মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর |Madhyamik History Chapter 3 Question Answer

Madhyamik History Chapter 3 Question Answer

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik History Chapter 3 Question Answer। দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ ‘প্রতিরোধ ও বিদ্রোহঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১৫ থেকে ২০ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে থাকে, বড় প্রশ্ন 8 নম্বরের , 4 নম্বরের প্রশ্ন ,2 নম্বরের প্রশ্ন , MCQ এবং SAQ প্রশ্ন । দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন 8 নম্বরের , 2 নম্বরের প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন এবং MCQ , SAQ  -এই সকল প্রকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই পোস্টে । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে ইতিহাসে খুব ভালো রেজাল্ট করতে পারা যাবে ।  

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন Madhyamik History Chapter 3 Question Answer । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  ।

এই পোস্টে প্রদত্ত প্রশ্ন উত্তরের পাশাপশি প্রতিরোধ ও বিদ্রোহঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ ) প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।   

মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik History Chapter 3 Question Answer

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান ১)

1.1. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন –
(ক) ভবানী পাঠক
(খ) জোয়া ভগত
(গ) বিরসা মুন্ডা
(ঘ) বিদ্যাধর মহাপাত্র
উত্তরঃ (ক) ভবানী পাঠক
1.2. ভারতে প্রথম নীলকর ছিলেন –
(ক) জেমস মিল
(খ) জোনাথন ডানকান
(গ) লুই বোনার্ড
(ঘ) আলেকজান্ডার ডাফ
উত্তরঃ (গ) লুই বোনার্ড
1.3. বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন –
(ক) দুদু মিঞা
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমির
(ঘ) বিরসা মুন্ডা
উত্তরঃ (গ) তিতুমির
1.4. ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন –
(ক) রানি রাসমণি
(খ) রানি দুর্গাবাঈ
(গ) রানি শিরোমণি
(ঘ) রানি তারাবাঈ
উত্তরঃ (গ) রানি শিরোমণি
1.5.  সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল –
(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
1.6. রংপুর বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) নুরুলউদ্দিন
(খ) শিউরাম
(গ) মজনু শাহ
(ঘ) ফকির করিম শাহ
উত্তরঃ (ক) নুরুলউদ্দিন
1.7. ‘বাংলার নানাসাহেব’ বলা হত –
(ক) রামরতন মল্লিককে
(খ) তিতুমিরকে
(গ) বিরসা মুন্ডাকে
(ঘ) দুদু মিঞাকে
উত্তরঃ (ক) রামরতন মল্লিককে
1.8.  ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কথাটির অর্থ হল-
(ক) হজরত মহম্মদ নির্দেশিত পথ
(খ) ইসলামের জয়
(গ) কোরান নির্দেশিত পথ
(ঘ) ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য
উত্তরঃ (ক) হজরত মহম্মদ নির্দেশিত পথ
1.9.  ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ হল –
(ক) জমিদারদের জমি
(খ) খাস জমি
(গ) অতিরিক্ত খাজনাযুক্ত জমি
(ঘ) পাহাড়ের প্রান্তদেশ
উত্তরঃ (ঘ) পাহাড়ের প্রান্তদেশ
1.10. বাঁশের কেল্লা ধ্বংস হয় –
(ক) লর্ড আমহার্স্টের আদেশে
(খ) লর্ড বেন্টিঙ্কের আদেশে
(গ) লর্ড ডালহৌসির আদেশে
(ঘ) লর্ড লিটনের আদেশে
