General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট

General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali:

General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali: এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।

General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট

Q1. কোশপর্দা কোথায় পাওয়া যায় ?

  • উদ্ভিদ কোশ
  • প্রাণী কোশ
  • উদ্ভিদ এবং প্রাণী কোশ

উদ্ভিদ এবং প্রাণী কোশ

Q2. হেরিডিটির সূত্র কে আবিস্কার করেন ?

  • গ্রেগর মেন্ডেল
  • চার্লস ডারউইন
  • কার্ল লিয়েনাস
  • লামার্ক

গ্রেগর মেন্ডেল

 Q3. মাইওপিয়া ঠিক করতে ব্যবহার করা হয় –

  • কনভেক্স লেন্স
  • সিলিন্ড্রিকেল লেন্স
  • কনকেভ লেন্স
  • কনভেক্স লেন্স

কনকেভ লেন্স

 Q4. রক্তে লৌহের অভাবকে কী বলা হয় ?

  • লিউকোমিয়া
  • হিমোফিলিয়া
  • অ্যানিমিয়া
  • থ্যালাসেমিয়া

অ্যানিমিয়া

Q5. টিম্পেনিয়াম কার প্রতিশব্দ ?

  • রেটিনা
  • জিহ্বা
  • ল্যারিঙ্কস
  • ইয়ারড্রাম

ইয়ারড্রাম

General Science Mock Test in Bengali Set-3 For Competitive Exam |জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali

Q6. শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায় ?

  • ক্ষুদ্রান্ত 
  • প্যাংক্রিয়াস
  • লিভার
  • মস্তিস্ক

মস্তিস্ক

Q7. এদের মধ্যে কোনটি এন্ডোক্রিণ গ্ল্যান্ড নয় ?

  • থাইরয়েড
  • ওভারী 
  • প্যাংক্রিয়াস
  • লিভার

লিভার

Q8. এদের মধ্যে কোনটি ধাতু নয় ?

  • মার্কারি
  • জিংক
  • টাংস্টেন
  • ফসফরাস  

টাংস্টেন

Q9. কোনো ধাতব বস্তুর তারে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলে –

  • আঘাতবর্তন
  • বিকিরণ
  • ডাক্টিলিটি
  • ঘনত্ব

ডাক্টিলিটি

Q10. সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে ?

  • ফিসন
  • ফিউশন
  • বিকিরণ 
  • বিস্ফোরণ

ফিউশন

Q11. দুধকে মন্থন করলে মাখন দুধ থেকে আলাদা হয়ে যায় । কোন বলের  প্রভাবে এটি ঘটে ?

  • ঘর্ষণ বল
  • সংযোগ বল
  • মাধ্যাকর্ষণ বল
  • কেন্দ্রাতিগ বল

কেন্দ্রাতিগ বল

Q12. এক ফ্যাদম = কত ?

  • 6 মিটার 
  • 6 ফুট
  • 60 ফুট 
  • 100 সেমি.

6 ফুট

Q13. নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয় ?

  • ইনফ্লুয়েঞ্জা 
  • টাইফয়েড
  • নিউমোনিয়া
  • ডিপথেরিয়া

ইনফ্লুয়েঞ্জা 

Q14. মানবশরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না ?

  • মস্তিস্ক
  • ধমনী
  • শিরা
  • ক্যাপিলারি বা কৈশিক

ক্যাপিলারি বা কৈশিক

Q15. ‘Fire Ice’ বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয় ?

  • মিথিলিন হাইড্রেট
  • মিথেন হাইড্রেট
  • প্রোপেন হাইড্রেট
  • ইথেন হাইড্রেট

মিথেন হাইড্রেট

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

 Q16. যদি ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নীচে নামতে থাকে তাহলে বুঝতে হবে –

  • পরিস্কার আবহাওয়ার সম্ভবনা
  • ঝড়ের সম্ভবনা
  • রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভবনা
  • বৃষ্টির সম্ভবনা

ঝড়ের সম্ভবনা

Q17. পিয়াজ কাঁটার সময়ে চোখ জ্বালা করে কারণ একটি রাসায়নিক ,যাতে থাকে –

  • সালফার
  • ক্লোরিন
  • ব্রোমিন
  • নাইট্রোজেন

সালফার

Q18. ডিলাটোমিটার (Dilatometer) কিসের পরিমাণে ব্যবহৃত হয় ?

