দশম শ্রেণি ইতিহাস মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik History MCQ Online Mock Test Set-4 : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দশম শ্রেণি ইতিহাস মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । Madhyamik পরীক্ষার History MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।ইতিহাস কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History MCQ Online Mock Test Set-4।মাধ্যমিক ইতিহাস মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
দশম শ্রেণি ইতিহাস মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik History MCQ Online Mock Test Set-4
Q1.রুশোর ‘Social Contract’এর সাথে তুলনা করা হয়েছে –
- বর্তমান ভারত গ্রন্থের
- গোরা উপন্যাসের
- আনন্দমঠ উপন্যাসের
- নীলদর্পণ নাটকের
আনন্দমঠ উপন্যাসের
Q2. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- নবগোপাল মিত্র
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- স্বামী বিবেকানন্দ
নবগোপাল মিত্র
Q3. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- আনন্দমোহন বসু
- রেভা.কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
- শিবনাথ শাস্ত্রী
রেভা.কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
Q4. ‘বেঙ্গলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- রাজা রাধাকান্ত দেব
- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q5. ‘দ্য গ্রেট রিবেলিয়ান’ গ্রন্থটি রচনা করেন –
- রজনীপাম দত্ত
- তালমিজ খালদুন
- পি সি যোশি
- চার্লস রেকস
তালমিজ খালদুন
Q6. বেঙ্গল গেজেট প্রকাশিত হয় –
- ১৭৭৮ খ্রিষ্টাব্দে
- ১৭৮০ খ্রিষ্টাব্দে
- ১৭৯৯ খ্রিষ্টাব্দে
- ১৯০৫ খ্রিষ্টাব্দে
১৭৮০ খ্রিষ্টাব্দে
Q7. বাংলার প্রথম বাংলা সংবাদপত্র –
- অমৃতবাজার পত্রিকা
- দিগদর্শন
- কলকাতা গেজেট
- হিন্দু প্যাট্রিয়ট
দিগদর্শন
Q8. প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল-
- অন্নদামঙ্গল
- বিল্বমঙ্গল
- হিতোপদেশ
- দ্রাঘিজ্যা
অন্নদামঙ্গল
Q9. ‘ইউ রায় অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠা করেন –
- উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
- উমাপদ রায়
- সত্যজিৎ রায়
উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
Q10. ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –
- বাংলার বিজ্ঞানশিক্ষার প্রসারে
- বাংলার চিকিৎসাবিদ্যার প্রসারে
- বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারে
- বাংলার মুদ্রণশিল্পের প্রসারে
বাংলার মুদ্রণশিল্পের প্রসারে
Q11. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ বর্তমানে কী নামে পরিচিত ?
- রাজাবাজার সায়েন্স কলেজ
- যাদবপুর বিশ্ববিদ্যালয়
- কলকাতা বিশ্ববিদ্যালয়
- বালিগঞ্জ সায়েন্স কলেজ
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Q12. ‘অব্যক্ত’ গ্রন্থটির লেখক –
- জগদীশচন্দ্র বসু
- প্রফুল্লচন্দ্র রায়
- লীলা মজুমদার
- সত্যেন্দ্রনাথ বসু
জগদীশচন্দ্র বসু
Q13. বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন –
- নীলরতন সরকার
- জগদীশ চন্দ্র বসু
- প্রফুল চন্দ্র রায়
- মেঘনাথ সাহা
প্রফুল চন্দ্র রায়
Q14. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কালটিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠিত হয় –
- ১৭৮০ খ্রিষ্টাব্দে
- ১৮৭৬ খ্রিষ্টাব্দে
- ১৮৭০ খ্রিষ্টাব্দে
- ১৮৫৬ খ্রিষ্টাব্দে
১৮৭৬ খ্রিষ্টাব্দে
Q15. ‘AITUC’ -এর প্রথম সম্পাদক ছিলেন –
- দেওয়ান চমনলাল
- স্বামী বিদ্যানন্দ
- লালা হরদয়াল
- লালা লাজপথ রায়
দেওয়ান চমনলাল
Q16. ‘লাঙ্গল যার জমি তার’ -এই স্লোগান যে আন্দোলনের সাথে জড়িত তা হল-
- তেভাগা আন্দোলন
- তেলেঙ্গানা আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন
- আইন অমান্য আন্দোলন
তেভাগা আন্দোলন
Q17. ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন-
- মাদারি পাসি
- ড. আম্বেদকর
- মহত্মা গান্ধি
- বাবা রামচন্দ্র
মাদারি পাসি
Q18. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
- বোম্বাইয়ে
- পাঞ্জাবে
- মাদ্রাজে
- গুজরাটে
গুজরাটে
Q19. ‘ ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম ‘ লিখেছিলেন –
- স্ট্যানলি জ্যাকসন
- এলিজাবেথ হুইটকম্ব
- রামচন্দ্র গুহ
- আলফ্রেড কসবি
আলফ্রেড কসবি
Q20. ‘অল ইন্ডিয়া হোম্রুল লিগ’ প্রতিষ্ঠা করেন –
- অ্যানি বেসান্ত
- ভগিনী নিবেদিতা
- নেলী সেনগুপ্তা
- বাসন্তী দেবী
অ্যানি বেসান্ত
Q21. ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয় –
- গান্ধি -আরউইনের মধ্যে
- নেহেরু -গান্ধির মধ্যে
- আম্বেদকর -গান্ধির মধ্যে
- নেহেরু -লিয়াকতের মধ্যে
আম্বেদকর -গান্ধির মধ্যে
Q22. গান্ধি আম্বেদকরের মধ্যে ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয় –
- ১৯০৫ খ্রিষ্টাব্দে
- ১৯৩২ খ্রিষ্টাব্দে
- ১৯৩৭ খ্রিষ্টাব্দে
- ১৯৪০ খ্রিষ্টাব্দে
১৯৩২ খ্রিষ্টাব্দে
Q23. কাশ্মীরে জরুরি শাসন ব্যবস্থা চালু হয় –
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে
- ১৯৪৮ খ্রিষ্টাব্দে
- ১৯৪৯ খ্রিষ্টাব্দে
- ১৯৫১ খ্রিষ্টাব্দে
১৯৪৭ খ্রিষ্টাব্দে
Q24. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন –
- ভি পি মেনন
- বল্লভভাই প্যাটেল
- জয়ন্তনাথ চৌধুরী
- জহরলাল নেহেরু
বল্লভভাই প্যাটেল
Q25. ‘The Shadow Lines’ গ্রন্থের লেখক হলেন –
- অমিতাভ ঘোষ
- সলমন রুশদি
- আয়েশা জালাল
- সুনন্দা শিকদার
অমিতাভ ঘোষ