ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ।

89. STH-এর পুরো নাম লেখো।
উত্তরঃ সোমাটোট্রপিক হরমোন

90. GTH-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তরঃ গোনাডোট্রপিক হরমোন

91. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন্ হরমোন ?
উত্তরঃ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)

92. আপৎকালীন বা জরুরিকালীন হরমোনটির নাম লেখো।
উত্তরঃ আড্রেনালিন হরমোন

93. মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে আড্রেনালিন হরমোন ক্ষরিত হয় ।

94. ভয় পেলে বুক ধড়ফড় করার সঙ্গে কোন্ হরমোনটির সম্পর্ক রয়েছে?
উত্তরঃ অ্যাড্রেনালিন হরমোন ।

95. ইনসুলিন হরমোনটি কোন্ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ অগ্ন্যাশয়ের আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোশগুচ্ছের বিটা কোশ থেকে ।

96. রক্তশর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হরমোনের নাম লেখো।
উত্তরঃ ইনসুলিন হরমোন

97. GTH হরমোন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তরঃ অগ্র পিটুইটারি

98. টেস্টোস্টেরনের উৎস কী ?
উত্তরঃ টেস্টোস্টেরন প্রধানত পুরুষদেহে বয়ঃসন্ধিকাল ও পরবর্তী সময়ে শুক্রাশয়ে অবস্থিত লেডিগের আন্তরকোশ থেকে ক্ষরিত হয় । এছাড়া অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চিওল থেকেও এই হরমোনটি ক্ষরিত হয় ।

99. পরিণত স্ত্রীদেহের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কী ?
উত্তরঃ প্রোজেস্টেরন

100. স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো।
উত্তরঃ ইস্ট্রোজেন

101. থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়োদের কী কী রোগ হয় ?
উত্তরঃ শিশুদের ক্রেটিনিজম ও বড়োদের মিক্সিডিমা ও সাধারণ গলগন্ড ।

102. স্নায়ুকোশের কোন্ অংশ কোশদেহ থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী স্নায়ুকোশে পৌঁছাতে সাহায্য করে?
উত্তরঃ অ্যাক্সন

103. স্নায়ুকোশের কোন্ অংশ পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোশদেহে প্রেরণ করে ?
উত্তরঃ ডেনড্রন

104. গ্যাংলিয়ন কীভাবে গঠিত হয়।
উত্তরঃ স্নায়ুকোশের কোশগুলি মিলিত হয়ে যোগকলার পরিবৃত যে গ্রন্থির সৃষ্টি হয় তাকে গ্যাংলিয়ন বলে ।

105. সাইন্যাপস্-এর একটি কাজ লেখো।
উত্তরঃ এক নিউরোন থেকে পরবর্তী নিউরোনে উদ্দীপনা বা স্নায়ুস্পন্দন প্রেরণ করা এর কাজ ।

106. একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।
উত্তরঃ অ্যাসিটাইল কোলিন

107. গুরুমস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো।
উত্তরঃ করপাস ক্যালোসাম

108. লঘুমস্তিষ্কের গোলার্ধগলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো।
উত্তরঃ ভারমিস

109.দশম করোটীয় স্নায়ুর নাম লেখো।
উত্তরঃ ভেগাস

110.নিউরোসিল কি ?
উত্তরঃ সুষুম্নাকাণ্ডের গহ্বর ।

111. CSF-এর পুরো নাম কী ?
উত্তরঃ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ।

112. শিশুর হাঁটতে শেখা – কোন্ ধরনের প্রতিবর্ত ক্রিয়া ?
উত্তরঃ অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া

113. হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।
উত্তরঃ জিব্বেরেলিন

114. ডাবের জলে বা নারিকেলের তরল সস্যে __ হরমোন পাওয়া যায় ।
উত্তরঃ সাইটোকাইনিন

115. মায়োপিয়ার ক্ষেত্রে কোন্ ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় ?
উত্তরঃ অবতল লেন্স

116. প্রেসবায়োপিয়ায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়।
উত্তরঃ বাইফোকাল লেন্স

117. অ্যামিবার গমনাঙ্গের নাম লেখো।
উত্তরঃ ক্ষনপদ

118. মাছের গমনে সাহায্যকারী পেশির নাম লেখো ।
উত্তরঃ মায়োটম পেশি

119. পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো ।
উত্তরঃ পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস লংগাস, কোরাকো ব্রাকিয়ালিস ব্রেভিস ইত্যাদি ।

120. কনুই সন্ধি ভাঁজ করার জন্য কোন্ পেশির প্রয়োজন ?
উত্তরঃ বাইসেপস

121. ফ্লেক্সর পেশির একটি উদাহরণ দাও।
উত্তরঃ বাইসেপস

122. এক্সটেনশর পেশির একটি উদাহরণ দাও ।
উত্তরঃ ট্রাইসেপস

123. একটি অ্যাবডাকটর পেশির উদাহরণ দাও ।
উত্তরঃ ডেলটয়েড

124. অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করে রাখতে কী সাহায্য করে?
উত্তরঃ টেন্ডন বা কন্ডরা

125. অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানসের α কৌশ থেকে _হরমোন ক্ষরিত হয়।
উত্তরঃ গ্লুকাগন

126. হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রোম খাড়া হয়ে যায়।
উত্তরঃ অ্যাড্রিনালিন

127. মানব মস্তিষ্কের তিনস্তরবিশিষ্ট বিল্লি আবরণীকে একত্রে _বলে।
উত্তরঃ মেনিনজেস

128. মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হল __
উত্তরঃ ক্যাটারাক্ট

129. _________হল ইউগ্লিনার গমনাঙ্গ ।
উত্তরঃ ফ্লাজেলা

130. প্যারামেসিয়াম __ সাহায্যে গমন করে।
উত্তরঃ সিলিয়া

131. পায়রার একটি ডানায় __ টি রেমিজেস নামক পালক থাকে।
উত্তরঃ 23 টি

132. আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে।
উত্তরঃ সত্য

133. হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না।
উত্তরঃ মিথ্যা

134. বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়
উত্তরঃ সত্য

135. অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার।
উত্তরঃ সত্য

136. ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়ামের গমন অঙ্গ।
উত্তরঃ মিথ্যা

137. কনুই-এ দেখা যায় বল ও সকেট সন্ধি ।
উত্তরঃ মিথ্যা

138. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা

139. ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে।
উত্তরঃ সত্য

140. এক্সটেনশর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা ।

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

বিভাগ (গ)

নীচের প্রশ্নগুলির উত্তর দু-তিনটি বাক্যে লেখো: [ মান-২ ]

1. নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরুপণ করো কাজের প্রকৃতি কাজের গতি কাজের স্থায়িত্ব পরিণতি ।

2. উদ্ভিদদেহে জিব্বেরেলিন কী কী শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো ।

3. কোনো একজন মানুষ ‘দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না’—এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো।

4. ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো ।

5. মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো।

6. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো:  সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা সাইকেল চালানো , ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।

7. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলির নাম লেখো।

8. নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। যখন শ্বাসনালিতে খাদ্যকণা ঢুকে পড়ে

যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে।

9. চোখের কোন্ কোন্ দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা

হয়?

10. বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হল। এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ ।

11. দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও।

12. মেনিনজেস ও CSF-এর অবস্থান বিবৃত করো।

13. অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো।

14. ‘LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে’-বক্তব্যটির যথার্থতা বিচার করো

15. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো ।

16. স্নায়ুকলার কাজ উল্লেখ করো ।

17. মানবদেহে থাইরক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে ?

18. সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ স্নায়ুর মধ্যে তুলনা করো ।

19. গাড়ির চালকদের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।

 20. অন্ধবিন্দু কী

21. ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো (উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব)।

22. উদ্ভিদের প্রকরণ চলন কী? উদাহরণ দাও ।

23. হরমোনকে জীবদেহের ‘রাসায়নিক সমন্বয়কারী’ বলা হয় কেন ?

24. জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল লেখো।

25. কাইনিনের উৎস উল্লেখ করো ।

26. সাইটোকাইনিনের কাজ উল্লেখ করো।

27. সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো। অনুরূপ প্রশ্ন : আগাছা দমনে, কৃষির ফলন বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো ।

28. খাদ্য উৎপাদনে হরমোনের ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো ।

29. লোকাল হরমোন কাকে বলে? উদাহরণ দাও । অথবা, মনিবদেহে ভেসোপ্রেসিন-এর দুটি ভূমিকা লেখো ।

30. GTH-এর কাজ লেখো।

31. TSH-এর কাজ লেখো।

32. আপৎকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো ।

33. ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো।

34. মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো। ‘LH ও ICSH মানবদেহে  জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে – বক্তব্যটির যথার্থতা বিচার করো ।

35. ইস্ট্রোজেনের কাজ লেখো।

36. টেস্টোস্টেরনের কাজ লেখো।

37. প্রাণীদেহে স্নায়ুতন্ত্র ও হরমোনের কার্যগত একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ।

38. হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য উল্লেখ করো।

39. প্রান্তসন্নিকর্ষ কাকে বলে ?

40. অ্যাসিটাইল কোলিনের কাজ লেখো। অথবা, নিউরোট্রান্সমিটারের কাজ কী ?

