সাধারণ বিজ্ঞান মক টেস্ট|Online General Science Mock Test in Bengali Set-4

সাধারণ বিজ্ঞান মক টেস্ট

Online General Science Mock Test in Bengali Set-4

Online General Science Mock Test in Bengali Set-4 For Competitive Exam|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান কুইজ|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali: এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।

সাধারণ বিজ্ঞান মক টেস্ট|Online General Science Mock Test in Bengali Set-4|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান কুইজ|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali

Q1. পায়রোমিটারের প্রয়োগ কী পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ?

  • উচ্চ তাপমান
  • বায়ুচাপ
  • ভূকম্প 
  • সাপেক্ষ আর্দ্রতা 

উচ্চ তাপমান

Q2. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?

  • অবলোহিত রশ্মি 
  • অতিবেগুনী রশ্মি 
  • মাইক্রো তরঙ্গ 
  • X রশ্মি

মাইক্রো তরঙ্গ 

Q3. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা –

  • 10 জোড়া
  • 12 জোড়া 
  • 31 জোড়া
  • 21 জোড়া

12 জোড়া 

Q4. একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিস্কের ওজন প্রায় –

  • 1.50 kg
  • 1.36 kg
  • 2.00 kg
  • 1.75 kg

1.36 kg

Q5. মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হল-

  • মেলিয়াস 
  • ইনকাস
  • স্টেপিস 
  • সবগুলি

স্টেপিস 

Q6. নীচের কোনটি শব্দগ্রাহক রূপে কাজ করে ?

  • রড কোশ 
  • কোন কোশ 
  • কর্টি যন্ত্র 
  • অর্ধবৃত্তাকার নালী

কর্টি যন্ত্র 

Q7. নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি ? 

  • লালাগ্রন্থি 
  • যকৃৎ 
  • অশ্রুগ্রন্থি 
  • থাইরয়েড

থাইরয়েড

 Q8. নিম্নলিখিত গ্রন্থিগুলির কোনটির  ভিতর থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?

  • পিটুইটারি 
  • থাইরয়েড 
  • আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
  • আড্রিনাল গ্রন্থি

আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস

Q9. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রন করে –

  • ADH
  • ACTH
  • GTH
  • STH

ADH

Q10. নীচের কোনটি লিভিং ফসিল নয় ?

  • সিলাকান্থ
  • পেরিপেটাস 
  • লিমিউলাস 
  • আর্কিওপটেরিক্স

আর্কিওপটেরিক্স

Q11.পায়রার পুচ্ছ পালকের সংখ্যা মোট –

  • 10 টি
  • 12 টি
  • 8 টি 
  • 18 টি

12 টি

Q12. কাজুবাদামের কোন অংশটি ভক্ষন করা হয় ?

  • বীজ 
  • বীজপত্র 
  • পুস্পাক্ষ 
  • বীজপত্র ও পুস্পাক্ষ

বীজপত্র ও পুস্পাক্ষ

Q13. নভেল করোনা ভাইরাস –

  • DNA যুক্ত ভাইরাস
  • RNA যুক্ত ভাইরাস 
  • DNA ও RNA যুক্ত ভাইরাস 
  • কোনোটাই সঠিক নয়

RNA যুক্ত ভাইরাস 

 Q14. বেদানার ভোজ্য অংশ কোনটি ?

  • মধ্যস্তক 
  • রসালো বৃতি 
  • সস্য
  • রসালো বীজত্বক

রসালো বীজত্বক

Q15. জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারি ভাবে ঘোষিত হয়েছিল ?

  • উগান্ডা 
  • শ্রীলঙ্কা
  • অস্ট্রেলিয়া
  • পাকিস্তান

উগান্ডা 

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

Q16. কোনটির অভাবের জন্য দুধকে সুষোম খাদ্য বলা হয় না ?

  • ভিটামিন D ও ম্যাগনেসিয়াম
  • ভিটামিন A ও লোহা 
  • ভিটামিন C ও ক্যালসিয়াম
  • ভিটামিন C ও লোহা

ভিটামিন C ও লোহা

Q17. তিমির ফ্লিপার ও পাখির ডানা হল-

  • সমবৃত্তীয় অঙ্গ 
  • নিস্ক্রিয় অঙ্গ 
  • সমসংস্থ অঙ্গ 
  • প্রতিস্থাপিত অঙ্গ

সমসংস্থ অঙ্গ 

Q18. নীচের কোনটি প্রকরণের উদাহরণ ?

