মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় ‘পরিবেশের জন্য ভাবনা’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Chapter 1 Mock test

Madhyamik Physical Science Chapter 1 Mock test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় ‘পরিবেশের জন্য ভাবনা’ মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science Chapter 1 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের (অধ্যায়-১) অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Chapter 1 Mock test। তাই এই ‘পরিবেশের জন্য ভাবনা’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Chapter 1 Mock Test

Q1. নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

  • অক্সিজেন
  • কার্বন ডাই অক্সাইড
  • মিথেন
  • জলীয় বাস্প

অক্সিজেন

Q2. ওজন স্তরের ওজন গ্যাসের গাঢ়ত্ব মোটামুটি ভাবে – 

  • 10ppm
  • 20ppm
  • 30ppm
  • 40ppm

10ppm

Q3. গ্লোবাল ওয়ার্মিং -এ  গ্রীন হাউস গ্যাসের অবদানের সঠিক ক্রমটি হল –

  • CO2 > CFC > H2O > CH4
  • CO2 > CH4 > CFC > H2O
  • CO2 > H2O > CH4 > CFC
  • CO2 > H2O > CFC > CH4

CO2 > CH4 > CFC > H2O

Q4. CFC -এর পুরো নাম কী ?

  • কোল্ড ফ্লুরিনেটেড কার্বন
  • ক্লোরোফ্লুরো কার্বন
  • ক্লোরিন ফ্লু কার্বন
  • ক্লোরোফ্লুরো কার্বন

ক্লোরোফ্লুরো কার্বন

Q5. ওজন স্তরকে ক্ষয় করে না –

  • N2O
  • CO2
  • CFC
  • NO

CO2

Q6. স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন অণুর বিয়োজন ঘটায় –

  • I মূলক
  • Cl মূলক
  • CH3 মূলক
  • OH মূলক

Cl মূলক

Q 7. বায়ুমন্ডলের ওজন স্তর সৃষ্টির কারণ-

  • আলোক রাসায়নিক বিক্রিয়া
  • নিউক্লিয় বিক্রিয়া
  • তড়িৎ রাসায়নিক বিক্রিয়া
  • রাসায়নিক বিক্রিয়া

আলোক রাসায়নিক বিক্রিয়া

Q8. ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক-

  • ডাইন
  • হার্জ
  • ডেসিবল
  • ডবসন

ডবসন

Q 9. স্বাভাবিক ভাবে ওজোনস্তর গঠিত হয় –

  • CFC ও O2 -এর বিক্রিয়ায়
  • IR রশ্মির সাথে O2 -এর বিক্রিয়ায়
  • UV রশ্মির সাথে O2 -এর বিক্রিয়ায়
  • O2 -এর সাথে জলীয় বাস্পের বিক্রিয়ায়

UV রশ্মির সাথে O2 -এর বিক্রিয়ায়

Q 10. ওজন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন –

  • এইচ. ডেভি
  • জে. ফোরম্যান
  • এ. ফ্লেমিং
  • ক্যাভেন্ডিস

জে. ফোরম্যান

Q 11. ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে – 

  • CFC
  • NO2
  • NO
  • NO3

CFC

Q 12. গ্রীন হাউস গ্যাস গুলি মূলত বায়ুমন্ডলের যে স্তর দেখা যায় তা হল-

  • স্ট্র্যাটোস্ফিয়ার
  • ট্রোপোস্ফিয়ার
  • থার্মোস্ফিয়ার
  • মেসোস্ফিয়ার

ট্রোপোস্ফিয়ার

Q 13.তাপন মূল্য সর্বাধিক-

  • কয়লা
  • LPG
  • ডিজেল
  • কাঠ

LPG

Q 14.আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য-

  • দামে সস্তা
  • উচ্চ জ্বলনাংক
  • উচ্চ তাপনমূল্য
  • জলীয় বাস্পযুক্ত

উচ্চ তাপনমূল্য

Q15. গ্রীন হাউসের প্রভাবে CO2 -এর অবদান-

  • 20%
  • 40%
  • 50%
  • 60%

50%

Q 16. ওজন স্তর গঠনে প্রয়োজন-

  • দৃশ্যমান আলো
  • অতিবেগুনী রশ্মি
  • অবলোহিত রশ্মি
  • কোনোটিই নয়

অতিবেগুনী রশ্মি

Q17. পৃথিবীর কোন অঞ্চলে ওজন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয় ?

