মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test (Set-1)

Madhyamik Geography MCQ Online Mock Test Set-1|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট ১|মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test (Set-1) : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Geography MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমের জানাও ।

ক্লাস টেনের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography MCQ Online Mock Test। তাই এই মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test (Set-1)

Q1. কোনটি নদীর বহনকার্যের প্রক্রিয়া নয় ?

  • লম্ফদান
  • ভাসমান
  • অবঘর্ষ
  • টান

অবঘর্ষ

Q2. নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় –

  • অশ্বক্ষুরাকৃতি হ্রদ
  • প্লাবনভূমি
  • জলপ্রপাত
  • পললশঙ্কু

জলপ্রপাত

Q3. যে প্রক্রিয়ায় ক্ষয় , বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে , তা হল-

  • ক্ষয়ীভবন
  • পর্যায়ন
  • নগ্নীভবন
  • আবহবিকার

পর্যায়ন

Q4. কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢাল যুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে বলে-

  • ক্যাটারাক্ট
  • কাসকেড
  • র‍্যাপিড
  • জলস্রোত

র‍্যাপিড

Q5. তির্যক বালিয়াড়িকে বলে –

  • সিফ
  • বারখান
  • লোয়েস
  • প্লায়া

বারখান

Q6. চলমান বালিয়াড়িকে বলে –

  • শটস
  • ওয়াদি
  • ধ্রিয়ান
  • প্লায়া

ধ্রিয়ান

Q7. বায়ু  অপসারণের জন্য সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল –

  • সম্বর
  • পুস্কর
  • কাতারা
  • বিনহোল

কাতারা

Q8. ভেন্টিফ্যাক্ট গঠিত হয় –

  • বায়ুর ক্ষয়কার্যের ফলে
  • নদীর ক্ষয়কার্যের ফলে
  • হিমবাহের ক্ষয়কার্যের ফলে
  • সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে

বায়ুর ক্ষয়কার্যের ফলে

Q9. প্রস্তরময় মরুভূমিকে বলে –

  • আর্গ 
  • রেগ
  • হামাদা
  • ট্যালাস

হামাদা

Q10. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের পরিমাণ-

  • 4.6°C
  • 10°C
  • 6.4°C
  • 3.9°C

6.4°C

Q11. সমোষ্ণ রেখা গুলি বিস্তৃত থাকে –

  • উত্তর –দক্ষিণে
  • পূর্ব -পশ্চিমে
  • দক্ষিণ -পশ্চিমে
  • উত্তর -পূর্বে  

পূর্ব -পশ্চিমে

Q12. সূর্য থেকে পৃথিবীতে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায় তা হল-

  • অ্যালবেডো
  • ইন্সোলেশন
  • বিকিরণ
  • পরিচলন

অ্যালবেডো

Q13. এল নিনোর আগমন ঘটে –

  • বঙ্গোপসাগরে
  • ভারত মহাসাগরে
  • প্রশান্ত মহাসাগরে
  • আটলান্টিক মহাসাগরে

প্রশান্ত মহাসাগরে

 Q14. ডোলড্রোম সৃষ্টি হয় –

  • নিরক্ষীয় মন্ডলে
  • কর্কটীয় মন্ডলে
  • সুমেরুবৃত্তীয় মন্ডলে
  • মকরীয় মন্ডলে

নিরক্ষীয় মন্ডলে

Q15. কোরিওলিস বল সবথেকে বেশি অনুভূত হয় –

  • নিরক্ষরেখায়
  • মধ্য অক্ষাংশে
  • ক্রান্তীয় রেখায়
  • মেরুতে

মেরুতে

Q16. গর্জনশীল চল্লিশা হল –

  • 40 ডিগ্রী উত্তর অক্ষাংশ
  • 40 ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ
  • 40 ডিগ্রী পূর্ব দ্রাঘিমা
  • 40 ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা

40 ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ

Q17. রকি পার্বত্য অঞ্চলের প্রবাহিত উষ্ণ বায়ু হল-

  • চিনুক
  • বোরা
  • ব্লিজার্ড
  • মিস্ট্রাল

চিনুক

 Q18. কোনো স্থানে জোয়ার ভাঁটার মধ্যে নুন্যতম ব্যবধান কত ?

  • 24 ঘন্টা 52 মিনিট
  • 12 ঘন্টা  26 মিনিট
  • 6 ঘন্টা 13 মিনিট
  • কোনোটাই নয়

6 ঘন্টা 13 মিনিট

Q19. চাঁদ , সূর্য ও পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে –

  • অ্যাপোজি
  • পেরিজি
  • সিজিগি
  • অনুসূর

সিজিগি

Q20. বায়ুর শক্তিমাত্র নির্ণায়ক স্কেল হল-

  • বিউফোর্ট স্কেল
  • রিখটার  স্কেল
  • ভার্নিয়ার স্কেল
  • মার্কালি স্কেল

বিউফোর্ট স্কেল

 Q21. ক্যাটাবেটিক বায়ু একপ্রকার-

  • স্থানীয় বায়ু
  • নিয়ত বায়ু 
  • সাময়িক বায়ু 
  • আকস্মিক বায়ু

সাময়িক বায়ু 

Q22. নীচের কোন বায়ুটি নিয়ত বায়ুপ্রবাহ নয় ?

