Online General Science Mock Test in Bengali Set-4 For Competitive Exam|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান কুইজ|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali: এই মক টেস্টটি জেনারেল সাইন্সের বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে এই মক টেস্টটি সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেক পরীক্ষার্থী সরকারি চাকরির পরিক্ষায় বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পূর্বে এই মক টেস্টে অংশগ্রহণ করা উচিত ।
সাধারণ বিজ্ঞান মক টেস্ট|Online General Science Mock Test in Bengali Set-4|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান কুইজ|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali
Q1. পায়রোমিটারের প্রয়োগ কী পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ?
- উচ্চ তাপমান
- বায়ুচাপ
- ভূকম্প
- সাপেক্ষ আর্দ্রতা
উচ্চ তাপমান
Q2. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
- অবলোহিত রশ্মি
- অতিবেগুনী রশ্মি
- মাইক্রো তরঙ্গ
- X রশ্মি
মাইক্রো তরঙ্গ
Q3. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা –
- 10 জোড়া
- 12 জোড়া
- 31 জোড়া
- 21 জোড়া
12 জোড়া
Q4. একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিস্কের ওজন প্রায় –
- 1.50 kg
- 1.36 kg
- 2.00 kg
- 1.75 kg
1.36 kg
Q5. মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হল-
- মেলিয়াস
- ইনকাস
- স্টেপিস
- সবগুলি
স্টেপিস
Q6. নীচের কোনটি শব্দগ্রাহক রূপে কাজ করে ?
- রড কোশ
- কোন কোশ
- কর্টি যন্ত্র
- অর্ধবৃত্তাকার নালী
কর্টি যন্ত্র
Q7. নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি ?
- লালাগ্রন্থি
- যকৃৎ
- অশ্রুগ্রন্থি
- থাইরয়েড
থাইরয়েড
Q8. নিম্নলিখিত গ্রন্থিগুলির কোনটির ভিতর থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?
- পিটুইটারি
- থাইরয়েড
- আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
- আড্রিনাল গ্রন্থি
আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
Q9. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রন করে –
- ADH
- ACTH
- GTH
- STH
ADH
Q10. নীচের কোনটি লিভিং ফসিল নয় ?
- সিলাকান্থ
- পেরিপেটাস
- লিমিউলাস
- আর্কিওপটেরিক্স
আর্কিওপটেরিক্স
Q11.পায়রার পুচ্ছ পালকের সংখ্যা মোট –
- 10 টি
- 12 টি
- 8 টি
- 18 টি
12 টি
Q12. কাজুবাদামের কোন অংশটি ভক্ষন করা হয় ?
- বীজ
- বীজপত্র
- পুস্পাক্ষ
- বীজপত্র ও পুস্পাক্ষ
বীজপত্র ও পুস্পাক্ষ
Q13. নভেল করোনা ভাইরাস –
- DNA যুক্ত ভাইরাস
- RNA যুক্ত ভাইরাস
- DNA ও RNA যুক্ত ভাইরাস
- কোনোটাই সঠিক নয়
RNA যুক্ত ভাইরাস
Q14. বেদানার ভোজ্য অংশ কোনটি ?
- মধ্যস্তক
- রসালো বৃতি
- সস্য
- রসালো বীজত্বক
রসালো বীজত্বক
Q15. জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারি ভাবে ঘোষিত হয়েছিল ?
- উগান্ডা
- শ্রীলঙ্কা
- অস্ট্রেলিয়া
- পাকিস্তান
উগান্ডা
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q16. কোনটির অভাবের জন্য দুধকে সুষোম খাদ্য বলা হয় না ?
- ভিটামিন D ও ম্যাগনেসিয়াম
- ভিটামিন A ও লোহা
- ভিটামিন C ও ক্যালসিয়াম
- ভিটামিন C ও লোহা
ভিটামিন C ও লোহা
Q17. তিমির ফ্লিপার ও পাখির ডানা হল-
- সমবৃত্তীয় অঙ্গ
- নিস্ক্রিয় অঙ্গ
- সমসংস্থ অঙ্গ
- প্রতিস্থাপিত অঙ্গ
সমসংস্থ অঙ্গ
Q18. নীচের কোনটি প্রকরণের উদাহরণ ?
