মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর (পরিবেশের জন্য ভাবনা)|Madhyamik Physical Science Chapter 1 Suggestion

Madhyamik Physical Science Chapter 1 Suggestion
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ন উত্তর

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik Physical Science Chapter 1 Suggestion। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা মাধ্যমিক পরীক্ষার জন্য  খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় 4 টি প্রশ্ন আসে তার মধ্যে থাকে  2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন  (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় মোট 5 নম্বর থাকে এই অধ্যায় থেকে । মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন-উত্তর –এ রয়েছে  2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং  MCQ প্রশ্ন উত্তর । ভৌতবিজ্ঞানের ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম  শেষ করার পরে দশম শ্রেণী ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।     

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই Question Answer । এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class  10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে পরিবেশের জন্য ভাবনা-র সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  ।   এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি পরিবেশের জন্য ভাবনা এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে দশম শ্রেণি ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর(পরিবেশের জন্য ভাবনা)|Madhyamik Physical Science Chapter 1 Suggestion

Group-A

MCQ প্রশ্ন 1 নম্বরের

1. বহুবিকল্পধর্মী প্রশ্নঃ [প্রশ্নমান-1]

(i) কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?

(a) CH4  (b) CO2  (c) N2O (d) O2

(ii) ওজোনস্তর বায়ুমন্ডলের কোথায় অবস্থিত ?

(a) ট্রোপোস্ফিয়ার  (b) স্ট্র্যাটোস্ফিয়ার (c) মেসোস্ফিয়ার  (d) থার্মোস্ফিয়ার

(iii) কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?

(a) কয়লা   (b) পেট্রোল   (c ) ডিজেল   (d)  কাঠ

(iv) ওজনস্তরের ঘনত্ব পরিমাপের একক হল-

(a) cm  (b) DU  (c) Hz  (d) dB

(v) বায়োগ্যাসের মূল উপাদান হল-

(a) CH4 (b) CO2  (c) H2  (d)CH3 –CH2 –CH3

(vi) গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?

(a) N2O (b) CH(c) CO2 (d) জলীয় বাস্প

(vii) নীচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ?

(a) NO (b) NO2 (c) CFC  (d) CO2

(viii) জলা ভূমিতে উৎপন্ন মার্স গ্যাস প্রকৃতপক্ষে হল-

(a) CO2    (b)CHCl3  (c) CH4  (d) N2O

(ix) অচিরাচরিত শক্তির উৎস হল-

(a) পেট্রোল  (b) কেরোসিন (c ) বায়োগ্যাস  (d) কয়লা

(x) নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?

(a) N2 (b) O2  (c) CH4   (d) He

(xi) যে জ্বালানির তাপনমূল্য সবথেকে বেশি সেটি হল –

(a) পেট্রোল  (b) কেরোসিন  (c ) LPG  (d) হাইড্রোজেন

(xi) ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষয় করে –

(a) গ্লোবাল ওয়ার্মিং  (b) CFC  (c) UV- রশ্মি  (d) CH4

(xii) বায়ুমন্ডলের কোন স্তরে রেডিয়ো তরঙ্গ প্রতিফলিত হয় ?

(a) ট্রোপোস্ফিয়ার  (b) মেসোস্ফিয়ার (c) থার্মোস্ফিয়ার (d) এক্সোস্ফিয়ার

(xiii) বায়মন্ডলের শীতলতম স্তরটি হল-

(a) স্ট্র্যাটোস্ফিয়ার  (b) আয়নোস্ফিয়ার  (c) মেসোস্ফিয়ার (d) ট্রপোস্ফিয়ার

(xiv) বায়োফুয়েলের মূল উপাদান হল-

(a) মিথেন   (b) ইথানল  (c) কার্বন ডাই অক্সাইড (d) ইথার

(xv) যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল-

(a) বায়ো গ্যাস (b) পেট্রোল (c) ডিজেল  (d) কয়লা

Group-B

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের (VSA)

2.  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ [প্রশ্নমান-1]

(i) বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো ।

(ii) স্প্রে বোতলে থাকা কোন গ্যাস , ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী ?

(iii) বায়োগ্যাসের একটি ব্যবহার লেখ ।

(iv) কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ?

(v) জ্বালানির তাপনমূল্যের একক কী ?

(vi) স্ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ___________ ।

(vii) স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ___________ ।

(viii) প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে 6.5˚C [সত্য /মিথ্যা ]

(ix) ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখ ।

(x) UV-রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন্‌ পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়জিত করে ?

