আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Geography Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।’ভারত(প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে Madhyamik Geography Mock Test Chapter 5 -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রস্ন-উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেন ভূগোল অধ্যায় ৫ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography Mock Test Chapter 5। তাই এই ‘ভারত(প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik Geography Mock Test Chapter 5
Q1.ভারতের দীর্ঘতম রেলপথ-
- উত্তর রেলপথ
- দক্ষিণ রেলপথ
- পূর্ব রেলপথ
- পশ্চিম রেলপথ
উত্তর রেলপথ
Q2. কলকাতা মেট্রো রেলপথ চালু হয় –
- 1984 সালে
- 1985 সালে
- 1986 সালে
- 1987 সালে
1984 সালে
Q3. ভারতের আন্তর্জাতিক বিমান বন্দরের সংখ্যা –
- ১০ টি
- ১২ টি
- ২০ টি
- ৩৪ টি
৩৪ টি
Q4. মিটের গেজে দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব –
- ১.৬৮ মিটার
- ১ মিটার
- ০.৭৬ মিটার
- ০.৬১ মিটার
১.৬৮ মিটার
Q5. ব্রডগেজ রেলপথে দুটি রেললাইনের মধ্যে দূরত্ব হল-
- ১.৬৮ মিটার
- ১ মিটার
- ০.৭৬ মিটার
- ০.৬১ মিটার
১.৬৮ মিটার
Q6. দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর হল-
- কলকাতা
- হাওড়া
- পাটনা
- মালদা
কলকাতা
Q7. গ্র্যাঙ্ক ট্যাঙ্ক রোডটি কলকাতা থেকে বিস্তৃত –
- বারাণসী পর্যন্ত
- দিল্লি পর্যন্ত
- চেন্নাই পর্যন্ত
- মুম্বাই পর্যন্ত
দিল্লি পর্যন্ত
Q8. উত্তর -মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- গোরক্ষপুর
- হাজিপুর
- এলাহাবাদ
- কলকাতা
এলাহাবাদ
Q9. কৃত্রিম পোতাশ্রয়ের একটি উদাহরণ –
- মুম্বাই
- কোচি
- চেন্নাই
- বিশাখাপত্তনম
চেন্নাই
Q10. 2011 সালের জনসংখ্যার গণনা ভারতের –
- ১০ তম জনগণনা
- ১২ তম জনগণনা
- ১৪ তম জনগণনা
- ১৫ তম জনগণনা
১৫ তম জনগণনা
Q11. সর্বশেষ আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গ হল ভারতের –
- ১ম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
- ২ য় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
- ৩ য় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
- ৪ র্থ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
২ য় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
Q12. ভারতে প্রথম সুতাকল স্থাপিত হয় –
- মহারাষ্ট্রে
- পশ্চিমবঙ্গে
- গুজরাতে
- তামিলনাড়ুতে
পশ্চিমবঙ্গে
Q13. প্রথম কোন ইস্পাত কারখানাটি ভারত স্বাধীন হওয়ার পর স্থাপিত হয় ?
- দুর্গাপুর ইস্পাত কারখানা
- জামসেদপুর ইস্পাত কারখানা
- ভদ্রাবতী ইস্পাত কারখানা
- বার্ণপুর ইস্পাত কারখানা
দুর্গাপুর ইস্পাত কারখানা
Q14. উত্তর পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল –
- বঙ্গাইগাও
- ডিগবয়
- নাহারকাটিয়া
- হলদিয়া
বঙ্গাইগাও
Q15. কর্ণাটকে কোথায় বেশি কফি উৎপাদন হয় ?
- মহীশুর
- চিকমাগলুরে
- কোদাগুতে
- হাসানে
কোদাগুতে
Q16. গম হল একটি –
- রবি শস্য
- খারিফ শস্য
- জায়িদ শস্য
- পানীয় ফসল
রবি শস্য
Q17. চায়ের গবেষণাগার আছে –
- কর্ণাটকের চিকমাগলুরে
- পশ্চিমবঙ্গের দার্জিলিং -এ
- অসমের জোড়হাটে
- উত্তরপ্রদেশের লখনৌয়ে
অসমের জোড়হাটে
Q18. ম্যাকমোহন লাইনটি দেখা যায়
- জম্মু কাশ্মীরে
- রাজস্থানে
- সিকিমে
- অরুনাচল প্রদেশে
অরুনাচল প্রদেশে
Q19. ভারতের রাজ্যের পূনর্গঠনের মূল ভিত্তি ছিল –
- ভাষা
- ভূপ্রকৃতিগত সাদৃশ্য
- খাদ্যের সাদৃশ্য
- অর্থনৈতিক কাজের সাদৃশ্য
ভাষা
Q20. তিন বিঘা করিডোর আছে –
- পশ্চিমবঙ্গে
- অসমে
- বিহারে
- ত্রিপুরায়
পশ্চিমবঙ্গে
Q21. ভারতের পশ্চিমতম দ্রাঘিমা –
- ৬৮ ডিগ্রী ০৭ মিনিট পূর্ব
- ৬৮ ডিগ্রী ০৭ মিনিট পশ্চিম
- ৯৭ ডিগ্রী ২৫ মিনিট পূর্ব
- ৯৭ ডিগ্রী ২৫ মিনিট পশ্চিম
৯৭ ডিগ্রী ২৫ মিনিট পূর্ব
