মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Environmental Studies MCQ Question Answer in Bengali

Environmental Studies MCQ Question Answer in Bengali 

পরিবেশ বিদ্যা MCQ

মাধ্যমিক জীবন বিজ্ঞান 'পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ' অধ্যায়ের MCQ প্রশ্ন- উত্তর|
মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Environmental Studies MCQ Question Answer in Bengali

Environmental Studies MCQ Question Answer in Bengali : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর । এই MCQ প্র্যাকটিস সেটটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে এই প্রশ্ন উত্তরগুলো মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট ।‘পরিবেশ ,তার সম্পদ ও তাদের সংরক্ষণ’ অধ্যায়ের বাছাই করা ৩০০ টির বেশি প্রশ্ন রয়েছে Environmental Studies MCQ Question Answer in Bengali -তে তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ Question Answer কমন আসার চান্স 99% ।

মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Environmental Studies MCQ Question Answer in Bengali। তাই এই পরিবেশ ,তার সম্পদ ও তাদের সংরক্ষণ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।কারণ প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন এসেই থাকে । তাই আর দেরি না করে এই MCQ Practice Set-এর প্রশ্ন উত্তর গুলো মুখস্থ করে নিন ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Environmental Studies MCQ Question Answer in Bengali

1. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?

A. 77.17 ভাগ

B. 20.60 ভাগ

C. 0.03 ভাগ

D. 0.80 ভাগ

উত্তরঃ B. 20.60 ভাগ

2. মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন্ মৌল সাহায্য করে?

A. অ্যালুমিনিয়াম

B. আয়রণ

C. ক্যালসিয়াম

D. জিঙ্ক

উত্তরঃ C. ক্যালসিয়াম

3. নাইট্রোজেন চক্রে কোন্ আণুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণভূমিকা পালন করে?

A. ব্যাকটেরিয়া

B. ভাইরাস

C. প্রোটোজোয়া

D. লাল শৈবাল

উত্তরঃ A. ব্যাকটেরিয়া

4. একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়?

A. জলদাপাড়া

B. সজনেখালি

C. সিওল

D. সুন্দরবন

উত্তরঃ A. জলদাপাড়া

5. ‘PAN’ হল একটি –

A.জল দূষক

B. শব্দ দূষক

C. বায়ু দূষক

D. মাটি দূষক

উত্তরঃ C. বায়ু দূষক

6. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া?

A. রাইজোবিয়াম

B. থায়োব্যাসিলাস

C. অ্যাজোটোব্যাক্টর

D. ক্লসট্রিডিয়াম

উত্তরঃ B. থায়োব্যাসিলাস

7. ‘ব্ল্যাক ফুট রোগ’ কোন দূষণের জন্য হয়?

A. লেড

B. ফ্লুরাইড

C. আর্সেনিক

D. ক্যাডমিয়াম

উত্তরঃ C. আর্সেনিক

8. BHC আসলে হল –

A. ওষুধ

B. রাসায়নিক সার

C. কীটনাশক

D. বর্জ্যপদার্থ

উত্তরঃ C. কীটনাশক

9. পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন্ রাজ্যে অবস্থিত?

A. মধ্যপ্রদেশ

B. রাজস্থান

C. বিহার

D. পশ্চিমবঙ্গ

উত্তরঃ C. বিহার

10. CO2 হল একটি—

A. প্রাথমিক বায়ুদূষক

B. গৌণ বায়ুদূষক

C. প্রাথমিক ও গৌণ বায়ুদূষক

D. কোনোটিই নয়

উত্তরঃ A. প্রাথমিক বায়ুদূষক

11. কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া?

A. অ্যাজেটোব্যাকটর

B. রাইজোবিয়াম

C. নাইট্রোসোমোনাস

D. থায়োব্যাসিলাস

উত্তরঃ A. অ্যাজেটোব্যাকটর

12. শিশুদের ‘ডিসলেক্সিয়া’ রোগের কারণ—

A. সিসা দূষণ

B. পারদ দূষণ

C. ক্যাডমিয়াম দূষণ

D. আর্সেনিক দূষণ

উত্তরঃ A. সিসা দূষণ

13. বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা যায়

A. হাভেরিয়ামে

B. জিন লাইব্রেরিতে

C. জিন ব্যাঙ্কে

D. চিড়িয়াখানায়

উত্তরঃ B. জিন লাইব্রেরিতে

14. মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?

