Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-২:জীবন বিজ্ঞানের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি WBBSE Class 10-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক জীবন বিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা । এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-২
Q1. অশ্রুতে উপস্থিত উৎসেচক হল-
- অ্যামাইলেজ
- লাইপেজ
- পেপসিন
- লাইসোজাইম
লাইসোজাইম
Q2. মানুষের জনন কোষে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
- 1
- 2
- 22
- 44
2
Q3. চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে সেটি হল –
- রেটিনা
- আইরিশ
- কোরয়েড
- স্ক্লেরা
আইরিশ
Q4. মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রকট বৈশিষ্ট হল –
- সাদা ফুল
- কুঞ্চিত বীজ
- হলদে বীজপত্র
- হলদে ফলত্বক
হলদে বীজপত্র
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-২ |
Q5.নীচের কোনটি একজন স্বাভাবিক মহিলার ক্ষেত্রে প্রযোজ্য ?
- 22A +XX
- 44A+XX
- 44A +Y
- 22A +XO
44A+XX
Q6. জিন শব্দটি প্রথম ব্যবহার করেন –
- বিজ্ঞানী জোহানসেন
- বিজ্ঞানী মেন্ডেল
- বিজ্ঞানী কোরেন্স
- বিজ্ঞানী সেরম্যাক
বিজ্ঞানী জোহানসেন
Q7. সেরিবালাম , পন্ডস , মেডালা কার অংশ ?
- সুষুম্নাকান্ড
- পশ্চাৎমস্তিস্ক
- মধ্যমস্তিস্ক
- অগ্রমস্তিস্ক
পশ্চাৎমস্তিস্ক
Q8. মাইটোসিসের দীর্ঘতম দশা হল –
- প্রোফেজ
- অ্যানাফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
প্রোফেজ
Q9. RNA অণুতে যে নাইট্রোজেন বেসটি থাকেনা তা হল
- ইউরাসিল
- থাইমিন
- অ্যাডিনিন
- গুয়ানিন
থাইমিন
Q10. বীজের অঙ্কুরোদগম –এ সাহায্যকারী হরমোনের নাম কী ?
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- অ্যাবসাইসিক অ্যাসিড
জিব্বেরেলিন
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-২
Q11. Tt × tt –এই ক্রসটি হল –
- টেস্ট ক্রস
- ব্যাক ক্রস
- রেসিপ্রোকাল ক্রস
- ডাইহাইব্রিড ক্রস
টেস্ট ক্রস
Q12. নিম্নলিখিত কোনটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া ?
- শিশুর স্তন্যপানের ইচ্ছা
- লোভোনীয় খাদ্যে লালাক্ষরণ
- সাইকেল চালানো
- সবকটি
সাইকেল চালানো
Q13.বর্নান্ধ মানুষ কোন রঙ পৃথক করতে পারে না ?
- লাল –নীল
- হলুদ –নীল
- লাল –সবুজ
- লাল –হলুদ
লাল –সবুজ
Madhyamik Life Science MCQ Online Mock Test Set-2|মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ অনলাইন মক টেস্ট সেট-২
Q14. লজ্জাবতী উদ্ভিদের লতা স্পর্শ করলে পাতার পত্রক বুজে যাওয়া কোন ধরনের চলন তা স্থির করো –
- থার্মোন্যাস্টি চলন
- কেমোন্যাস্টি চলন
- নিকনিন্যাস্টিক চলন
- সিসমোন্যাস্টিক চলন
নিকনিন্যাস্টিক চলন
Q15. প্রদত্ত কাজগুলির মধ্যে কোনগুলি মেডালা অবলংগাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় ,তা স্থির করো –
- ক্ষুদা ,নিদ্রা , তাপমাত্রা নিয়ন্ত্রণ
- বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
- বমন ,হৃদপিণ্ড ও শ্বাসহার নিয়ন্ত্রণ
- ভারসাম্য ও পেশির সুক্ষটান নিয়ন্ত্রণ
বমন ,হৃদপিণ্ড ও শ্বাসহার নিয়ন্ত্রণ
Q16. সিউডোমোনাস হল একপ্রকার –
- নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
- ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
- অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
- ইউরিফাইং ব্যাকটেরিয়া
ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
Q17. সাবান বা ডিটারজেন্টে উপস্থিত যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জলদূষণ ঘটায়—
- ক্ষার
- সালফেট
- ফসফেট
- নাইট্রেট
সালফেট
Q18. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল –
- 0.15 ppm
- 0.05 ppm
- 0.01 ppm
- 0.09 ppm
0.05 ppm
Q19. ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে বৃদ্ধি পায়—
- শৈবাল
- ছত্রাক
- মসজাতীয় উদ্ভিদ
- ফার্নজাতীয় উদ্ভিদ
শৈবাল
Q20. মেন্ডেলের দ্বিসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত হল-
- 1:2:1
- 3:1
- 9:3:3:1
- 1:1
9:3:3:1