Madhyamik Life Science MCQ Online Mock Test(Set-1)|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট সেট-১ঃ জীবন বিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা ,দশম শ্রেণি WBBSE Class 10-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক জীবন বিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা । এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Life Science MCQ Online Mock Test(Set-1)|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট সেট-১
Q1. অতিকায়ত্ব আক্রান্ত ব্যাক্তির বেশি ক্ষরিত হয়
- GH
- ইনসুলিন
- ADH
- ACTH
GH
Q2. হাইপোথ্যালামাস –এর প্রধান কাজ হল –
- স্মৃতি নিয়ন্ত্রণ
- উষ্ণতা নিয়ন্ত্রণ
- আবেগ নিয়ন্ত্রণ
- ভারসাম্য নিয়ন্ত্রণ
স্মৃতি নিয়ন্ত্রণ
Q3. অগ্রস্থ প্রকটতা রোধকারী উদ্ভিদ দেহে সংশ্লেষিত হরমোনটি হল –
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- ইথিলিন
সাইটোকাইনিন
Madhyamik Life Science MCQ Online Mock Test(Set-1)|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট সেট-১
Q4. কোষ চক্রের কোন দশায় স্পিন্ডিলের গঠন শুরু হয়
- G1 দশায়
- S দশায়
- G2 দশায়
- M দশায়
M দশায়
Q5. মানব চক্ষুর লেন্স কোন প্রোটিন নির্মিত ?
- লব্ধ প্রোটিন
- লাইপো প্রোটিন
- সরল প্রোটিন
- ক্রিস্টালাইন
ক্রিস্টালাইন
Q6. মাইটোসিস কোষ বিভাজনের নিম্নলিখিত কোন দশায় একটি ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম গঠিত হয়-
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
অ্যানাফেজ
Q7. কালো বর্ণ ও অমসৃন লোম যুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো ।
- BbRr , BBRr
- BBrr , Bbrr
- bbRR,bbrr
- bbrr ,bbrr
BbRr , BBRr
Q8.মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয়না ?
- রোলার জিভ
- হিমোফিলিয়া
- থ্যালাসেমিয়া
- কানের যুক্ত লতি
হিমোফিলিয়া
Q9. ডায়াবেটিস ইনসিপিডাস রোগের জন্য দায়ী হল –
- ADH স্বল্পতা
- TSH স্বল্পতা
- FSH স্বল্পতা
- অক্সিটোসিন স্বল্পতা
ADH স্বল্পতা
Q10.মিয়োসিস – I হ্রাস বিভাজন অথচ মিয়োসিস –II সমবিভাজন হওয়ার কারণ –
- ক্রসিং ওভার
- সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
- সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ
- ক্রোমাটিডের পৃথকীকরণ
সাইন্যাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন
Q11. জীব জগতের অপত্যদের মধ্যে বিভিন্ন বৈশিষ্টের প্রকাশে পার্থক্য ঘটার ব্যাখ্যায় পরিব্যাক্তির কারণ হল-
- ক্রোমোজোমের গঠনের পার্থক্য
- ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন
- DNA -এর গঠনের বদল
- উল্লিখিত সবকটি
উল্লিখিত সবকটি
Q12. একটি হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কী হবে ?
- শুধুমাত্র কন্যা সন্তানেরা হিমোফিলিক
- সমস্ত সন্তান হিমোফিলিক
- 50% পুত্র হিমো ফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক
- সব পুত্র সন্তান হিমোফিলিক ও সব কন্যা সন্তান স্বাভাবিক
50% পুত্র হিমো ফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক
Q13.চুপড়ি আলু , খাম আলু প্রভৃতি উদ্ভিদের কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে যে স্ফীত অংশ গঠন করে অঙ্গজ জনন করে ,তা হল-
- বালব
- বুলবিল
- সিউডোবালব
- টিউবার
বুলবিল
Q14. ক্রোমাটিডের মেরুবর্তী গমন মাইটোসিসের কোন দশার বৈশিষ্ট ?
- অ্যানাফেজ
- প্রোফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
অ্যানাফেজ
Q15. কোন ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় ?
- গোলাপ
- সন্ধ্যা মালতী
- জুঁই
- পদ্ম
সন্ধ্যা মালতী
Q16.সিকল সেল অ্যানিমিয়া রোগটির কারণ হল –
- জিনগত ত্রুটি
- হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি
- প্লাজমার গঠনগত ত্রুটি
- কোনোটিই নয়
জিনগত ত্রুটি
Q17. নীচের কোনটি হোমোজাইগাস নয় তা স্থির করো ।
- TT
- BBRR
- bbrr
- BbRr
BbRr
Madhyamik Life Science MCQ Online Mock Test(Set-1)|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ মক টেস্ট সেট-১
Q18. মানব দেহে করোটিস্নায়ু সংখ্যা সঠিক ভাবে নিরূপণ কর –
- 10 জোড়া
- 31 জোড়া
- 12 জোড়া
- 21 জোড়া
12 জোড়া
Q19. ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্যকারী হরমোনটি হল –
- অক্সিন
- থাইরক্সিন
- ইনসুলিন
- অ্যাড্রিনালিন
থাইরক্সিন
Q20. কোন প্রক্রিয়াটি দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে ?
- এক্সটেনসন
- ফ্লেক্সন
- অ্যাবডাকশন
- অ্যাডাকশন
ফ্লেক্সন