দশম শ্রেণি ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test Set-4

Madhyamik Geography MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৪

দশম শ্রেণি ভূগোল মক টেস্ট (MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Geography MCQ Online Mock Test Set-4: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দশম শ্রেণি ভূগোল মক টেস্ট । এই মক টেস্টটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার Geography MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । Madhyamik Geography MCQ Online Mock Test Set-4– এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography MCQ Online Mock Test Set-4। তাই এই মাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

দশম শ্রেণি ভূগোল মক টেস্ট|Madhyamik Geography MCQ Online Mock Test Set-4

Q1.রোজউড গাছ জন্মায় –

  • চিরহরিৎ অরণ্যে
  • পর্ণমোচী অরণ্যে
  • সরলবর্গীয় অরণ্যে
  • ম্যানগ্রোভ অরণ্যে

চিরহরিৎ অরণ্যে

Q2. রেটুন প্রথা যে চাষের  সঙ্গে সম্পর্কিত –

  • কার্পাস
  • আখ
  • মিলেট
  • পাট

আখ

Q3. ভারতের প্রাচীনতম লৌহ-ইস্পাত কারখানাটি হল –

  • TISCO
  • IISCO
  • VSP
  • BSL

IISCO

Q4. জল প্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপটি হল –

  • মন্থকূপ
  • প্রপাতকূপ
  • ওয়াদী
  • প্লায়া

প্রপাতকূপ

Q5. উন্নয়নের জীবনরেখা বলা হয় –

  • সড়কপথকে
  • রেলপথকে
  • বিমানপথকে
  • জলপথকে

জলপথকে

Q6. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু –

  • 10 ডিগ্রী  চ্যানেল
  • নিকোবর দ্বীপ
  • ইন্দিরা পয়েন্ট
  • পক প্রণালী

ইন্দিরা পয়েন্ট

Q7. এশিয়ার বৃহত্তম লেগুন হল –

  • পুলিকট
  • কোলেরু
  • ভেম্বানাদ
  • চিল্কা

চিল্কা

Q8. গমের একটি উচ্চ ফলনশীল বীজ হল –

  • সোনালিকা
  • রত্না
  • জয়া
  • সুজাতা

সোনালিকা

Q9. ভারতের একটি স্থানীয় বায়ু হল –

  • মৌসুমি বায়ু
  • পশ্চিমি ঝঞ্ঝা
  • আশ্বিনের ঝড়
  • লু

লু

Q10. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল –

  • NH 2
  • NH 7
  • NH 44
  • NH 41

NH 44

Q11. ভারতে মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল –

  • জলসেচ
  • ঝুমচাষ
  • ফালিচাষ
  • পশুচারণ

ফালিচাষ

Q12. ভারতের নবীনতম রাজ্যটি হল –

  • উত্তরাখন্ড
  • তেলেঙ্গানা
  • ছত্তিসগড়
  • গোয়া

তেলেঙ্গানা

Q13. এল নিনোর প্রভাব দেখা যায় –

  • আটলান্টিক মহাসাগরে
  • প্রশান্ত মহাসাগরে
  • ভারত মহাসাগরে
  • সুমেরু মহাসাগরে

প্রশান্ত মহাসাগরে

Q14. মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর আপেক্ষে কত ডিগ্রি কোণ করে থাকে ?

  • 180
  • 360
  • 90
  • 120

90

Q15. ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ –

  • IRS
  • LANDSAT
  • SPOT
  • Station

IRS

Q16. শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল –

  • নিউফাউন্ডল্যান্ড উপকূল
  • গিনি উপকূল
  • ফ্লোরিডা উপকূল
  • পেরু উপকূল

নিউফাউন্ডল্যান্ড উপকূল

Q17. ভারতে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল –

  • ভাকরা -নাঙ্গাল
  • দামোদর
  • রিহান্দ
  • হিরাকুদ

ভাকরা -নাঙ্গাল

Q18. মিলিয়ন শিটে ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার –

  • 15′ × 15′
  • 30′ × 30′
  • 1° ×  1°
  • 4°× 4°

4°× 4°

Q19. সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় –

  • পূর্ণিমাতে
  • অমাবস্যায়
  • অষ্টমীতে
  • সপ্তমীতে

অমাবস্যায়

Q20. আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল-

  • স্প্রুস
  • জুনিপার
  • উইলো
  • পাইন

জুনিপার

Q21. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হল-

  • মিথেন
  • নাইট্রোজেন
  • অক্সিজেন
  • ক্লোরিন

মিথেন

Q22. শুস্ক অঞ্চলের গিরিখাতকে বলে –

  • ক্যানিয়ন
  • V আকৃতির উপত্যকা
  • মন্থকূপ
  • ধান্দ

ক্যানিয়ন

Q23.সমূদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ বা নিমজিত উপত্যকাকে বলা হয় –

  • ফিয়র্ড
  • হিমদ্রোণী
  • করি
  • ঝুলন্ত উপত্যকা

ফিয়র্ড

Q24. নগ্নীভবন  বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায় ?

  • অবরোহণ
  • আরোহণ
  • পর্যায়ন
  • সমতলীকরণ

অবরোহণ

Q25. সিকিম ও চুম্বি উপত্যকার মাঝে অবস্থিত গিরিপথটি হল-

  • বুর্জিলা
  • সিপকিলা
  • নাথুলা
  • জোজিলা

নাথুলা

Q26. বল উইভিল পোকার সংক্রমণ ঘটে –

  • পাট গাছে
  • তুলা গাছে
  • গম গাছে
  • চা গাছে

তুলা গাছে

Q27. ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় –

  • তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে
  • ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলকে
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে

Q28. একটি শিকড় আলগা শিল্প হল-

  • চা
  • কার্পাস
  • কাগজ
  • লৌহ –ইস্পাত শিল্প

কার্পাস

Q29. পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয় –

  • পিরামিড চূড়ার উপস্থিতিতে
  • ক্রেভাসের উপস্থিতিতে
  • রসে মতানের উপস্থিতিতে
  • এসকারের উপস্থিতিতে

ক্রেভাসের উপস্থিতিতে

Q30. ভারতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায় –

  • গ্রীষ্মকালে
  • শরৎকালে
  • বর্ষাকালে
  • শীতকালে

শীতকালে

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Geography MCQ Online Mock Test Set-4-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!