General Science Mock Test in Bengali Set-2|সাধারণ বিজ্ঞান মক টেস্ট

General Science Mock Test in Bengali Set-2

সাধারণ বিজ্ঞান মক টেস্ট

General Science Mock Test in Bengali Set-2 For Competitive Exam|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set: এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।

General Science Mock Test in Bengali Set-2|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali

Q1. ক্যামেরায় ব্যবহৃত হয় –

  • উত্তল লেন্স 
  • অবতল লেন্স
  • বেলনাকার লেন্স
  • কোনোটিই নয়

উত্তল লেন্স 

Q2. যান্ত্রিক সুবিধা 1 -এর সমান –

  • জাঁতির
  • তুলাযন্ত্রের
  • ঢেঁকির
  • নলকূপের হাতলের

তুলাযন্ত্রের

Q3. নীচের অক্ষর শ্রেণির মধ্যে যেটির পার্শ্বীয় পরিবর্তন হবে না সেটি হল-

  • FCT
  • TMT
  • BCD
  • কোনোটিই নয়

TMT

 Q4. একটি বস্তুর ভর ও বেগ উভয়কেই দ্বিগুণ করলে বস্তুটির গতিশক্তি হবে –

  • চারগুণ
  • দ্বিগুণ
  • আটগুণ
  • অর্ধেক

আটগুণ

 Q5. স্টেইনলেস স্টীলের উপাদান –

  • Fe+Mg
  • Fe+Cr
  • Cu+Cr
  • Fe+Al

Fe+Cr

Q6. র‍্যাফাইড একপ্রকারে –

  • ধাতব কেলাস
  • ক্যালসিয়াম অক্সালেটের কেলাস
  • ক্যালসিয়াম কার্বনেটের কেলাস
  • কোনোটিই নয়

ক্যালসিয়াম অক্সালেটের কেলাস

Q7. দাতার রক্ত তঞ্চিত হতে না দেওয়ার জন্য ব্যবহার করা হয় –

  • সোডিয়াম সাইট্রেট
  • সোডিয়াম গ্লাইকোকোলেট
  • হেপারিন
  • সোডিয়াম টারাকোলেট

সোডিয়াম সাইট্রেট

Q8. জিহ্বার অগ্রভাগে কোন প্রকারের স্বাদ গৃহীত হয় ?

  • মিষ্টি
  • তিক্ত
  • লবণাক্ত
  • অম্ল

মিষ্টি

Q9. হাতের বাইসেপস পেশি হল-

  • ফ্লেক্সর পেশি
  • এক্সটেন্সর পেশি
  • ফ্লেক্সর পেশি
  • রোটেটর পেশি

ফ্লেক্সর পেশি

Q10. বর্ণ শোষণে সাহায্য করে যে কোশ তার নাম –

  • রড কোশ
  • কোণ কোশ
  • রড ও কোণ কোশ উভয়ই
  • কোনোটিই ঠিক নয়

কোণ কোশ

General Science Mock Test in Bengali Set-2 For Competitive Exam|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|সাধারণ বিজ্ঞান কুইজ|General Science Quiz in Bengali|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali|General Science MCQ Practice Set

Q11.ADH -এর অভাবে যে রোগটি সৃর্ষ্টি হয় –

  • ডায়াবেটিস ইনসিপিডাস
  • ডায়াবেটিস মেলিটাস
  • গ্রেভ -এর রোগ
  • কুর্শিং -এর রোগ

ডায়াবেটিস ইনসিপিডাস

Q12. 3.5% যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানিজেশন বলে ,সেটি হল-

  • গন্ধক
  • চুন
  • পটাশিয়াম পারম্যাঙ্গানেট
  • ন্যাপথালিন 

গন্ধক

Q13. পিতল নিম্নোক্ত কোন ধাতুদ্বয়ের সঙ্কর ?

  • লোহা ও তামা
  • তামা ও দস্তা
  • তামা ও অ্যালুমিনিয়াম
  • তামা ও টিন

তামা ও দস্তা

Q14. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় –

  • নীল আলোয়
  • কমলা আলোয়
  • সবুজ আলোয়
  • লাল আলোয়

সবুজ আলোয়

 Q15. নিউক্লীয় চুল্লীতে সংঘটিও সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল-

  • ফিসন (বিভাজন)
  • ফিউসন (সংযোজন )
  • স্প্যালেশন
  • নিউট্রন অভিশোষণ

ফিসন (বিভাজন)

Q16. নীচের কোনটি ভৌত পরিবর্তন নয় ?

