মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 1 Mock Test

Madhyamik Life Science Chapter 1 Mock Test

মাধ্যমিক জীবনবিজ্ঞান 'জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়' মক টেস্ট প্রথম অধ্যায়

Madhyamik Life Science Chapter 1 Mock Test : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ মক টেস্ট (প্রথম অধ্যায়) । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Life Science Chapter 1 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । এই অধ্যায়ের বাছাই করা ৯৫ টি প্রশ্ন রয়েছে এই Mock Test -এ তাই এটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায়-১ -এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Life Science Chapter 1 Mock test। তাই এটি দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CGL,CHSl ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক জীবনবিজ্ঞান ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Life Science Chapter 1 Mock Test

উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান

Q1. পতঙ্গভুক উদ্ভিদের চলন হল –

  • কেমোন্যাস্টিক চলন
  • কেমোট্যাকটিক চলন
  • কেমোট্রপিক চলন
  • কোনোটিই নয়

কেমোন্যাস্টিক চলন

Q2.উদ্ভিদের যে চলন জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলে –

  • জিওট্রপিক চলন 
  • ফটোট্রপিক চলন 
  • হাইড্রোট্রপিক চলন 
  • হাইড্রোট্যাকটিক চলন

হাইড্রোট্রপিক চলন 

Q3. ফটোন্যাস্টিক চলন দেখা যায় –

  • সূর্যমুখী ফুলে
  • পতঙ্গভুক উদ্ভিদে
  • লজ্জাবতী লতায়
  • কোনোটিতেই নয়

সূর্যমুখী ফুলে

Q4. প্রকরণ চলনের জন্য দায়ী হল –

  • কোশের সংখ্যা বৃদ্ধি 
  • কোশের রসস্ফীতি চাপের তারতম্যতা 
  • কোশের মধ্যে ভ্যাকুওলের সংখ্যা বৃদ্ধি 
  • কোশের মধ্যে উষ্ণতার তারতম্য

কোশের রসস্ফীতি চাপের তারতম্যতা 

Q5. উদ্ভিদ্র সাড়া পরিমাপক যন্ত্রটি হল –

  • কেসকোগ্রাফ
  • আর্কমিটার
  • সিসমোগ্রাফ
  • হাইগ্রোমিটার

কেসকোগ্রাফ

Q6. নীচের যে উদ্ভিদটির ত্রিফলক পত্রের দুটি পত্রক পর্যায়ক্রমিক ভাবে ওঠানামা করতে থাকে , সেটি হল –

  • সুন্দরী উদ্ভিদ
  • পদ্ম
  • বনচাঁড়াল
  • ইউক্যালিপটাস

বনচাঁড়াল

Q7. ভলভক্সের আলোর উদ্দীপকের প্রভাবে চলনকে বলে-

  • থার্মোট্যাকটিক চলন
  • ফটোট্যাকটিক চলন
  • ফটোন্যাস্টি চলন
  • থার্মোন্যাস্টি চলন

ফটোট্যাকটিক চলন

Q8. টিউলিপ ফুলের উন্মোচন হল  এক প্রকার –

  • ফটোন্যাস্টিক চলন
  • থার্মোন্যাস্টিক চলন
  • নিকনিন্যাস্টিক চলন
  • কেমোন্যাস্টিক চলন

থার্মোন্যাস্টিক চলন

Q9. সুন্দরী গাছের মূল মাটির ওপরে উঠে আসে এটি কোন প্রকারের চলন ?

  • অনুকূল জলবৃত্তীয় চলন
  • প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন
  • অনুকূল অভিকর্ষবৃত্তীয় চলন
  • প্রতিকূল আলোকবৃত্তীয় চলন

প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন

Q10. জুঁই ফুলের পাপড়ি  রাতের বেলায় প্রস্ফুটিত হয় এটি কোন ধরনের চলন ?

