মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test (Set-1) : আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট। এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Geography MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমের জানাও ।
ক্লাস টেনের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography MCQ Online Mock Test। তাই এই মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test (Set-1)
Q1. কোনটি নদীর বহনকার্যের প্রক্রিয়া নয় ?
- লম্ফদান
- ভাসমান
- অবঘর্ষ
- টান
অবঘর্ষ
Q2. নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় –
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ
- প্লাবনভূমি
- জলপ্রপাত
- পললশঙ্কু
জলপ্রপাত
Q3. যে প্রক্রিয়ায় ক্ষয় , বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে , তা হল-
- ক্ষয়ীভবন
- পর্যায়ন
- নগ্নীভবন
- আবহবিকার
পর্যায়ন
Q4. কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢাল যুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে বলে-
- ক্যাটারাক্ট
- কাসকেড
- র্যাপিড
- জলস্রোত
র্যাপিড
Q5. তির্যক বালিয়াড়িকে বলে –
- সিফ
- বারখান
- লোয়েস
- প্লায়া
বারখান
Q6. চলমান বালিয়াড়িকে বলে –
- শটস
- ওয়াদি
- ধ্রিয়ান
- প্লায়া
ধ্রিয়ান
Q7. বায়ু অপসারণের জন্য সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল –
- সম্বর
- পুস্কর
- কাতারা
- বিনহোল
কাতারা
Q8. ভেন্টিফ্যাক্ট গঠিত হয় –
- বায়ুর ক্ষয়কার্যের ফলে
- নদীর ক্ষয়কার্যের ফলে
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে
- সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে
বায়ুর ক্ষয়কার্যের ফলে
Q9. প্রস্তরময় মরুভূমিকে বলে –
- আর্গ
- রেগ
- হামাদা
- ট্যালাস
হামাদা
Q10. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের পরিমাণ-
- 4.6°C
- 10°C
- 6.4°C
- 3.9°C
6.4°C
Q11. সমোষ্ণ রেখা গুলি বিস্তৃত থাকে –
- উত্তর –দক্ষিণে
- পূর্ব -পশ্চিমে
- দক্ষিণ -পশ্চিমে
- উত্তর -পূর্বে
পূর্ব -পশ্চিমে
Q12. সূর্য থেকে পৃথিবীতে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায় তা হল-
- অ্যালবেডো
- ইন্সোলেশন
- বিকিরণ
- পরিচলন
অ্যালবেডো
Q13. এল নিনোর আগমন ঘটে –
- বঙ্গোপসাগরে
- ভারত মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
Q14. ডোলড্রোম সৃষ্টি হয় –
- নিরক্ষীয় মন্ডলে
- কর্কটীয় মন্ডলে
- সুমেরুবৃত্তীয় মন্ডলে
- মকরীয় মন্ডলে
নিরক্ষীয় মন্ডলে
Q15. কোরিওলিস বল সবথেকে বেশি অনুভূত হয় –
- নিরক্ষরেখায়
- মধ্য অক্ষাংশে
- ক্রান্তীয় রেখায়
- মেরুতে
মেরুতে
Q16. গর্জনশীল চল্লিশা হল –
- 40 ডিগ্রী উত্তর অক্ষাংশ
- 40 ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ
- 40 ডিগ্রী পূর্ব দ্রাঘিমা
- 40 ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা
40 ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ
Q17. রকি পার্বত্য অঞ্চলের প্রবাহিত উষ্ণ বায়ু হল-
- চিনুক
- বোরা
- ব্লিজার্ড
- মিস্ট্রাল
চিনুক
Q18. কোনো স্থানে জোয়ার ভাঁটার মধ্যে নুন্যতম ব্যবধান কত ?
- 24 ঘন্টা 52 মিনিট
- 12 ঘন্টা 26 মিনিট
- 6 ঘন্টা 13 মিনিট
- কোনোটাই নয়
6 ঘন্টা 13 মিনিট
Q19. চাঁদ , সূর্য ও পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে –
- অ্যাপোজি
- পেরিজি
- সিজিগি
- অনুসূর
সিজিগি
Q20. বায়ুর শক্তিমাত্র নির্ণায়ক স্কেল হল-
- বিউফোর্ট স্কেল
- রিখটার স্কেল
- ভার্নিয়ার স্কেল
- মার্কালি স্কেল
বিউফোর্ট স্কেল
Q21. ক্যাটাবেটিক বায়ু একপ্রকার-
- স্থানীয় বায়ু
- নিয়ত বায়ু
- সাময়িক বায়ু
- আকস্মিক বায়ু
সাময়িক বায়ু
Q22. নীচের কোন বায়ুটি নিয়ত বায়ুপ্রবাহ নয় ?