A. করবেট

B. কাজীরাঙা

C. ভরতপুর

D. কানহা

উত্তরঃ D. কানহা

15. নিচের কোন্‌ল্টি সমাজবদ্ধ পতঙ্গ?

A. মৌমাছি

B. মাছি

C. মশা

D. মথ

উত্তরঃ A. মৌমাছি

16. মাছির লার্ভা দশাকে বলে

A. গুটিপোকা

B. শুককীট

C. শুয়োপোকা

D. ম্যাগট

উত্তরঃ D. ম্যাগট

17. আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন অনুপা প্রায় কত?

A. 3:2

B. 4:1

C. 5:2

D. 2:1

উত্তরঃ B. 4:1

18. কোন্ বায়ুদূষক লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে?

A. কার্বন মনোক্সাইড

B. ওজোন গ্যাস

C. অ্যামোনিয়া

D. ক্লোরিন গ্যাস

উত্তরঃ A. কার্বন মনোক্সাইড

19. ABS বা অ্যালকালাইন বেঞ্জিন সালফোনেট কোন্ ব্যবহার্যউপাদানে পাওয়া যায়।

A. খাবার সোডা

B. ডিটারজেন্ট

C. কীটনাশক

D. অজৈব সার

উত্তরঃ B. ডিটারজেন্ট

20. ব্যাকটেরিয়া নামক বায়ুদূষকটি যে রোগের জন্য দায়ী, তা হল –

A. করোনা

B. যক্ষা

C. হাম

D. জলবসন্ত

উত্তরঃ B. যক্ষা

21. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়?

A. 3 জুন

B. 16 জুন

C. 5 জুন

D. 1 ডিসেম্বর

উত্তরঃ C. 5 জুন

22. ‘রেড ডাটা বুক’ এ কোন তথ্য পাওয়া যায়?

A. রঙিন মাছ

B. রঙিন ফুল

C. বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি

D. কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণী

উত্তরঃ C. বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি

23. হটস্পট কী ?

A. উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

B. নিম্ন জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

C. এনডেনজারড প্রজাতি যুক্ত অঞ্চল

D. ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল

উত্তরঃ A. উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল

24. গির অরণ্য নিম্নের কোন্ রাজ্যে অবস্থিত?

A. অসম

B. গুজরাট

C. কেরল

D. মধ্যপ্রদেশ

উত্তরঃ B. গুজরাট

25. রাজস্থানের ভরতপুর কীসের জন্য বিখ্যাত?

A. একশৃঙ্গ গন্ডার

B. পাখিরালয়

D. মধ্যপ্রদেশ

C. বাইসন

D. চিতল হরিণ

উত্তরঃ B. পাখিরালয়

26.IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয়, তাকে কী বলে?

A. গ্রীণ ডাটা বুক

C. এন্ডেমিকবুক

B. এনডেনজারড  বুক

D. রেড ডাটা বুক

উত্তরঃ D. রেড ডাটা বুক

27. কোন্ ধরণের মৌমাছিরা প্রজননে সক্ষম নয়?

A. রানি

B. শ্রমিক

C. পুরুষ

D. কোনওটিই নয়

উত্তরঃ B. শ্রমিক

28. তামাকু সেবন শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ এর মধ্যেথাকে –

A. কার্বন মনোক্সাইড

B. নিকোটিন

C. পলিসাইট্রিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন

D. সবগুলিই সঠিক

উত্তরঃ D. সবগুলিই সঠিক

29. ‘গ্লোবাল ওয়ার্মিং’ বৃদ্ধির পিছনে কোন্‌টি দায়ী?

A. অক্সিজেন

B. নাইট্রোজেন ডাইঅক্সাইড

C. সালফার ডাইঅক্সাইড

D. কার্বন ডাইঅক্সাইড

উত্তরঃ D. কার্বন ডাইঅক্সাইড

30. কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয়?

