Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩ঃ ভূগোলের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBBSE Class 10 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 40 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩
Q1. গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে –
- আমাজন
- সাংপো
- কলোরাডো
- মিসিসিপি-মিসৌরি
কলোরাডো
Q2. তরাই অঞ্চলে মৃত্তিকার অপর নাম –
- ভাবর
- ঊষর
- খাদার
- ভাঙ্গার
ভাবর
Q3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
- দোদাবেতা
- আর্মাকোণ্ডা
- আনাইমুদি
- পরেশনাথ
আনাইমুদি
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩ |
Q4. গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত –
- কৃষ্ণা
- গোদাবরী
- সরাবতী
- নর্মদা
সরাবতী
Q5. বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হল –
- কালিভেলি
- সল্টলেক
- প্যাংগং
- ঊলার
প্যাংগং
Q6. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত –
- হিমালায়
- পিরপাঞ্জাল
- কারাকোরাম
- কাঞ্চনজঙ্ঘা
কারাকোরাম
Q7. হীরাকুঁদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত –
- ওড়িশা
- বিহার
- ছত্তিশগড়
- ঝাড়খণ্ড
ওড়িশা
Q8. নদীর জলপ্রবাহ পরিমাপের একক হল –
- কিউসেক
- নট্
- মিলিবার
- কিলোমিটার
কিউসেক
Q9. পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল –
- ঘোড়ামারা
- সাগরদ্বীপ
- সন্দেশখালি
- নয়াচর
ঘোড়ামারা
Q10. ফ্রান্সে লোয়েস সমভূমিকে বলে –
- লিমন
- লস
- অ্যাডোব
- হোয়াংহো
লিমন
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩ |
Q11. গ্রাবরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে –
- টিল
- ড্রামলিন
- এসকার
- বোল্ডার
এসকার
Q12. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রাপ্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে –
- পলল ব্যাজনী
- কেম
- কেটল
- ড্রামলিন
কেম
Q13. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার –
- 4.6 °C
- 10 °C
- 6.4 °C
- 3.9 °C
6.4 °C
Q14. পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে –
- সিজিগি
- পেরিজি
- অ্যাপোজি
- অপসূর
অ্যাপোজি
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩ |
Q15. পৃথিবী যখন চন্দ ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলে –
- সংযোগ
- পেরিজি
- প্রতিযোগ
- অ্যাপোজি
প্রতিযোগ
Q16. পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে-
- তাল
- ধান্দ
- কয়াল
- পুকুর
কয়াল
Q17. হিমালয়ের একটি উষ্ণপ্রস্রবণ মনিকরণ অবস্থিত –
- উত্তরাখন্ডে
- সিকিমে
- হিমাচল প্রদেশে
- কাশ্মীরে
হিমাচল প্রদেশে
Q18. মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে –
- বারখান
- লোয়েস
- থেরিস
- পেনিপ্লেন
থেরিস
Q19. যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে মালাবার উপকূলকে যুক্ত করেছে –
- থলঘাট
- পালঘাট
- ভোরঘাট
- জোজিলা
পালঘাট
Q20. ডিহং , ডিবং এবং লোহিতের মিলিত প্রবাহের নাম –
- ব্রমহপুত্র
- যমুনা
- সাংপো
- ধানসিরি
ব্রমহপুত্র
Q21. তিলাইয়া বাঁধটি যে প্রকল্পের অন্তর্গত তা হল –
- কোশী পরিকল্পনা
- গন্ডক পরিকল্পনা
- দামোদর পরিকল্পনা
- তুঙ্গভদ্রা পরিকল্পনা
দামোদর পরিকল্পনা
Q22. পুস্কর হ্রদ অবস্থিত –
- উত্তরপ্রদেশে
- রাজস্থানে
- মধ্যপ্রদেশে
- মহারাষ্ট্রে
রাজস্থানে
Q23. ভারতের একটি ব্রিষ্টিচ্ছায়া অঞ্চল –
- ছটোনাগপুর মালভূমি
- পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিক
- শিলং মালভূমি
- তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূল
শিলং মালভূমি
Q24. উত্তরপ্রদেশে ডিজেল রেল ইঞ্জিন নির্মানের কারখানা আছে –
- কানপুরে
- এলাহাবাদে
- বারাণসীতে
- লখনউতে
বারাণসীতে
Q25. জার্মানির ক্রুপস ও ডেমাগ কোম্পানীর সহায়তায় ভারতের যে লোহা ইস্পাত কারখানা গড়ে উঠেছে তা হল-
- সালেম
- ভদ্রাবতী
- রৌরকেল্লা
- বিশাখাপত্তনম
রৌরকেল্লা
Q26. ভারতের কোয়াম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র । প্রদত্ত কোন কারণটি এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার পক্ষে সহায়ক নয়?