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু
- আয়ন বায়ু
- সমুদ্র বায়ু
সমুদ্র বায়ু
Q23. পৃথিবীর বড়ো বড়ো মরুভূমি সৃষ্টি হয়েছে –
- আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে
- মেরু বায়ুর প্রবাহপথে
- পশ্চিমা বায়ুর পথে
- লু-এর পথে
আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে
Q24. মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে তা হল-
- নিম্বো
- সিরো
- অক্টাস
- অল্টো
অক্টাস
মাধ্যমিক ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test
Q25. ল্যাব্রাডর স্রোত একপ্রকার –
- উষ্ণ স্রোত
- শীতল স্রোত
- নাতিশীতোষ্ণ স্রোত
- কোনোটাই নয়
শীতল স্রোত
Q26.ভারতে ভূবৈচিত্রসূচক মাণচিত্র তৈরি করে যে সংস্থা তার নাম-
- SOI
- NASA
- ISRO
- NATMO
SOI
Q27. ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় –
- 1872 খ্রিষ্টাব্দে
- 1881 খ্রিষ্টাব্দে
- 1901 খ্রিষ্টাব্দে
- 1950 খ্রিষ্টাব্দে
1881 খ্রিষ্টাব্দে
Q28. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ ?
- বন্যপ্রাণ সুরক্ষা আইন
- ঝুমচাষ
- সামাজিক বনসৃজন
- নর্মদা বাঁচাও আন্দোলন
সামাজিক বনসৃজন
Q29.জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে –
- ভরাটকরণ
- স্ক্রাবার
- কম্পোস্টিং
- নিস্কাশন
কম্পোস্টিং
Madhyamik Geography MCQ Online Mock Test Set-1 (MCQ Question Answer)|মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট সেট ১(MCQ প্রশ্ন-উত্তর)
Q30. ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে –
- উত্তর নিরক্ষীয় স্রোত থেকে
- দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে
- উপসাগরীয় স্রোত থেকে
- নীরক্ষীয় প্রতিস্রোত থেকে
দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে
Q31. পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হল-
- ল্যামবার্ট
- মেসার্ভ
- হুবার্ড
- মালাসপিনা
মেসার্ভ
Q32. ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত –
- লখনৌতে
- ভোপালে
- দেরাদুনে
- কলকাতায়
ভোপালে
Q33. উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে –
- হিমপ্রাচীর
- হিমশৈল
- হিমানী সম্প্রপাত
- হিমগুল্ম
হিমপ্রাচীর
Q34.ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল-
- হ্যারিকেন
- টর্নেডো
- টাইফুন
- সাইক্লোন
হ্যারিকেন
Q35. ঠিক জোড়াটি নির্বাচন করোঃ
- চাঁদ , সূর্য এবং পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান – মরা কোটাল
- পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান -মরা কোটাল
- চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব –পেরিজি
- চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব – অ্যাপোজি
পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান -মরা কোটাল
Q36. আধুনিক এবং কম খরচের বিকল্প পধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হল-
- ল্যান্ডলাইন দূরভাষ
- নথিভুক্ত ডাক
- ক্যুরিয়ার ব্যবস্থা
- টেলিগ্রাম
টেলিগ্রাম
Q37. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল-
- কামচাটকা
- কুরোশিও
- আগুলহাস
- পেরু স্রোত
আগুলহাস
Q38. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-
- পর্যায়ন
- পুঞ্জিত ক্ষয়
- ক্ষয়ীভবন
- নগ্নীভবন
পর্যায়ন
Q39. লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-
- আকরিক লৌহ
- কয়লা
- ম্যাঙ্গানিজ
- সবগুলিই প্রযোজ্য
সবগুলিই প্রযোজ্য
Q40. লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
দ্রবণ ক্ষয়
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।মাধ্যমিক ভূগোল মক টেস্ট-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।
প্রশ্নঃ মাধ্যমিক ভূগোল মক টেস্ট কেন দেবেন ?
উত্তরঃ দশম শ্রেণির মাধ্যমিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার সেরা উপায় এই মক টেস্ট ,তাই এই মাধ্যমিক ভূগোলের মক টেস্টে প্রত্যেক ছাত্রছাত্রীর অংশগ্রহণ করা উচিত ।
প্রশ্নঃ ক্লাস টেনের ভূগোলের কোন কোন অধ্যায়ের প্রশ্ন এই মক টেস্টে আছে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী ভূগোলের প্রত্যেক অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে এই মক টেস্টে ।
খুব সুন্দর