[বারিমন্ডল]Madhyamik Geography Chapter 3 Suggestion || মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়ের সাজেশন || WBBSE Class 10 Geography Suggestion Chapter 3 || বারিমন্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
Table of Contents
[বারিমন্ডল]Madhyamik Geography Chapter 3 Suggestion || মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়ের সাজেশন || WBBSE Class 10 Geography Suggestion Chapter 3 || বারিমন্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রতিটি প্রশ্নের মান-১)
1. সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে –
- বায়ুপ্রবাহ (উত্তর)
- মগ্নচড়া
- পৃথিবীর পরিক্রমণ
- সবকটিই প্রযোজ্য
2. ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে-
- উত্তর নিরক্ষীয় স্রোত
- দক্ষিণ নিরক্ষীয় স্রোত (উত্তর)
- উপসাগরীয় স্রোত
- নিরক্ষীয় প্রতিস্রোত থেকে
3. শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়-
- প্রশান্ত (উত্তর)
- ভারত
- কুমেরু
- আটলান্টিক মহাসাগরে
4. গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত-
- আটলান্টিক (উত্তর)
- প্রশান্ত
- ভারত
- সুমেরু মহাসাগরে
5. এ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া-
- ডগার্স ব্যাংক
- রকফল ব্যাংক
- গ্র্যান্ড ব্যাংক (উত্তর)
- সেবল ব্যাংক
6. উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে-
- হিমপ্রাচীর (উত্তর)
- হিমশৈল
- হিমানী সম্প্রপাত
- হিমগুল্ম
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
7. একটি শীতল স্রোত হল-
- ব্রাজিল স্রোত
- বাহামা স্রোত
- পশ্চিম অস্ট্রেলীয় স্রোত (উত্তর)
- বেঙ্গুয়েলা স্রোত
8. মৌসুমি বায়ুর প্রভাবে-
- প্রশান্ত
- আটলান্টিক
- সুমেরু
- ভারত মহাসাগর-এর সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয়। (উত্তর)
9. শৈবাল সাগর সৃষ্টি হয়েছে-
- আটলান্টিক মহাসাগর (উত্তর)
- ভারত মহাসাগর
- সুমেরু মহাসাগর
- কুমেরু মহাসাগর-এ
10. ‘অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়-
- পরিচলন স্রোত রূপে
- বহিঃস্রোত রুপে
- অন্তঃস্রোত রূপে (উত্তর)
- মধ্যম স্রোত রূপে
11. বেঙ্গুয়েলা স্রোত হল আফ্রিকার পশ্চিমে উপকূল বরাবর প্রবাহিত –
- ঊর্ধ্বগামী শীতল স্রোত (উত্তর)
- নিম্নমুখী উষ্ণ স্রোত
- নিম্নগামী শীতল স্রোত
- ঊর্ধ্বমুখী উষ্ণ স্রোত
১২। কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে? –
- কুরোশিয়ো স্রোত
- উত্তর আটলান্টিক স্রোত (উত্তর)
- উষ্ণ উপসাগরীয় স্রোত
- উত্তর নিরক্ষীয় স্রোত
12. শীতল ল্যাব্রাডর স্রোত এবং উয় উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল –
- নিউ ফাউন্ডল্যান্ড উপকূল (উত্তর)
- গিনি উপকূল
- ফ্লোরিডা উপকূল
- পেরু উপকূল
13. জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়-
- দু ঘণ্টা
- ছয় ঘণ্টা (উত্তর)
- চার ঘণ্টা
- আট ঘণ্টা
14. মরা কোটাল হয়-
- পূর্ণিমা তিথিতে
- অমাবস্যা তিথিতে
- শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে (উত্তর)
- পঞ্চমী তিথিতে
15. নদীতে বানডাকা হয়।
- (ক) ভরা কোটাল (উত্তর)
- (খ) মরা কোটাল,
- (গ) গৌণ জোয়ার,
- (ঘ) পূর্ণিমার সময়
16. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল-
- 6 ঘণ্টা 13 মিনিট
- 12 ঘণ্টা 26 মিনিট
- 24 ঘণ্টা 52 মিনিট (উত্তর)
- 12 ঘণ্টা 30 মিনিট
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
17. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে-
- ভরা কোটাল
- মরা কোটাল
- পেরিজি জোয়ার (উত্তর)
- অ্যাপোজি জোয়ার
18. দুটি মুখা ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল-
- 12 ঘণ্টা
- 12 ঘণ্টা 26 মিনিট (উত্তর)
- 24 ঘণ্টা
- 24 ঘন্টা 52 মিনিট
19. বানডাকা দেখা যায় –
- হুগলি নদীতে (উত্তর)
- দামোদর নদীতে
- তিস্তা নদীতে
- মহানন্দা নদীতে
20. মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে –
- 80°
- 360°
- 90° (উত্তর)
- 120°
21. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে-
- সিজিগি
- পেরিজি
- অ্যাপোজি (উত্তর)
- অপসুর
22. ভরা কোটাল যে তিথিতে হয়, তা হল-
- অষ্টমী
- দশমী
- পঞ্চমী
- পূর্ণিমা (উত্তর)
23. প্রতিযোগ অবস্থানের সময় থাকে –
- অমাবস্যা
- পূর্ণিমা (উত্তর)
- অষ্টমী
- পঞ্চমী তিথি
[বারিমন্ডল]Madhyamik Geography Chapter 3 Suggestion || মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায়ের সাজেশন || WBBSE Class 10 Geography Suggestion Chapter 3 || বারিমন্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান – ১)
দু-এক কথায় উত্তর দাও:
1. ক্রান্তীয় সমুদ্রে কোন্ ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?
