General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali: এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।
General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট
Q1. কোশপর্দা কোথায় পাওয়া যায় ?
- উদ্ভিদ কোশ
- প্রাণী কোশ
- উদ্ভিদ এবং প্রাণী কোশ
উদ্ভিদ এবং প্রাণী কোশ
Q2. হেরিডিটির সূত্র কে আবিস্কার করেন ?
- গ্রেগর মেন্ডেল
- চার্লস ডারউইন
- কার্ল লিয়েনাস
- লামার্ক
গ্রেগর মেন্ডেল
Q3. মাইওপিয়া ঠিক করতে ব্যবহার করা হয় –
- কনভেক্স লেন্স
- সিলিন্ড্রিকেল লেন্স
- কনকেভ লেন্স
- কনভেক্স লেন্স
কনকেভ লেন্স
Q4. রক্তে লৌহের অভাবকে কী বলা হয় ?
- লিউকোমিয়া
- হিমোফিলিয়া
- অ্যানিমিয়া
- থ্যালাসেমিয়া
অ্যানিমিয়া
Q5. টিম্পেনিয়াম কার প্রতিশব্দ ?
- রেটিনা
- জিহ্বা
- ল্যারিঙ্কস
- ইয়ারড্রাম
ইয়ারড্রাম
General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali
Q6. শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায় ?
- ক্ষুদ্রান্ত
- প্যাংক্রিয়াস
- লিভার
- মস্তিস্ক
মস্তিস্ক
Q7. এদের মধ্যে কোনটি এন্ডোক্রিণ গ্ল্যান্ড নয় ?
- থাইরয়েড
- ওভারী
- প্যাংক্রিয়াস
- লিভার
লিভার
Q8. এদের মধ্যে কোনটি ধাতু নয় ?
- মার্কারি
- জিংক
- টাংস্টেন
- ফসফরাস
টাংস্টেন
Q9. কোনো ধাতব বস্তুর তারে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলে –
- আঘাতবর্তন
- বিকিরণ
- ডাক্টিলিটি
- ঘনত্ব
ডাক্টিলিটি
Q10. সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে ?
- ফিসন
- ফিউশন
- বিকিরণ
- বিস্ফোরণ
ফিউশন
Q11. দুধকে মন্থন করলে মাখন দুধ থেকে আলাদা হয়ে যায় । কোন বলের প্রভাবে এটি ঘটে ?
- ঘর্ষণ বল
- সংযোগ বল
- মাধ্যাকর্ষণ বল
- কেন্দ্রাতিগ বল
কেন্দ্রাতিগ বল
Q12. এক ফ্যাদম = কত ?
- 6 মিটার
- 6 ফুট
- 60 ফুট
- 100 সেমি.
6 ফুট
Q13. নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয় ?
- ইনফ্লুয়েঞ্জা
- টাইফয়েড
- নিউমোনিয়া
- ডিপথেরিয়া
ইনফ্লুয়েঞ্জা
Q14. মানবশরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না ?
- মস্তিস্ক
- ধমনী
- শিরা
- ক্যাপিলারি বা কৈশিক
ক্যাপিলারি বা কৈশিক
Q15. ‘Fire Ice’ বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয় ?
- মিথিলিন হাইড্রেট
- মিথেন হাইড্রেট
- প্রোপেন হাইড্রেট
- ইথেন হাইড্রেট
মিথেন হাইড্রেট
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q16. যদি ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নীচে নামতে থাকে তাহলে বুঝতে হবে –
- পরিস্কার আবহাওয়ার সম্ভবনা
- ঝড়ের সম্ভবনা
- রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভবনা
- বৃষ্টির সম্ভবনা
ঝড়ের সম্ভবনা
Q17. পিয়াজ কাঁটার সময়ে চোখ জ্বালা করে কারণ একটি রাসায়নিক ,যাতে থাকে –
- সালফার
- ক্লোরিন
- ব্রোমিন
- নাইট্রোজেন
সালফার
Q18. ডিলাটোমিটার (Dilatometer) কিসের পরিমাণে ব্যবহৃত হয় ?
- তড়িৎ শক্তি
- যান্ত্রিক শক্তি
- পদার্থের মাত্রাগত পরিবর্তন
- তাপীয় শক্তি
পদার্থের মাত্রাগত পরিবর্তন
Q19.রেফ্রিজারেটরের বরফ ট্রে উপরে রাখার কারণ হল-
- সহজে ব্যবহার করা যায়
- মূল্য সহায়ক হয়
- পরিবহণের মাধ্যমে বাকি অংশে শীতলিকরণ সম্ভব
- পরিচলন স্রোত তৈরি হয়
পরিচলন স্রোত তৈরি হয়
Q20.ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার কীসের সংকর ?
- Fe এবং Cu
- Fe এবং Zn
- Sn এবং Cu
- Sn এবং Pb
Sn এবং Pb
Q21. একটি ভারি বস্তু ও একটি হাল্কা বস্তুর একই গতিশক্তি আছে । তাহলে –
- ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে
- হাল্কা বস্তুর অধিক ভরবেগ থাকবে
- দুটির ভরবেগ সমান হবে
- দুটির একই কৌণিক ভরবেগ থাকবে
ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে
Q22. একটি দোলনায় বসে থাকা ব্যক্তি দোলনায় উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল –
- বাড়বে
- একই থাকবে
- কমবে
- শূন্য হবে
কমবে
Q23. সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয় ?