(xi) মেরুপ্রভা দেখা যায় ওজন্সফিয়ারে । [সত্য /মিথ্যা ]

(xii) কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয় ?

(xiii) ওজোনস্তর, সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে ?

(xiv) মেসোপজ অংশের উষ্ণতা কত ?

(xv) ভূ পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির একটি  ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো ।

(xvi) ওজন স্তরে ওজনের বিয়োজনে NO-এর ভূমিকা কী ?

(xvi) জ্বালানির তাপন মূল্যের একক লেখো ।

(xvii) স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে না কমে ?

(xviii) একটি তরল বায়োফুয়েলের নাম লেখ ।

(xix) জীবাশ্ম জ্ব্বালানির দহনে প্রধানত কোন গ্যাস  উৎপন্ন হয় ?

(xx) কয়লা খনিতে জমে থাকা _______ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ।

(xxi) কয়লা ও LPG –এর মধ্যে কোনটির তাপন্মুল্য বেশি ?

(xxii) কোন গ্যাসকে ‘sweet gas’ বলে ?

(xxiii) CNG –এর মূল উপাদান কী ?

(xxiv) CBM –এর পুরো নাম লেখো ।

(xxv) বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় ?

(xxvi) মিথেন হাইড্রেট যৌগটি কোন ভৌত অবস্থায় পাওয়া যায় ?

(xxvii) সৌর বিদ্যুৎ কোশ কোন পদার্থ দিয়ে তৈরি হয় ?

(xxviii) সুপারসনিক বিমান থেকে নির্গত কোন গ্যাস ওজনস্তরকে ভেঙ্গে দেয় ?

(xxix) বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে , তাদেরকে কী বলা হয় ?

(xxx) সৌর কোশ প্যানেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

(xxxi) একটি চিরাচরিত কিন্ত অ-পুনর্নবিকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো ।

(xxxii) জেট প্লেনগুলি বায়ুমন্ডলের কোন স্তরে চলাচল করে ?

(xxxiii) বায়ুমন্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায় ?

(xxxiv) একটি জৈব গ্রীন হাউস গ্যাসের নাম লেখো ।

(xxxv) বিদ্যুৎক্ষরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে ?

(xxxvi) বায়ুমন্ডলের আয়নমন্ডলে তড়িদাহিত অণুর প্রভাবে কী সৃষ্টি হয় ?

(xxxvii) কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমন্ডলের কোন স্তরটি উপযোগী ?

(xxxviii) কোন ধরনের কয়লার তাপনমূল্য সবথেকে বেশি ?

(xxxix) পাওয়ার অ্যালকোহল কী ?

(xxxx) সৌরপ্যানেলে কোশ গুলিতে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয় ?

Group-C

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের (SA)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ- [প্রশ্নমান-2]

(i) মিথেন হাইড্রেট কী ?

(ii) পরিবেশের ওপর ওজন স্তরের ধ্বংসের দুটি প্রভাব লেখ ।

(iii) স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী ?

(iv) জ্বালানির তাপনমূল্য কাকে বলে ?   

(v) বায়ুমন্ডলের কোন স্তরে চাপ সবচেয়ে বেশি কারণ –সহ লেখ ।

(vi) উৎকৃষ্ট জ্বালানির দুটি বৈশিষ্ট্য লেখ ।

(vii) Fire ice কী ?

(viii) CO2 ছাড়া আরও দুটি গ্রীন হাউস গ্যাসের নাম ও সংকেত লেখ । 

(ix) সৌরশক্তির দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখ ।

(x) জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী ?

(xi) sweet gas কাকে বলে এবং কেন ?

(x) ওজোনস্তর ধ্বংসে NO এবং NO2 –এর ভূমিকা লেখ ।

(xi) মিথেন হাইড্রেট ব্যবহারের অসুবিধা গুলি কি কি ?

(xii) ওজোনস্তর ধ্বংসে CFC –এর ভূমিকা আলোচনা করো ।

(xiii) বিশ্বউষ্ণায়ন হ্রাস করার দুটি উপায় লেখ ।

(xiv) মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজন স্তর ক্ষয়ের তিনটি ক্ষতিকারক প্রভাব লেখ ।

(xv) জেটপ্লেন গুলি ওজন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী ?

(xvi) ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় ?

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ ভবিষ্যতে ‘পরিবেশের জন্য ভাবনা’ অধ্যায়ের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পেজে সংযোজিত হতে পারে ।প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।ধন্যবাদ ।

Leave a Comment

error: Content is protected !!