General Science Mock Test in bengali Set-1|জেনারেল সাইন্স মক টেস্ট

General Science Mock Test in bengali Set-1 For Competitive Exam

জেনারেল সাইন্স মক টেস্ট

General Science Mock Test in bengali Set-1 For Competitive Exam|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set|General Science Quiz in Bengali|সাধারণ বিজ্ঞান কুইজ : এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।

General Science Mock Test in bengali Set-1|জেনারেল সাইন্স মক টেস্ট|50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set

Q1. ডেঙ্গু রোগের বাহকের নাম কী ?

  • Anopheles culcifaciers
  • Culex fatigans
  • Aedes aegypte
  • Mansonia uniformis

Aedes aegypte

Q2. সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট কোন লবণরূপে অবস্থান করে

  • টেলি
  • হ্যালাইড
  • স্ফ্যালেরাইট
  • সীলভাইট

হ্যালাইড

Q3. বেকিং সোডার রাসায়নিক নাম কী ?

  • সোডিয়াম হাইড্রক্সাইড
  • সোডিয়াম কার্বনেট
  • সোডিয়াম বাই কার্বনেট 
  • সোডিয়াম অ্যাসিটেট  

সোডিয়াম বাই কার্বনেট 

Q4. সিমেন্ট ফ্যাক্টরীর শ্রমিকেরা কোন রোগে আক্রান্ত হন ?

  • লিউকোমিয়া
  • অস্থিমজ্জার রোগ
  • অ্যাসবেস্টোসিস
  • সাইটোসিলিকোসিস

সাইটোসিলিকোসিস

Q5. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল-

  • তির্যক
  • অনুদৈর্ঘ্য
  • তড়িৎচুম্বকীয়
  • সমবর্তন

অনুদৈর্ঘ্য

General Science Mock Test in bengali Set-1 For Competitive Exam|জেনারেল সাইন্স মক টেস্ট

Q6. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যাতিক্রম ?

  • মিটার
  • ফার্লং
  • একর
  • মাইল

একর

 Q7. কোন রশ্মিটি সবচেয়ে বিপদজনক ?

  • আলফা রশ্মি
  • বিটা রশ্মি
  • গামা রশ্মি
  • ডেল্টা রশ্মি

গামা রশ্মি

Q8. LCD-এর পুরো নাম –

  • লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
  • লো কারেন্ট ডিসপ্লে
  • লাইট সার্কিট ডিসপ্লে
  • উপরের কোনোটিই নয়

লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে

Q9. সবচেয়ে নমনীয় ধাতু হল-

  • প্লাটিনাম
  • রুপো 
  • লোহা
  • সোনা

সোনা

 Q10. সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হল-  

  • সমান্তরাল সজ্জা
  • শ্রেণি সজ্জা
  • শ্রেণি ও সমান্তরাল সজ্জা
  • কোনোটিই নয়

সমান্তরাল সজ্জা

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

 Q11. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হল-

  • প্রতিসরণ
  • প্রতিফলন
  • আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
  • বিক্ষেপণ

আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Q12. H+ -এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা –

  • 0
  • 1
  • 2
  • 3

0

Q13. লবঙ্গ আরোহণ করা হয় যে অংশ থেকে সেটি হল-

  • মূল
  • কান্ড
  • পাতা
  • ফুলের মুকুল

ফুলের মুকুল

Q14. নীচে উল্লিখিত কোনটি প্রকৃত ফল নয় ?

  • খেজুর
  • কুল
  • আপেল
  • আঙুর

আপেল

 Q15. নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়?

  • পেলেগ্রা
  • রিকেট
  • কোয়াশিয়রকর
  • রেটিনোব্লাস্টমা

কোয়াশিয়রকর

Q16. প্রাণীদের দীর্ঘতম কোশটি হল-

  • স্নায়ু কোশ
  • পেশি কোশ
  • যকৃৎ কোশ
  • রক্ত কোশ

স্নায়ু কোশ

Q17. বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় –

  • অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে
  • ট্যাকোমিটার যন্ত্রের সাহায্যে 
  • ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে
  • সিসমোমিটার যন্ত্রের সাহায্যে

অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে

Q18. চাপের S.I একক হল-

  • জুল
  • ডাইন
  • নিউটন মিটার
  • পাস্কাল

পাস্কাল

Q19. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি V , J , L অথবা I আকৃতির হয় ?