  • তড়িৎ শক্তি 
  • যান্ত্রিক শক্তি
  • পদার্থের মাত্রাগত পরিবর্তন
  • তাপীয় শক্তি  

পদার্থের মাত্রাগত পরিবর্তন

Q19.রেফ্রিজারেটরের বরফ ট্রে উপরে রাখার কারণ হল-

  • সহজে ব্যবহার করা যায়
  • মূল্য সহায়ক হয়
  • পরিবহণের মাধ্যমে বাকি অংশে শীতলিকরণ সম্ভব
  • পরিচলন স্রোত তৈরি হয়

পরিচলন স্রোত তৈরি হয়

 Q20.ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার কীসের সংকর ? 

  • Fe এবং Cu
  • Fe এবং  Zn
  • Sn এবং Cu
  • Sn এবং  Pb

Sn এবং  Pb

Q21. একটি ভারি বস্তু ও একটি হাল্কা বস্তুর একই গতিশক্তি আছে । তাহলে –

  • ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে 
  • হাল্কা বস্তুর অধিক ভরবেগ থাকবে 
  • দুটির ভরবেগ সমান হবে 
  • দুটির একই কৌণিক ভরবেগ থাকবে

ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে 

Q22. একটি দোলনায় বসে থাকা ব্যক্তি দোলনায় উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল –

  • বাড়বে
  • একই থাকবে
  • কমবে
  • শূন্য হবে

কমবে

Q23. সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয় ?

  • ভর 
  • ওজন 
  • বল
  • চাপ

ভর 

Q24. এক ব্যাক্তি একটি 10m বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ হবে –

  • 1.6m/s ,10m
  • 2.5 m/s , 40m
  • 3.2 m/s , 10m
  • 2.5 m/s , 0m

2.5 m/s , 0m

Q25. 0°C তাপমাত্রায় 10g বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে –

  • প্রায় অর্ধেক বরফ গলে যাবে
  • সব বরফ জল হয়ে  বাস্প হয়ে যাবে
  • 10 °C তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে
  • 0 °C  তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে

0 °C  তাপমাত্রায় 10g জল পাওয়া যাবে

Q26.নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ?

  • হাইড্রোজেন
  • নিয়ন
  • কার্বন ডাই অক্সাইড
  • মিথেন

নিয়ন

Q27. মানব দেহের চক্ষু লেন্স হল একপ্রকারের –

  • উভাবতল লেন্স 
  • উত্তল লেন্স
  • সমতল দর্পণ
  • প্রিজম

উত্তল লেন্স

Q28. একটি স্বরে যদি 256 ,400 , 512 ও 630 কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি ?

  • 256 কম্পাঙ্কের সুরটি
  • 400 কম্পাঙ্কের সুরটি
  • 512 কম্পাঙ্কের সুরটি
  • 630 কম্পাঙ্কের সুরটি

512 কম্পাঙ্কের সুরটি

Q29. একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলেভর্তি করতে পারে । পাম্পটির ক্ষমতা কত ? (g=10m/s2)

  • 10 watt
  • 30 watt
  • 5 watt
  • 15 watt

10 watt

Q30. অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল-

  • নাইট্রিক  অ্যাসিড
  • হাইড্রোক্লোরিক অ্যাসিড
  • সালফিউরিক অ্যাসিড
  • সাইট্রিক অ্যাসিড  

সালফিউরিক অ্যাসিড

Q31. ছোট ছোট শিশির বিন্দু সর্বদায় গোলাকাকার ধারণ করে । এর কারণ –

  • স্থিতিস্থাপকতা 
  • পৃষ্ঠটান
  • সান্দ্রতা
  • ঘনত্ব

পৃষ্ঠটান

Q32. 18Ar40 , 19K40 এবং 20Ca40 -এই তিনটি মৌলকে বলা হয় –

  • আইসোটোপ 
  • আইসোবার
  • আইসোটোন
  • আইসোকেম

আইসোবার

Q33. অঙ্গসংস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকান্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় ?

