
Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-1: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ মক টেস্ট (তৃতীয় অধ্যায়) । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 3 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে এখানে এই মক টেস্টটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই MCQ কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট। তাই এই মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik Life Science Chapter 3 Mock Test Set-1
Q1. মটর গাছের প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিস্কার করেন ?
- জ্যা ব্যাপটিস্ট দ্যা ল্যামার্ক
- জোহান মেন্ডেল
- চার্লস ডারউইন
- স্ট্যানলি মিলার
জোহান মেন্ডেল
Q2. জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন –
- মেন্ডেল
- বেটসন
- ডারউইন
- মরগ্যান
বেটসন
Q3. মেন্ডেলের সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যর মধ্যে কোনটি প্রকট গুণ ?
- বেঁটে গাছ
- সাদা ফুল
- হলুদ ফুল
- বেগুনি ফুল
বেগুনি ফুল
Q4. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত –
- 1:3
- 3:1
- 1:2:1
- 2:1:1
1:2:1
Q5. মেন্ডেলের মটর গাছের দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত হল –
- 3:1
- 9:3:3:1
- 1:1
- 1:2:2:1
9:3:3:1
Q6. একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভবনা –
- ২৫%
- ৫০%
- ৭৫%
- ১০০%
১০০%
Q7. একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম হল-
- 22A +XY
- 44A+XY
- 22A+YY
- 44A+XX
44A+XX
Q8. একজন স্বাভাবিক মহিলার জনন কোশের ক্রোমোজোম সংখ্যা –
- 23A+XX
- 22A+XX
- 23A+X
- 22A+X
22A+X
Q9. সন্তানের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোম ভূমিকা পালন করে ? –
- অটোজোম
- সেক্স ক্রোমোজোম
- x –ক্রোমোজোম
- Y-ক্রোমোজোম
Y-ক্রোমোজোম
Q10. মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য –
- 44A+XX
- 44A+XY
- 44A+XXY
- 44A+XYY
44A+XY
Q11. কোনটি মেন্ডেল সূত্রের ব্যাতিক্রম নয় –
- সহপ্রকটতা
- অসম্পূর্ণ প্রকটতা
- লিংকেজ
- প্রচ্ছন্নতা
প্রচ্ছন্নতা
Q12. প্রকরণের উদাহারণ হল-
- ফর্সা ত্বক
- রোলিং জিভ
- মসৃন চুল
- লম্বা মানুষ
রোলিং জিভ
Q13. স্বাভাবিক জ্বিহা (রোল করতে অক্ষম) –এর জিনোটাইপ হল-
- RR
- Rr
- rr
- Rw
rr
Q14. ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস –
- TT×TT
- TT× tt
- Tt × tt
- tt × tt
Tt × tt
Q15. মটর গাছের নিম্নলিখিত গুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল –
- কুঞ্চিত বীজ
- হলুদ রঙের বীজ
- বেগুনি রঙের বীজ
- কাক্ষিক মুকুল
কুঞ্চিত বীজ
Q16. একটি সংকর লম্বা (Tt ) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়া যাবে –
- 50 %
- 25%
- 75%
- 0 %
0 %
Q17. অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদাহরণ হল-
- Pisum Sativum
- Drosophila malano gaster
- Mirabilis jalapa
- উল্লেখ্য সব জীবে
Mirabilis jalapa
Q18. দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর কালো গিনিপিগের ভাগ হবে –
- 25%
- 75%
- 50%
- 100%
50%
Q19. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযোজিত ?
- রোলার জিভ
- টাক পড়া
- বর্ণান্ধতা
- যুক্ত কানের লতি
বর্ণান্ধতা
Q20. বর্ণান্ধ পিতার জিনোটাইপ হল –
- XC +Y
- XC Y
- XC XC
- XC YC
XCY
Q21. ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয় ?
- 22A+Y
- 23A+X
- 23A+Y
- 22A+X
22A+X
Q22. থ্যালাসেমিয়া বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভবনা হবে-
- 0%
- 25%
- 50 %
- 100%
0%
Q23. হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভবনা হল-
- 75%
- 50%
- 100%
- 0%
0%
Q24. একটি হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ , একজন স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভবনা –
- 75%
- 50%
- 100%
- 0%
0%
Q25. একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে –
- 100%
- 75%
- 50%
- 25%
100%
Q26. একজন হিমোফিলিক পুরুষ এবং একজন বাহক মহিলার বিবাহ হলে , তাদের সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভবনা হবে –
- 75%
- 50%
- 100%
- 25%
75%
Q27. বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারেনা –
- লাল-হলুদ বর্ণ
- লাল-সবুজ বর্ণ
- হলুদ –সাদা বর্ণ
- লাল-নীল বর্ণ
লাল-সবুজ বর্ণ
Q28. বর্ণান্ধতা কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ ?