  • ফটোন্যাস্টিক চলন
  • কেমোন্যাস্টিক চলন
  • থার্মন্যাস্টিক চলন
  • সিসমোন্যাস্টিক চলন

ফটোন্যাস্টিক চলন

Q11. উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় –

  • ট্যাকটিক চলন
  • ট্রপিক চলন
  • ন্যাস্টিক চলন
  • অটোনমিক চলন

ট্রপিক চলন

Q12. ফার্ণের শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে বলে –

  • কেমোট্রপিক চলন
  • কেমোট্যাকটিক চলন
  • কেমোন্যাস্টি চলন
  • নিকনিন্যাস্টি চলন

কেমোট্যাকটিক চলন

Q13. বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ বিভবের প্রভাবে যে ট্যাকটিক চলন হয় তাকে বলে-

  • কেমোট্যাকটিক চলন
  • হাইড্রোট্যাকটিক চলন
  • গ্যালভ্যানোট্যাকটিক চলন
  • থার্মোট্যাকটিক চলন

গ্যালভ্যানোট্যাকটিক চলন

Q14. জলস্রোতের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে –

  • ফটোট্যাকটিক চলন
  • হাইড্রোট্যাকটিক চলন
  • কেমোট্যাকটিক চলন
  • রিওট্যাকটিক চলন

রিওট্যাকটিক চলন

Q15. ফার্ণের স্ত্রী ধানি নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা ফার্ণের শুক্রাণু আকৃষ্ট হয় , তা হল –

  • ম্যালিক অ্যাসিড
  • টার্টারিক অ্যাসিড
  • সাইট্রিক অ্যাসিড
  • নাইট্রিক অ্যাসিড

ম্যালিক অ্যাসিড

Q16. মসের স্ত্রী ধানি নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা মসের শুক্রাণু আকৃষ্ট হয় , তা হল –

  • ফ্রুক্ট্রোজ
  • গ্লুকোজ
  • সুক্রোজ
  • ল্যাক্টোজ

সুক্রোজ

Q17. বহিঃস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে –

  • ট্রপিক চলন
  • ন্যাস্টিক চলন
  • ট্যাকটিক চলন
  • স্বতস্ফুর্ত চলন

ন্যাস্টিক চলন

Q18. গমনে অক্ষম একটি প্রানী হল-

  • হাইড্রা
  • জেলিফিস
  • সাগর কুসুম
  • ইউগ্লিনা

সাগর কুসুম

Q19. নীচের যে জীবটি গমনে সক্ষম তা হল –

  • মিউকর
  • ঈস্ট
  • পেনিসিলিয়াম
  • ক্ল্যামাইডোমোনাস

ক্ল্যামাইডোমোনাস

Q20. আমরুল , বাবলা প্রভৃতি গাছের পাতা দিনের বেলায় বেশি আলো ও তাপে খুলে যায় এবং সন্ধ্যের দিকে কম আলো ও তাপে বুজে যায় এটি কী ধরণের চলন ।

  • সিসমোন্যাস্টিক চলন
  • কেমোন্যাস্টিক চলন 
  • নিকনিন্যাস্টিক চলন
  • ফটোন্যাস্টিক চলন

নিকনিন্যাস্টিক চলন উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলো ও উষ্ণতা উভয়ের তীব্রতার প্রভাবে ঘটে তখন তাকে নিকনিন্যাস্টিক চলন বলে ।

উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন

Q1. হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন—

  • বেলিস ও স্টারলিং
  • কুরোসাওয়া
  • ওয়েন্ট
  • জগদীশ চন্দ্র বসু

বেলিস ও স্টারলিং

Q2. একটি কৃত্রিম হরমোন হল—

  • IAA
  • NAA
  • GA
  • সাইটোকাইনিন

NAA

Q3. একটি গ্যাসীয় হরমোন হল –

  • অক্সিন
  • IPA
  • ডরমিন
  • ইথিলিন

ইথিলিন

Q4. বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোন হল—

  • ফ্লোরিজেন
  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • অ্যাবসিসিক অ্যাসিড

অ্যাবসিসিক অ্যাসিড

Q5. ফ্লোরিজেন হল একপ্রকার—

  • উদ্ভিদ হরমোন
  • প্রাণী হরমোন
  • উৎসেচক
  • ভিটামিন

উদ্ভিদ হরমোন

Q6. ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায়—

  • জিব্বেরেলিন
  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • ফ্লোরিজেন

অক্সিন

Q7. নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হল—

  • জিব্বেরেলিন
  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • ভারনালিন

জিব্বেরেলিন

Q8.  বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে—

  • ইথিলিন
  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • ফ্লোরিজেন

অক্সিন

Q9. অক্সিনের প্রবাহ –

  • ঊর্ধ্বমুখী
  • নিম্নমুখী
  • পার্শ্বমুখী
  • সর্বত্র

নিম্নমুখী

Q10. উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল—

  • অক্সিন
  • জিব্বেরেলিন
  • সাইটোকাইনিন
  • ফ্লোরিজেন

জিব্বেরেলিন

Q11. জিব্বেরেলিনের প্রবাহ—

  • ঊর্ধ্বমুখী
  • নিম্নমুখী
  • ঊর্ধ্ব ও নিম্ন উভয়মুখী
  • এদের কোনোটিই নয়

ঊর্ধ্ব ও নিম্ন উভয়মুখী

Q12. ডাবের জল, ভুট্টা, গমের সঙ্গ্যে যে ফাইটোহরমোনটি পাওয়া যায়, সেটি হল—

  • অক্সিন
  • জিব্বেরেলিন
  • সাইটোকাইনিন
  • IBA

সাইটোকাইনিন

Q13. সাইটোকাইনিন যে হরমোনটির উপস্থিতিতে ভালো কাজ করে, সেটি হল –

  • জিব্বেরেলিন
  • ইথিলিন
  • অক্সিন
  • কোনোটিই নয়

অক্সিন

Q14. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে –

  • সাইটোকাইনিন
  • ফ্লোরিজেন
  • অক্সিন
  • ইথিলিন

অক্সিন

Q15. কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী কৃত্রিম হরমোন হল—

  • কৃত্রিম অক্সিন
  • অক্সিন
  • ইথিলিন
  • জিব্বেরেলিন

অক্সিন

Q16. উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী হরমোন হল –

  • ফ্লোরিজেন
  • অক্সিটোসিন 
  • ইথিলিন
  • সাইটোকাইনিন

সাইটোকাইনিন

Q17. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে যে হরমোন, সেটি হল –

  • অক্সিন
  • জিব্বেরেলিন
  • সাইটোকাইনিন
  • ইথিলিন  

জিব্বেরেলিন

Q18. যে হরমোন উদ্ভিদের ফোটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিক পালন করে সেটি হল –

  • অক্সিন
  • ইথিলিন
  • সাইটোকাইনিন
  • ফ্লোরিজেন

অক্সিন

Q19. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায়—

  • ফ্লোরিজেন
  • ইথিলিন
  • অ্যাবসিসিক অ্যাসিড
  • জিব্বেরেলিন

জিব্বেরেলিন

Q20. অক্সিন আবিষ্কার করেন—

  • ওয়েন্ট 
  • জগদীশ চন্দ্র বসু
  • প্যাভলভ
  • সোয়ান

ওয়েন্ট

Q21. নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয়—

  • পার্থেনোজেনেসিস
  • পার্থেনোকার্পি
  • অ্যাপোগ্যামি
  • অ্যাপোস্পোরি

পার্থেনোকার্পি

Q22. প্রধান সাইটোকাইনিনটি হল—

  • জিয়াটিন ও কাইনেটিন
  • 2,4-D
  • GA3 ও GA7
  • কোনোটিই নয়

জিয়াটিন ও কাইনেটিন

Q23. শাখাকলমে মূল সৃষ্টিতে সাহায্য করে –

  • কৃত্রিম GA
  • কৃত্রিম সাইটোকাইনিন
  • কৃত্রিম অক্সিন
  • ইথিলিন

কৃত্রিম অক্সিন

Q24. নাইট্রোজেনযুক্ত জৈব-অম্ল প্রকৃতির হরমোন হল—

  • অক্সিন
  • অ্যালডোস্টেরন
  • অক্সিটোসিন
  • ভ্যাসোপ্রেসিন

অক্সিন

Q25. পত্রমোচন বিলম্বিত করে—

  • অক্সিন
  • জিব্বেরেলিন
  • সাইটোকাইনিন
  • ফ্লোরিজেন

সাইটোকাইনিন

প্রাণীদেহে সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় -হরমোন

Q1. মাস্টার গ্ল্যান্ড’ বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল—

  • মস্তিষ্ক
  • পিটুইটারি
  • অগ্ন্যাশয়
  • থাইরয়েড

পিটুইটারি

Q2. ‘প্রভুগ্রন্থির প্রভু’ বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল –

  • পিটুইটারি
  • থাইরয়েড
  • হাইপোথ্যালামাস
  • লঘুমস্তিষ্ক

হাইপোথ্যালামাস

Q3. শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটি হয় সেটি হল—

  • মিক্সিডিমা
  • গলগণ্ড
  • ক্রেটিনিজম
  • অ্যাক্রোমেগালি

ক্রেটিনিজম

Q4. BMR বাড়ায় যে হরমোনটি সেটি হল –

  • ইনসুলিন
  • অক্সিন
  • থাইরক্সিন
  • ADH

থাইরক্সিন

Q5. অ্যাড্রেনাল গ্রন্থিটির অবস্থান হল—

  • বৃক্কের ওপর
  • মাথায়
  • অগ্ন্যাশয়ে
  • যকৃতে

বৃক্কের ওপর

Q6. ‘আপৎকালীন হরমোন’ হল—

  • অ্যাড্রেনালিন
  • নর-অ্যাড্রেনালিন
  • TSH
  • অক্সিন

অ্যাড্রেনালিন

Q7. লেডিগের আন্তরকোশ থেকে নিঃসৃত হরমোনটি হল –

  • ইস্ট্রোজেন
  • প্রোজেস্টেরন
  • টেস্টোস্টেরন
  • LH

টেস্টোস্টেরন

Q8. ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স-এর

  • বিটা কোশ থেকে
  • আলফা কোশ থেকে
  • ডেল্টা কোশ থেকে
  • এফ কোশ থেকে

বিটা কোশ থেকে

Q9. গ্লুকাগন হরমোন আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স-এর যে কোশ থেকে নিঃসৃত হয়, সেটি হল—

  • বিটা
  • আলফা
  • ডেল্টা
  • গামা

আলফা

Q10. রক্তে শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী, সেটি হল-

  • ইনসুলিন
  • TSH
  • কর্টিকোট্রপিন
  • অ্যাড্রেনালিন

ইনসুলিন

Q11. বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হল-

  • ADH-এর অধিক ক্ষরণ
  • ADH-এর স্বল্প ক্ষরণ
  • ইনসুলিনের অধিক ক্ষরণ
  • ইনসুলিনের স্বল্প ক্ষরণ

ADH-এর স্বল্প ক্ষরণ

Q12. ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরে সাহায্য করে—

  • থাইরক্সিন
  • ACTH
  • ইস্ট্রোজেন
  • STH

থাইরক্সিন

Q13. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি মিশ্র গ্রন্থি ?

  • থাইরয়েড
  • বৃক্ক
  • অগ্ন্যাশয়
  • যকৃৎ

অগ্ন্যাশয়

Q14. ACTH নিঃসৃত হয়—

  • অ্যাড্রেনাল থেকে
  • থাইরয়েড থেকে
  • অগ্ন্যাশয় থেকে
  • পিটুইটারি থেকে

পিটুইটারি থেকে

Q15. হাইপোফাইসিস বলতে বোঝায় যে গ্রন্থিকে সেটি হল-

  • পিটুইটারি
  • অ্যাড্রেনাল
  • থাইরয়েড
  • হাইপোথ্যালামাস

পিটুইটারি

Q16. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি ?

  • লালাগ্রন্থি
  • যকৃৎ
  • অশ্রুগ্রন্থি
  • থাইরয়েড

থাইরয়েড

Q17. মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ হল—

  • ADH-এর অধিক করণ
  • ADH-এর স্বল্প ক্ষরণ
  • ইনসুলিনের স্বল্প ক্ষরণ
  • ইনসুলিনের অধিক ক্ষরণ

ইনসুলিনের স্বল্প ক্ষরণ

Q18. সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি ও ডায়াস্টোলিক রক্তচাপের পরিবর্তন ঘটায় যে হরমোন, সেটি হল—

  • অ্যাড্রেনালিন
  • নর-অ্যাড্রেনালিন
  • গ্লুকাগন
  • ইনসুলিন

অ্যাড্রেনালিন

Q19. অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়—

  • থাইরক্সিনকে
  • গ্লুকাগনকে
  •  ইস্ট্রোজেনকে
  •  ইনসুলিনকে

ইনসুলিনকে

Q20. ADH-এর অপর নাম –

  • অক্সিটোসিন
  • ভ্যাসোপ্রেসিন
  • প্রোল্যাকটিন
  • রিলাক্সিন

ভ্যাসোপ্রেসিন

প্রাণী দেহের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয় -স্নায়ুতন্ত্র

Q1. নিউরোনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয় তা হল-

  • অ্যাক্সিস সিলিন্ডার
  • অ্যাক্সন হিলক
  • ডেনড্রাইট
  • অ্যাক্সন টেলোডেনড্রিয়া

অ্যাক্সন হিলক

Q2. স্নায়ু কোশের যে অংশে নিস্‌ল দানা অনুপস্থিত , তা হল-

  • ডেনড্রাইট
  • অ্যাক্সন
  • কোশদেহ
  • সবকটি অংশে

অ্যাক্সন

Q3. অ্যাক্সোপ্লাজম কে ঘিরে যে আবরণী থাকে তাকে বলে –

  • অ্যাক্সোলেমা
  • নিউরোলেমা
  • প্লাজমালেমা
  • কোনোটিই নয়  

অ্যাক্সোলেমা

Q4. শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হল-

  • মানুষ দেখে গোল্ডফিসের অ্যাকোরিয়ামের সামনে চলে আসা
  • গরম জল থেকে হাত সরিয়ে নেওয়া
  • শিশুর স্তন্যপান
  • পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল পড়া

মানুষ দেখে গোল্ডফিসের অ্যাকোরিয়ামের সামনে চলে আসা

Q5. শুধুমাত্র চেষ্টীয় নার্ভটি হল –

  • ভেগাস
  • আকিউলোমোটর
  • ফেসিয়াল
  • ট্রাইজেমিনাল

আকিউলোমোটর

Q6. যে বহুকোশী প্রাণীটির স্নায়ুতন্ত্র থাকে না , সেটি হল-

  • ফিতাকৃমি
  • গোলকৃমি
  • তারামাছ
  • সাইকন

সাইকন

Q7. ভেগাস স্নায়ু একপ্রকারের –

  • চেষ্টীয় স্নায়ু 
  • মিশ্র স্নায়ু 
  • সংজ্ঞাবহ স্নায়ু 
  • সুষুম্না স্নায়ু   

মিশ্র স্নায়ু 

Q8. সুস্বাদু খাবার দেখে লালাক্ষরণ হল এক ধরনের –

  • অর্জিত প্রতিবর্ত ক্রিয়া 
  • সহজাত প্রতিবর্ত ক্রিয়া 
  • মস্তিস্কের ক্রিয়া 
  • কোনোটিই নয়

সহজাত প্রতিবর্ত ক্রিয়া 

 Q9. ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখাপ্রশাখাগুলিকে বলে –

  • ডেনড্রাইট
  • প্রান্তবুরুশ 
  • মায়োলিন সিদ্‌
  • কোনোটিই নয়  

ডেনড্রাইট

Q10. সেরিব্রাম মস্তিস্কের কোন অংশ থেকে নির্গত ?

  • অগ্রমস্তিস্ক
  • মধ্যমস্তিস্ক
  • পশ্চাদ্‌মস্তিস্ক
  • রেখমস্তিস্ক

অগ্রমস্তিস্ক

Q11.মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা –

  • ১০ জোড়া
  • ১২ জোড়া
  • ৩১ জোড়া
  • ৩৩ জোড়া

৩১ জোড়া

Q12. অপটিক স্নায়ু একধরনের –

  • চেষ্টীয় স্নায়ু
  • সংজ্ঞাবহ স্নায়ু
  • মিশ্র স্নায়ু 
  • বহির্মুখী স্নায়ু  

সংজ্ঞাবহ স্নায়ু

Q13. নিম্নলিখিত গুলির মধ্যে চেষ্টীয় স্নায়ুটি হল-

  • হাইপোগ্লসাল স্নায়ু 
  • অডিটরি স্নায়ু 
  • অলফ্যাক্টরি স্নায়ু 
  • অপটিক স্নায়ু

