Madhyamik Geography Suggestion Chapter 1|| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ||WBBSE Class 10 Madhyamik Geography Chapter 1 Question Answer
Table of Contents
Madhyamik Geography Suggestion Chapter 1|| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ||WBBSE Class 10 Madhyamik Geography Chapter 1 Question Answer
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রশ্নমান-১)
১। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে-
- বহির্জাত প্রক্রিয়া (উত্তর)
- অন্তর্জাত প্রক্রিয়া
- গিরিজনি আলোড়ন
- মহিভাবক আলোড়ন
২। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –
- পর্যায়ন (উত্তর)
- পুঞ্জিত ক্ষয়
- ক্ষয়ীভবন
- নগ্নীভবন
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে –
- আরোহণ (উত্তর)
- অবরোহণ
- আবহবিকার
- নগ্নীভবন প্রক্রিয়া
৪। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে –
- আবহবিকার
- পর্যায়ন প্রক্রিয়া
- অন্তর্জাত প্রক্রিয়া
- পুঞ্জক্ষয় প্রক্রিয়া (উত্তর)
৫। বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল-
- সূর্য (উত্তর)
- নদী
- বায়ু
- হিমবাহ
৬। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল-
- স্বাভাবিক বাঁধ
- এসকার
- সিফ্ বালিয়াড়ি
- জলপ্রপাত (উত্তর)
৭। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল-
- গিরিখাত
- রসে মতানে
- বালিয়াড়ি (উত্তর)
- গৌর
৮। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল-
- অগ্ন্যুদ্গম
- আরোহণ (উত্তর)
- সঞ্চয়কার্য
- অবরোহণ
৯। নীচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়, সেটি হল-
- আবহবিকার
- নগ্নীভবন
- অগ্ন্যুদ্গম (উত্তর)
- পুঞ্জিত ক্ষয়
১০। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহনক্ষমতা বাড়ে –
- 7 গুণ
- 2 গুণ
- 6 গুণ
- 64 গুণ (উত্তর)
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১১। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল
- ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি (উত্তর)
- সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ
- জোয়ারভাটা ও বানডাকা
- সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা
১২। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় –
- ক্যানিয়ন (উত্তর)
- ‘V’ আকৃতির উপত্যকা
- মন্থকূপ
- ধান্দ
১৩। নদীর নিক্ পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়-
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ
- প্লাবনভূমি
- জলপ্রপাত (উত্তর)
- পলল শঙ্কু
১৪। ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ার প্রধান কারণ হল-
- নদীর নিম্নক্ষয় (উত্তর)
- ভূমির খাড়া ঢাল
- বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
- নদীর পার্শ্বক্ষয়
১৫। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়-
- পুল
- বিন্দুবার (উত্তর)
- প্লাঞ্জপুল
- কাসকেড
Madhyamik Geography Suggestion Chapter 1|| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ||WBBSE Class 10 Madhyamik Geography Chapter 1 Question Answer
১৬। প্রশস্ত নদী মোহানাকে বলে-
- বদ্বীপ
- খাঁড়ি (উত্তর)
- প্লাবনভূমি
- ক্যানিয়ন
১৭। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল-
- সাগরদ্বীপ
- ইলহা-দ্য-মারাজো (উত্তর)
- মাজুলি
- লাক্ষাদ্বীপ
১৮ । দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে-
- জলবিভাজিকা (উত্তর)
- নদীমঞ্চ
- স্বাভাবিক বাঁধ
- দোয়াব
১৯। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে-
- নিলনদের মোহানায়
- হোয়াংহোর মোহানায়
- সিন্ধুনদের মোহানায়
- মিসিসিপি-মিসৌরির মোহানায় (উত্তর)
২০। পলল শঙ্কু –
- পর্বতের উচ্চভাগে
- পর্বতের পাদদেশে (উত্তর)
- বদ্বীপ অঞ্চলে
- উপকূল অঞ্চলে দেখা যায়
২১। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- দ্রবণ ক্ষয় (উত্তর)
২২। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ –
- মিসিসিপি বদ্বীপ
- গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ (উত্তর)
- সিন্ধু বদ্বীপ
- নিলনদের বদ্বীপ
২৩। যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয়, তাকে বলে-