A. 1960

B.1972

C. 1982

D. 1990

উত্তরঃ B.1972

31. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

(a) কিয়োটো প্রোটোকল 2005 সালে কার্যকর হয়েছিল

(b) কিয়োটো প্রটোকল শুধুমাত্র ওজন স্তরের ক্ষয় সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার জন্য তৈরি হয়

(c ) মিথেন কার্বন ডাইউ অক্সাইড গ্যাসের থেকে অনেক বেশী ক্ষতিকর ।  

A. (a) ও (b) সত্য

B. (a) ও (c) সত্য

C. (a) সত্য

D. (c ) সত্য  

উত্তরঃ B. (a) ও (c) সত্য

Environmental Studies MCQ Question Answer in Bengali|পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর

32. বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রার সীমামান কত?

A. 0.06-0.09 মিলিগ্রাম/লিটার

B. 0.12-0.15 মিলিগ্রাম/লিটার

C. 0.17-0.20 মিলিগ্রাম/লিটার

D. 0.01-0.05 মিলিগ্রাম/লিটার

উত্তরঃ D. 0.01-0.05 মিলিগ্রাম/লিটার

33. পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল—

A. মাটি

B.বাতাস

C. সমুদ্র

D. পাথর

উত্তরঃ B.বাতাস

34. গ্রিনহাউস গ্যাস নিচের কোন্ বিকিরণের তাপ শোষণ করে?

A. অতিবেগুনি বিকিরণের

B. ইনফ্রারেড বিকিরণের

C. সৌর বিকিরণের

D. A এবং B উভয়ের

উত্তরঃ A. অতিবেগুনি বিকিরণের

35. বায়োডাইভারসিটি শব্দটি কত সালে প্রচলিত হয়?

A. 1985 সালে

B. 1986 সালে

C. 1987 সালে

D. 1988 সালে

উত্তরঃ A. 1985 সালে

36. ভারতে কটি ‘হটস্পট’ অঞ্চল আছে?

A. চারটি

B. দুটি

C. ছটি

D. দশটি

উত্তরঃ A. চারটি

37.জাতীয় উদ্যানের ধারণা সর্বপ্রথম কে বলেন?

A. নরম্যান মেয়ার

B. সেলিম আলি

C. জর্জ ক্যাটলিন

D. ওডাম

উত্তরঃ C. জর্জ ক্যাটলিন

38. অ্যাসিড বৃষ্টিতে pH-এর মাত্রা –

A. 3.4 -4.6

B. 5.6-6.5

C. 6.5-7.5

D. 2.4-3.2

উত্তরঃ A. 3.4 -4.6

39. জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয়?

A. 2006

B. 1990

C. 1998

D. 2002

উত্তরঃ D. 2002

40. পানীয় জলের BOD কত?

A. 3ppm

B. 5ppm

C. 1ppm

D. 4ppm

উত্তরঃ C. 1ppm

41. ‘নক নিরোগ’ কেন হয় ?

A. ফ্লুওরাইড দূষণের জন্য

B. ক্যাডমিয়াম দূষণের জন্য

C. আর্সেনিক দূষণের জন্য

D. পারদ দূষণের জন্য

উত্তরঃ A. ফ্লুওরাইড দূষণের জন্য

42. রাস্তার দুপাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয়?

A. গ্রীন হাউস প্রতিরোধ প্রকল্প

B. গ্রীন মুভমেন্ট

C. গ্রীন মাফলার প্রকল্প

D. গ্রীন বেঞ্জ

উত্তরঃ C. গ্রীন মাফলার প্রকল্প

43. MAB এর পুরো নাম কী ?

A. ম্যান অ্যান্ড বায়োলজিকাল প্রোগ্রাম

B. ম্যান অ্যান্ড বায়োডাইভারসিটি প্রোগ্রাম

C. ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

D. ম্যান অ্যান্ড বোটানিক্যাল প্রোগ্রাম

উত্তরঃ C. ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

44.শব্দ দূষণ কোন্ হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়?

A. থাইরক্সিন

B. ইস্ট্রোজেন

C. প্রোজেস্টেরন

D. অ্যাড্রিনালিন

উত্তরঃ D. অ্যাড্রিনালিন

45. নিম্নের কোন্ এককে ওজোন হোল মাপা হয় ?