হাইপোগ্লসাল স্নায়ু 

Q14. রিলে কেন্দ্র বলা হয় –

  • থ্যালামসাকে 
  • হাইপোথ্যালামাসকে
  • সেরিব্রামকে
  • সেরিবেলামকে

থ্যালামসাকে 

Q15. মানুষের সুষূম্নাকান্ডের দৈর্ঘ্য –

  • প্রায় 45 সেমি.
  • প্রায় 4.5 সেমি.
  • প্রায় 45 মিটার
  • প্রায় 4.5 মিটার  

প্রায় 45 সেমি.

Q16. প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হল-

  • মস্তিস্ক
  • স্নায়ুগ্রন্থি
  • নিউরোগ্লিয়া
  • সুষূম্নাকান্ড

সুষূম্নাকান্ড

Q17. কোনটি গুরুমস্তিস্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

  • স্মৃতি
  • হৃদস্পন্দন
  • অক্ষিপল্লব সঞ্চালন
  • দেহের ভারসাম্য

স্মৃতি

Q18. একজন প্রাপ্তবয়স্ক মানুশেরদেহে সেরিব্রোস্পাইনাল  ফ্লুইডের পরিমাণ প্রায়-

  • 100 ml
  • 150 ml
  • 200 ml
  • 250 ml  

150 ml

Q19. নীচের কোনটি দুটি নিউরোনের সংযোগস্থলের নাম নয় ?

  • সাইন্যাপসিস
  • সাইন্যাপস্‌ 
  • স্নায়ুসন্নিধি
  • প্রান্তসন্নিকর্ষ 

সাইন্যাপসিস

Q20. মস্তিস্কের সবচেয়ে ছোট অঞ্চল হল-

  • গুরুমস্তিস্ক
  • লঘুমস্তিস্ক
  • অক্ষিগোলক
  • মধ্যমস্তিস্ক  

মধ্যমস্তিস্ক  

Q21. দুটি নিউরোনের সংযোগস্থলে উপস্থিত থাকে –

  • অ্যাকোয়াস হিউমর
  • ভিট্রিয়াস হিউমর
  • নিউরোহিউমর
  • অ্যাসিডিক হিউমর  

নিউরোহিউমর

Q 22. একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সুসুম্নাকান্ডের ওজন প্রায় –

  • 15g
  • 35g
  • 75g
  • 95g

35g

Q23. করপাস ক্যালোসাম মস্তিস্কের কোন অংশে থাকে ?

  • গুরুমস্তিস্কে
  • রেখমস্তিস্কে
  • মধ্যমস্তিস্কে
  • পশ্চাদ্‌মস্তিস্কে  

মধ্যমস্তিস্কে

Q24. মানুষের চোখের লেন্সের আকৃতি হল-

  • অবতল 
  • উত্তল
  • দ্বি-অবতল
  • দ্বি-উত্তল

দ্বি-উত্তল

Q25. অন্ধকারে দেখতে সাহায্য করে –

  • কোণ কোশ
  • রড কোশ
  • ধারক কোশ
  • বাহক কোশ

রড কোশ

Q26. রোডপসিন থাকে –

  • কোণ কোশে
  • রড কোশে
  • দেহ কোশে
  • বাহক কোশে

রড কোশে

Q27. পরিণত মানুষের মস্তিস্কের ওজন প্রায় –

  • 0.36 kg
  • 1.36 kg
  • 2.36 kg
  • 3.36 kg  

1.36 kg

Q28. অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচকের নাম –

  • অ্যামাইলেজ
  • মলটেজ
  • লাইসোজাইম
  • সুক্রেজ

লাইসোজাইম

Q29. অগ্রমস্তিস্কের সর্বাপেক্ষা বড় অংশ হল –

  • সেরিবেলাম
  • সেরিব্রাম
  • থ্যালামাস
  • হাইপোথ্যালামাস  

সেরিব্রাম

Q30. মানব মস্তিস্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে , তা হল-

  • সেরিব্রাম 
  • সেরিবেলাম
  • থ্যালামাস
  • হাইপোথ্যালামাস  

সেরিবেলাম

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান

Leave a Comment

error: Content is protected !!