- অবঘর্ষ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয় (উত্তর)
২৪। ঠিক জোড়াটি নির্বাচন করো-
- নদীর অধিক নিম্নক্ষয়- প্লাবনভূমি
- নদীর অধিক পার্থক্ষয়- গিরিখাত
- নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান- জলপ্রপাত (উত্তর)
- নদীর উচ্চগতিতে অয়ির্ক ক্ষয়কাজ – বদ্বীপ
২৫। যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হল-
- অবার্য
- অপসারণ (উত্তর)
- ঘর্ষণ
- দ্রবণ
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
২৬। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল-
- কৈটল
- রসে মতানে (উত্তর)
- এসকার
- কেটল হ্রদ
২৭। ‘ডিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত –
- ফ্রান্সে
- সুইজারল্যান্ডে (উত্তর)
- ভারতে
- নেপালে
২৮। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল –
- ফিয়ার্ড
- বার্গযুন্ড (উত্তর)
- করি
- এরিটি
২৯। ঠিক জোড়াটি নির্বাচন করো-
- শৃঙ্খলিত শৈলশিরা-নদীর সঞ্চয়কাজ
- এরিটি-হিমবাহের সঞ্চয়কাজ
- অপসারণ গর্ত-বায়ুর সঞ্চয়কাজ
- বালিয়াড়ি-বায়ুর সঞ্চয়কাজ (উত্তর)
৩০। পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়-
- পিরামিড চূড়ার উপস্থিতিতে
- ক্রেভাসের উপস্থিতিতে (উত্তর)
- রসে মতানের উপস্থিতিতে
- এসকারের উপস্থিতিতে
৩১। গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকুলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল –
- নদী
- বায়ু
- হিমবাহ (উত্তর)
- জলধারা ও বায়ুর মিলিত কার্য
৩২। ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল-
- রুপাল
- সিয়াচেন
- হিসপার
- জেমু (উত্তর)
৩৩। হিমবাহ সৃষ্ট হ্রদ হল –
- করি হ্রদ
- প্লায়া হ্রদ
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ
- উপহ্রদ
৩৪। পৃথিবীর দ্রুততম হিমবাহ –
- ল্যামবার্ট
- মালাসপিনা
- জ্যাকোবসাভোঁ (উত্তর)
- কোয়ারেক
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩৫। ‘Basket of egg topography’ গঠন করে-
- এসকার
- গ্রাবরেখা
- ড্রামলিন (উত্তর)
- বহিঃবিধৌত সমভূমি
৩৬। সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয় –
- ফিয়র্ড (উত্তর)
- হিমদ্রোণী
- করি
- ঝুলন্ত উপত্যকা
৩৭। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল-
- হুবার্ড
- কোয়ারেক
- মালাসপিনা
- ল্যামবার্ট (উত্তর)
৩৮। হিমরেখার উচ্চতা সবথেকে কম হয়-
- নিরক্ষীয়
- নাতিশীতোয়
- উপক্রান্তীয়
- মেরু অঞ্চলে (উত্তর)
৩৯ । মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে-
- পিরামিড চূড়া
- হিমশৈল
- নুনাটাকস (উত্তর)
- হিমদ্রোণী
৪০। ‘ফিয়ার্ডের দেশ’ বলা হয়-
- রাশিয়া
- নরওয়ে (উত্তর)
- ফিনল্যান্ড
- সুইডেন-কে
৪১। ভারতের দীর্ঘতম হিমবাহ হল-
- গঙ্গোত্রী
- সিয়াচেন (উত্তর)
- জেমু
- বলটারো হিমবাহ
৪২। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল-
- সম্বর
- পুষ্কর
- কাতারা (উত্তর)
- প্লায়া
৪৩। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান’ বহির্জাত শক্তি হল-
- বায়ু (উত্তর)
- নদী
- হিমবাহ
- কোনোটিই নয়
৪৪। মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় –
- ইয়ার্দাং,
- জিউগেন
- বালিয়াড়ি
- ইনসেলবার্জ রূপে (উত্তর)
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৪৫। ইয়ার্দাং-
- নদীর
- বায়ুর (উত্তর)
- সমুদ্রতরঙ্গের
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ
৪৬। মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল-
- প্লায়া
- হামাদা
- মরুদ্যান
- ওয়াদি (উত্তর)
৪৭। শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে –
- ওয়াদি
- বাজাদা
- প্লায়া (উত্তর)
- পেডিমেন্ট
৪৮। চলমান বালিয়াড়িকে বলে-
- শট্স
- ওয়াদি
- ধ্রিয়ান (উত্তর)
- প্লায়া
৪৯। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল-
- ওয়াদি (উত্তর)
- গারা
- বালিয়াড়ি
- ইনসেলবার্জ
৫০। প্রেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে-
- মোনাডঙ্ক
- ইনসেলবার্জ (উত্তর)
- প্রিয়ান
- হামার
৫১। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে-
- বালিয়াড়ি
- হামাদা
- ব্রিয়ান
- লোয়েস (উত্তর)
৫২ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে-
