মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Environmental Science Mock Test in Bengali

পরিবেশ বিদ্যা MCQ মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর)

Environmental Science Mock Test in Bengali (MCQ Question Answer)

Environmental Science Mock Test in Bengali: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।পরিবেশ বিদ্যা MCQ কুইজ তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও।

ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায়-৫ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Life Science Chapter 5 Mock test। তাই এই ‘পরিবেশ, তাঁর সম্পদ এবং তাদের সংরক্ষণ’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের মক টেস্ট|Environmental Science Mock Test in Bengali

Q1. মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন্ মৌল সাহায্য করে ?

  • অ্যালুমিনিয়াম
  • আয়রণ
  • ক্যালসিয়াম
  • জিঙ্ক

ক্যালসিয়াম

Q2. ‘PAN’ হল একটি –

  • জল দূষক
  • শব্দ দূষক
  • বায়ু দূষক
  • মাটি দূষক

বায়ু দূষক

Q3. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?

  • রাইজোবিয়াম
  • থায়োব্যাসিলাস
  • অ্যাজোটোব্যাক্টর
  • ক্লসট্রিডিয়াম

থায়োব্যাসিলাস

Q4.  ‘ব্ল্যাক ফুট রোগ’ কোন দূষণের জন্য হয় ?

  • লেড
  • ফ্লুরাইড
  • আর্সেনিক
  • ক্যাডমিয়াম

আর্সেনিক

Q5. BHC আসলে হল –

  • ওষুধ
  • রাসায়নিক সার
  • কীটনাশক
  • বর্জ্যপদার্থ

কীটনাশক

Q6. পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন্ রাজ্যে অবস্থিত ?

  • মধ্যপ্রদেশ
  • রাজস্থান
  • বিহার
  • পশ্চিমবঙ্গ

বিহার

Q7. মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?

  • করবেট
  • কাজীরাঙা 
  • ভরতপুর
  • কানহা

কানহা

Q8. কোন্ বায়ুদূষক লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে?

  • কার্বন মনোক্সাইড
  • ওজোন গ্যাস
  • অ্যামোনিয়া
  • ক্লোরিন গ্যাস

কার্বন মনোক্সাইড

Q9. ABS বা অ্যালকালাইন বেঞ্জিন সালফোনেট কোন্ ব্যবহার্যউপাদানে পাওয়া যায় ।

  • খাবার সোডা 
  • ডিটারজেন্ট
  • কীটনাশক
  • অজৈব সার

ডিটারজেন্ট

Q10. বিশ্ব  পরিবেশ দিবস কবে পালন করা হয়?

  • 3 জুন
  • 16 জুন
  • 5 জুন
  • 1 ডিসেম্বর  

5 জুন

Q11. কৃষিক্ষেত্রে ব্যবহৃত অজৈব সারটি হল—

  • NPK
  • গোবর
  • কেঁচোসার
  • অ্যালগাল ব্লুম

NPK

Q12. অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া নিম্নের কোন্ উৎসেচকটি ব্যবহার করে সরাসরি N2 শোষণ করে ?

  • হাইড্রোজিনেজ
  • নাইট্রোজিনেজ
  • রাইবোজিনেজ
  • লাইসোজাইম

নাইট্রোজিনেজ

Q13. সমুদ্রজলের তাপমাত্রা বৃদ্ধির ফলে কোরালের বর্ণ সাদা হওয়ার ঘটনাকে বলে –

  • জুজ্যানথেলি
  • হোয়াইট স্টোনিং
  • স্টোনিং
  • কোরাল ব্লিচিং

Q14. অ্যাসিড বৃষ্টি প্রধানত নিম্নের কিসের মিশ্রণ ?

  • SO2 ও N2O
  • CO2 ও জলীয় বাষ্প
  • CO2ও N2O
  • SO2ও NO2

SO2ও NO2

Q15. ব্লুবেবি সিনড্রোমের কারণ হল –

  • পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি
  • পানীয় জলে আর্সেনিকের অভাব
  • বার্তাসে CO2 এর মাত্রা বৃদ্ধি
  • খাদ্যে আয়োডিনের অভাব

পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি

Q16. বায়ুদূষণ প্রতিকার ও নিয়ন্ত্রণ আইন কার্যকরী বছরটি হল—

  • 1975
  • 1981
  • 1985
  • 1995

1981

Q17. ভারতে কটি বায়োডাইভার্সিটি ‘হটস্পট’ অঞ্চল আছে ?

