Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫ঃজীবন বিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি WBBSE Class 10 – এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক জীবন বিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q1. সঠিক জোড়া নির্বাচন করো এবং লেখো –
- বহুবিভাজন – হাইড্রা
- খণ্ডীভবন – স্পাইরোগাইরা
- পুনরুৎপাদন- ফার্ন
- কোরকোদ্গম -প্ল্যানোরিয়া
খণ্ডীভবন – স্পাইরোগাইরা
Q2. কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিক জিনোটাইপ শনাক্ত করো –
- BbRr, BBRr
- BBrr, Bbrr
- bbRR, bbRr
- bbrr, bbrr
BbRr, BBRr
Q3. নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নত করো –
- ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে
- পুরুষ দেহে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয় মানবদেহে ADH ও অক্সিজেন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়
- গ্লুকাগন নিয়োগ্লুকোজেনেসিস সাহায্য করে
ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q4. দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাতটি স্থির করো –
- 1 : 9 : 3 : 1
- 9 : 1 : 1 : 1
- 9 : 3 : 3 : 1
- 9 : 1 : 3 : 1
9 : 3 : 3 : 1
Q5. ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে তা স্থির করো –
- সেন্ট্রোমিয়ারে
- টেলোমিয়ারে
- জিনে
- লোকাসে
লোকাসে
Q6. BMR বৃদ্ধি করে –
- পিটুইটারি হরমোন
- থাইরক্সিন
- ইনসুলিন
- গ্লুকাগন
থাইরক্সিন
Q7. ডিউটারোনোপ ব্যাক্তি যে-বর্ণ চিনতে অপারগ, তা হল –
- লাল
- হলুদ
- নীল
- সবুজ
সবুজ
Q8. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?
- রোলার জিভ
- হিমোফিলিয়া
- থ্যালাসেমিয়া
- কানের যুক্ত লতি
হিমোফিলিয়া
Q9. পায়রার ল্যাজের পালককে বলা হয় –
- রেকট্রিসেস
- রেমিজেস
- পেক্টোরালিস মেজর
- পেক্টোরালিস মাইনর
রেকট্রিসেস
Q10.গমনে অক্ষম প্রানী –
- (ক) সাগরকুসুম
- (খ) স্পঞ্জ
- (গ) (ক) ও (খ ) উভয়ই
- (ঘ) কোনোটিই নয়
(গ) (ক) ও (খ ) উভয়ই
Q11. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- ট্রপিক চলন – এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়
- প্রকরণ চলন – এটি একপ্রকার উদ্দীপক নিয়ন্ত্রিত সামগ্রিক চলন
- ন্যাস্টিক চলন – এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়
- কেমোন্যাস্টিক চলন – সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে চেপে ধরে
কেমোন্যাস্টিক চলন – সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে চেপে ধরে
Q12. অচল রেণুর সাহায্যে অযৌন জনন সম্পাদন করে –
- হাইড্রা
- স্পাইরোগাইরা
- মস
- পেনিসিলিয়াম
পেনিসিলিয়াম
Q13. TT×Tt -এর সংকরায়ণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত –
- 4:1
- 2:1
- 3:1
- 1:1
1:1
Q14. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো –
- আম -পক্ষীপরাগী পুস্প
- ভুট্টা -বায়ুপরাগী পুস্প
- শিমুল – বায়ুপরাগী পুস্প
- পাতাশ্যাওলা – পতঙ্গপরাগী পুস্প
ভুট্টা -বায়ুপরাগী পুস্প
Q15. Y -ক্রোমোজোমাস্থিত জিনকে বলা হয় –
- হোল্যানড্রিক জিন
- সিউডোজিন
- অঙ্কোজিন
- মিউটাজেন
হোল্যানড্রিক জিন
Q16. কোন জিনের বংশগতিতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই ?
- অসম্পূর্ণ প্রকট
- সম্পূর্ণ প্রকট
- সহপ্রকট
- প্রচ্ছন্ন
অসম্পূর্ণ প্রকট
Q17. কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষ হয় ?
- G1 দশায়
- S দশায়
- M দশায়
- G2 দশায়
G1 দশায়
Q18. নিম্নলিখিত কোন প্রাণীদের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিক ফিমেল দেখা যায় ?
- ঘাসফড়িঙ
- মানুষ
- ড্রসোফিলা
- পাখি
পাখি
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q19. নিম্নলিখিত কোন রোগটিকে ‘হাইড্রপস ফিটালিস’ বলে ?
- আলফা থ্যালাসেমিয়া মাইনর
- বিটা থ্যালাসেমিয়া মাইনর
- আলফা থ্যালাসেমিয়া মেজর
- বিটা থ্যালাসেমিয়া মেজর
আলফা থ্যালাসেমিয়া মেজর
Q20. মানব দেহের যে পেশির সংকোচনের ফলে অস্থিসন্ধির ভাঁজ খুলে সন্ধির অস্থি দুটি পরস্পরের থেকে দূরে সরে যায় , তা হল-
- ফ্লেক্সর
- এক্সটেনসর
- অ্যাবডাকটর
- অ্যাডাকটর
এক্সটেনসর