- শট্স (উত্তর)
- বোলসন
- ধান্দ
- তাল
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
দু-এক কথায় উত্তর দাও : (প্রশ্নমান-১)
১। নদীবাঁকের কোনদিকে ক্ষয় বেশি ঘটে?
২। পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কী?
৩। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?
৪। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি?
৫। নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়?
৬। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উন্নায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?
৭। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৮। সার্ক বা করিকে নরওয়েতে কী বলে?
৯। প্রান্ত গ্রাবরেখা কী?
১০। মেরু অঞ্চলে কোন্ উচ্চতায় হিমরেখা দেখা যায়?
১১। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো।
১২। ইনসেলবার্জ গোলাকার ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে?
১৩। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
১৪। প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত পলল সমভূমি কী নামে পরিচিত?
শূন্যস্থান পূরণ করো:(প্রশ্নমান-১)
১। আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে _________ বলা হয় ।
২। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _________ বলে।
৩। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে _________বলে।
৪। __________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক ‘মিয়েন্ডার’ নামে পরিচিত।।
৫। ব্রহ্মপুত্র নদেই সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ____________।
৬। নিলনদের বদ্বীপ__________আকৃতির।
৭। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল_____________ ।
৮। হিমবাহপৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ________ বলে।
৯। এসকার হিমবাহের __________ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।
১০। দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে _________ বলে।
১১। ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে __________ সৃষ্টি হয়।
১২। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ______বলে।
১৩। মরু অঞ্চলে বায়ুর _________কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
১৪। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি _______নামে পরিচিত।
১৫। ‘লোয়েস’ শব্দের অর্থ হল __________ ।
১৬। ভারতে শীতল মরুভূমির উদাহরণ ___________।
১৭ । ভারতের মরু গবেষণা কেন্দ্র _________এ অবস্থিত।
১৮। রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলি ________ নামে পরিচিত।
নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো:(প্রশ্নমান-১)
১। পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল সমভূমি বহিঃবিধৌত সমভূমি ।
২। নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ।
৩। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
৪। ক্যানিয়ন’ ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে ।
৫। নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৬। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়।
৭। মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ।
৮। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে।
৯। মহাদেশীয় হিমবাহে বার্গস্রুন্ড দেখা যায়।
১০। হিমশৈলের ১/৯ অংশ জলের ওপর জেগে থাকে।
১১। ঝুলন্ত উপত্যকার প্রান্তবিন্দু সর্বদা নিবিন্দু হিসেবে গণ্য করা হয়।
১২। হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়।
১৩। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে।
১৪। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে।
১৫। বারখান বালিয়াড়ি থেকে সিস্ বালিয়াড়ির সৃষ্টি হয়।
Madhyamik Geography Suggestion Chapter 1|| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ||WBBSE Class 10 Madhyamik Geography Chapter 1 Question Answer
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ): (প্রশ্নমান-২)
১। পর্যায়নের সংজ্ঞা দাও।
২। নগ্নীভবন কাকে বলে?