41. গুরুমস্তিষ্কের কাজ লেখো।

42. লঘুমস্তিষ্কের কাজ লেখো।

43. সুষুম্নাকাণ্ডের দুটি কাজ লেখো।

44. সুষুম্নাশীর্ষকের কাজ লেখো।

45. প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও।

46. প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে- দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও ।

47. প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার ও কী কী? উদাহরণসহ বুঝিয়ে দাও,

48. সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।

49. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোন্‌গুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো

(ক) সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা, (খ) সাইকেল চালানো, (গ) হাঁচি, (ঘ) ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।

50. “কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে” —বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

51. ” অশ্রুগ্রন্থির দুটি কাজ লেখো।

52. মানবচক্ষুতে স্ক্লেরার অবস্থান ও কাজ লেখো।

53. পীতবিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ করো।

54. প্রেসবায়োপিয়া কাকে বলে ? অথবা, প্রেসবায়োপিয়ার কারণ ও সংশোধনের উপায় লেখো।

55. গমনের উদ্দেশ্য কী ?

56. মানুষের গমনের সময় দেহের ভারসাম্য কীভাবে রক্ষা হয় ?

57. কবজা সন্ধি কাকে বলে? উদাহরণ দাও ।

58. বল ও সকেট সন্ধি বলতে কী বোঝো? উদাহরণ দাও।

59. সাইনোভিয়াল তরলের কাজ কী ?

60. ফ্লেক্সর ও এক্সটেনশর পেশির কার্যপদ্ধতি পরস্পরের  বিপরীতধর্মী’ – উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

61. ভলভক্স-এর চলনকে গমন বলা যেতে পারে কিন্তু দিকে মূলের চলনকে গমন বলা হয় না কেন ?

62. আলোক তির্যকবর্তী বা হেলিয়োট্রপিক চলন কাকে বলে ?

63. সিসমোন্যাস্টিক চলন কী কারণে ঘটে ব্যাখ্যা করো।

64. প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য লেখো ।

65. সচল সন্ধি ও অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো ।

66. প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রতিবর্ত চাপ কত প্রকার ও কী কী ?

67. কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয় এবং কেন ?

68. নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন এবং কৃত্রিম উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য লেখো। (a) উৎপত্তি, (b) হরমোনের প্রকৃতি, (c) হরমোনের কাজ।

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

বিভাগ (ঘ)

নীচের প্রশ্নগুলির উত্তর দাও:  [মান-৫]

1.একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:

(ক) গ্রাহক, (খ) সংজ্ঞাবহ স্নায়ু, (গ) স্নায়ুকেন্দ্র, (ঘ) চেষ্টীয় স্নায়ু।

2. মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো :

(ক) কোরয়েড, (খ) অপটিক স্নায়ু, (গ) আইরিশ, (ঘ) পীতবিন্দু ।

3. শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো ।

4. অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যাবহারিক প্রয়োগমূল্য আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী?

5. পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো ।

6. স্নায়ুগ্রন্থি কাকে বলে? অন্তর্বাহী (অ্যাফারেন্ট) ও বহির্বাহী (ইফারেন্ট) স্নায়ুর পার্থক্য লেখো ।

7. অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। নিউরো ট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও।

8. মানব মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

9. হরমোনের যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।জিব্বেরেলিনের তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো ।

10 . বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো।(বিষয়: নালির উপস্থিতি ও অনুপস্থিতি, ক্ষরিত পদার্থ )

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো।

11 . উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো।প্রাণী হরমোনের দুটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।

12 . পিটুইটারিকে ‘প্রভুগ্রন্থি” বলে কেন? ইনসুলিন ও গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী’ ব্যাখ্যা করো।

13 . অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। নিউরোট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও।

14 . প্রদত্ত ঘটনাগুলি কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া কারণসহ লেখো – (ক) সুস্বাদু খাদ্যের দর্শনে লালারসের ক্ষরণ,

(খ) শিশুর মাতৃদুগ্ধ পান, (গ) বাই-সাইকেল চালানো শেখা।প্রতিবর্ত চাপ কাকে বলে?

15. কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো।নিউরোনের তিনটি অংশের কার্য উল্লেখ করো।

16 . ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য নির্দেশ করো। ডেনড্রন ও অ্যাক্সনের একটি

করে কাজ লেখো।

17. স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কী? জন্মগত বা সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো।(বিষয়: প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ)

18. সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোনের একটি গঠনগত ও দুটি কার্যগত পার্থক্য লেখো।স্নায়ুতত্ত্ব ও স্নায়ুগ্রন্থির মধ্যে তফাৎ কোথায়?

19. মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা লেখো।মাছের বক্ষপাখনার কাজ কী?

20. চলন ও গমনের পার্থক্য লেখো। মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখো।

Madhyamik Life Science Suggestion (Chapter-1)||WBBSE Class 10 Life science Chapter 1 Question Answer||মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর সাজেশন||দশম শ্রেণি জীবনবিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
WBP Constable Main Mock TestJEXPO Online Mock Test Series

বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!