  • নিরক্ষীয় অঞ্চলে
  • ক্রান্তীয় অঞ্চলে
  • মেরু অঞ্চল  
  • উপকূলীয় অঞ্চল

মেরু অঞ্চল

Q 18. বায়োগ্যাসের প্রধান উপাদান হল-

  • C2H2
  • O2
  • H2
  • CH4

CH4

Q 19. বায়ুমন্ডলের উষ্ণতম স্তর হল –

  • ওজনোস্ফিয়ার
  • আয়নোস্ফিয়ার
  • এক্সোস্ফিয়ার
  • কোনোটিই নয় 

এক্সোস্ফিয়ার

Q 20. ঝড় বৃষ্টি হয় বায়ুমন্ডলের কোন স্তরে

  • ট্রোপোস্ফিয়ার
  • আয়নোস্ফিয়ার
  • ওজোনোস্ফিয়ার
  • স্ট্র্যাটোস্ফিয়ার

ট্রোপোস্ফিয়ার

Q21. নীচের কোন ফ্লুরিন যৌগ রেফ্রিজারেটারের শীতল কারক উপাদান হিসাবে কাজ করে ?

  • অ্যামোনিয়া
  • ফ্রেয়ন
  • নাইট্রোজেন
  • আর্গন

ফ্রেয়ন

Q22. কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয় ?

  • CO2 , NO2
  • N2O , SO2
  • CO, CO2
  • N2 , CO2

N2O , SO2

Q23. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস বেশি পরিমানে থাকে ?

  • নিয়ন
  • হিলিয়াম
  • আর্গন
  • জেনন

আর্গন

Q24. স্বর্ণকারদের  কাজের জন্য প্রধান বায়ুদূষকটির নাম কি ?

  • NO2
  • SO2
  • H2S
  • NH3

NO2

Q 25. ওজন ডিপ্লেশানের জন্য উচ্চ বায়ুমন্ডলে যে  গ্যাসটি দায়ী তা হল-

  • SO2
  • CH4
  • NOx
  • NH3

NOx

Q 26. নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায় ?

  • পিট
  • অ্যান্থ্রাসাইট
  • লিগনাইট
  • বিটুমিনাস

অ্যান্থ্রাসাইট

Q 27. পরিবেশে কোন ধাতুর যৌগ মোটর গাড়ীর নিঃসৃত ধোঁয়ায় থাকে ?

  • লোহা
  • দস্তা
  • সীসা
  • তামা

সীসা

Q 28. 1 অণু CFC -এর উষ্ণকরণ ক্ষমতা CO2 -এর প্রায়-

  • 200 অণুর সমান
  • 100 অণুর সমান
  • 10,000 অণুর সমান
  • 20,000 অণুর সমান

20,000 অণুর সমান

Q 29. LPG -এর মুখ্য উপাদান –

  • ইথেন
  • বিউটেন
  • বিউটানন
  • মিথেন

বিউটেন

Q 30. ভারত বর্ষের কোথায় প্রচুর উইন্ডমিল আছে ?

  • তামিলনাড়ু
  • পশ্চিমবঙ্গ
  • আসাম
  • মণিপুর

তামিলনাড়ু

Q 31. সৌরকোষ  গঠনে প্রধান উপাদান –

  • Si
  • Pt
  • Ag
  • Bi

Si

Q 32.মেরুজ্যোতি দেখা  যায়-

  • মেসোস্ফিয়ারে
  • থার্মোস্ফিয়ারে
  • এক্সোস্ফিয়ারে
  • ম্যাগনেটোস্ফিয়ারে

থার্মোস্ফিয়ারে

Q33. সুপার সনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজন স্তরের ব্যাপক ক্ষতি করে তা হল-

  • NO
  • N2O
  • NO2
  • N2O4

NO

Q34. ওজন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব-

  • শষ্যের উৎপাদন হ্রাস
  • ত্বকের ক্যানসার
  • ভূ – উষ্ণতা বৃদ্ধি
  • সবগুলিই

সবগুলিই

Q35. ভূ -পৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে –

  • 85 cm
  • 0.85 cm
  • 5.8 cm
  • 8.5 cm

8.5 cm

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!