
Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৫ঃ ভূগোলের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBBSE Class 10 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৫
Q1. একটি শীতল স্থানীয় বায়ু হল –
- লু
- খামসিন
- পাম্পেরো
- সিরোক্কো
পাম্পেরো
Q2. চিনুক হল –
- উষ্ণ বায়ু
- শীতল বায়ু
- আকস্মিক বায়ু
- সাময়িক বায়ু
উষ্ণ বায়ু
Q3. নীচের কোনটি নিয়ত বায়ুপ্রবাহ নয় ?
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু
- আয়ন বায়ু
- সমুদ্র বায়ু
সমুদ্র বায়ু
Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৫ |
Q4. ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাতকে বলে –
- টাইফুন
- টর্নেডো
- হারিকেন
- সাইক্লোন
হারিকেন
Q5. বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম –
- ব্যারোমিটার
- অ্যানিমোমিটার
- হাইগ্রোমিটার
- থার্মোমিটার
অ্যানিমোমিটার
Q6. মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে তা হল-
- নিম্বো
- সিরো
- অক্টাস
- অল্টো
অক্টাস
Q7. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপা হয় তা হল –
- হাইগ্রোমিটার
- ব্যারোমিটার
- থার্মোমিটার
- অ্যানিমোমিটার
হাইগ্রোমিটার
Q8. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –
- গ্র্যান্ড ব্যাঙ্ক
- রকফল ব্যাঙ্ক
- রোসলিন্ড ব্যাঙ্ক
- স্পার্টলি ব্যাঙ্ক
গ্র্যান্ড ব্যাঙ্ক
Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৫ |
Q9. উষ্ণ পেরু স্রোতের অপর নাম –
- হাম্বোল্ড স্রোত
- এল নিনো স্রোত
- লা নিনা স্রোত
- ওয়াশিয়ো স্রোত
এল নিনো স্রোত
Q10. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখার নাম –
- আগুলহ্রাস স্রোত
- হামবোল্ড স্রোত
- গিনি স্রোত
- কামচাটকা স্রোত
আগুলহ্রাস স্রোত
Q11. বেরিং স্রোত প্রবাহিত হয় –
- ভারত মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
Q12. জাপান উপকূল উষ্ণ থাকে –
- বেরিং স্রোতের জন্য
- উপসাগরীয় স্রোতের জন্য
- কুরোশিয়ো স্রোতের জন্য
- মৌসুমি স্রোতের জন্য
কুরোশিয়ো স্রোতের জন্য
Q13. সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে –
- সাময়িক বায়ু
- নিয়ত বায়ু
- স্থানীয় বায়ু
- আকস্মিক বায়ু
নিয়ত বায়ু
Q14. হিমপ্রাচীর দেখা যায় –
- আটলান্টিক মহাসাগরে
- কুমেরু মহাসাগরে
- ভারত মহাসাগরে
- বঙ্গোপসাগরে
আটলান্টিক মহাসাগরে
Q15. একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় –
- ২৪ ঘন্টা ৫২ মিনিট
- ১২ ঘন্টা ২৬ মিনিট
- ৬ ঘন্টা ১৩ মিনিট
- ৪ ঘন্টা ২৫ মিনিট
১২ ঘন্টা ২৬ মিনিট
Q16. প্রদত্ত কোন নদীতে জোয়ার দেখা যায় না ?
- যমুনা নদীতে
- গোদাবরী নদীতে
- নর্মদা নদীতে
- গঙ্গা নদীতে
যমুনা নদীতে
Q17. মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে প্রতিস্থাপন করা হয় তা হল –
- স্পট
- সেন্সর
- প্ল্যার্টফর্ম
- ল্যান্সম্যাট
প্ল্যার্টফর্ম
Q18. একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইঞ্চি শিট থাকতে পারে ?
- ১৬ টি
- ৩২ টি
- ৬৪ টি
- ২৫৬ টি
২৫৬ টি
Q19. ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত –
- কলকাতায়
- মুম্বাইয়ে
- দিল্লিতে
- দেরাদুন – এ
দেরাদুন – এ
Q20. মহাকাশে সূর্য সমলয় উপগ্রহ গুলি –
- পূর্ব থেকে পশ্চিমে ঘোরে
- পশ্চিম থেকে পূর্বে ঘোরে
- উত্তর থেকে দক্ষিণে ঘোরে
- দক্ষিণ থেকে উত্তরে ঘোরে
উত্তর থেকে দক্ষিণে ঘোরে
Q21. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল হল –
- 1:1000000
- 1:200000
- 1:100000
- 1:50000
1:1000000
Q22. অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য থেকে পাওয়া যায় –
- বিমান চিত্র
- ভূবৈচিত্রসূচক মানচিত্র
- উপগ্রহ চিত্র
- বিভিন্ন স্কেল
উপগ্রহ চিত্র
Q23. রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তা হল –
- নদী ও বায়ু
- বাতাস
- নদী
- হিমবাহ
হিমবাহ
Q24. ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ –
- গঙ্গোত্রী
- সিয়াচেন
- হুবার্ড
- যমুনেত্রী
সিয়াচেন
Q25. দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবথেকে বেশি দেখা যায় –
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
- উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
- ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
Q26. ভারতে সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় –
- 1567 সালে
- 1767 সালে
- 1667 সালে
- 1867 সালে
1767 সালে
Q27. একটি জায়িদ ফসলের উদাহরণ হল-
- বাদাম
- আউশ ধান
- গম
- বোরো ধান
আউশ ধান
Madhyamik Geography MCQ Online Mock Test Set-5|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৫ |
Q28. ভারতের বৃহত্তম ‘কয়াল’ –এর উদাহরণ হল-
- অষ্টমুদি
- চিলকা
- কোলেরু
- ভেমবানাদ
ভেমবানাদ
Q29. যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় –
- পরিস্রবক ঘূর্ণায়ন
- তাড়িতিক অধঃক্ষেপক
- স্ক্রাবার
- আস্তরণযুক্ত অ্যালুমিনা
স্ক্রাবার
Q30. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে –
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
- কুমেরু মহাসাগরে
আটলান্টিক মহাসাগরে