Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-৪ঃ জীবন বিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা ,দশম শ্রেণি WBBSE Class 10- এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক জীবন বিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-৪
Q1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল –
- গুরুমস্তিষ্ক
- পনস
- সুষুম্নাশীর্ষক
- সেরিবেলাম
সেরিবেলাম
Q2.কোনটি মেণ্ডেলবাদকে সমর্থন করে না –
- পৃথকীভবনের সূত্র
- লিংকেজ
- প্রকটতা
- স্বাধীন বিন্যাসের সূত্র
প্রকটতা
Q3. STH- নিঃসৃত হয় –
- থাইরয়েড
- অগ্ন্যশয়
- পিটুইটারি
- অ্যাড্রিনাল
পিটুইটারি
Q4. অপুংজনি দেখা যায় কোন প্রাণীতে –
- অ্যামিবা
- মানুষ
- মৌমাছি
- আরশোলা
মৌমাছি
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-৪
Q5.হাইপোগ্লসাল স্নায়ু হল –
- করোটি স্নায়ু
- চেষ্টীয় স্নায়ু
- মিশ্র স্নায়ু
- সুষুম্না স্নায়ু
মিশ্র স্নায়ু
Q6. কুণ্ডলীভবন বা স্পাইরালাইজেশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত দশা হল –
- মেটাফেজ
- প্রোফেজ
- অ্যানাফেজ
- টেলোফে্জ
মিশ্র স্নায়ু
Q7. ‘হরমোন’ শব্দটি প্রথম প্রণয়ন করেন –
- ভেণ্ট
- মেণ্ডেল
- স্টারলিং
- ডারউইন
স্টারলিং
Q8.DNA- র শর্করার নাম –
- পেন্টোজ
- রাইবোজ
- গ্লুকোজ
- ডিঅক্সিরাইবোজ
ডিঅক্সিরাইবোজ
Q9. মানুষের জননকোশে ক- টি সেক্স ক্রোমোজোম আছে তা নির্বাচন করো –
- 46
- 22
- 2
- 1
1
Q10. ফোবিয়া সেন্ট্রালিস দেখা যায় –
- চোখে
- মস্তিষ্কে
- সুষুম্নাকাণ্ডে
- কানে
চোখে
Q11. মস্তিষ্কের রিলে কেন্দ্র বলে –
- থ্যালামাসকে
- হাইপোথ্যালামাসকে
- এপিথ্যালামাসকে
- মেটাথ্যালামাসকে
থ্যালামাসকে
Q12.মাছের যুগ্ম পাখনা হল –
- পুচ্ছ পাখনা
- শ্রোণি পাখনা
- পায়ু পাখনা
- পৃষ্ঠ পাখনা
শ্রোণি পাখনা
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-৪
Q13. স্বাভাবিক জিহ্বা (রোল করতে অক্ষম) এর জিনোটাইপ হল –
- RR
- Rr
- rr
- Rw
rr
Q14. পেশিকোশ ও স্নায়ুকোশ কখনও বিভাজিত হয় না । তারা কোন দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে –
- G1
- S
- G2
- G0
G0
Q15. মেণ্ডেলের প্রথম সূত্রটি হল –
- প্রকটতার সূত্র
- স্বাধীন সঞ্চারণের সূত্র
- পৃথকীভবনের সূত্র
- কোনটিই নয়
পৃথকীভবনের সূত্র
Q16. একটি সংজ্ঞাবহ স্নায়ু হল –
- ভেগাস
- অকুলোমোটর
- অপটিক
- হাইপোগ্লোসাল
অপটিক
Q17. থ্যালাসেমিয়া রোগীদের অস্হিমজ্জা ও যকৃতে যে ধাতুটি জমা হয় সেটি হল –
- লোহা
- ম্যাগনেশিয়াম
- ক্যালশিয়াম
- তামা
লোহা
Q18. যে স্টেরয়েড হরমোন স্ত্রীলোকের গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে , তা হল –
- ইস্ট্রোজেন
- রিল্যাক্সিন
- প্রোজেস্টেরন
- অ্যান্ড্রোজেন
প্রোজেস্টেরন
Q19. YYRr জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে –
- এক প্রকার
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
দুই প্রকার
Q20. পূর্ব হিমালয় জীব বৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল-
- লায়ন টেল ম্যাকাও
- ওরাং ওটাং
- রেড পান্ডা
- নীলগিরি থর
রেড পান্ডা
Q21. সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত ?
- নাইট্রোজেন আবদ্ধকরণ
- নাইট্রিফিকেশন
- ডিনাইট্রিফিকেশন
- অ্যামোনিফিকেশন
ডিনাইট্রিফিকেশন
Q22. নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষোণ করে নেয় ?
- রেড গ্রন্থি
- অগ্র প্রকোষ্ঠ
- গ্যাস্ট্রিক গ্রন্থি
- রেটি মিরাবিলি
রেটি মিরাবিলি
Q23. পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল , সেটি হল-
- হাইড্রোজেন
- অক্সিজেন
- মিথেন
- অ্যামোনিয়া
অক্সিজেন
Q24. মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলির মধ্যে কোনটি প্রচ্ছন্ন ?
- কুঞ্চিত বীজ
- হলুদ রঙের বীজ
- বেগুনি রঙের ফুল
- কাক্ষিক পুস্প
কুঞ্চিত বীজ
Q25. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো –
- কালো অমসৃণ – bbrr
- কালো মসৃণ -BBRr
- সাদা মসৃণ – bbRR
- সাদা অমসৃণ – bbrr
সাদা অমসৃণ – bbrr
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-৪
Q26. নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো –
- অ্যাসিটাইল কোলিন -হরমোন
- ইনসুলিন –নিউরোট্রান্সমিটার
- পেশি ও গ্রন্থি -কারক
- লঘু মস্তিস্ক-শ্বাসপ্রশ্বাস ও হৃদপিণ্ডের সংকোচন -প্রসারণ নিয়ন্ত্রণ
পেশি ও গ্রন্থি -কারক
Q27. বাইসেপস , ডেল্টয়েড , ল্যাটিসিমাস ডরসি , পাইরিফরমিস-এর মধ্যে ল্যাটিসিমাস ডরসি পেশি দ্বারা সম্পাদিত পেশিরকাজ নির্ধারণ করো –
- অ্যাডাকশন
- ফ্লেকশন
- রোটেশন
- অ্যাবডাকশন
অ্যাডাকশন
Q28. মানুষের প্রকট বৈশিষ্ট্যটি শনাক্ত করো –
- সংযুক্ত কানের লতি
- মুক্ত কানের লতি
- স্বাভাবিক জিভ
- থ্যালাসেমিয়া
মুক্ত কানের লতি
Q29. মিয়োসিস – I যেখানে হ্রাস বিভাজন , মিয়োসিস -II সেখানে সমবিভাজন , কারণ –
- ক্রসিং ওভার
- সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
- সংসমস্থ ক্রোমোজোমের পৃথক হয়ে যাওয়া
- ক্রোমাটিডের পৃথকীকরণ
সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
Q30. সুন্দাল্যান্ড জীব বৈচিত্র হটস্পটের অবস্থান –
- উত্তরপূর্ব ভারতের মেঘালয় ও অরুনাচল প্রদেশ
- আন্দামান , সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল
- ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল
- সিকিম,দার্জিলিং এবং তরাই অঞ্চল
আন্দামান , সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল