উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট|WB HS History MCQ Online Mock Test Set-1

WB HS History MCQ Online Mock Test Set-1(MCQ Question Answer)| উচ্চমাধ্যমিক  ইতিহাস MCQ অনলাইন মক টেস্ট সেট -১(MCQ প্রশ্ন-উত্তর)

WB HS History MCQ Online Mock Test Set-1| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস MCQ মক টেস্টঃ WBCHSE Board –এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ  থেকে নিয়ে আসা হয়েছে WB HS History MCQ Online Mock Test Set-1 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, উচ্চমাধ্যমিক [WBCHSE Class 12]-এর  সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস ১২(XII) ইতিহাসের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।ক্লাস 12 ইতিহাসের বাছাই করা  ৫০ টি প্রশ্ন থেকে  থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% । ইতিহাস কুইজের এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।    

দ্বাদশ শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট । তাই এই মক টেস্ট Class XII পরীক্ষার পাশাপাশি বিভিন্ন  কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।  

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট|WB HS History MCQ Online Mock Test Set-1

Q1. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় –

  • 1752 খ্রিষ্টাব্দে
  • 1753 খ্রিষ্টাব্দে
  • 1754 খ্রিষ্টাব্দে
  • 1755 খ্রিষ্টাব্দে

1753 খ্রিষ্টাব্দে

Q2. হাজারদুয়ারি জাদুঘর হল একটি –

  • প্রত্নতাত্ত্বিক জাদুঘর
  • ঐতিহাসিক জাদুঘর
  • শিল্প জাদুঘর
  • বিশ্বকোশ জাদুঘর

ঐতিহাসিক জাদুঘর

Q3. Early History Of India  গ্রন্থের  রচয়িতা –

  • জন স্টুয়ার্ট  মিল
  • জেমস প্রিন্সেপ
  • কোল ব্রুক
  • ভিনসেন্ট স্মিথ

ভিনসেন্ট স্মিথ

Q4. ভারতের ইতিহাসে  জাতীয়তাবাদী ব্যাক্ষ্যাকার  হলেন –

  • রমেশ চন্দ্র মজুমদার
  • জেমস মিল
  • রামশরণ  শর্মা
  • রণজিৎ গুহ

রমেশ চন্দ্র মজুমদার

Q5.পুরাণে  বর্ণিত  রাজবংশ গুলির অস্ত্বিত্বের  বেশিরভাগই  স্বীকৃত সত্য’- উক্তিটি কার ?-

  • দিব্যজ্যোতি মজুমদার
  • ড.  রণবীর চক্রবর্তী
  • সুমিত সরকার
  • যদুনাথ  সরকার

দিব্যজ্যোতি মজুমদার

Q6. আতুম ছিলেন –

  • গ্রীসের দেবতা
  • মিশরের দেবতা
  • স্পেনের দেবতা
  • রোমের দেবতা

মিশরের দেবতা

Q7. শৃঙ্খল ঝংকার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন –

  • মাস্টার দা সূর্য সেন
  • বিপ্লবী বীণা দাস
  • আশালতা সরকার
  • মণিকুন্তলা সেন

বিপ্লবী বীণা দাস

Q8. ‘ঠাকুমার ঝুলি ’ উদাহরণ –

  • কিংবদন্তির
  • লোককথার
  • পৌরাণিক কাহিনীর
  • স্মৃতি কথার

লোককথার

Q9. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় –

  • মিউজিয়োলজি
  • জুলজি
  • মিউজিকোলজি
  • আর্কিয়োলজি

মিউজিয়োলজি

 Q10. ‘ এ নেশন ইন মেকিং ’ লেখেন –

  • বল্লভভাই প্যাটেল
  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • বিপিন চন্দ পাল
  • সুরেন্দ্রনাথ সেন

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Q11. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম –

  • একাত্তরের ডাইরী
  • আমি নেতাজীকে দেখেছি
  • সেদিনের কথা
  • জীবনের জলসাঘরে

সেদিনের কথা

 Q12. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় –

  • থুকিডিডিসকে
  • হেরোডোটাস কে
  • সু –মা – কিয়েনকে
  • ইবন খালদুনকে

থুকিডিডিসকে

Q13. ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়

  • মহারাষ্ট্রে
  • পাঞ্জাবে
  • মাদ্রাজে
  • বাংলায়

মহারাষ্ট্রে

Q14. ‘Proverty and Un- British Rule In India’ রচনা করেন –

  • অরবিন্দ
  • গান্ধীজী
  • দাদাভাই নওরোজি
  • সুরেন্দ্রনাথ

দাদাভাই নওরোজি

Q15. নানকিং এর চুক্তি কবে সাক্ষরিত হয়েছিল –
  • 1839 খ্রিষ্টাব্দে
  • 1842 খ্রিষ্টাব্দে
  • 1843 খ্রিষ্টাব্দে
  • 1845 খ্রিষ্টাব্দে

1842 খ্রিষ্টাব্দে

Q16. ভারতে  ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় –

  • পুলিশ বিভাগকে
  • বিচার বিভাগকে
  • আমলাতন্ত্রকে
  • সামরিক বিভাগকে

আমলাতন্ত্রকে

Q17. কে বাংলায়  দৈত্ব শাসন ব্যবস্থার অবসান ঘটান ?-

  • রবার্ট ক্লাইভ
  • ভেরেলেস্ট
  • ওয়ারেন হেস্টিংস
  • লর্ড ওয়েলেসলি

ওয়ারেন হেস্টিংস

Q18. ইংরেজরা কোন চুক্তির দ্বারা বাংলার দেওয়ানি লাভ করেন ?

  • এলাহাবাদের প্রথম চুক্তি
  • এলাহাবাদের দ্বিতীয় চুক্তি
  • সলবাইয়ের চুক্তি
  • সগৌলির চুক্তি

এলাহাবাদের দ্বিতীয় চুক্তি

Q19. অমৃতসরের সন্ধি সাক্ষরিত হয় –

  • 1782 খ্রিষ্টাব্দে
  • 1820 খ্রিষ্টাব্দে
  • 1809 খ্রিষ্টাব্দে
  • 1819 খ্রিষ্টাব্দে

1809 খ্রিষ্টাব্দে

Q20. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল ?

  • রেলপথের প্রসার 
  • বিনাশুল্কে বানিজ্য
  • চিরস্থায়ী বন্দোবস্ত
  • শিল্পায়ন

রেলপথের প্রসার 

Q21. কোন আন্দোলনের স্লোগান ছিল ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ? –

  • বঙ্গভঙ্গ
  • আইন অমান্য
  • ভারত ছাড়ো
  • আসহযোগ –আন্দোলন

ভারত ছাড়ো

Q22. ‘রশিদ আলি দিবস’ পালিত হয় –

  • 2 জানুয়ারি
  • 12 ফেব্রুয়ারি
  • 16 মার্চ
  • 22 মে

12 ফেব্রুয়ারি

Q23. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে ‘দূর্ভাগ্যজনক প্রস্তাব’ আখ্যা দিয়েছিলেন –

  • সুভাষচন্দ্র বসু
  • মোহনদাস করম চাঁদ গান্ধি
  • জহরলাল নেহেরু
  • বি আর আম্বেদকর

মোহনদাস করম চাঁদ গান্ধি

Q24. মন্ট –ফোর্ড শাসন সংস্কার আইনকে ‘দাসত্বের পরিকল্পনা’ বলে অভিহিত করেন ?

  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • অ্যানি বেসান্ত
  • মহত্মা গান্ধি
  • মহম্মদ আলি জিন্না

অ্যানি বেসান্ত

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ইতিহাস মক টেস্ট|WB HS History MCQ Online Mock Test Set-1

Q25. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের রচয়িতা হলেন –

  • নারায়ণ পন্ডিত
  • দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • অবনীন্দ্রনাথ ঠাকুর
  • বিষ্ণুশর্মা

বিষ্ণুশর্মা

Q26. ‘চুইয়ে পড়া নীতি’ –এর প্রবর্তক হলেন –

  • মেকলে
  • রামমোহন রায়
  • লর্ড উইলিয়ম বেন্টিং
  • ডেভিড হেয়ার

মেকলে

Q27. ‘ফল অব দ্য মুঘল এম্পায়ার’ গ্রন্থটির রচয়িতা হলেন –

  • রমেশ্চন্দ্র মজুমদার
  • রমেশ্চন্দ্র দত্ত
  • দাদাভাই নওরোজি
  • যদুনাথ সরকার

Q28. কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজীরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?

  • সলবাই এর সন্ধি
  • বেসিনের সন্ধি
  • সুরাটের সন্ধি
  • লাহোরের সন্ধি

বেসিনের সন্ধি

Q29. ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –

  • অমলেন্দু চক্রবর্তী
  • ভবানী ভট্টাচার্য
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • বিজন ভট্টাচার্য

বিজন ভট্টাচার্য

Q30. তলোয়ার জাহাজে প্রথম বিদ্রোহ করে –

  • গণেশ সামন্ত
  • অশ্বিনী দত্ত
  • বলাই দত্ত
  • কল্পনা দত্ত

বলাই দত্ত

Q31. মাঞ্চুকুয়োর প্রধান ছিলেন –

  • লর্ড লিটন
  • সান ইয়াৎ সেন
  • হো চি মিন
  • পু – ঈ

পু – ঈ

Q32. 1947 সালের সীমানা কমিশনের প্রধান ছিলেন –

  • স্যার ম্যাকমোহন
  • স্যার মার্টিনেজ ডুরান্ড
  • স্যার পেথিক লরেন্স
  • স্যার সিরিল র‍্যাডক্লিফ