উত্তরঃ (খ) লর্ড বেন্টিঙ্কের আদেশে
1.11.  দুর্জন সিং কোন্ বিদ্রোহের নেতা ছিলেন? –
(ক) রংপুর বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) নীল বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ-এর
উত্তরঃ (খ) চুয়াড় বিদ্রোহ
1.12.  নীল বিদ্রোহ শুরু হয় –
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
1.13. নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম হল –
(ক) সংবাদ প্রভাকর
(খ) হিন্দু প্যাট্রিয়ট
(গ) সর্বশুভকরী
(ঘ) অমৃতবাজার পত্রিকা
উত্তরঃ (খ) হিন্দু প্যাট্রিয়ট
1.14. বিরসা মুন্ডা মারা যান –
(ক) ম্যালেরিয়া রোগে
(খ) কলেরা রোগে
(গ) বসন্ত রোগে
(ঘ) নিউমোনিয়া রোগে
উত্তরঃ (খ) কলেরা রোগে
1.15. ‘দাদন’ কথার অর্থ –
(ক) অগ্রিম অর্থ নেওয়া
(খ) গাট্টা পেওয়া
(গ) ধার শোধ করা
(ঘ) নেগার খাটা
উত্তরঃ (ক) অগ্রিম অর্থ নেওয়া
1.16. ‘জমি আল্লাহর দান’ বলেছিলেন –
(ক) তিতুমির
(খ) গোলাম মাসুম
(গ) শরিয়ৎ উল্লার
(ঘ) দুদু মিঞা
উত্তরঃ (ঘ) দুদু মিঞা
1.17. The Santal Insurrection of 1855-57 গ্রন্থটি লিখেছিলেন –
(ক) ধীরেন্দ্রনাথ যাচ্ছে
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) কালীকিংকর দত্ত
(ঘ) অরূপ
উত্তরঃ (গ) কালীকিংকর দত্ত
1.18.  কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয়েছিল –
(ফ) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটোনাগপুরে
(ঘ) রাঁচিতে
উত্তরঃ (গ) ছোটোনাগপুরে
1.19.  ঈশানচন্দ্র রায় কোন্ বিদ্রোহে নেতৃত্ব দেন? –
(ক) নীল বিদ্রোহে
(খ) সাঁওতাল বিদ্রোহে
(গ) রংপুর বিদ্রোহে
(ঘ) পাবনা বিদ্রোহে
উত্তরঃ (ঘ) পাবনা বিদ্রোহে
1.20.  সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহে
(গ) সাঁওতাল বিদ্রোহে
(ঘ) মুন্ডা বিদ্রোহে
উত্তরঃ (খ) কোল বিদ্রোহে
1.21. ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত –
(ক) কোল বিদ্রোহে
(খ) ভিল বিদ্রোহে
(গ) পাবনা বিদ্রোহে
(ঘ) রংপুর বিদ্রোহে
উত্তরঃ (ঘ) রংপুর বিদ্রোহে
1.22. পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল –
(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
1.23. খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হল – 
(ক) সাঁওতাল
(খ) মুন্ডা
(গ) কোল
(ঘ) ভিল
উত্তরঃ (খ) মুন্ডা
1.24.  সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন্ উপন্যাসে? –
(ক) সৌদামিনী
(খ) কমলাকান্তের দপ্তর
(গ) পথের দাবী
(ঘ) আনন্দমঠ
উত্তরঃ (ঘ) আনন্দমঠ
1.25. পাগলপন্থী আদর্শের প্রবর্তক ছিলেন –
(ক) মহম্মদ মহসিন
(খ) শরিয়তউল্লাহ
(গ) করিম শাহ
(ঘ) তিতুমির
উত্তরঃ (গ) করিম শাহ
1.26.  বালাকোটের যুদ্ধ হয়েছিল –
(ক) ১৭৩১ খ্রিস্টাব্দে
(খ) ১৭১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৩১ খ্রিস্টাব্দে
1.27. ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠিত হয় –
(ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে
1.28. ‘দার-উল-হারব’ কথার অর্থ হল –
(ক) ইসলামের দেশ
(খ) শান্তির দেশ
(গ) শত্রুর দেশ
(ঘ) মহাজনের এলাকা
উত্তরঃ (গ) শত্রুর দেশ
1.29. ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় ।
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
1.30. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
(ক) দুটি স্তরে
(গ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(গ) পাঁচটি স্তরে।
উত্তরঃ (গ) তিনটি স্তরে

