মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik Geography Mock Test Chapter 5

Madhyamik Geography Mock Test Chapter 5
মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Geography Chapter 5 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।’ভারত(প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের বাছাই করা 50 টি প্রশ্ন রয়েছে Madhyamik Geography Mock Test Chapter 5 -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রস্ন-উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেন ভূগোল অধ্যায় ৫ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Geography Mock Test Chapter 5। তাই এই ‘ভারত(প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,CHSL,CGL, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ভূগোল মক টেস্ট পঞ্চম অধ্যায়(MCQ প্রশ্ন উত্তর) |Madhyamik Geography Mock Test Chapter 5

Q1.ভারতের দীর্ঘতম রেলপথ-

  • উত্তর রেলপথ
  • দক্ষিণ রেলপথ
  • পূর্ব রেলপথ
  • পশ্চিম রেলপথ

উত্তর রেলপথ

Q2. কলকাতা মেট্রো রেলপথ চালু হয় –

  • 1984 সালে
  • 1985 সালে
  • 1986 সালে
  • 1987 সালে

1984 সালে

Q3. ভারতের আন্তর্জাতিক বিমান বন্দরের সংখ্যা –

  • ১০ টি
  • ১২ টি
  • ২০ টি
  • ৩৪ টি  

৩৪ টি  

Q4. মিটের গেজে দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব –

  • ১.৬৮ মিটার
  • ১ মিটার
  • ০.৭৬ মিটার
  • ০.৬১ মিটার

১.৬৮ মিটার

Q5. ব্রডগেজ রেলপথে দুটি রেললাইনের মধ্যে দূরত্ব হল-

  • ১.৬৮ মিটার
  • ১ মিটার
  • ০.৭৬ মিটার
  • ০.৬১ মিটার

১.৬৮ মিটার

Q6. দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর হল-

  • কলকাতা
  • হাওড়া
  • পাটনা
  • মালদা

কলকাতা

 Q7. গ্র্যাঙ্ক ট্যাঙ্ক রোডটি কলকাতা থেকে বিস্তৃত –

  • বারাণসী পর্যন্ত
  • দিল্লি পর্যন্ত
  • চেন্নাই পর্যন্ত
  • মুম্বাই পর্যন্ত

দিল্লি পর্যন্ত

Q8. উত্তর -মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

  • গোরক্ষপুর
  • হাজিপুর
  • এলাহাবাদ
  • কলকাতা

এলাহাবাদ

Q9. কৃত্রিম পোতাশ্রয়ের একটি উদাহরণ –

  • মুম্বাই
  • কোচি
  • চেন্নাই
  • বিশাখাপত্তনম

চেন্নাই

Q10. 2011 সালের জনসংখ্যার গণনা ভারতের –

  • ১০ তম জনগণনা
  • ১২ তম জনগণনা
  • ১৪ তম জনগণনা
  • ১৫ তম জনগণনা

১৫ তম জনগণনা

Q11. সর্বশেষ আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গ হল ভারতের –

  • ১ম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
  • ২ য় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
  • ৩ য় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য
  • ৪ র্থ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য

২ য় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য

Q12. ভারতে  প্রথম সুতাকল স্থাপিত হয় – 

  • মহারাষ্ট্রে
  • পশ্চিমবঙ্গে
  • গুজরাতে
  • তামিলনাড়ুতে

পশ্চিমবঙ্গে

Q13. প্রথম কোন ইস্পাত কারখানাটি ভারত স্বাধীন হওয়ার পর স্থাপিত হয় ?

  • দুর্গাপুর ইস্পাত কারখানা
  • জামসেদপুর ইস্পাত কারখানা
  • ভদ্রাবতী ইস্পাত কারখানা
  • বার্ণপুর ইস্পাত কারখানা

দুর্গাপুর ইস্পাত কারখানা

Q14. উত্তর পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল –

  • বঙ্গাইগাও
  • ডিগবয়
  • নাহারকাটিয়া
  • হলদিয়া  

বঙ্গাইগাও

Q15. কর্ণাটকে কোথায় বেশি কফি উৎপাদন হয় ?