  • পশ্চিমা বায়ু 
  • মেরু বায়ু 
  • আয়ন বায়ু 
  • সমুদ্র বায়ু

সমুদ্র বায়ু

Q23. পৃথিবীর বড়ো বড়ো মরুভূমি সৃষ্টি হয়েছে –

  • আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে
  • মেরু বায়ুর প্রবাহপথে
  • পশ্চিমা বায়ুর পথে
  • লু-এর পথে

আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে

Q24. মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে তা হল-

  • নিম্বো 
  • সিরো
  • অক্টাস
  • অল্টো

অক্টাস

মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test

Q25. ল্যাব্রাডর স্রোত একপ্রকার –

  • উষ্ণ স্রোত
  • শীতল স্রোত
  • নাতিশীতোষ্ণ স্রোত
  • কোনোটাই নয়  

শীতল স্রোত

Q26.ভারতে ভূবৈচিত্রসূচক মাণচিত্র তৈরি করে যে সংস্থা তার নাম-

  • SOI
  • NASA
  • ISRO
  • NATMO

SOI

Q27. ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় –

  • 1872 খ্রিষ্টাব্দে
  • 1881 খ্রিষ্টাব্দে
  • 1901 খ্রিষ্টাব্দে
  • 1950 খ্রিষ্টাব্দে

1881 খ্রিষ্টাব্দে

Q28. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ ?

  • বন্যপ্রাণ সুরক্ষা আইন
  • ঝুমচাষ
  • সামাজিক বনসৃজন
  • নর্মদা বাঁচাও আন্দোলন

সামাজিক বনসৃজন

Q29.জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে –

  • ভরাটকরণ
  • স্ক্রাবার
  • কম্পোস্টিং
  • নিস্কাশন

কম্পোস্টিং

Madhyamik Geography MCQ Online Mock Test Set-1 (MCQ Question Answer)|মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট সেট ১(MCQ প্রশ্ন-উত্তর)

Q30. ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে –

  • উত্তর নিরক্ষীয় স্রোত থেকে
  • দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে
  • উপসাগরীয় স্রোত থেকে
  • নীরক্ষীয়  প্রতিস্রোত থেকে  

দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে

Q31. পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হল-

  • ল্যামবার্ট
  • মেসার্ভ
  • হুবার্ড
  • মালাসপিনা

মেসার্ভ

Q32. ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত –

  • লখনৌতে
  • ভোপালে
  • দেরাদুনে
  • কলকাতায়

ভোপালে

Q33. উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে –

  • হিমপ্রাচীর
  • হিমশৈল
  • হিমানী সম্প্রপাত
  • হিমগুল্ম

হিমপ্রাচীর

Q34.ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল-

  • হ্যারিকেন
  • টর্নেডো
  • টাইফুন
  • সাইক্লোন

হ্যারিকেন

Q35. ঠিক জোড়াটি নির্বাচন করোঃ

  • চাঁদ , সূর্য এবং পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান – মরা কোটাল
  • পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান -মরা কোটাল
  • চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব –পেরিজি
  • চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব – অ্যাপোজি

পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান -মরা কোটাল

Q36. আধুনিক এবং কম খরচের বিকল্প পধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হল-

  • ল্যান্ডলাইন দূরভাষ
  • নথিভুক্ত ডাক
  • ক্যুরিয়ার ব্যবস্থা
  • টেলিগ্রাম

টেলিগ্রাম

Q37. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল-

  • কামচাটকা
  • কুরোশিও
  • আগুলহাস
  • পেরু স্রোত

আগুলহাস

Q38. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-

  • পর্যায়ন
  • পুঞ্জিত ক্ষয়
  • ক্ষয়ীভবন
  • নগ্নীভবন

পর্যায়ন

Q39. লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-

  • আকরিক লৌহ
  • কয়লা
  • ম্যাঙ্গানিজ
  • সবগুলিই প্রযোজ্য

সবগুলিই প্রযোজ্য

Q40. লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-

  • অবঘর্ষ ক্ষয়
  • ঘর্ষণ ক্ষয়
  • জলপ্রবাহ ক্ষয়
  • দ্রবণ ক্ষয়

দ্রবণ ক্ষয়

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in Bengali JEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।মাধ্যমিক ভূগোল মক টেস্ট-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

প্রশ্নঃ মাধ্যমিক ভূগোল মক টেস্ট কেন দেবেন ?

উত্তরঃ দশম শ্রেণির মাধ্যমিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার সেরা উপায় এই মক টেস্ট ,তাই এই মাধ্যমিক ভূগোলের মক টেস্টে প্রত্যেক ছাত্রছাত্রীর অংশগ্রহণ করা উচিত ।

প্রশ্নঃ ক্লাস টেনের ভূগোলের কোন কোন অধ্যায়ের প্রশ্ন এই মক টেস্টে আছে ?

উত্তরঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী ভূগোলের প্রত্যেক অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে এই মক টেস্টে ।

Leave a Comment

error: Content is protected !!