Q22. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় –
- 1956 সালে
- 1951 সালে
- 1954 সালে
- 1960 সালে
1956 সালে
Q23. ঝাড়খণ্ডের রাজধানীর নাম –
- হায়দ্রাবাদ
- রায়পুর
- দেরাদুন
- রাঁচি
রাঁচি
Q24. সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত তা হল –
- কারাকোরাম
- পিরপঞ্জাল
- জাস্কর
- কাশ্মীর
কারাকোরাম
Q25. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলে –
- রান
- ওয়াদি
- ধান্দ
- বাজাদা
ধান্দ
Q26. ভারতের সাতপুরা হল একধরনের –
- আগ্নেয় পর্বত
- ভঙ্গিল পর্বত
- ক্ষয়জাত পর্বত
- স্তুপ পর্বত
স্তুপ পর্বত
Q27. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম –
- হামাদা
- বাগার
- রোহি
- ধান্দ
হামাদা
Q28. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ –
- হ্যারিয়েট
- স্যাডেল পিক
- থুলিয়ের
- নিকোবর
স্যাডেল পিক
Q29. অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ –
- সান্দাকফু
- নামচা বারওয়া
- নাঙ্গা পর্বত
- কারাকোরাম
নামচা বারওয়া
Q30. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ –
- চিলকা
- ভেমবানাদ
- কোলেরু
- পুলিকট
চিলকা
Q31. মেঘালয়ের গার পাহাড় এক ধরনের –
- ক্ষয়জাত পর্বত
- ভঙ্গিল পর্বত
- স্তুপ পর্বত
- আগ্নেয় পর্বত
ক্ষয়জাত পর্বত
Q32. বাবাবুদান পাহাড় টি যে রাজ্যে অবস্থিত , তা হল-
- তেলেঙ্গানা
- অন্ধ্রপ্রদেশ
- কর্ণাটক
- কেরল
কর্ণাটক
Q33. ‘লা’ শব্দের অর্থ –
- নদী
- হিমবাহ
- গিরিপথ
- ঝরনা
গিরিপথ
Q34.ভারতের দক্ষিণতম পর্বত হল –
- নীলগিরি
- পালনি
- আনাইমালাই
- কার্ডামম
কার্ডামম
Q35. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম –
- মহাবালেশ্বর
- মহেন্দ্রগিরি
- অমরকন্টক
- দোদাবেতা
মহেন্দ্রগিরি
Q36. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে , তাকে বলে –
- খাদার
- ভাঙ্গার
- ভাবর
- বেট
ভাবর
Q37. ছোটোনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হল-
- রাজারাপ্পা
- সেভেন সিস্টারস
- যোগ
- ধুয়াধর
রাজারাপ্পা
Q38. লাক্ষাদ্বীপ একধরণের –
- আগ্নেয় দ্বীপ
- মহাদেশীয় দ্বীপ
- উপসাগরীয় দ্বীপ
- প্রবাল দ্বীপ
প্রবাল দ্বীপ
Q39. মালাবার উপকুলের বালিয়াড়িকে বলে –
- বারখান
- লোয়েস
- থেরিস
- পেনিপ্লেন
থেরিস
Q40. গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদটি হল –
- ভেমবানাদ
- পুলিকট
- কোলেরু
- চিলকা
কোলেরু
Q41. বিন্ধ্য পর্বত একটি –
- আগ্নেয় পর্বত
- ভঙ্গিল পর্বত
- স্তুপ পর্বত
- ক্ষয়জাত পর্বত
স্তুপ পর্বত
Q42. যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত রয়েছে তা হল –
- সুবর্ণরেখা
- দামোদর
- মহানদী
- তাপ্তী
সুবর্ণরেখা
Q43. ভারতের যে নদীর মোহোনায় কোনো বদ্বীপ নেই , তা হল-
- গোদাবরী
- গঙ্গা
- নর্মদা
- কৃষ্ণা
নর্মদা
Q44. ভারতের বৃহত্তম কয়াল হ্রদের উদাহরণ হল –
- অষ্টমুদি
- চিলকা
- কোলেরু
- ভেমবানাদ
ভেমবানাদ
Q45. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হল –
- কোলেরু
- উলার
- চিলকা
- ভেমবানাদ
চিলকা
Q46. সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হল –
- নর্মদা
- কৃষ্ণা
- গোদাবরী
- কাবেরী
নর্মদা
Q47. এল নিনোর আবির্ভাবে ভারতে সৃষ্টি হয় –
- বন্যা
- খরা
- উষ্ণ বায়ুপ্রবাহ
- শীতল বায়ুপ্রবাহ
খরা
Q48. ভারতের সবচেয়ে শুস্ক স্থান –
- বিকানের
- যোধপুর
- জয়পুর
- জয়সলমের
জয়সলমের
Q49. পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা পচে গিয়ে হিউমাস যুক্ত যে মাটি গঠিত হয় , তা হল-
- কালো
- ল্যাটেরাইট
- পডসল
- বগ মাটি
পডসল
Q50. মরু অঞ্চলের শুস্ক ও শুস্কপ্রায় মৃত্তিকাকে বলে –
- চারনোজেম
- পডসল
- সিরোজেম
- ল্যাটেরাইট
সিরোজেম
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Geography Mock Test Chapter 5 -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।