৩। ধারণ অববাহিকা কী?
৪। ষষ্ঠঘাতের সূত্র’ কী?
৫। টীকা লেখো: জলপ্রপাত
৬। প্রপাতকূপ কাকে বলে?
৭। টীকা লেখো: মন্ত্রকূপ
৮। টীকা লেখো: গিরিখাত
৯। টীকা লেখো: প্লাবনভূমি
১০। টীকা লেখো: স্বাভাবিক বাঁধ
১১। পলল শঙ্কু কী?
১২। টীকা লেখো: নদীবাঁক
১৩। টীকা লেখো: পলল ব্যজনী
১৪। টীকা লেখো: বদ্বীপ
১৫। পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়?’
১৬। হিমরেখা কাকে বলে?
১৭। টীকা লেখো: হিমপ্রাচীর
১৮। পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো?
১৯। বার্গস্রুন্ড কাকে বলে?
২০। ক্রেভাস কী?
২১। টীকা লেখো: ঝুলন্ত উপত্যকা
২২। টার্ন / করি হ্রদ কী?
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
২৩। ফিয়র্ড কী?
২৪। ‘ডিমের ঝুড়ি’ বলতে কী বোঝো?
২৫। মোরেন বা গ্রাবরেখা বলতে কী বোঝো?
২৬। টীকা লেখো: ইয়ার্দাং।
২৭। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়?
২৮। মরূদ্যান কাকে বলে?
২৯। বালিয়াড়ি কী?
৩০। সিফ্ বালিয়াড়ি কী?
৩১। টীকা লেখো: ‘বারখান’
৩১। টীকা লেখো: ‘বারখান’
৩২। ওয়াদি কী?
৩৩। ধ্রিয়ান কাকে বলে?
৩৪। টীকা লেখো: পেডিমেন্ট
৩৫। বাজাদা কাকে বলে?
৩৬। তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-৩)
১। নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।
২। জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কী কী?
৩। পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়?
৪। ক্যাটারাক্ট ও কাসকেডের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
৫। নদীর মোহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।
৬। হিমবাহ উপত্যকার আকৃতি ‘U’ -এর মতো হয় কেন?
৭। ঝুলন্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয়?
৮। টীকা লেখো: হিমদ্রোণী
৯। টীকা লেখো: করি ও অ্যারেৎ
১০। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?
Madhyamik Geography Suggestion Chapter 1|| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ||WBBSE Class 10 Madhyamik Geography Chapter 1 Question Answer
১১। রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো।
১২। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য উল্লেখ করো।
১৩। গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয়?!
১৪। হিমরেখা সর্বত্র ও সর্বকাল স্থায়ী হয় না কেন?
১৫। জিউগেন ও ইয়ার্দাং-এর পার্থক্য লেখো।
১৬। মরূদ্যান কীভাবে সৃষ্টি হয়?
১৭। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো ।
অথবা, অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।
১৮। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো।
রচনাধর্মী প্রশ্ন: (প্রশ্নমান-৫)
১। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।
২। প্লাবন ও বদ্বীপ সমভূমির উৎপত্তি উদাহরণসহ ব্যাখ্যা করো।
৩। নদীর মধ্যগতিতে সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো।
৪। চিত্রসহ নদীর সঞ্চয়কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
৫। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
৬। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত যে-কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৭। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো।
৮। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
৯। বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো।
১০। শুস্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।