  • কালো চোখ
  • মসৃণ চুল 
  • রোলিং জিভ 
  • লম্বা মানুষ

রোলিং জিভ 

Q19. ডেলটয়েড পেশি হল-

  • একটেনসর পেশি
  • অ্যাবডাক্টার পেশি
  • ফ্লেক্সর পেশি 
  • রোটেটর পেশি

অ্যাবডাক্টার পেশি

Q20. CFC অতিবেগুনী রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে –

  • সক্রিয় ক্লোরিন পরমাণু 
  • সক্রিয় কার্বন পরমাণু 
  • সক্রিয় ফ্লুরিন পরমাণু 
  • সক্রিয় হাইড্রোজেন পরমাণু

সক্রিয় ক্লোরিন পরমাণু 

Q21. জলের অস্থায়ী ক্ষরতার কারণ হল-

  • CaSO4
  • Ca(HCO3)2
  • MgSO4
  • MgCl2

Ca(HCO3)2

Q22. ইউট্রফিকেশনের ফলে জলে –

  • অক্সিজেনের পরিমাণ কমে যায় 
  • অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় 
  • অক্সিজেনের পরিমাণ একই থাকে 
  • কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়

অক্সিজেনের পরিমাণ কমে যায় 

Q23. চিলি সল্ট পিটার থেকে কোন অ্যাসিড তৈরি হয় ?

  • HCl
  • H2SO4
  • HNO3
  • HNO2

HNO3

Q24. অম্লরাজের একটি উপাদান হল-

  • ঘন H2SO4
  • ঘন H3PO4
  • ঘন HNO3
  • লঘু HNO3

ঘন HNO3

Q25. কোনটি ওয়াটার গ্যাস ?

  • CO+N2
  • NH3+HCl
  • CO+ H2
  • কোনোটাই নয়  

CO+ H2

Q26. খাদ্য সংরক্ষণের জন্য নীচের কোনটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ?

  • অ্যাসেটিক অ্যাসিড 
  • বেঞ্জোয়িক অ্যাসিড 
  • টারটারিক অ্যাসিড 
  • সোডিয়াম বাই কার্বনেট

অ্যাসেটিক অ্যাসিড 

Q27. তরিদ্‌বিশ্লেষণ পাত্র হল-

  • ভোল্টামিটার 
  • ভোল্টমিটার 
  • হাইগ্রোমিটার 
  • ক্যালোরিমিটার

ভোল্টামিটার 

Q28. নিউট্রন আবিস্কার করেন –

  • টমসন 
  • জেমস চ্যাডউইক
  • ডালটন 
  • নিউটন

জেমস চ্যাডউইক

Q29. বিলীয়মান রঙ প্রস্তুত করতে ব্যবহার করা হয় –

  • NaOH
  • KOH
  • NH4OH
  • Ca(OH)2

NH4OH

Q30. চকের রাসায়নিক নাম –

  • ক্যালসিয়াম সালফেট 
  • ক্যালসিয়াম নাইট্রেট 
  • ক্যালসিয়াম কার্বনেট 
  • ক্যালসিয়াম ফসফাইড

ক্যালসিয়াম কার্বনেট 

Q31. শব্দতরঙ্গ –

  • স্থিতিস্থাপক 
  • অযান্ত্রিক 
  • তড়িৎচুম্বকীয়
  • কোনোটাই নয়  

স্থিতিস্থাপক 

Q32. X রশ্মির থেকে γ রশ্মির ভেদন ক্ষমতা –

  • কম 
  • বেশি 
  • সমান 
  • কোনোটাই নয়

বেশি 

Q33. পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কী বলা হয় ?

  • হাইড্রোফিলি
  • ম্যালাকোফিলী
  • অরনিথোফিলী
  • এ্যান্টোমোফিলী

অরনিথোফিলী

Q34. ইকুইজিটাম নিম্নলিখিত কোন্ প্রকৃতির উদ্ভিদ ?

  • ফার্ন 
  • মস 
  • ছত্রাক 
  • শৈবাল

ফার্ন 

 Q35. এরেনকাইমা নিম্নলিখিত কোন্ প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য ?