2. সমুদ্রস্রোতের চক্রগতিকে কী বলে?
3. উষ্ণ স্রোতের অপর নাম কী?
4. শীতল স্রোতের অপর নাম কী?
5. সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী?
6. পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রস্রোত কোনটি?
7. বেশি উষ্ণতার জল সমুদ্রে কোন্ স্রোতরূপে প্রবাহিত হয়?
8. হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
শূন্যস্থান পূরণ করো:
1. সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ____________ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
2. ___________স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়।
3. সমুদ্রজলে ভাসমান বরফের স্তূপকে_________বলে।
4. উত্তর নিরক্ষীয় স্রোত __________ আয়ন বায়ুর দ্বারা প্রবাহিত হয়।
5. বেঙ্গুয়েলা স্রোত_____________মহাসাগরে প্রবাহিত হয়।
6. হিমশৈলের ____________ভাগ সমুদ্রের জলের ওপরে থাকে।
7. পৃথিবীর _____________বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
8. মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার______________স্থানে গৌণ জোয়ার হয়।
নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো:
1. শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়।
2. হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়।
3. বেরিং স্রোত একটি উয় স্রোত।
4. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ।
5. গ্র্যান্ড ব্যাংক স্থানটি বাণিজ্যিক মৎস্যচাষের জন্য বিখ্যাত।
6. শৈবাল সাগর স্রোতহীন।
7. নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে।
8. সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
9. চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে____________বলে।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান – ২)
1. সমুদ্রস্রোত কাকে বলে?
2. শৈবাল সাগর কী?
3. ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন্ কোন্ বাতাস দ্বারা প্রভাবিত হয়?
4. মৌসুমি স্রোত কাকে বলে?
5. হিমপ্রাচীর কাকে বলে?
6. জায়র কী?
7. সমুদ্রতরঙ্গ কাকে বলে?
8. মগ্নচড়ার গুরুত্ব কী?
9. হিমশৈল বলতে কী বোঝো?
10. বানডাকা কাকে বলে?
11. মুখ্য জোয়ার কাকে বলে?
12. অ্যাপোজি জোয়ার কাকে বলে?
13. পেরিজি জোয়ার কাকে বলে?
14. সিজিগি কী?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান – ৩)
1. সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্য লেখো।
2. নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন?
3. মগ্নচড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত হয় কেন?
4. উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো।
5. পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন?
6. প্রতিদিন একই সময়ে জোয়ারভাটা হয় না কেন?
7. ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন?
8. নদীতে বান আসার তিনটি কারণ লেখো।
9. ভরা কোটাল ও মরা কোটাল-এর চিত্রসহ পার্থক্য নিরূপণ করো।
10. চান্দ্র জোয়ারের প্রাবল্য সৌর জোয়ার অপেক্ষা তীব্রতর কেন?
11. টাকা লেখো: গৌণ জোয়ার।
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান – ৫)
1. পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
2. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
3. চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
4. দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘণ্টা 52 মিনিটের সময়ের পার্থক্য হওয়ার কারণ কী?
5. ‘মুখ্য জোয়ার’ ও ‘গৌণ জোয়ার’ কীভাবে ঘটে ব্যাখ্যা করো।
6. জোয়ারভাটার ফলাফল বর্ণনা দাও।
৭. পৃথিবী , চাঁদ ও সূর্যের অবস্থান কীভাবে জোয়ারভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।