A. সেন্টিমরগ্যান

B. ডেসিবল

C. ডোবসোন

D. মিটার

উত্তরঃ C. ডোবসোন

46. বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

A. কর্ণাটক

B. আসাম

C. গুজরাট

D. মধ্যপ্রদেশ

উত্তরঃ A. কর্ণাটক

47. SPM হল এক প্রকার –

A. বায়ু দূষক

B. জল দূষক

C. শব্দ দূষক

D. কোনোটিই নয়

উত্তরঃ A. বায়ু দূষক

48. জাতীয় উদ্যান নিম্নের কোন্ প্রকৃতির সংরক্ষণ?

A. Ex-situ

B. In-situ

C. Ex-situ এবং In-situ উভয় প্রকৃতির

D. কোনোটিই নয়

উত্তরঃ B. In-situ

49. গ্রীনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসটি হল

A. CO

B. CO2

C. O2

D. SO2

উত্তরঃ B. CO2

Environmental Studies MCQ Question Answer in Bengali|পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর

50. কিয়েটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য হল—

A. গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো

B. জীব বৈচিত্র সংরক্ষণ

C. ওজোন বিনাসকারী পদার্থের পরিমাণ হ্রাস

D. ক্ষতিকারক বর্জ্যের নিয়ন্ত্রণ

উত্তরঃ A. গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো

51. বিশ্ব উয়ায়ন নিম্নলিখিত কোনটির দ্বারা নিয়ন্ত্রণ করা যায় ?

A. অরণ্য নিধনের হার ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে

B. অরণ্য নিধনের হার ও শক্তি ব্যবহারের দক্ষতা হ্রাস করে

C. অরণ্য নিধনের হার বৃদ্ধি ও জনগোষ্ঠীর বৃদ্ধির হার হ্রাস করে

D. কোনটিই নয়

উত্তরঃ A. অরণ্য নিধনের হার ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে

52.CFC নিম্নলিখিত কোন ঘটনার জন্য দায়ী?

A. বিশ্ব উষ্ণায়ন

B. অম্লবৃষ্টি

C.ওজনস্তরের বিশ্লিষ্টকরণ

D. UV রশ্মির আগমন

উত্তরঃ C.ওজন স্তরের বিশ্লিষ্টকরণ

53. নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন জোড়াটি গ্রীনহাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

A. CFC ও N2O

B. CO2ওN2O

C. CH4 ও NO2

D. CO2ও CH4

উত্তরঃ D. CO2ও CH4

54. ক্যাডমিয়াম দূষণের ফলে নিম্নলিখিত কোন্ রোগটি হয়?

A. ইটাই ইটাই

B. মিনামাটা

C. অ্যানিমিয়া

D. নিউমোনিয়া

উত্তরঃ A. ইটাই ইটাই

55. ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটিকে দায়ী করা হয়েছেতা হল –

A. মিথাইল আইসোসায়ানাইড

B. মিথাইল আইসোসায়ানেট

C. ইথাইল আইসোসায়ানেট

D. ইথাইল আইসোসায়ানাইড

উত্তরঃ B. মিথাইল আইসোসায়ানেট

56.ইউট্রোফিকেশন প্রধানত দেখা যায় –

A. সমুদ্র জলে

B. মরুভূমিতে

C. মিষ্টি জলের হ্রদে

D. পাহাড়ী অঞ্চলে

উত্তরঃ C. মিষ্টি জলের হ্রদে

57. লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে?