  • জাঙ্গাল উদ্ভিদ
  • জলজ উদ্ভিদ 
  • লবণাম্বু উদ্ভিদ 
  • সাধারন উদ্ভিদ

জলজ উদ্ভিদ 

 Q36. লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য –

  • লসিকায় শ্বেতকণিকা থাকে না
  • লসিকায় প্রোটিন থাকে না 
  • লসিকায় জলের ভাগ অনেক বেশি
  • লসিকায় লোহিত কণিকা থাকে না

লসিকায় লোহিত কণিকা থাকে না

Q37. নিসল দানা দেখা যায় (Nissl’s granule) –

  • নেফ্রনের
  • নিউরনে
  • সাইটনে
  • ডেনড্রাইটসে

সাইটনে

Q38. যোগকলার প্রধান প্রোটিন হল—

  • কেরাটিন
  • কোলাজেন
  • মেলানিন
  • মায়োসিন

কোলাজেন

Q39. ব্যাঙের গ্লটিস নিয়ন্ত্রণকারী পেশি হল—

  • স্টারনামের পেশি
  • স্বরতন্ত্রী পেশি
  • পেক্টোরাল গার্ডল এর পেশি 
  • অ্যারিটেনয়েড তরুণাস্থির পেশি

স্টারনামের পেশি

Q40. স্ত্রী ব্যাঙ একসঙ্গে কটি ডিম পাড়তে পারে?

  • 100-200 টি 
  • 500-1000 টি
  • 2500-3000 টি
  • 5000-6000 টি

2500-3000 টি

জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন

Q41. এক্সট্রানিউক্লিয়াস DNA দেখা যায়—

  • ক্লোরোপ্লাস্টে
  • রাইবোজোমে
  • এন্ডোপ্লাজমীয় জালকে 
  • গলগি বস্তুতে

ক্লোরোপ্লাস্টে

Q42. F1 – বস্তু/অক্সিজোম উপস্থিত থাকে—

  • এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে
  • ক্লোরোপ্লাস্টে
  • মাইটোকনড্রিয়াতে
  • গলগি বস্তুতে

মাইটোকনড্রিয়াতে

Q43. মাইটোকনড্রিয়ার কোন্ অংশে ATP উৎপন্ন হয় ?

  • ধাত্রে
  • ক্রিস্টাতে
  • বহিঃপর্দায়
  • F1  বস্তুতে

F1বস্তুতে

Q44. প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয় –

  • ডিউটোপ্লাজম
  • প্লাজমা জেল
  • মেসোপ্লাজম
  • সাইটোপ্লাজম

ডিউটোপ্লাজম

Q45. কোন্ উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে?

  • অক্সিন
  • ইথিলিন
  • জিব্বারেলিন অ্যাসিড 
  • জিয়েটিন

ইথিলিন

সাধারণ বিজ্ঞান মক টেস্ট|Online General Science Mock Test in Bengali Set-4|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান কুইজ|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali

Q46. ‘ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস’ কোথায় অবস্থিত?

  • বেঙ্গালুরু 
  • জম্মু 
  • দিল্লি 
  • শিলং

দিল্লি 

 Q47. কাস্তে কোষ (Sickle cell) অ্যানিমিয়া রোগটির কারণ—

  • লৌহের অভাব
  • ম্যালেরিয়ার সংক্রমণ
  • খারাপ স্বাস্থ্য 
  • কোনোটিই নয়

কোনোটিই নয়

Q48. ভিটামিন ‘সি’ হল—

  • অ্যাসেটিক অ্যাসিড 
  • সাইট্রিক অ্যাসিড
  • ল্যাকটিক অ্যাসিড
  • অ্যাসকরবিক অ্যাসিড

অ্যাসকরবিক অ্যাসিড

Q49. খাদ্যে ভিটামিন ‘ডি’-এর অভাবে কোন্ রোগ হয় ?

  • স্কার্ভি
  • বেরি বেরি
  • রিকেট
  • রাতকানা

রিকেট

Q50. সংক্রামক রোগের প্রতিরোধে নিচের কোন্ ঔষধটি ব্যবহৃত হয় ?

  • সালফাথিয়াজোল
  • ইনসুলিন
  • অ্যাসপিরিন
  • রেসারপিন

সালফাথিয়াজোল

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
WBP Constable Main Mock TestJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!