  • 2 টি
  • 5 টি
  • 7 টি
  • 4 টি

4 টি

Q18. MAB এর পুরো নাম কী ?

  • ম্যান অ্যান্ড বায়োলজিকাল প্রোগ্রাম
  • ম্যান অ্যান্ড বায়োডাইভারসিটি প্রোগ্রাম
  • ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম
  • ম্যান অ্যান্ড বোটানিক্যাল প্রোগ্রাম

ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

Q19. ’নক নি রোগ’ কেন হয় ?

  • ফ্লুওরাইড দূষণের জন্য
  • ক্যাডমিয়াম দূষণের জন্য
  • আর্সেনিক দূষণের জন্য
  • পারদ দূষণের জন্য

ফ্লুওরাইড দূষণের জন্য

Q20. বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • কর্ণাটক
  • আসাম
  • গুজরাট
  • মধ্যপ্রদেশ

কর্ণাটক

Q21. জাতীয় উদ্যান নিম্নের কোন্ প্রকৃতির সংরক্ষণ ?

  • Ex-situ
  • In-situ
  • Ex-situ এবং In-situ উভয় প্রকৃতির
  • কোনোটিই নয়

In-situ

Q22. CFC নিম্নলিখিত কোন ঘটনার জন্য দায়ী ?

  • বিশ্ব উষ্ণায়ন
  • অম্লবৃষ্টি
  • ওজনস্তরের বিশ্লিষ্টকরণ
  • UV রশ্মির আগমন

ওজনস্তরের বিশ্লিষ্টকরণ

Q23. ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটিকে দায়ী করা হয়েছে তা হল –

  • মিথাইল আইসোসায়ানাইড
  • মিথাইল আইসোসায়ানেট
  • ইথাইল আইসোসায়ানেট
  • ইথাইল আইসোসায়ানাইড

মিথাইল আইসোসায়ানেট

Q24. লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে ?

  • জলদূষণ
  • বায়ুদূষণ
  • মৃত্তিকা দূষণ
  • কোনটিই নয়

বায়ুদূষণ

Q25. ফটোকেমিক্যাল স্মগ হল প্রধানত—

  • O3 ,PAN ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রন
  • হাইড্রোকার্বন, O3 ও SO2 মিশ্রন
  • ধোঁয়া , PAN এবং SO2 মিশ্রন
  • হাইড্রোকার্বন, CO2 ও SO2 মিশ্রন

O3 ,PAN ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রন

Q26. জলবাহিত রোগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –

  • আর্সেনিকোসিস
  • কলেরা
  • টাইফয়েড
  • সবগুলি সঠিক

সবগুলি সঠিক

Q27. COPD হল –

  • শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা
  • ব্ল্যাক লাং রোগের সৃষ্টি
  • শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট
  • কোনটিই নয়

শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট

Q28. অ্যালগাম ব্লুম হল-

  • জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি
  • জলাশয়ে জুপ্ল্যাঙ্কটনের দ্রুত বৃদ্ধি
  • জলাশয়ে শৈবালের ঘনত্ব হ্রাস
  • জলজ প্রাণীর মৃত্যু

জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি

Q29. ডিসলেক্সিয়া রোগের মূল কারণ হল –

  • ক্যাডমিয়াম
  • সিসা
  • আর্সেনিক
  • পারদ

সিসা

Q30. মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করাকে বলে –

  • পপুলেশান ইকোলজি
  • পপুলেশান বায়োলজি
  • ডেমোগ্রাফি
  • কোনটিই নয়

ডেমোগ্রাফি

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

FAQs

প্রশ্ন-১.পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর বা MCQ কুইজ কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ পরিবেশ বিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর বা MCQ কুইজ যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সঙ্গে দশম শ্রেণীর পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ ।

প্রশ্ন-২.পরিবেশ বিদ্যার মক টেস্টে কেন অংশগ্রহণ করা উচিত ?

উত্তরঃ পরিবেশ বিদ্যা সংক্রান্ত অসংখ্য MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার জন্য পরীক্ষার্থিদের এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।

Leave a Comment

error: Content is protected !!