Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ 1 নম্বররে , SAQ 1 নম্বরের , 2 নম্বরের প্রশ্ন , 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন , 5 নম্বরের রড়ো প্রশ্ন )
Table of Contents
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
সঠিক উত্তর নির্বাচন করো(MCQ): (প্রশ্নমান-1)
১। পশ্চিম উপকূলে স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ –
- অভগ্ন উপকূল
- ভগ্ন উপকূল (উত্তর)
- অনুর্বর মৃত্তিকার উপস্থিতি
- হ্রদ ও উপহ্রদের আধিক্য
২। ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত-
- কটকে (উত্তর)
- দিল্লিতে
- গুরগাঁওতে
- কলকাতাতে
৩। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
- মহারাষ্ট্র (উত্তর)
- বিহার
- উত্তরপ্রদেশ
- পশ্চিমবঙ্গ
৪। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –
- পশ্চিমবঙ্গ
- উত্তরপ্রদেশ
- পাঞ্জাব (উত্তর)
- অন্ধপ্রদেশ
৫। কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –
- অন্ধ্রপ্রদেশ
- কেরালা
- তামিলনাড়ু
- কর্ণাটক (উত্তর)
৬। একটি জায়িদ ফসলের উদাহরণ –
- বাদাম
- আউশ ধান (উত্তর)
- গম
- বোরো ধান
৭। ভারতে চা-এর গবেষণাগার আছে –
- কর্ণাটকের চিকমাগালুরে
- পশ্চিমবঙ্গের দার্জিলিঙে
- অসমের জোড়হাটে (উত্তর)
- উত্তরপ্রদেশের লখনউতে
৮। গম হল একটি –
- রবি শস্য (উত্তর)
- খারিফ শস্য
- জায়িদ শস্য
- পানীয় ফসল
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৯। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত –
- জোড়হাটে
- বেঙ্গালুরুতে
- চিকমাগালুরে (উত্তর)
- কোয়েম্বাটোরে
১০। ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হল-
- পাট শিল্প (উত্তর)
- জাহাজ নির্মাণ শিল্প
- ইঞ্জিনিয়ারিং শিল্প
- পেট্রোরসায়ন শিল্প
১১। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত –
- জুনপুটে
- কলকাতায়
- শঙ্করপুরে
- হলদিয়ায় (উত্তর)
১২। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে –
- সালেমে (উত্তর)
- জামশেদপুরে
- দুর্গাপুরে
- ভিলাইয়ে
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
১৩। লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-
- আকরিক লৌহ
- কয়লা
- ম্যাঙ্গানিজ
- সবগুলিই প্রযোজ্য (উত্তর)
১৪। পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে-
- তারাপুর
- থানে
- ট্রম্বে (উত্তর)
- হলদিয়া-তে
১৫। ‘উদীয়মান শিল্প’ বলা হয় কোন্ শিল্পকে? –
- লৌহ-ইস্পাত শিল্পকে
- কার্পাসবয়ন শিল্পকে
- পাট শিল্পকে
- পেট্রোরসায়ন শিল্পকে (উত্তর)
১৬। শিকড় আলগা শিল্প হল –
- চা
- কার্পাস (উত্তর)
- কাগজ
- লৌহ-ইস্পাত
১৭। ভারতের রূঢ় বলা হয়-
- জামশেদপুরকে
- দুর্গাপুরকে (উত্তর)
- ভিলাইকে
- বোকারোকে
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১৮। ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়-
- আমেদাবাদকে (উত্তর)
- কোয়েম্বাটোরকে
- কানপুরকে
- মুম্বাইকে
১৯। কোন্ শহরকে ‘ভারতের ডেট্রয়েট’ বলা হয়? –
- কোয়েম্বাটোরকে
- হায়দরাবাদকে
- চেন্নাইকে (উত্তর)
- বেঙ্গালুরুকে
২০। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল-
- 4000
- 5000 (উত্তর)
- 6000
- 7000
২১। ভারতের জনঘনত্ব –
- 1,102 জন প্রতি বর্গকিমিতে
- 382 জন প্রতি বর্গকিমিতে (উত্তর)
- 1,029 জন প্রতি বর্গকিমিতে
- 348 জন প্রতি বর্গকিমিতে
২২। মহানগরের ন্যূনতম লোকসংখ্যা হল-
- 1 লক্ষের বেশি
- 10 হাজার