- ভর
- ওজন
- বল
- চাপ
ভর
Q24. এক ব্যাক্তি একটি 10m বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ হবে –
- 1.6m/s ,10m
- 2.5 m/s , 40m
- 3.2 m/s , 10m
- 2.5 m/s , 0m
2.5 m/s , 0m
Q25. 0°C তাপমাত্রায় 10g বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে –
- প্রায় অর্ধেক বরফ গলে যাবে
- সব বরফ জল হয়ে বাস্প হয়ে যাবে
- 10 °C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে
- 0 °C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে
0 °C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে
Q26.নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ?
- হাইড্রোজেন
- নিয়ন
- কার্বন ডাই অক্সাইড
- মিথেন
নিয়ন
Q27. মানব দেহের চক্ষু লেন্স হল একপ্রকারের –
- উভাবতল লেন্স
- উত্তল লেন্স
- সমতল দর্পণ
- প্রিজম
উত্তল লেন্স
Q28. একটি স্বরে যদি 256 ,400 , 512 ও 630 কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি ?
- 256 কম্পাঙ্কের সুরটি
- 400 কম্পাঙ্কের সুরটি
- 512 কম্পাঙ্কের সুরটি
- 630 কম্পাঙ্কের সুরটি
512 কম্পাঙ্কের সুরটি
Q29. একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলেভর্তি করতে পারে । পাম্পটির ক্ষমতা কত ? (g=10m/s2)
- 10 watt
- 30 watt
- 5 watt
- 15 watt
10 watt
Q30. অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল-
- নাইট্রিক অ্যাসিড
- হাইড্রোক্লোরিক অ্যাসিড
- সালফিউরিক অ্যাসিড
- সাইট্রিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
Q31. ছোট ছোট শিশির বিন্দু সর্বদায় গোলাকাকার ধারণ করে । এর কারণ –
- স্থিতিস্থাপকতা
- পৃষ্ঠটান
- সান্দ্রতা
- ঘনত্ব
পৃষ্ঠটান
Q32. 18Ar40 , 19K40 এবং 20Ca40 -এই তিনটি মৌলকে বলা হয় –
- আইসোটোপ
- আইসোবার
- আইসোটোন
- আইসোকেম
আইসোবার
Q33. অঙ্গসংস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকান্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় ?
- সুন্দরী
- ক্যাকটাস
- পদ্ম
- পার্থেনিয়াম
ক্যাকটাস
Q34. ফনিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে ?
- পত্রকন্টক
- শাখাকন্টক
- সূচাল উপাঙ্গ
- পর্ণবৃন্ত
পত্রকন্টক
Q35. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটরগাছ উৎপন্ন হবে ?
- 50% এবং 25%
- 25% এবং 25%
- 75% এবং 25%
- 50% এবং 50%
75% এবং 25%
Q36. নীচের কোনটি লবণাক্ত উদ্ভিদের উদাহরণ ?
- হাইগ্রোফিলা (কুলেখাড়া )
- স্যালাভিয়া
- ওয়াটারচেষ্টনাট (পানিফল )
- অ্যাভিসেনিয়া
অ্যাভিসেনিয়া
Q37. মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ ?
- সমসংস্থ অঙ্গ
- সমবৃত্তীয় অঙ্গ
- নিস্ক্রিয় অঙ্গ
- উদস্থৈতিক অঙ্গ
উদস্থৈতিক অঙ্গ
Q38. নীচের কোনটি পতঙ্গ পরাগী ফুল ?
- ধান
- আম
- হাইড্রিলা
- বিগোনিয়া
আম
Q39. অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত ?
- অক্সিডোরিডাকটেজ
- ট্রান্সফারেজ
- হাইড্রোলেজেস
- আইসোমারেজ
হাইড্রোলেজেস
Q40. JFM প্রোজেক্ট নীচের কোন রাজ্যে প্রথম শুরু হয় ?
- পশ্চিমবঙ্গ
- কেরালা
- নাগাল্যান্ড
- জম্মু
পশ্চিমবঙ্গ
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q41. নীচের কোন পদ্ধতিতে পাইরিফরমিস পেশী সাহায্য করে ?
- রোটেশন
- ফ্লেক্সন
- অ্যাবডাকশন
- আডাকশন
রোটেশন
Q42. মনে কর কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50g জলে 20g সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল । তাহলে ওই জলে ওই লবণের দ্রাব্যতা –
- 70
- 40
- 30
- 1000
40
Q43. নীচের কোনটি পেশাগত অসুস্থতা ?
- অ্যাসবেসটোসিস
- হেপাটাইটিস
- অ্যামিবিক ডিসেন্ট্রি
- ম্যালেরিয়া
অ্যাসবেসটোসিস
Q44. নীচের কোনটি ভেক্টর রাশি ?
- ওজন
- ভর
- ক্ষেত্রফল
- সময়
ওজন
Q45. নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে ?
- বীজ
- মূল
- কান্ড
- পাতা
কান্ড
Q46. কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে ?
- অক্সিন
- সাইটোকাইনিন
- জিব্বেরেলিন
- ফ্লোরিজেন
সাইটোকাইনিন
Q47. কোন তলটি তাপের উত্তম শোষক ?
- সাদা অমসৃণ তল
- কালো অমসৃণ তল
- সাদা মসৃণ তল
- কালো মসৃণ তল
কালো অমসৃণ তল
Q48. কড লিভার তেল যে খাদ্যগুণে সমৃদ্ধ –
- ভিটামিন D
- ভিটামিন A এবং C
- ভিটামিন A এবং B
- ভিটামিন E
ভিটামিন D
Q49. ভারী জল হল-
- H2O17
- H2O18
- H2O16
- D2O16
D2O16
Q50. ছত্রাকনাশী বোর্ডো মিশ্রণ হল-
- MgSO4 +Ca(OH)2
- Mg(OH)2
- CuSO4+NaOH
- CuSO4+Ca(OH)2
CuSO4+Ca(OH)2