  • মহীশুর
  • চিকমাগলুরে
  • কোদাগুতে
  • হাসানে

কোদাগুতে

Q16. গম হল একটি –

  • রবি শস্য
  • খারিফ শস্য
  • জায়িদ শস্য
  • পানীয় ফসল

রবি শস্য

Q17. চায়ের গবেষণাগার আছে –

  • কর্ণাটকের চিকমাগলুরে
  • পশ্চিমবঙ্গের দার্জিলিং -এ
  • অসমের জোড়হাটে
  • উত্তরপ্রদেশের লখনৌয়ে

অসমের জোড়হাটে

Q18. ম্যাকমোহন লাইনটি দেখা যায়

  • জম্মু কাশ্মীরে
  • রাজস্থানে
  • সিকিমে
  • অরুনাচল প্রদেশে

অরুনাচল প্রদেশে

Q19. ভারতের রাজ্যের পূনর্গঠনের  মূল ভিত্তি ছিল –

  • ভাষা
  • ভূপ্রকৃতিগত সাদৃশ্য
  • খাদ্যের সাদৃশ্য
  • অর্থনৈতিক কাজের সাদৃশ্য

ভাষা

Q20. তিন বিঘা করিডোর আছে –

  • পশ্চিমবঙ্গে
  • অসমে
  • বিহারে
  • ত্রিপুরায়

পশ্চিমবঙ্গে

Q21. ভারতের পশ্চিমতম দ্রাঘিমা –

  • ৬৮ ডিগ্রী ০৭ মিনিট পূর্ব
  • ৬৮ ডিগ্রী ০৭ মিনিট পশ্চিম 
  • ৯৭ ডিগ্রী ২৫ মিনিট পূর্ব
  • ৯৭ ডিগ্রী ২৫ মিনিট পশ্চিম