A. জলদূষণ

B. বায়ুদূষণ

C. মৃত্তিকা দূষণ

D. কোনটিই নয়

উত্তরঃ B. বায়ুদূষণ

58. বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় –

A. 1986

B. 1981

C. 1999

D. 1974

উত্তরঃ D. 1974

59. নদীর জলে BOD এর মাত্রা –

A. জলে সালমোনেল্লা ব্যাকটেরিয়ার পরিমাণ নির্দেশ করে

B. শৈবাল ব্লুম সৃষ্টি হয়ে অপরিবর্তিত থাকবে

C. নদীর জলে পয়ঃপ্রণালীর বর্জ্যপদার্থ মিশলে বৃদ্ধি পায়

D. জ্বলে O2 এর ঘনীভবন মাত্রা বৃদ্ধি পায়।

উত্তরঃ C. নদীর জলে পয়ঃপ্রণালীর বর্জ্যপদার্থ মিশলে বৃদ্ধি পায়

60. DDT দ্রুত খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে,DDT হল –

A. নন টক্সিক

B. মাঝারি দ্রব

C. জলে দ্রবণীয়

D. অ্যালকোহল দ্রব্য

উত্তরঃ C. জলে দ্রবণীয়

61. ইউট্রোফিকেশন যুক্ত লেকের BOD –

A. বেশি

B. কম

C. আবহাওয়ার উপর নির্ভরশীল

D. কম বা বেশি উভয়ই হতে পারে

উত্তরঃ A. বেশি

62. ফিসফিস করে কথা বলার সময় শব্দের তীব্রতা হল—

A. 20-40 dB

B. 50-55 dB

C. 70-85dB

D. 10-15 dB

উত্তরঃ B. 50-55 dB

63. মিনামাটা সিনড্রোমের জন্য দায়ী মৌলটি হল—

A. Pb

B. Cd

C. Na

D. Hg

উত্তরঃ D. Hg

64. CO2-কে গ্রীন হাউস গ্যাস বলার কারণটি হল—

A. সূর্যালোক ও তাপ উভয়কে প্রতিফলিত করে

B. তাপ প্রতিফলিত করলেও সূর্যালোককে শোষণ করে

C. সূর্যালোককে প্রতিফলিত করলেও তাপ শোষণ করে

D. গ্রীন হাউসে ব্যবহার করা হয়

উত্তরঃ C. সূর্যালোককে প্রতিফলিত করলেও তাপ শোষণ করে

Environmental Studies MCQ Question Answer in Bengali|পরিবেশ বিদ্যা MCQ

65.ফটোকেমিক্যাল স্মগ হল প্রধানত—

A. O3 PAN ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রন

B. হাইড্রোকার্বন, O3 ও SO2 মিশ্রন

C. ধোঁয়া, PAN এবং SO2 মিশ্রন

D. হাইড্রোকার্বন, CO2 ও SO2 মিশ্রন

উত্তরঃ A. O3 PAN ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রন

66. COPD হল –

A.শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা

B. ব্ল্যাক লাং রোগের সৃষ্টি

C. শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট

D. কোনটিই নয়

উত্তরঃ C. শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট

67. সালমোনেল্লা টাইফি নিম্নলিখিত যে রোগটি সৃষ্টি করে তা হল –

A. কলেরা

B. আমাশয়

C. ব্ল্যাকফুট ডিজিজ

D. টাইফয়েড

উত্তরঃ D. টাইফয়েড

68. এগ্রিকালচারাল রান অফ হল –

A. অ্যাসিড বৃষ্টি

B. কৃষিক্ষেত্রের বর্জ্য

C. পয়ঃপ্রণালীর বর্জ্য

D. শিল্পাঞ্চলের বর্জ্য

উত্তরঃ B. কৃষিক্ষেত্রের বর্জ্য

69. জলবাহিত রোগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –

A. আর্সেনিকোসিস

B. কলেরা

C. টাইফয়েড

D. সবগুলি সঠিক

উত্তরঃ D. সবগুলি সঠিক

70. অ্যালগাম ব্লুম হল-

A. জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি

B. জলাশয়ে জুপ্ল্যাঙ্কটনের দ্রুত বৃদ্ধি

C. জলাশয়ে শৈবালের ঘনত্ব হ্রাস

D জলজ প্রাণীর মৃত্যু ঘটে

উত্তরঃ A. জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি

71. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউডেফিক প্যাথোজেন। হিসাবে পরিচিত?

A. এন্টামিবা হিস্টোলাইটিকা

B. অ্যানাবিনা

C. ব্যাসিলাস অ্যানথ্রাসিস

D. ব্যাসিলাস সাবটিলিস

উত্তরঃ C. ব্যাসিলাস অ্যানথ্রাসিস

72. ডিসলেক্সিয়া রোগের মূল কারণ হল –

A. ক্যাডমিয়াম

B. সিসা

C. আর্সেনিক

D. পারদ

উত্তরঃ B. সিসা

73. ওজনস্তর হ্রাস পেলে ভূ-পৃষ্ঠে বেশি মাত্রায় সূর্যের যে রশ্মিটি আসে তা হল –

A. কসমিক রশ্মি

B. গামারশ্মি

C. অতিবেগুনী রশ্মি

D. বিটারশ্মি

উত্তরঃ C. অতিবেগুনী রশ্মি

74. ধোঁয়াশা সৃষ্টি হওয়ার কারণ হল –

A. ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাস মিশে

B. ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে

C. ধোঁয়ার সঙ্গে ধুলো মিশে

D. কোনটিই নয়

উত্তরঃ B. ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে

75. অম্লবৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতি হয় নিম্নের কোনটি?

