Madhyamik History MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট সেট-৩| দশম শ্রেণি ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর: ইতিহাসের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBBSE Class 10- এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ইতিহাসের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik History MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ইতিহাস MCQ মক টেস্ট সেট-৩
Q1. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
- ডেভিড হেয়ার
- উইলিয়াম ওয়ার্ড
- জে মার্শম্যান
- উইয়িলিয়াম জোন্স
উইয়িলিয়াম জোন্স
Q2. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় –
- ১৮৩৫ খ্রিস্টাব্দে
- ১৮৫৪ খ্রিস্টাব্দে
- ১৮৫৫ খ্রিস্টাব্দে
- ১৮৫৬ খ্রিস্টাব্দে
১৮৫৪ খ্রিস্টাব্দে
Q3. ভারতের প্রথম ভাইসরয় হলেন –
- ওয়ারেন হেস্টিংস
- লর্ড কর্নওয়ালিশ
- লর্ড ক্যানিং
- লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ক্যানিং
Q4. নীল বিদ্রোহ সংগঠিত হয় –
- ১৮০৯ খ্রিস্টাব্দে
- ১৮১৩ খ্রিস্টাব্দে
- ১৮২৩ খ্রিস্টাব্দে
- ১৮৫৯ খ্রিস্টাব্দে
১৮৫৯ খ্রিস্টাব্দে
Q5. বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল –
- নীল বিদ্রোহ
- মুণ্ডা বিদ্রোহ
- রংপুর বিদ্রোহ
- সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
Q6. “ক্যালকাটা স্কুল বুক সোসাইটি” প্রতিষ্ঠা করেন –
- ডেভিড হেয়ার
- রাধাকান্ত দেব
- ড্রিঙ্ক ওয়াটার বেথুন
- রামমোহন রায়
ডেভিড হেয়ার
Q7. সিপাহি বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল –
- মিরাট
- ব্যারাকপুর
- ঝাঁসি
- কানপুর
ব্যারাকপুর
Q8. ভারতসভার প্রতিষ্ঠাস্থল –
- বোম্বাই
- দিল্লি
- মাদ্রাজ
- কলকাতা
কলকাতা
Q9. হুল শব্দের অর্থ –
- বিক্ষোভ
- বিদ্রোহ
- বিপ্লব
- অভ্যুত্থান
বিদ্রোহ
Q10. “ শিশুশিক্ষা” গ্রন্থটি রচনা করেন –
- রামরাম বসু
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মদনমোহন তর্কালঙ্কার
মদনমোহন তর্কালঙ্কার
Q11. “ স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না”- একথা বলেছেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- স্বামী বিবেকানন্দ
- বিদ্যাসাগর
- দীনবন্ধু মিত্র
স্বামী বিবেকানন্দ
Q12. “ক্যালকাটা গেজেট” প্রকাশ করেন –
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মধুসূদন
- ফ্রান্সিস গ্লাডউইন
- ব্রাসি হ্যালহেড
ফ্রান্সিস গ্লাডউইন
Q13. ভারতে রেলপথ চালু হয় –
- ১৮৫০ খ্রিস্টাব্দে
- ১৮৫১ খ্রিস্টাব্দে
- ১৮৫২ খ্রিস্টাব্দে
- ১৮৫৩ খ্রিস্টাব্দে
১৮৫৩ খ্রিস্টাব্দে
Q14. সতীদাহ নিবারণ আইন প্রবর্তন করেন –
- রাজা রামমোহন রায়
- বিদ্যাসাগর
- লর্ড বেন্টিঙ্ক
- লর্ড ক্যানিং
লর্ড বেন্টিঙ্ক
Q15. চুয়াড়দের একজন নেতা ছিলেন –
- দুর্জন সিংহ
- দুর্বল সিংহ
- দুর্জয় সিংহ
- দুর্ভয় সিংহ
দুর্জন সিংহ
Q16. বাংলায় ছাপাখানার জন্মস্থান নামে পরিচিত –
- কলকাতা
- ঢাকা
- দুর্জন সিংহ
- শ্রীরামপুর
দুর্জন সিংহ
Q17. লর্ড কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন –
- ১৭৯১ খ্রিস্টাব্দে
- ১৭৯৩ খ্রিস্টাব্দে
- ১৭৯৫ খ্রিস্টাব্দে
- ১৭৯৭ খ্রিস্টাব্দে
১৭৯৩ খ্রিস্টাব্দে
Q18. শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক হলেন –
- হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
- অতীন বন্দ্যোপাধ্যায়
- কালীপ্রসন্ন মুখোপাধ্যায়
- প্রফুল্ল রায়
কালীপ্রসন্ন মুখোপাধ্যায়
Q19. রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন –
- জোহরলাল নেহেরু
- এস কে দর
- ফজল আলি
- হৃদয় নাথ কুঞ্জরু
জোহরলাল নেহেরু
Q20. ‘Midnight’s Children’ -গ্রন্থের রচয়িতা হলেন –
- অমিতাভ ঘোষ
- সলমন রুশদি
- আয়েশা জালাল
- সুনন্দা শিকদার
সলমন রুশদি
Madhyamik History MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ইতিহাস MCQ অনলাইন মক টেস্ট সেট-৩
Q21. গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় –
- ১৯৪৭ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৬১ সালে
- ১৯৭১ সালে
১৯৬১ সালে
Q22. নেহেরু লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয় –
- ১৯৪৭ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫২ সালে
- ১৯৬৪ সালে
১৯৫০ সালে
Q23. ভারত ছাড়ো আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম হল-
- মাদাম কামা
- রানি গিদালো
- শান্তাভাই ভালেরাও
- কনকলতা বরুয়া
শান্তাভাই ভালেরাও
Q24. ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন –
- মাতঙ্গিনি হাজরা
- কল্পনা দত্ত
- লীলা নাগ (রায়)
- বীণা দাস
কল্পনা দত্ত
Q25. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম –
- সেবা সংঘ
- মুক্তি সংঘ
- দীপালি ছাত্রীসংঘ
- আনন্দ সংঘ
দীপালি ছাত্রীসংঘ
Q26. নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন-
- শান্তি দাস
- বাসন্তী দেবী
- কল্পনা দত্ত
- বীণা দাস
শান্তি দাস
Q27. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –
- বীণা দাস
- কমলাদেবী চট্টোপাধ্যায়
- কল্পনা দত্ত
- রোকেয়া সাখাওয়াত হোসেন
কমলাদেবী চট্টোপাধ্যায়
Q28. সর্বভারতীয় কিষানসভার প্রথম সম্পাদক ছিলেন –
- যদুনন্দন শর্মা
- ইন্দুলাল যাঙ্গিক
- মাদারি পাসি
- দেওনারায়ণ পান্ডে
ইন্দুলাল যাঙ্গিক
Q29. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
- ১৯২১ খ্রিষ্টাব্দে
- ১৯২৬ খ্রিষ্টাব্দে
- ১৯২৮ খ্রিষ্টাব্দে
- ১৯৩০ খ্রিষ্টাব্দে
১৯২৮ খ্রিষ্টাব্দে
Q30. ‘লাঙ্গল’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- কাজী নজরুল ইসলাম
- মুজফফর আহমেদ
- এস এ ডাঙ্গে
- আচার্য নরেন্দ্র দেব
কাজী নজরুল ইসলাম