Madhyamik Geography MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট-৪ঃভূগোলের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBBSE Class 10- এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Madhyamik Geography MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৪
Q1.রোজউড গাছ জন্মায় –
- চিরহরিৎ অরণ্যে
- পর্ণমোচী অরণ্যে
- সরলবর্গীয় অরণ্যে
- ম্যানগ্রোভ অরণ্যে
চিরহরিৎ অরণ্যে
Q2. রেটুন প্রথা যে চাষের সঙ্গে সম্পর্কিত –
- কার্পাস
- আখ
- মিলেট
- পাট
আখ
Q3. ভারতের প্রাচীনতম লৌহ-ইস্পাত কারখানাটি হল –
- TISCO
- IISCO
- VSP
- BSL
IISCO
Madhyamik Geography MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৪ |
Q4. জল প্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপটি হল –
- মন্থকূপ
- প্রপাতকূপ
- ওয়াদী
- প্লায়া
প্রপাতকূপ
Q5. উন্নয়নের জীবনরেখা বলা হয় –
- সড়কপথকে
- রেলপথকে
- বিমানপথকে
- জলপথকে
জলপথকে
Q6. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু –
- 10 ডিগ্রী চ্যানেল
- নিকোবর দ্বীপ
- ইন্দিরা পয়েন্ট
- পক প্রণালী
ইন্দিরা পয়েন্ট
Madhyamik Geography MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৪ |
Q7. এশিয়ার বৃহত্তম লেগুন হল –
- পুলিকট
- কোলেরু
- ভেম্বানাদ
- চিল্কা
চিল্কা
Q8. গমের একটি উচ্চ ফলনশীল বীজ হল –
- সোনালিকা
- রত্না
- জয়া
- সুজাতা
সোনালিকা
Q9. ভারতের একটি স্থানীয় বায়ু হল –
- মৌসুমি বায়ু
- পশ্চিমি ঝঞ্ঝা
- আশ্বিনের ঝড়
- লু
লু
Q10. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল –
- NH 2
- NH 7
- NH 44
- NH 41
NH 44
Q11. ভারতে মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল –
- জলসেচ
- ঝুমচাষ
- ফালিচাষ
- পশুচারণ
ফালিচাষ
Q12. ভারতের নবীনতম রাজ্যটি হল –
- উত্তরাখন্ড
- তেলেঙ্গানা
- ছত্তিসগড়
- গোয়া
তেলেঙ্গানা
Q13. এল নিনোর প্রভাব দেখা যায় –
- আটলান্টিক মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- ভারত মহাসাগরে
- সুমেরু মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
Q14. মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর আপেক্ষে কত ডিগ্রি কোণ করে থাকে ?
- 180
- 360
- 90
- 120
90
Q15. ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ –
- IRS
- LANDSAT
- SPOT
- Station
IRS
Q16. শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল –
- নিউফাউন্ডল্যান্ড উপকূল
- গিনি উপকূল
- ফ্লোরিডা উপকূল
- পেরু উপকূল
নিউফাউন্ডল্যান্ড উপকূল
Q17. ভারতে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল –
- ভাকরা -নাঙ্গাল
- দামোদর
- রিহান্দ
- হিরাকুদ
ভাকরা -নাঙ্গাল
Q18. মিলিয়ন শিটে ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার –
- 15′ × 15′
- 30′ × 30′
- 1° × 1°
- 4°× 4°
4°× 4°
Q19. সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় –
- পূর্ণিমাতে
- অমাবস্যায়
- অষ্টমীতে
- সপ্তমীতে
অমাবস্যায়
Q20. আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল-
- স্প্রুস
- জুনিপার
- উইলো
- পাইন
জুনিপার
Q21. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হল-
- মিথেন
- নাইট্রোজেন
- অক্সিজেন
- ক্লোরিন
মিথেন
Q22. শুস্ক অঞ্চলের গিরিখাতকে বলে –
- ক্যানিয়ন
- V আকৃতির উপত্যকা
- মন্থকূপ
- ধান্দ
ক্যানিয়ন
Q23.সমূদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ বা নিমজিত উপত্যকাকে বলা হয় –
- ফিয়র্ড
- হিমদ্রোণী
- করি
- ঝুলন্ত উপত্যকা
ফিয়র্ড
Q24. নগ্নীভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায় ?
- অবরোহণ
- আরোহণ
- পর্যায়ন
- সমতলীকরণ
অবরোহণ
Q25. সিকিম ও চুম্বি উপত্যকার মাঝে অবস্থিত গিরিপথটি হল-
- বুর্জিলা
- সিপকিলা
- নাথুলা
- জোজিলা
নাথুলা
Q26. বল উইভিল পোকার সংক্রমণ ঘটে –
- পাট গাছে
- তুলা গাছে
- গম গাছে
- চা গাছে
তুলা গাছে
Q27. ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় –
- তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে
- ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলকে
- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
Q28. একটি শিকড় আলগা শিল্প হল-
- চা
- কার্পাস
- কাগজ
- লৌহ –ইস্পাত শিল্প
কার্পাস
Madhyamik Geography MCQ Online Mock Test Set-4|মাধ্যমিক ভূগোল MCQ অনলাইন মক টেস্ট সেট -৪ |
Q29. পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয় –
- পিরামিড চূড়ার উপস্থিতিতে
- ক্রেভাসের উপস্থিতিতে
- রসে মতানের উপস্থিতিতে
- এসকারের উপস্থিতিতে
ক্রেভাসের উপস্থিতিতে
Q30. ভারতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায় –
- গ্রীষ্মকালে
- শরৎকালে
- বর্ষাকালে
- শীতকালে
শীতকালে