Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।Madhyamik পরীক্ষার Life Science MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।ক্লাস টেনের বাছাই করা ২০টি জীবন বিজ্ঞানের MCQ প্রশ্ন আছে এই মক টেস্টের মধ্যে । তাই এটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ Question Answer কমন আসার চান্স 99% ।জীবন বিজ্ঞান কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

এটি মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি । তাই এই মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Q1. অশ্রুতে উপস্থিত উৎসেচক হল-

  • অ্যামাইলেজ
  • লাইপেজ
  • পেপসিন
  • লাইসোজাইম

লাইসোজাইম

Q2. মানুষের জনন কোষে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-

  • 1
  • 2
  • 22
  • 44

2

Q3. চোখের  যে অংশটি চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে সেটি হল –

  • রেটিনা
  • আইরিশ
  • কোরয়েড
  • স্ক্লেরা

আইরিশ

Q4. মেন্ডেল  নির্বাচিত মটর গাছের প্রকট বৈশিষ্ট  হল – 

  • সাদা ফুল
  • কুঞ্চিত বীজ
  • হলদে বীজপত্র
  • হলদে ফলত্বক

হলদে বীজপত্র

Q5.নীচের  কোনটি  একজন স্বাভাবিক মহিলার ক্ষেত্রে প্রযোজ্য ?

  • 22A +XX
  • 44A+XX
  • 44A +Y
  • 22A +XO

44A+XX

Q6. জিন শব্দটি প্রথম ব্যবহার করেন –

  • বিজ্ঞানী জোহানসেন 
  • বিজ্ঞানী মেন্ডেল
  • বিজ্ঞানী কোরেন্স
  • বিজ্ঞানী সেরম্যাক

বিজ্ঞানী জোহানসেন 

Q7. সেরিবালাম , পন্ডস , মেডালা কার অংশ ?

  • সুষুম্নাকান্ড
  • পশ্চাৎমস্তিস্ক
  • মধ্যমস্তিস্ক
  • অগ্রমস্তিস্ক

পশ্চাৎমস্তিস্ক

Q8. মাইটোসিসের দীর্ঘতম দশা হল –

  • প্রোফেজ
  • অ্যানাফেজ
  • মেটাফেজ
  • টেলোফেজ

প্রোফেজ

Q9. RNA অণুতে যে নাইট্রোজেন বেসটি থাকেনা তা হল

  • ইউরাসিল
  • থাইমিন
  • অ্যাডিনিন
  • গুয়ানিন

থাইমিন

Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Q10. বীজের অঙ্কুরোদগম –এ সাহায্যকারী হরমোনের নাম কী ?

  • অক্সিন
  • জিব্বেরেলিন
  • সাইটোকাইনিন
  • অ্যাবসাইসিক অ্যাসিড

জিব্বেরেলিন

Q11. Tt ×  tt –এই ক্রসটি হল –

  • টেস্ট ক্রস
  • ব্যাক ক্রস
  • রেসিপ্রোকাল ক্রস
  • ডাইহাইব্রিড ক্রস 

টেস্ট ক্রস

Q12. নিম্নলিখিত কোনটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া ?

  • শিশুর স্তন্যপানের  ইচ্ছা
  • লোভোনীয় খাদ্যে লালাক্ষরণ
  • সাইকেল চালানো
  • সবকটি

সাইকেল চালানো

Q13.বর্নান্ধ  মানুষ কোন রঙ পৃথক করতে পারে না ?

  • লাল –নীল
  • হলুদ –নীল
  • লাল –সবুজ
  • লাল –হলুদ

লাল –সবুজ

Q14. লজ্জাবতী উদ্ভিদের  লতা স্পর্শ  করলে পাতার পত্রক  বুজে  যাওয়া কোন  ধরনের চলন তা স্থির করো –

  • থার্মোন্যাস্টি চলন
  • কেমোন্যাস্টি চলন
  • নিকনিন্যাস্টিক  চলন
  • সিসমোন্যাস্টিক চলন

নিকনিন্যাস্টিক  চলন

Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Q15. প্রদত্ত কাজগুলির মধ্যে  কোনগুলি মেডালা অবলংগাটা দ্বারা  নিয়ন্ত্রিত হয় ,তা স্থির করো –

  • ক্ষুদা ,নিদ্রা , তাপমাত্রা নিয়ন্ত্রণ
  • বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
  • বমন ,হৃদপিণ্ড ও শ্বাসহার নিয়ন্ত্রণ
  • ভারসাম্য ও পেশির সুক্ষটান নিয়ন্ত্রণ

বমন ,হৃদপিণ্ড ও শ্বাসহার নিয়ন্ত্রণ

Q16. সিউডোমোনাস হল একপ্রকার –

  • নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
  • ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
  • অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
  • ইউরিফাইং ব্যাকটেরিয়া

ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া

Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)

Q17. সাবান বা ডিটারজেন্টে উপস্থিত যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জলদূষণ ঘটায়—

  • ক্ষার
  • সালফেট
  • ফসফেট
  • নাইট্রেট

সালফেট

Q18. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল –

  • 0.15 ppm
  • 0.05 ppm
  • 0.01 ppm
  • 0.09 ppm

0.05 ppm

Q19. ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে বৃদ্ধি পায়—

  • শৈবাল
  • ছত্রাক
  • মসজাতীয় উদ্ভিদ
  • ফার্নজাতীয় উদ্ভিদ

শৈবাল

Q20. মেন্ডেলের দ্বিসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত হল-

  • 1:2:1
  • 3:1
  • 9:3:3:1
  • 1:1

9:3:3:1

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!