- 5 হাজার
- 10 লক্ষের বেশি (উত্তর)
২৩। ভারতের সবচেয়ে জনবহুল শহর হল –
- কলকাতা
- চেন্নাই
- মুম্বাই (উত্তর)
- বেঙ্গালুরু
২৪। পশ্চিমবঙ্গের –
- জলপাইগুড়ি
- শিলিগুড়ি (উত্তর)
- কোচবিহার
- কলকাতা শহরকে ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ বলা হয়।
২৫। ভারতে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হল –
- বিশাখাপত্তনম (উত্তর)
- চেন্নাই
- কলকাতা
- পারাদ্বীপ
২৬।ভারতের প্রথম ‘স্মার্ট সিটি’ হিসেবে মনোনীত হয়েছে-
- দিল্লি (উত্তর)
- পুদুচেরি
- হায়দরাবাদ
- কলকাতা
২৭। ভারতের বৃহত্তম বন্দর শহর হল-
- হলদিয়া
- চেন্নাই
- কলকাতা
- মুম্বাই (উত্তর)
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
২৮। ভারতের ব্যস্ততম সড়কপথটি হল –
- NH-1
- NH-2 (উত্তর)
- NH-7
- NH-8
২৯। ‘উন্নয়নের জীবনরেখা’ নামে পরিচিত-
- সড়কপথ
- রেলপথ
- জলপথ (উত্তর)
- আকাশপথ
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩০। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে-
- পূর্ব-পশ্চিম করিডর
- সোনালি চতুর্ভুজ
- উত্তর-দক্ষিণ করিডর (উত্তর)
- উত্তর-মধ্য করিডর
৩১। কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?-
- মুম্বাই ও চেন্নাই
- বারাণসী ও কন্যাকুমারী (উত্তর)
- শিলচর ও সুরাট
- দিল্লি ও কলকাতা
৩২. ভারতে স্বাধীনতার পূর্বে –
- রৌরকেল্লায়
- ভিলাই-এ
- বোকারোতে
- জামসেদপুরে (উত্তর)
লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল ।
৩৩. কোনো পৌর এলাকার নূন্যতম জনসংখ্যা হল-
- 5000 জন (উত্তর)
- 7000 জন
- 10000 জন
- 50000 জন
৩৪. বর্তমানে ভারতের মেগাসিটি হল-
- 2 টি
- 3 টি
- 4 টি
- 8 টি (উত্তর)
অতিসংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নঃ (প্রশ্নমান-1)
দুই এক কথায় উত্তর দাওঃ
১। কোন ফসলকে ‘সোনালি তন্তু’ বলে?
২। ভারতের কোন্ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?
৩। ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো।
৪। ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম লেখো।
৫। ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?
৬। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
৭। ভারতে উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাতকেন্দ্র কোনটি?
৮। ভারতের একটি সরকারি ও একটি বেসরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
৯। পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
১০। একটি কৃষিভিত্তিক ও বনজভিত্তিক শিল্পের উদারহণ দাও।
১১। SAIL-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
১২। ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলা হয়?
১৩। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত হয়েছিল?
১৪। ভারতে মহানগরের সংখ্যা কয়টি?
১৫। ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি?
১৬। ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?
১৭। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
১৮। ‘কোন শহরকে ‘ভারতের প্রবেশদ্বার’ বলা হয়?
১৯। ভারতের পশ্চিম উপকূলে তিনটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো।
২০। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।
২১। ভারতের কোন শহরে প্রথম পাতালরেলের যাত্রা শুরু হয়?
২২। ভারতের বৃহত্তম বন্দরের নাম লেখো।
২৩। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?