A. মারবেলের তৈরি স্থাপত্য

B. ইঁট সিমেন্টের তৈরি ঘর

C. কাঠের ঘরবাড়ি

D. কাঁচের শৌধ

উত্তরঃ A. মারবেলের তৈরি স্থাপত্য

76. SO2 এর প্রাকৃতিক উৎস হল –

A. আগ্নেয়গিরি

B. জলাশয়

C. বজ্রবিদ্যুৎ

D. পচা জলাশয়

উত্তরঃ A. আগ্নেয়গিরি

77. বায়ুতে SO2 এর উৎস হল যে বিদ্যুৎকেন্দ্রটি, তা হল –

A. সৌর বিদ্যুৎকেন্দ্র

B. তাপবিদ্যুৎ কেন্দ্র

C. জলবিদ্যুৎ কেন্দ্র

D. পারমানবিক বিদ্যুৎকেন্দ্র

উত্তরঃ B. তাপবিদ্যুৎ কেন্দ্র

78. অম্লবৃষ্টির প্রধান উপাদান হল –

A. সাইট্রিক অ্যাসিড + নাইট্রিক অ্যাসিড

B. নাইট্রিক অ্যাসিড + নাইট্রাস অ্যাসিড

C. সালফিউরিক অ্যাসিড + নাইট্রিক অ্যাসিড

D. হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড

উত্তরঃ C. সালফিউরিক অ্যাসিড + নাইট্রিক অ্যাসিড

79. কনা জাতায় বায়ুদূষক অপসারণ করার সবথেকে ভালো যন্ত্রটি হল—

A. ইলেক্ট্রোস্টাটিক প্রেসিপিটেটর

B. ফিল্টার পেপার

C. হর্ভার

D. কনডেনসার

উত্তরঃ A. ইলেক্ট্রোস্টাটিক প্রেসিপিটেটর

80. গ্রীন হাউসের প্রভাবে যে ঘটনাটি ঘটবে তা হল

A. সমুদ্রের জলতল হ্রাস পাবে

B. সমুদ্রের জল বাষ্পীভূত হবে

C. সমুদ্রের জলতল একই থাকবে

D. সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে

উত্তরঃ D. সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে

81. মেলানোসিস রোগের উৎপত্তির কারণ হল –

A. ফ্লুরাইড দূষণ

B. পারদ দূষণ

C. CO2 দূষণ

D. আর্সেনিক দূষণ

উত্তরঃ D. আর্সেনিক দূষণ

82. CFC-র ব্যবহার করা যায় –

A. ওয়াশিং মেশিনে

B. মাইক্রোওভেনে

C. রেফ্রিজারেটারে

D. মিক্সিতে

উত্তরঃ C. রেফ্রিজারেটারে

83. শব্দ দূষণের পরিমাপের একক dB কোন্ বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে?

A. গ্রাহাম বেল

B. বলবিয়ানি

C. গিলবার্ট ব্রার্ড

D. লেসলি ব্রাউন

উত্তরঃ A. গ্রাহাম বেল

84. অ্যাকাউষ্টিকট্রমা নিম্নের কোন্ ধরনের দূষণে সৃষ্ট হয়?

A. বায়ুদূষণ

B. শব্দদূষণ

C. জলদূষণ

D. মৃত্তিকা দূষণ

উত্তরঃ B. শব্দদূষণ

85. মায়োকার্ডিয়াল ইনফার্কশন মূলত কত ডেসিবল শব্দ প্রাবল্যে সৃষ্টি হয়?