৯৭ ডিগ্রী ২৫ মিনিট পূর্ব

 Q22. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় –

  • 1956 সালে
  • 1951 সালে
  • 1954 সালে
  • 1960 সালে

1956 সালে

Q23. ঝাড়খণ্ডের রাজধানীর নাম –

  • হায়দ্রাবাদ
  • রায়পুর
  • দেরাদুন
  • রাঁচি

রাঁচি

Q24. সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত তা হল –

  • কারাকোরাম
  • পিরপঞ্জাল
  • জাস্কর
  • কাশ্মীর

কারাকোরাম

Q25. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলে –

  • রান
  • ওয়াদি
  • ধান্দ
  • বাজাদা

ধান্দ

Q26. ভারতের সাতপুরা হল একধরনের –

  • আগ্নেয় পর্বত
  • ভঙ্গিল পর্বত
  • ক্ষয়জাত পর্বত
  • স্তুপ পর্বত

স্তুপ পর্বত

 Q27. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম –

  • হামাদা
  • বাগার
  • রোহি
  • ধান্দ

হামাদা

Q28. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ –

  • হ্যারিয়েট
  • স্যাডেল পিক
  • থুলিয়ের
  • নিকোবর

স্যাডেল পিক

Q29. অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ –

  • সান্দাকফু
  • নামচা বারওয়া
  • নাঙ্গা পর্বত
  • কারাকোরাম

নামচা বারওয়া

Q30. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ –

  • চিলকা
  • ভেমবানাদ
  • কোলেরু
  • পুলিকট

চিলকা

 Q31. মেঘালয়ের গার পাহাড় এক ধরনের –

  • ক্ষয়জাত পর্বত
  • ভঙ্গিল পর্বত
  • স্তুপ পর্বত
  • আগ্নেয় পর্বত

ক্ষয়জাত পর্বত

Q32. বাবাবুদান পাহাড় টি যে রাজ্যে অবস্থিত , তা হল-

  • তেলেঙ্গানা
  • অন্ধ্রপ্রদেশ
  • কর্ণাটক
  • কেরল

কর্ণাটক

Q33. ‘লা’ শব্দের অর্থ –

  • নদী
  • হিমবাহ
  • গিরিপথ 
  • ঝরনা

গিরিপথ 

Q34.ভারতের দক্ষিণতম পর্বত হল –

  • নীলগিরি
  • পালনি
  • আনাইমালাই
  • কার্ডামম

কার্ডামম

Q35. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম –

  • মহাবালেশ্বর
  • মহেন্দ্রগিরি
  • অমরকন্টক
  • দোদাবেতা

মহেন্দ্রগিরি

 Q36. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে , তাকে বলে –

  • খাদার
  • ভাঙ্গার
  • ভাবর
  • বেট

ভাবর

 Q37. ছোটোনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হল-

  • রাজারাপ্পা 
  • সেভেন সিস্টারস
  • যোগ
  • ধুয়াধর  

রাজারাপ্পা 

Q38. লাক্ষাদ্বীপ একধরণের –

  • আগ্নেয় দ্বীপ
  • মহাদেশীয় দ্বীপ
  • উপসাগরীয় দ্বীপ
  • প্রবাল দ্বীপ  

প্রবাল দ্বীপ  

Q39. মালাবার উপকুলের বালিয়াড়িকে বলে –

  • বারখান
  • লোয়েস
  • থেরিস
  • পেনিপ্লেন

থেরিস

Q40. গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদটি হল –

  • ভেমবানাদ
  • পুলিকট
  • কোলেরু
  • চিলকা  

কোলেরু

Q41. বিন্ধ্য পর্বত একটি –

  • আগ্নেয় পর্বত
  • ভঙ্গিল পর্বত
  • স্তুপ পর্বত
  • ক্ষয়জাত পর্বত

স্তুপ পর্বত

 Q42. যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত রয়েছে তা হল –

  • সুবর্ণরেখা
  • দামোদর
  • মহানদী
  • তাপ্তী

সুবর্ণরেখা

Q43. ভারতের যে নদীর মোহোনায় কোনো বদ্বীপ নেই , তা হল-

  • গোদাবরী
  • গঙ্গা
  • নর্মদা
  • কৃষ্ণা

নর্মদা

Q44. ভারতের বৃহত্তম কয়াল হ্রদের উদাহরণ হল –

  • অষ্টমুদি
  • চিলকা
  • কোলেরু
  • ভেমবানাদ

ভেমবানাদ

Q45. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হল – 

  • কোলেরু
  • উলার
  • চিলকা
  • ভেমবানাদ

চিলকা

Q46. সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হল –

  • নর্মদা
  • কৃষ্ণা
  • গোদাবরী
  • কাবেরী

নর্মদা

 Q47. এল নিনোর আবির্ভাবে ভারতে সৃষ্টি হয় –

  • বন্যা
  • খরা
  • উষ্ণ বায়ুপ্রবাহ
  • শীতল বায়ুপ্রবাহ

খরা

Q48. ভারতের সবচেয়ে শুস্ক স্থান –

  • বিকানের
  • যোধপুর
  • জয়পুর 
  • জয়সলমের

জয়সলমের

Q49. পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা পচে গিয়ে হিউমাস যুক্ত যে মাটি গঠিত হয় , তা হল-

  • কালো
  • ল্যাটেরাইট
  • পডসল
  • বগ মাটি

পডসল

Q50. মরু অঞ্চলের শুস্ক ও শুস্কপ্রায় মৃত্তিকাকে বলে –

  • চারনোজেম
  • পডসল
  • সিরোজেম
  • ল্যাটেরাইট

সিরোজেম

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Madhyamik Geography Mock Test Chapter 5 -এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!