- কাঁচামাল হিসাবে তুলোর সহজলভ্যতা
- সুলভ বিদ্যুৎ
- অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
- বস্ত্রের বিপুল চাহিদা
অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
Q27. ভারতে শুস্ক পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ হল-
- শাল
- ক্যাকটাস
- জুনিপার
- ফার্ণ
শাল
Q28. প্রশান্ত মহাসাগরের চিলি –পেরু উপকূলে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তাকে বলে –
- এল নিনো
- লা নিনা
- লা নাদা
- ENSO
লা নিনা
Q29. ভারতের নায়েগ্রা নামে পরিচিত –
- মারবেল
- চিত্রকূট
- শিবসমুদ্রম
- দশম জলপ্রপাত
চিত্রকূট
Q30. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল-
- ফিয়র্ড
- বার্গস্রুন্ড
- করি
- এরিটি
বার্গস্রুন্ড
Q31. নিরক্ষীয় স্রোত প্রভাবিত হয় যে বায়ু দ্বারা তা হল-
- আয়ন বায়ু
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু
- মৌসুমি বায়ু
আয়ন বায়ু
Q32. ভরা কোটাল যে তিথিতে হয় , তা হল-
- অষ্টমী
- দশমী
- পঞ্চমী
- পূর্ণিমা
পূর্ণিমা
Q33. ইন্দিরাগান্ধি ক্যানেলের মাধ্যমে জলসেচ করা হয় –
- রাজস্থানে
- বিহারে
- উত্তরপ্রদেশে
- মধ্যপ্রদেশে
রাজস্থানে
Q34. ভারতের প্রথম ‘Smart City’ হিসাবে মননীত হয়েছে –
- দিল্লি
- পুদুচেরি
- হায়দ্রাবাদ
- কলকাতা
দিল্লি
Q35. অশ্ব অক্ষাংশ অবস্থিত –
- নিরক্ষীয় চাপ বলয়ে
- উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে
- মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে
- মেরু উচ্চচাপ বলয়ে
উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে
Q36. প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নয় ?
- জলবিদ্যুৎ উৎপাদন
- সেচ
- জলদূষণ নিয়ন্ত্রণ
- বন্যা নিয়ন্ত্রণ
জলদূষণ নিয়ন্ত্রণ
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩ |
Q37. 15′ × 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল-
- 1:2,50,000
- 1:1,00,000
- 1:50,000
- 1:25,000
1:50,000
Q38. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল-
- নারকোন্ডাম
- মাউন্ট হ্যারিয়ট
- স্যাডল পিক
- নামচাবারোয়া
স্যাডল পিক
Q39. ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
- মহারাষ্ট্র
- উত্তরপ্রদেশ
- বিহার
- পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র
Madhyamik Geography MCQ Online Mock Test Set-3|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৩ |
Q40. জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় –
- মন্থকূপ
- ফিয়র্ড
- প্রপাতকূপ
- পলল ব্যজনী
প্রপাতকূপ