A. 150dB এর ঊর্ধ্বে

B. 85dB এর ঊর্ধ্বে

C. 90dB এর ঊর্ধ্বে

D. 60dB এর ঊর্ধ্বে

উত্তরঃ D. 60dB এর ঊর্ধ্বে

86. মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করাকে বলে –

A. পপুলেশান ইকোলজি

B. পপুলেশান বায়োলজি

C. ডেমোগ্রাফি

D. কোনটিই নয়

উত্তরঃ C. ডেমোগ্রাফি

87. ক্রমবর্ধমান জনসংখ্যার মুখ্য সমস্যাটি হল—

A. পানীয় জলের অভাব

B. বিশ্ব উষ্ণায়ন

C. প্রাকৃতিক সম্পদের ব্যবহারে হ্রাস

D. সবগুলি সঠিক

উত্তরঃ D. সবগুলি সঠিক

88, নিম্নলিখিত কোনটিকে প্রাকৃতিক বৃক্ক বলা হয়?

A. জলাভূমি

B. অরণ্যভূমি

C. বনাঞ্চল

D. গ্রীনহাউস

উত্তরঃ A. জলাভূমি

89. বিশ্ব ক্যানসার দিবস পালিত হয়—

A. 4 জানুয়ারি

B. 4 ফেব্রুয়ারি

C. 7 ফেব্রুয়ারি

D. 7 মাৰ্চ

উত্তরঃ B. 4 ফেব্রুয়ারি

90. প্রাকৃতিক অ্যালারজেন হল –

A. ফরম্যালাডিহাউড

B. কলকারখানার ধোঁয়া

C. যানবাহনের ধোঁয়া

D. পরাগরেণু

উত্তরঃ D. পরাগরেণু

91. দেহস্থ কলাকোশের অনিয়ন্ত্রিত বিভাজনকে বলা হয়—

A. মেটাস্ট্যাসিস

B. কারসিনোমা

C. ক্যানসার

D. কারসিনোজেন

উত্তরঃ C. ক্যানসার

92. নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় পদার্থ যা ক্যানসার সৃষ্টি করে?

A. র‍্যাডন

B. বিড়ির ধোঁয়া

C. ভিনাইল ক্লোরাইড

D. আগাছানাশক

উত্তরঃ A. র‍্যাডন

93. পৃথিবীতে মোট মেগাডাইভারসিটি দেশের সংখ্যা হল—

A. 12 টি

B. 15 টি

C. 16টি

D. 17টি

উত্তরঃ D. 17টি

94. জীববৈচিত্রে হটস্পট কথাটি প্রথম প্রচলন করেন—

A. নরম্যান মায়ার্স

B. জি. রোজেন

C. ওভাম

D. হাক্সলে

উত্তরঃ A. নরম্যান মায়ার্স

95. বায়োডাইভারসিটি কথাটি প্রচলন করেন—

A. ওভাম

B. মায়ার্স

C. হাক্সলে

D. রোজেন

উত্তরঃ D. রোজেন

96. দ্য ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট চালু হয়।

A. 1972

B. 1982

C. 1992

D. 1998

উত্তরঃ A. 1972

97. অসমের কাজিরাঙ্গায় সংরক্ষিত প্রাণীটি হল –

A. বাঘ

B. বাইসন

C. একশৃঙ্গ গণ্ডার

D. দ্বিশৃঙ্গ গন্ডার

উত্তরঃ C. একশৃঙ্গ গণ্ডার

98. PBR এর মধ্যে যে তথ্যটি পাওয়া যায়, তা হল –

A. ভূমিচিত্র

B. জীবনচিত্র

C. জনচিত্র

D. সবগুলি

উত্তরঃ D. সবগুলি

99. JFM ধারণাটির প্রথম সূত্রপাত ঘটেছিল-

A. সুন্দরবনে

B. আরাবাড়িতে

C. জলদাপাড়াতে

D. মূর্তিতে

উত্তরঃ B. আরাবাড়িতে

100. রেড ডাটাবুক প্রকাশ করে

A. WWE

B. IUCN

C. ICBN

D. IBZN

উত্তরঃ B. IUCN

এই অধ্যায়ের আরও MCQ প্রশ্ন উত্তরের জন্য নীচের PDF টি ডাউনলোড করে নিন

Name of The File- পরিবেশ , তার সম্পদ ও তাদের সংরক্ষণ MCQ প্রশ্ন উত্তর

Type of File-PDF

Size-744 Kb

Number Of Pages- 66

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
WBP Constable Main Mock TestJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই মক টেস্টের সন্মন্ধে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!