স্যার সিরিল র‍্যাডক্লিফ

Q33.’শের –ই- বঙ্গাল’বলা হয় –

  • ফজলুল হককে
  • শেখ মুজিবুর রহমানকে
  • মহম্মদ আলি জিন্নাকে
  • মৌলানা আবুল কালাম আজাদকে

ফজলুল হককে

Q34. ‘ইন্ডিয়াম মিরর’ পত্রিকা প্রকাশ করেন –

  • রামমোহন রায়
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • কেশবচন্দ্র সেন
  • ডিরোজিও

কেশবচন্দ্র সেন

Q35. শিম্নোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –

  • চিন ও জাপানের মধ্যে
  • ইংল্যান্ড ও চিনের মধ্যে
  • রাশিয়া ও চিনের মধ্যে
  • রাশিয়া ও ফ্রান্সের মধ্যে

চিন ও জাপানের মধ্যে

Q36.’হিস্ট্রি অব হিন্দুস্তান’ গ্রন্থটি রচনা করেন –

  • রমেশ্চন্দ্র মজুমদার
  • যদুনাথ সরকার
  • আলেকজান্ডার ডাও
  • ভিনসেন্ট স্মিথ

আলেকজান্ডার ডাও

Q37. চিনে 4- মে আন্দোলনের ডাক দিয়েছিলেন –

  • চেন –তু –শিউ
  • সান ইয়াৎ সেন
  • মাও –যে –দং
  • হোকান চি

চেন –তু –শিউ

Q38.  গান্ধী প্রবর্তিত ‘হরিজন’ শব্দের অর্থ –

  • অস্পৃশ্য
  • নিপীড়িত
  • ঈশ্বরের সন্তান
  • তপশিলি জাতি

ঈশ্বরের সন্তান

Q39. ‘লোকহিতবাদী’ নামে পরিচিত ছিলেন –

  • মদনমোহন মালব্য
  • আত্মারাম পান্ডুরং
  • গোপাল হরি দেশমুখ  
  • দয়ানন্দ সরস্বতী

গোপাল হরি দেশমুখ  

Q40. ‘দামিন-ই-কোহ’ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

  • সাঁওতাল
  • কোল
  • ভিল
  • মুন্ডা  

সাঁওতাল

Q41. বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন –

  • অ্যানি বেসান্ত
  • কেশব চন্দ্র সেন
  • ডিরোজিও
  • নারায়ণ গুরু

অ্যানি বেসান্ত

Q42. ‘Early History of India’ –গ্রন্থের রচয়িতা –

  • কোলব্রুক
  • জন স্টুয়ার্ট মিল
  • জেমস প্রিন্সেপ
  • ভিনসেন্ট স্মিথ

ভিনসেন্ট স্মিথ

Q43. কোন গভর্নর জেনারেলের আমলে ‘মেকলে মিনিটস’  গৃহীত হয় ?

  • ওয়ারেং হেস্টিংস
  • ক্যানিং
  • ডালহৌসি
  • বেন্টিং

বেন্টিং

Q44. Indian Statutory Commission কী নামে পরিচিত ?

  • হান্টার কমিশন
  • ইন্ডিগো কমিশন
  • সাইমন কমিশন
  • স্যাডলার কমিশন

সাইমন কমিশন

Q45. হিন্দু কলেজের বর্তমান নাম –

  • লরেটো কলেজ
  • প্রেসিডেন্সি ইউনিভারসিটি
  • সেন্ট জেভিয়ার্স কলেজ
  • স্কটিশ চার্চ কলেজ

প্রেসিডেন্সি ইউনিভারসিটি

Q46. মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ?

  • লাহোর
  • পাঞ্জাব
  • আগ্রা
  • দিল্লি

লাহোর

Q47. মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন-

  • রঘুনাথ রাও
  • দ্বিতীয় বাজিরাও
  • সদাশিব রাও
  • মাধব রাও

দ্বিতীয় বাজিরাও

Q48. ‘অহল্যার কাহিনি’ হল একটি –

  • স্মৃতিকথা
  • পৌরাণিক কাহিনী
  • লোককথা
  • কিংবদন্তি

পৌরাণিক কাহিনী

Q49. 29 আগস্ট , 1842 চিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?

  • পিকিং –এর সন্ধি
  • টিয়েনসিনের সন্ধি
  • নানকিং –এর সন্ধি
  • হোয়ামপায়ার সন্ধি

নানকিং –এর সন্ধি

Q50. AITUC –এর প্রথম সভাপতি ছিলেন –

  • বি পি ওয়াদিয়া
  • লালা লাজপত রায়
  • স্বামী বিদ্যানন্দ
  • এস এ ডাঙ্গে  

লালা লাজপত রায়

Important Links

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

Leave a Comment

error: Content is protected !!