- কালো চোখ
- মসৃণ চুল
- রোলিং জিভ
- লম্বা মানুষ
রোলিং জিভ
Q19. ডেলটয়েড পেশি হল-
- একটেনসর পেশি
- অ্যাবডাক্টার পেশি
- ফ্লেক্সর পেশি
- রোটেটর পেশি
অ্যাবডাক্টার পেশি
Q20. CFC অতিবেগুনী রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে –
- সক্রিয় ক্লোরিন পরমাণু
- সক্রিয় কার্বন পরমাণু
- সক্রিয় ফ্লুরিন পরমাণু
- সক্রিয় হাইড্রোজেন পরমাণু
সক্রিয় ক্লোরিন পরমাণু
Q21. জলের অস্থায়ী ক্ষরতার কারণ হল-
- CaSO4
- Ca(HCO3)2
- MgSO4
- MgCl2
Ca(HCO3)2
Q22. ইউট্রফিকেশনের ফলে জলে –
- অক্সিজেনের পরিমাণ কমে যায়
- অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়
- অক্সিজেনের পরিমাণ একই থাকে
- কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়
অক্সিজেনের পরিমাণ কমে যায়
Q23. চিলি সল্ট পিটার থেকে কোন অ্যাসিড তৈরি হয় ?
- HCl
- H2SO4
- HNO3
- HNO2
HNO3
Q24. অম্লরাজের একটি উপাদান হল-
- ঘন H2SO4
- ঘন H3PO4
- ঘন HNO3
- লঘু HNO3
ঘন HNO3
Q25. কোনটি ওয়াটার গ্যাস ?
- CO+N2
- NH3+HCl
- CO+ H2
- কোনোটাই নয়
CO+ H2
Q26. খাদ্য সংরক্ষণের জন্য নীচের কোনটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ?
- অ্যাসেটিক অ্যাসিড
- বেঞ্জোয়িক অ্যাসিড
- টারটারিক অ্যাসিড
- সোডিয়াম বাই কার্বনেট
অ্যাসেটিক অ্যাসিড
Q27. তরিদ্বিশ্লেষণ পাত্র হল-
- ভোল্টামিটার
- ভোল্টমিটার
- হাইগ্রোমিটার
- ক্যালোরিমিটার
ভোল্টামিটার
Q28. নিউট্রন আবিস্কার করেন –
- টমসন
- জেমস চ্যাডউইক
- ডালটন
- নিউটন
জেমস চ্যাডউইক
Q29. বিলীয়মান রঙ প্রস্তুত করতে ব্যবহার করা হয় –
- NaOH
- KOH
- NH4OH
- Ca(OH)2
NH4OH
Q30. চকের রাসায়নিক নাম –
- ক্যালসিয়াম সালফেট
- ক্যালসিয়াম নাইট্রেট
- ক্যালসিয়াম কার্বনেট
- ক্যালসিয়াম ফসফাইড
ক্যালসিয়াম কার্বনেট
Q31. শব্দতরঙ্গ –
- স্থিতিস্থাপক
- অযান্ত্রিক
- তড়িৎচুম্বকীয়
- কোনোটাই নয়
স্থিতিস্থাপক
Q32. X রশ্মির থেকে γ রশ্মির ভেদন ক্ষমতা –
- কম
- বেশি
- সমান
- কোনোটাই নয়
বেশি
Q33. পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কী বলা হয় ?
- হাইড্রোফিলি
- ম্যালাকোফিলী
- অরনিথোফিলী
- এ্যান্টোমোফিলী
অরনিথোফিলী
Q34. ইকুইজিটাম নিম্নলিখিত কোন্ প্রকৃতির উদ্ভিদ ?
- ফার্ন
- মস
- ছত্রাক
- শৈবাল
ফার্ন
Q35. এরেনকাইমা নিম্নলিখিত কোন্ প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য ?