শূন্যস্থান পূরণ করোঃ
১। গম উৎপাদনে ভারতের _________ রাজ্য প্রথম স্থান অধিকার করে।
২। ___________-এ ভারতের কার্পাস গবেষণাগারটি অবস্থিত।
৩। কার্পাস গাছ আক্রমণকারী কীট হল ___________।
৪। ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়টি ___________ অবস্থিত।
৫। ____________-কে ‘সোনালি পানীয়’ বলে।
৬। ____________শহরকে ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়।
৭। নিকৃষ্ট শ্রেণির ক্ষুদ্রাকৃতি দানাশস্যকে একসঙ্গে ___________বলে।
৮। ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা ____________।
৯। ভারতের ‘তথ্যপ্রযুক্তির রাজধানী’ বলে ___________ নগরকে।
১০। ভারতের _______ রাজ্যের নারী-পুরুষের অনুপাত সবচেয়ে বেশি।
১১। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে স্বাক্ষরতার হার _____________%।
১২। ভারতীয় রেলের সদর দপ্তর ___________ -এ অবস্থিত।
১৩। ভারতের প্রথম রেললাইন চালু হয় মুম্বাই থেকে_______ পর্যন্ত।
১৪। ____________বিমানবন্দরকে ‘স্বামী বিবেকানন্দ বিমানব নামকরণ করা হয়েছে।
১৫। জামনগর ____________ শিল্পের জন্য বিখ্যাত ।
১৬। কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণে ওজনের দ্রব্য
সত্য বা মিথ্যা নির্ধারণ করোঃ
১৭। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত।
১৮। অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য।
১৯। শুষ্ক ও উয় আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ।
২০। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।
২১। পাট একটি বাগিচা ফসল।
২২। রবার একটি বাগিচা ফসল।
২৩। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটকে অবস্থিত।
২৪। পুসাতে কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
২৫। পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ অ্যাখ্যা দেওয়া হয়।
২৬। BPO (Business Process Outsourcing) কথাটি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত।
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
২৭। । ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প।
২৮। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি চেন্নাইতে অবস্থিত।
২৯। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর।
৩০। ভারতের উচ্চতম সড়ক সেতু খারদুংলা।
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাওঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
১. ভারতের 29তম রাজ্য | ক. বিশাখাপত্তনম |
২. প্রাচ্যের নন্দন কানন | খ. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক |
৩. নাগার্জুন সাগর পরিকল্পনা | গ. কেরালায় |
৪. ইক্ষু গবেষণাগার | ঘ. পেরাম্বুর |
৫. রত্না ও সুজাতা | ঙ. গুড়্গাঁও |
৬. লোহ আকরিক রপ্তানিকারক | চ. মৃত্তিকা ক্ষয় |
৭. বিশুদ্ধ কাঁচামাল | ছ. বন সংরক্ষণ |
৮. রেলের বগি নির্মাণ | ক. রাজস্থান |
৯. বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র | জ. কফি গবেষণা কেন্দ্র |
১০. ঝুমচাষ | ঝ. লখনৌ |
১১. চিপকো আন্দোলন | ঞ. জামশেদপুর |
১২. চিকমাগালুর | ট. ডিজেল রেল ইঞ্জিন |
১৩. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার | ঠ. তুলা |
১৪. বঙ্গাইগাও | ড. তেলেঙ্গানা |
১৫. TISCO | ঢ. মার্মাগাঁও |
১৬. বারাণসী | ণ. উচ্চ ফলনশীল ধান |
১৭. VSL | ত.চেন্নাই |
১৮. ট্রম্বে | থ. পেট্রো কেমিক্যাল |
১৯. 1000 পুরুষ প্রতি নারীর সংখ্যার হার বেশি | দ. কাণপুর |
২০. NH-47A | ধ.পেট্রো রাসায়নিক শিল্প |
২১. BMW | ন. কাশ্মীর উপত্যকা |
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ (প্রশ্নমান-2)
১। ধাপ চাষের সংজ্ঞা দাও।
২। লোহিত মৃত্তিকায় সৃষ্ট দুটি ফসলের নাম লেখো।
৩। লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন্ কোন্ অঞ্চলে দেখা যায় ?
৪। টীকা লেখো: মৃত্তিকা সংরক্ষণ।
৫। মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
৬। সামাজিক বনসৃজন বলতে কী বোঝো?
৭। সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
৮। কৃষি বনসৃজন কাকে বলে ?
৯। খারিফ শস্য কাকে বলে ?
১০। জায়িদ শস্য বলতে কী বোঝো ?
১১। তন্তু ফসল কাকে বলে ?
১২। টাকা লেখো: বাগিচা কৃষি।
১৩। উদাহরণসহ অর্থকরী ফসলের সংজ্ঞা দাও।
১৪। জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো ?
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১৫। ভারতে শীতকালে গম চাষ হয় কেন ?
১৬। ‘মিলেট’ বলতে কী বোঝো?
১৭। ধাপ চাষের গুরুত্ব কী?
১৮। ঝুম চাষ কাকে বলে?
১৯। টাকা লেখো: সংকর ইস্পাত শিল্প।
২০। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো?
২১। টীকা লেখো: SAIL।
২২। ভারতের তিনটি রাজ্যে অবস্থিত একটি করে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো।
২৩। অনুসারী শিল্প কী?
২৪। টাকা লেখো: ইঞ্জিনিয়ারিং শিল্প।
২৫। পেট্রোরসায়ন শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্যগুলি কী কী?