- Y –ক্রোমোজোম
- X ও Y ক্রোমোজোম
- X ক্রোমোজোম
- কোনোটিই নয়
X ক্রোমোজোম
Q29. প্রদত্ত কোনটি সঠিক –
- ডাউন সিন্ড্রোম – 2A+XO
- হিমোফিলিয়া – X সংযোজিত জিন
- টার্নার সিন্ড্রোম – 2A +XXY
- থ্যালাসেমিয়া – Y সংযোজিত জিন
হিমোফিলিয়া – X সংযোজিত জিন
Q30. মাতা বর্ণান্ধ ও পিতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্ম হবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা –
- 0%
- 25%
- 50%
- 100%
0%
Q31. নিম্নলিখিত কোন রোগটির অপর নাম খ্রিস্টমাস রোগ –
- হিমোফিলিয়া A
- হিমোফিলিয়া-B
- থ্যালাসেমিয়া
- বর্ণান্ধতা
হিমোফিলিয়া-B
Q32. বিশুদ্ধ কালো কর্কশ (BBRR) × বিশুদ্ধ সাদা মসৃন (bbrr) হলে , F1 জনুতে কী ফল হবে –
- BbRr
- BBRr
- BRBr
- BbRR
BbRr
Q33. একটি বিশুদ্ধ লম্বা(TT) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের সংকরায়ণে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন গাছ গুলি হবে –
- সমস্ত দীর্ঘ
- সমস্ত খর্ব
- 50% দীর্ঘ ও 50% খর্ব
- 75% দীর্ঘ ও 25% খর্ব
50% দীর্ঘ ও 50% খর্ব
Q34. দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর কালো গিনিপিগের ভাগ হবে –
- 25%
- 50%
- 75%
- 100%
50%
Q35. সিকল সেল অ্যানিমিয়া রোগের কারণ হল-
- হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি
- জিনের ত্রুটি
- ক্রিস ক্রসের জন্য
- পুরুষের X ক্রোমোজোমের জন্য
জিনের ত্রুটি
Q36. আলফা গ্লোবিন জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে –
- ১১ নং
- ১৩নং
- ১৬নং
- ২১ নং
১৬নং
Q37. কোনটি বংশগত রোগ নয়-
- অ্যানিমিয়া
- হিমোফিলিয়া
- বর্ণান্ধতা
- থ্যালাসেমিয়া
অ্যানিমিয়া
Q38.নীচের কোন তথ্যটি সঠিক নয় –
- আলফা থ্যালাসেমিয়া -16th অটোজোম
- বিটা থ্যালাসেমিয়া – 11th অটোজোম
- গামা থ্যালাসেমিয়া -9th অটোজোম
- ডেল্টা থ্যালাসেমিয়া – 11th অটোজোম
গামা থ্যালাসেমিয়া -9th অটোজোম
Q39. বর্ণান্ধতা রোগের জিনটি –
- X-ক্রোমোজোমে অবস্থিত প্রকট
- X –ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন
- অটোজোমে অবস্থিত প্রকট
- অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন
X –ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন
Q40. মানুষের জনন মাতৃকোশে ক্রোমোজোম সংখ্যা –
- 46 টি
- 23 টি
- 44 টি
- 22 টি
46 টি
Q41. মানুষের দেহকোশে সেক্স ক্রোমোজোম সংখ্যা –
- 46টি
- 1টি
- 44টি
- 2 টি
Q42. মানুষের দেহকোশে অটোজোম সংখ্যা –
- 44 টি
- 1টি
- 2টি
- 46 টি
44 টি
Q43. মানুষের জনন কোশে অটোজোম সংখ্যা –
- 44 টি
- 22 টি
- 23 টি
- 46 টি
22 টি
Q44. জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে বলে –
- জিনোটাইপ
- অ্যালিল
- জিন
- ফিনোটাইপ
ফিনোটাইপ
Q45. যে ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 হয় , তাকে বলে –
- সম্পূর্ণ প্রকটতা
- অসম্পূর্ণ প্রকটতা
- অতিপ্রকটতা
- মেন্ডেলীয় প্রকটতা
অসম্পূর্ণ প্রকটতা
Q46. নীচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার একটি ব্যাক ক্রস ?
- Vv × Vv
- Vv × VV
- VV × VV
- vv × vv
Vv × VV
Q47. একটি ক্রোমোজোমের ওপর যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে –
- জিনোটাইপ
- অ্যালিল
- লোকাস
- জিনোম
লোকাস
Q48. একসংকর জননে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে –
- প্রচ্ছন্ন
- প্রকট
- প্রকরণ
- বংশগতি
প্রকট
Q49. মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত 3 : 1 অনুপাতটি হল –
- ফিনোটাইপিক
- জিনোটাইপিক
- হোমোজাইগোট
- হেটেরোজাইগোট
ফিনোটাইপিক
Q50. মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি যে পরীক্ষা থেকে প্রাপ্ত তা হল –
- একসংকর জনন
- দ্বিসংকর জনন
- সংকরায়ণ
- প্রকরণ
একসংকর জনন