  • সুন্দরী 
  • ক্যাকটাস 
  • পদ্ম 
  • পার্থেনিয়াম

ক্যাকটাস 

Q34. ফনিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে ?

  • পত্রকন্টক
  • শাখাকন্টক
  • সূচাল উপাঙ্গ
  • পর্ণবৃন্ত

পত্রকন্টক

Q35. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটরগাছ  উৎপন্ন হবে ? 

  • 50% এবং 25% 
  • 25% এবং 25% 
  • 75% এবং  25% 
  • 50% এবং 50%

75% এবং  25%

Q36. নীচের কোনটি লবণাক্ত উদ্ভিদের উদাহরণ ?

  • হাইগ্রোফিলা (কুলেখাড়া )
  • স্যালাভিয়া 
  • ওয়াটারচেষ্টনাট (পানিফল )
  • অ্যাভিসেনিয়া

অ্যাভিসেনিয়া

Q37. মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ ?

  • সমসংস্থ অঙ্গ
  • সমবৃত্তীয় অঙ্গ 
  • নিস্ক্রিয় অঙ্গ 
  • উদস্থৈতিক অঙ্গ  

উদস্থৈতিক অঙ্গ  

Q38. নীচের কোনটি পতঙ্গ পরাগী ফুল ?

  • ধান 
  • আম
  • হাইড্রিলা
  • বিগোনিয়া

আম

Q39. অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত ?

  • অক্সিডোরিডাকটেজ
  • ট্রান্সফারেজ 
  • হাইড্রোলেজেস
  • আইসোমারেজ

হাইড্রোলেজেস

Q40. JFM প্রোজেক্ট নীচের কোন রাজ্যে প্রথম শুরু হয় ?

  • পশ্চিমবঙ্গ 
  • কেরালা 
  • নাগাল্যান্ড
  • জম্মু

পশ্চিমবঙ্গ 

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

Q41. নীচের কোন পদ্ধতিতে পাইরিফরমিস পেশী সাহায্য করে ?

  • রোটেশন 
  • ফ্লেক্সন 
  • অ্যাবডাকশন
  • আডাকশন

রোটেশন 

Q42. মনে কর কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50g জলে 20g সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল । তাহলে ওই জলে ওই লবণের দ্রাব্যতা –

  • 70
  • 40
  • 30
  • 1000

40

 Q43. নীচের কোনটি পেশাগত অসুস্থতা ?

  • অ্যাসবেসটোসিস
  • হেপাটাইটিস 
  • অ্যামিবিক ডিসেন্ট্রি 
  • ম্যালেরিয়া

অ্যাসবেসটোসিস

Q44. নীচের কোনটি ভেক্টর রাশি ? 

  • ওজন 
  • ভর
  • ক্ষেত্রফল
  • সময়

ওজন 

 Q45. নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে ?

  • বীজ 
  • মূল 
  • কান্ড 
  • পাতা

কান্ড

Q46. কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে ?

  • অক্সিন 
  • সাইটোকাইনিন 
  • জিব্বেরেলিন 
  • ফ্লোরিজেন

সাইটোকাইনিন 

 Q47. কোন তলটি তাপের উত্তম শোষক ?

  • সাদা অমসৃণ তল 
  • কালো অমসৃণ তল 
  • সাদা মসৃণ তল 
  • কালো মসৃণ তল

কালো অমসৃণ তল

 Q48. কড লিভার তেল যে খাদ্যগুণে সমৃদ্ধ –

  • ভিটামিন D 
  • ভিটামিন A এবং C
  • ভিটামিন A এবং B 
  • ভিটামিন E

ভিটামিন D

 Q49. ভারী জল হল-

  • H2O17
  • H2O18
  • H2O16
  • D2O16

D2O16

Q50. ছত্রাকনাশী বোর্ডো মিশ্রণ হল-

  • MgSO4 +Ca(OH)2
  • Mg(OH)2
  • CuSO4+NaOH
  • CuSO4+Ca(OH)2

CuSO4+Ca(OH)2

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!