২৬। ভারতে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রগুলির বেশিরভাগই বন্দরের কাছে গড়ে উঠেছে কেন?
২৭। তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
২৮। শহর বলতে কী বোঝো ?
২৯। নগরায়ণ কাকে বলে ?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩০। জনবিস্ফোরণ কী ?
৩১। মেগাসিটি কী ?
৩২। মহানগর’ কাকে বলে ?
৩৩। ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?
৩৪। ‘সোনালি চতুর্ভুজ’ কাকে বলে ?
৩৫। বন্দরের পশ্চাদভূমি কাকে বলে ?
৩৬। ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো।
৩৭। উত্তর-দক্ষিণ করিডর কী ?
৩৮। ঝুম চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে ?
৩৯। ফালি চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব ?
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নঃ (প্রশ্নমান-3)
১। খারিফ শস্য ও রবিশস্যের পার্থক্য লেখো।
২। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো।
৩। উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন?’
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৪। ভারতে চা চাষের সমস্যাগুলি কী কী?
৫। সবুজ বিপ্লব বলতে কী বোঝো?
৬। সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৭। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।
৮। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো।
৯। দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে লেখো।
১০। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো।
১১। টীকা লেখো: TISCO।
১২। টীকা লেখো: পেট্রোরসায়ন শিল্পগুচ্ছ।
১৩। আমেদাবাদকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে কেন? আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি কী কী ?
১৪। ভারতে কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা সংক্ষেপে লেখো।
১৫। টীকা লেখো: জনঘনত্ব।
১৬। গাঙ্গেয় সমভূমির জনঘনত্ব অত্যধিক কেন? অনুরূপ প্রশ্ন: পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন ?
১৭। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো ?
১৮। পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো।
রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান – 5)
১। ভারতে চা-চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো।’
২। কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। অথবা, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৩। কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৪। ভারতে ইক্ষুচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫। ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো।
৬। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন ?
৭। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৮। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো।
৯। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো।
Madhyamik Geography Suggestion Chapter 6 || মাধ্যমিক ভূগোল সাজেশন ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ’ || WBBSE Class 10 Geography Chapter 6 Question Answer || মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
১০। গুজরাটের শিল্পোন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
১১। ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী?
১২। ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১৩। ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো।
১৪। ভারতের আর্থ-সামাজিক উন্নতিতে পরিবহণ ব্যবস্থার গুরুত্বগুলি উল্লেখ করো।
১৫। ভারতীয় রেলব্যবস্থা যাত্রী ও পণ্য পরিবহণে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা ব্যাখ্যা করো।
১৬। ভারতের বড়ো শহর বা নগরগুলি দ্রুত নগরায়ণের কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে?
মানচিত্র চিহ্নিতকরণঃ
ভারতের কৃষি:
১। প্রধান কফি উৎপাদক অঞ্চল
২। বৃহত্তম চা উৎপাদক রাজ্য
৩। উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল
৪। দক্ষিণ ভারতের তুলা উৎপাদক অঞ্চল
৫। পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল
৬। পশ্চিম ভারতের তুলা উৎপাদক অঞ্চল
৭। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল’
৮। প্রধান গম উৎপাদক অঞ্চল
৯। দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল
১০। পশ্চিম ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
ভারতের শিল্প:
১। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
২। পূর্ব ভারতের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
৩। ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
৪। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
৫। একটি রেলইঞ্জিন নির্মাণকেন্দ্র
৬। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৭। আমেদাবাদ
৮। উত্তর ভারতের মোটরগাড়ি নির্মাণকেন্দ্র
৯। মুম্বাই হাই
১০। পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
১১। ভারতের পূর্ব উপকূলের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র
১২। ভারতের সিলিকন ভ্যালি
১৩। দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার
১৪। ভারতের রূঢ় অঞ্চল
ভারতের জনসংখ্যা:
১। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল
২। পূর্ব ভারতের একটি মহানগর
৩। পশ্চিম উপকূলের একটি মহানগর
৪। উত্তর ভারতের বৃহত্তম মহানগর
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৫। ভারতের একটি সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল
৬। উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর
ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা:
১। নভসেবা বন্দর
২। কান্ডালা বন্দর
৩। মার্মাগাঁও বন্দর
৪। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৫। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৬। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
৭। কোচি বন্দর
৮। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর
৯। পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।