- জাঙ্গাল উদ্ভিদ
- জলজ উদ্ভিদ
- লবণাম্বু উদ্ভিদ
- সাধারন উদ্ভিদ
জলজ উদ্ভিদ
Q36. লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য –
- লসিকায় শ্বেতকণিকা থাকে না
- লসিকায় প্রোটিন থাকে না
- লসিকায় জলের ভাগ অনেক বেশি
- লসিকায় লোহিত কণিকা থাকে না
লসিকায় লোহিত কণিকা থাকে না
Q37. নিসল দানা দেখা যায় (Nissl’s granule) –
- নেফ্রনের
- নিউরনে
- সাইটনে
- ডেনড্রাইটসে
সাইটনে
Q38. যোগকলার প্রধান প্রোটিন হল—
- কেরাটিন
- কোলাজেন
- মেলানিন
- মায়োসিন
কোলাজেন
Q39. ব্যাঙের গ্লটিস নিয়ন্ত্রণকারী পেশি হল—
- স্টারনামের পেশি
- স্বরতন্ত্রী পেশি
- পেক্টোরাল গার্ডল এর পেশি
- অ্যারিটেনয়েড তরুণাস্থির পেশি
স্টারনামের পেশি
Q40. স্ত্রী ব্যাঙ একসঙ্গে কটি ডিম পাড়তে পারে?
- 100-200 টি
- 500-1000 টি
- 2500-3000 টি
- 5000-6000 টি
2500-3000 টি
জেনারেল সাইন্সের আরও অনেক অধ্যায় ভিত্তিক মক টেস্টে অংশগ্রহণ করার জন্য এখানে ক্লিক করুন
Q41. এক্সট্রানিউক্লিয়াস DNA দেখা যায়—
- ক্লোরোপ্লাস্টে
- রাইবোজোমে
- এন্ডোপ্লাজমীয় জালকে
- গলগি বস্তুতে
ক্লোরোপ্লাস্টে
Q42. F1 – বস্তু/অক্সিজোম উপস্থিত থাকে—
- এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে
- ক্লোরোপ্লাস্টে
- মাইটোকনড্রিয়াতে
- গলগি বস্তুতে
মাইটোকনড্রিয়াতে
Q43. মাইটোকনড্রিয়ার কোন্ অংশে ATP উৎপন্ন হয় ?
- ধাত্রে
- ক্রিস্টাতে
- বহিঃপর্দায়
- F1 বস্তুতে
F1বস্তুতে
Q44. প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয় –
- ডিউটোপ্লাজম
- প্লাজমা জেল
- মেসোপ্লাজম
- সাইটোপ্লাজম
ডিউটোপ্লাজম
Q45. কোন্ উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে?
- অক্সিন
- ইথিলিন
- জিব্বারেলিন অ্যাসিড
- জিয়েটিন
ইথিলিন
সাধারণ বিজ্ঞান মক টেস্ট|Online General Science Mock Test in Bengali Set-4|সাধারণ বিজ্ঞান মক টেস্ট|জেনারেল সাইন্স MCQ প্রশ্ন-উত্তর প্র্যাকটিস সেট|সাধারণ বিজ্ঞান কুইজ|জেনারেল সাইন্স মক টেস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য |50 MCQ Question Answer on General Science in Bengali |
Q46. ‘ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস’ কোথায় অবস্থিত?
- বেঙ্গালুরু
- জম্মু
- দিল্লি
- শিলং
দিল্লি
Q47. কাস্তে কোষ (Sickle cell) অ্যানিমিয়া রোগটির কারণ—
- লৌহের অভাব
- ম্যালেরিয়ার সংক্রমণ
- খারাপ স্বাস্থ্য
- কোনোটিই নয়
কোনোটিই নয়
Q48. ভিটামিন ‘সি’ হল—
- অ্যাসেটিক অ্যাসিড
- সাইট্রিক অ্যাসিড
- ল্যাকটিক অ্যাসিড
- অ্যাসকরবিক অ্যাসিড
অ্যাসকরবিক অ্যাসিড
Q49. খাদ্যে ভিটামিন ‘ডি’-এর অভাবে কোন্ রোগ হয় ?
- স্কার্ভি
- বেরি বেরি
- রিকেট
- রাতকানা
রিকেট
Q50. সংক্রামক রোগের প্রতিরোধে নিচের কোন্ ঔষধটি ব্যবহৃত হয় ?
- সালফাথিয়াজোল
- ইনসুলিন
- অ্যাসপিরিন
- রেসারপিন
সালফাথিয়াজোল