  • দুধ শুকিয়ে গুড়ো দুধ তৈরি করা
  • আয়োডিনের উর্ধ্বপাতন
  • চায়ে চিনি মেশানো
  • মোমবাতির দহন

মোমবাতির দহন

Q17. সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়-

  • সাইটোসল -এ
  • ক্লোরোপ্লাস্টের গ্রাণায়
  • ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
  • রাইবোজোম –এ

ক্লোরোপ্লাস্টের গ্রাণায়

Q18. একটি স্কেলার রাশির উদাহরণ –

  • বেগ
  • বল
  • ভরবেগ
  • শক্তি

শক্তি

 Q19. প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল-

  • মলিষের পরীক্ষা 
  • বাইইউরেট পরীক্ষা
  • ডি. এন. পি পরীক্ষা
  • বেনেডিক্টের পরীক্ষা  

বাইইউরেট পরীক্ষা

Q20. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট –

  • উদ্ভিদের সালোকসংশ্লেষের সাথে
  • উদ্ভিদের জল ও  খনিজ খাদ্য পরিবহণের সাথে 
  • উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসাবে
  • উদ্ভিদের উৎসেচক পরিবহণের সঙ্গে

উদ্ভিদের জল ও  খনিজ খাদ্য পরিবহণের সাথে 

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

Q21. জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে ?

  • Zn এবং Ni
  • Al
  • Zn
  • Sn

Zn এবং Ni

Q22. দিয়াশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে সেটি হল- 

  • সালফার
  • ম্যাঙ্গানিজ -ডাই-অক্সাইড
  • সোডিয়াম ক্লোরাইড
  • এন্টিমনি সালফাইড

এন্টিমনি সালফাইড

Q23. দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা –

  • সর্বদা 1 -এর বেশি 
  • সর্বদা 1 -এর কম
  • সর্বদা 1 এর সমান
  • উপরের কোনোটিই নয়

সর্বদা 1 -এর বেশি 

Q24. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ?`

  • ভিটামিন A
  • ভিটামিন D
  • ভিটামিন K
  • ভিটামিন E

ভিটামিন K

Q25. 0°C এক গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে –

  • -1°C
  • -80°C
  • 1°C
  • 0°C

0°C

Q26. তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ –

  • বাড়ে
  • কমে
  • অপরিবর্তিত থাকে
  • উপরের কোনোটিই নয়

বাড়ে

Q27. বদ্ধ রক্তসংবহন এবং প্রবাহ আবিস্কার করেন –

  • ডারউইন
  • উইলিয়াম হার্ভে
  • মেন্ডেল
  • হিপোক্রিটাস

উইলিয়াম হার্ভে

 Q28. দলশূন্য ফুল গুলির পরাগ সংযোগ হয় –

  • মৌমাছি দ্বারা
  • পাখি দ্বারা
  • প্রজাপতি দ্বারা
  • বায়ু দ্বারা  

বায়ু দ্বারা  

Q29. DNA-তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল- 

  • ইউরাসিল
  • অ্যাডিনিন
  • থাইমিন
  • সাইটোসিন  

ইউরাসিল

Q30. একটি 200V-100W বালব -এর রোধ –

  • 400 Ohm
  • 200V বিভব পার্থক্য প্রয়োগ করলে তখনই শুধুমাত্র 400 Ohm
  • 350 Ohm
  • 2 Ohm

400 Ohm

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

 Q31. মানুষের দেহে ম্যালিগ্ন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু –

  • Plasmodium vivax
  • Plasmodium falciparum
  • Plasmodium malaria
  • Plasmodium ovale

Plasmodium falciparum

Q32. স্তন্যপায়ী প্রাণির  স্নায়ুকোশ সর্বদা যে দশায় থাকে সেটি হল-

  • G0 দশা
  • G1 দশা
  • G2 দশা
  • M দশা  

G0 দশা

Q33. কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে –

  • পৃথিবীর কেন্দ্রে
  • পৃথিবীর থেকে অসীম দূরত্বে
  • পৃথিবীর পৃষ্ঠে
  • পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে

পৃথিবীর পৃষ্ঠে

Q34. ইউরিয়া হল গবেষণাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ ,এটি প্রস্তুত করেছিলেন –

  • ল্যাভয়সিয়র
  • বারজেলিয়াস
  • হোলার
  • পাস্তুর

হোলার

Q35. একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় –

  • 150 লিটার
  • 200 লিটার
  • 300 লিটার
  • 340 লিটার

300 লিটার

 Q36. নীচের কোন জ্বালানির তাপন মূল্য সবথেকে বেশি ?

  • মিথেন গ্যাস
  • বায়ো গ্যাস
  • হাইড্রোজেন গ্যাস
  • প্রাকৃতিক গ্যাস  

হাইড্রোজেন গ্যাস

 Q37. SONAR প্রযুক্তিতে ব্যবহৃত হয় –

  • শব্দেতর শব্দ
  • শব্দোত্তর শব্দ
  • শ্রুতিগোচর শব্দ
  • কোনোটিই নয়

শব্দোত্তর শব্দ

 Q38. পর্যাবৃত্ত ধর্ম নয় –

  • যোজ্যতা
  • দ্রাব্যতা
  • পরমাণুর ব্যাসার্ধ 
  • তড়িৎ -ঋণাত্মকতা

দ্রাব্যতা

 Q39. মাছের দেহে অবস্থিত V আকৃতির পেশিকে বলে –

  • কোরালো ব্রাকিয়ালিস 
  • পেক্টোরালিস
  • বাইসেপস
  • মায়োটোম পেশি

মায়োটোম পেশি

Q40. যে প্রাণীদের চোখে পেকটিন দেখা যায় সেটি হল-

  • বাঘ
  • সাপ
  • ব্যাঙ
  • পায়রা

পায়রা

Q41. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয় ?

  • আয়রন
  • নাইক্রোম
  • টাংস্টেন
  • গ্রাফাইট

টাংস্টেন

 Q42. ক্ষুদ্র বৃষ্টিকণার সূর্যালোকের সামনে উপস্থিতিতে নীচের কোনটির ফলে রামধনু তৈরি হয় ?

  • প্রতিফলন এবং প্রতিবন্ধকতা 
  • প্রতিসরণ এবং বিচ্ছুরন
  • প্রতিবন্ধকতা এবং প্রতিফলন
  • প্রতিসরণ এবং বিচ্ছুরণ

প্রতিসরণ এবং বিচ্ছুরণ

  Q43. পরমাণু বোমা নীচের কোন নীতিভিত্তিক ?

  • নিউক্লিয়ার সংশ্লেষ 
  • নিউক্লিয়ার বিভাজন
  • A এবং B উভয়ই
  • কোনোটাই নয়

নিউক্লিয়ার সংশ্লেষ 

 Q44. পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবহার করা হয় ?

  • CO2 টাইপ
  • সোডা অ্যাসিড টাইপ
  • পাউডার টাইপ
  • কোনোটাই নয়

পাউডার টাইপ

 Q45. কোন দ্রব্য যা তাপ ছাড়ার আগেই দ্রুত বাস্পে পরিণত হয় ,তাকে বলে-

  • স্ফুটন
  • সিন্থেটিক
  • উদ্বায়ী
  • বুদবুদ

উদ্বায়ী

Q47. এক অশ্বক্ষমতা = কত ?

  • 736 ওয়াট
  • 746 ওয়াট
  • 748 ওয়াট
  • 756 ওয়াট

746 ওয়াট

 Q49. নীচের কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?

  • পিটুইটারি 
  • যকৃৎ
  • অগ্ন্যাশয়
  • প্যারাথাইরয়েড

অগ্ন্যাশয়

Q50. ‘বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস’ প্রতিষ্ঠা করেন –

  • ড. বি.সি.রায়
  • প্রফুল্ল চন্দ্র রায়
  • মেঘনাথ সাহা
  • জগদীশচন্দ্র বসু

প্রফুল্ল চন্দ্র রায়

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!