  • প্রোফেজ
  • মেটাফেজ
  • অ্যানাফেজ
  • টেলোফেজ

অ্যানাফেজ

Q20. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের ?

  • পাতার জালিকা শিরা
  • প্রধান মূল তন্ত্র
  • ট্রাইমেরাস পুস্প
  • চিরজীবী

ট্রাইমেরাস পুস্প

 Q21. সৌরচুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক ?

  • বোলোমিটার
  • পাইরোমিটার
  • গ্রিনহাউস
  • গ্যালভানোমিটার

গ্রিনহাউস

Q22.’হাইড্রোলিক প্রেস’- যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত –

  • আর্কিমিডিসের সূত্র 
  • পাস্কালের সূত্র
  • রেনল্ডের সূত্র
  • বার্নৌলির সূত্র

পাস্কালের সূত্র

 Q23. LED -এর অর্থ হল-

  • আলো নিঃসরণকারী যন্ত্র
  • আলো নিঃসরণকারী ডায়োড
  • আলোয় মোড়া যন্ত্র
  • আলো নিঃসরণকারী ডট

আলো নিঃসরণকারী ডায়োড

Q24. Mg2+ -এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হল-

  • Ca2+
  • Na1+
  • Zn2+
  • Cu+

Na1+

 Q25. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ?

  • NAA
  • IAA
  • 2,4-D
  • IBA

IAA

Q26. গ্রাব কিসের লার্ভা ?

  • পতঙ্গ
  • ক্রাসটেসিয়া
  • বীটল (Beetle)
  • স্পঞ্জ

বীটল (Beetle)

Q27. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হল-

  • HNO3
  • HCl
  • HF
  • HBr

HF

Q28. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় ?

  • +40°
  • +20°
  • -20°
  • -40°

-40°

Q29.  LPG -এর মুখ্য উপাদান –

  • মিথেন
  • ইথেন
  • বিউটেন
  • প্রোপেন

বিউটেন

Q30. ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন –

  • জি . জে. মেন্ডেল
  • চার্লস ডারউইন
  • টি এইচ মরগ্যান
  • উপরোক্ত কোনোটিই নয়

চার্লস ডারউইন

Q31. একই মৌলের সমস্ত আইসোটপে দেখা যায় –

  • পারমাণবিক সংখ্যা ও আণবিক ভর ভিন্ন
  • ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা
  • একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা
  • একই পারমাণবিক সংখ্যা এবং একই ভর সংখ্যা

একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা

Q32. নাইট্রিক অ্যাসিড নীচের কোনটির সাথে বিক্রিয়া করে না ?

  • সোনা
  • কপার
  • জিংক
  • লোহা

সোনা

Q33. নীচের কোন উপাদানটি ইলেকট্রিক হিটারে ব্যবহৃত হয় ?

  • টাংস্টেন
  • নাইক্রোম
  • ব্রাস
  • স্টীল

নাইক্রোম

Q34. পেলেগ্রা ও স্কার্ভি নীচের কোন জোড়া ভিটামিনের অভাবে হয় ?

  • ভিটামিন C ও ভিটামিন D
  • ভিটামিন B3 ও ভিটামিন C
  • ভিটামিন D ও ভিটামিন A
  • ভিটামিন A এবং ভিটামিন B12

ভিটামিন B3 ও ভিটামিন C

Q35. ‘Origin of Species’ গ্রন্থের রচয়িতা –

  • ওয়াটসন
  • মেন্ডেল
  • চার্লস ডারউইন
  • হাচিনসন

চার্লস ডারউইন

Q36. তামাক গাছে নীচের কোনটি পাওয়া যায় ?

  • নিকোটিন
  • হিরোইন
  • মেরিজুয়ানা
  • কোকেইন

নিকোটিন

 Q37. কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ?

  • ইনসুলিন
  • গ্লুকাগন
  • প্রজেস্টেরন
  • টেস্টোস্টেরন

ইনসুলিন

Q38. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ –

  • ফস্ফোভিনাইল ক্লোরাইড
  • পলিভিনাইল কার্বোনেট
  • পলিভিনাইল ক্লোরাইড
  • ফস্ফোভ্যানাডিয়াম ক্লোরাইড

পলিভিনাইল ক্লোরাইড

Q39. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

  • নাইট্রোজেন
  • কার্বন ডাই অক্সাইড
  • হাইড্রোজেন
  • নিয়ন

হাইড্রোজেন

Q40. বল ও সকেট জয়েন্টের একটি উদাহরণ হল-

  • হাঁটুর জয়েন্ট
  • পেলভিক জয়েন্ট
  • কনুইয়ের জয়েন্ট
  • গোড়ালীর জয়েন্ট

পেলভিক জয়েন্ট

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

Q41. ফটোভোলটায়িক কোশ কোনটির সাথে সম্পর্কিত ? 

  • সৌরশক্তি
  • নিউক্লিয়ার শক্তি
  • বায়ুশক্তি
  • ভূগর্ভসস্থ শক্তি

সৌরশক্তি

 Q42. ক্যালসিয়াম কার্বাইড কোন উপাদান প্রস্তুত করার জন্য ইহাকে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত করা হয় ?

  • অ্যাসিটিলিন
  • মিথিলিন
  • ফ্লোরিজেন
  • অক্সিন

অ্যাসিটিলিন

 Q43. আলু হল –

  • মূল
  • কান্ড
  • কুঁড়ি
  • ফল

কান্ড

Q44. প্রডিউসার গ্যাসে কোন উপাদান থাকার জন্য এটি অত্যাধিক ক্ষতিকারক ?

  • নাইট্রোজেন
  • কার্বন মনোঅক্সাইড
  • হাইড্রোজেন সালফাইড
  • সালফার ডাই অক্সাইড

কার্বন মনোঅক্সাইড

 Q45. নিউট্রনের আবিস্কর্তা হলেন –

  • জে. স্যাডউইক
  • জে . জে . থমসন
  • রাদারফোর্ড
  • নীলস বোর

জে. স্যাডউইক

Q46. একটি তামার তারের রোধ 2 ওহম ; এর  দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয়কেই অর্ধেক করা হলে এর রোধ হবে –

  • 2 ওহম
  • 1 ওহম
  • 8 ওহম 
  • 4 ওহম

4 ওহম

Q47. MRI -এর পুরো কথা কী ?

  • মেটাল রেজনেন্স ইমেজিং
  • ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং
  • ম্যাগনেটিক রিপালসান ইমেজিং
  • মেটাল রিফ্লেকশন ইমেজিং

ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং

 Q48. ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহৃত হয় –

  • গ্লাইসেরল
  • গ্লাইসেরল ট্রাই অ্যাসিটেট
  • গ্লাইসেরল ট্রাই নাইট্রেট
  • গ্লাইসেরল ট্রাই আয়োডেট

গ্লাইসেরল ট্রাই নাইট্রেট

Q49. অম্লরাজ হল একটি  মিশ্রন যাতে আছে –

  • একভাগ HNO3 ও তিনভাগ HCl
  • তিনভাগ HNO3 ও একভাগ HCl
  • একভাগ H2SO4 ও তিনভাগ HCl
  • তিনভাগ H2SO4 ও একভাগ HCl

একভাগ HNO3 ও তিনভাগ HCl

 Q50. ভিটামিন K রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে –

  • থ্রম্বোপ্লাসটিন
  • ফাইব্রিনোজেন
  • প্রোথ্রমবিন
  • উপরের সবগুলি

প্রোথ্রমবিন

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

1 thought on “General Science Mock Test in bengali Set-1|জেনারেল সাইন্স মক টেস্ট”

Leave a Comment

error: Content is protected !!