প্রতিরোধ ও বিদ্রোহঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

1.31. ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড়ো অংশ ছিলেন –
(ক) শ্রমিক
(খ) আদিবাসী
(গ) দলিত
(গ) কৃষক
উত্তরঃ (গ) কৃষক
1.32. প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি –
(ক) সামন্ততান্ত্রিক বিদ্রোহ
(খ) ধর্মীয় বিদ্রোহ
(গ) কৃষক বিদ্রোহ
(ঘ) শ্রমিক বিদ্রোহ
উত্তরঃ (গ) কৃষক বিদ্রোহ
1.33. তিতুমিরের প্রকৃত নাম ছিল –
(ক) চিরাগ আলি
(খ) হায়দার আলি
(গ) মির নিশার আলি
(ঘ) তোরাপ আলি
উত্তরঃ (গ) মির নিশার আলি
1.34. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন –
(ক) রানি কর্ণাবতী
(খ) রানি শিরোমণি
(গ) দেবী চৌধুরানি
(ঘ) রানি দুর্গাবতী
উত্তরঃ (গ) দেবী চৌধুরানি
1.35. ‘ফুল’ শব্দটি দিয়ে বোঝানো হয় –
(ক) মুন্ডা বিদ্রোহকে
(খ) সাঁওতাল বিদ্রোহকে
(গ) কোল বিদ্রোহকে
(গ) চুয়াড় বিদ্রোহকে ।
উত্তরঃ (খ) সাঁওতাল বিদ্রোহকে
1.36.  আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে –
(ক) ছোটোনাগপুর অঞ্চলে
(খ) দুমকা অঞ্চলে
(গ) জঙ্গলমহল অঞ্চলে
(ঘ) রাঁচি-চক্রধরপুর অঞ্চলে
উত্তরঃ (গ) জঙ্গলমহল অঞ্চলে
1.38. ব্রিটিশরা ‘চোর-ডাকাত’-এর তকমা দিয়েছিল –
(ক) চুয়াড় বিদ্রোহীদের
(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের
(গ) মুন্ডা বিদ্রোহীদের
(ঘ) বারাসত বিদ্রোহীদের
উত্তরঃ (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের
1.39. মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন –
(ক) রাজমাতা বিনন্দন
(খ) রানি দুর্গাবতী
(গ) রানি শিরোমণি
(ঘ) রানি লক্ষ্মীবাঈ
উত্তরঃ (গ) রানি শিরোমণি
1.40. ‘খুৎকাঠি’ প্রথা হল –  
(ক) খাসজমির মালিকানা
(খ) জমিদারি প্রথা
(গ) জমির যৌথ মালিকানা
(ঘ) বেগার প্রথা
উত্তরঃ (গ) জমির যৌথ মালিকানা
1.41. মুন্ডাদের কাছে ‘ভগবান’ রূপে আখ্যায়িত হন –
(ক) বিরসা মুন্ডা
(খ) সুই মুন্ডা
(গ) সিধু
(ঘ) বীর সিং
উত্তরঃ  (ক) বিরসা মুন্ডা
1.42. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা হলেন –
(ক) দেবী সিংহ
(খ) জোয়া ভগত
(গ) চিরাগ আলি
(ঘ) বিদ্যাধর মহাপাত্র
উত্তরঃ (গ) চিরাগ আলি
1.43. দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল –
(ক) আদিবাসী সম্প্রদায়
(খ) ব্রিটিশ সরকার
(গ) ব্যবসায়ী শ্রেণি
(ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণি উভয়েই
উত্তরঃ (খ) ব্রিটিশ সরকার
1.44. ‘হুল’ কথাটির অর্থ হল –
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) অস্ত্র
(ঘ) বিদ্রোহ
উত্তরঃ  (ঘ) বিদ্রোহ
1.45. সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল ? – (i) ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া স্বরূপ, (ii) বহিরাগতদের শোষণের জন্য, (iii) ধর্মান্তরিত করার জন্য, (iv) রেলপথের সম্প্রসারণের জন্য –
(ক)i ঠিক
(খ) i, ii ঠিক
(গ) i, ii, iii ঠিক
(ঘ) সবকটি ঠিক
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক

প্রতিরোধ ও বিদ্রোহঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :  (প্রতিটি প্রশ্নের মান 1 )

2.1.  তিতুমিরের অনুগামীরা কী নামে পরিচিত ছিল ?
উত্তরঃ তিতুমিরের অনুগামীরা হেদায়েতী নামে পরিচিত ছিল ।
2.2. ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী ?
উত্তরঃ ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিকা – ই – মহম্মদীয়া ।
2.3. ‘পাইক’ কাদের বলা হত ?
উত্তরঃ চুয়াড়রা মূলত মেদিনীপুর ,বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গলমহল বনাঞ্চলের অধিবাসী ।কৃষিকাজ ও পশুশিকারের পাশাপাশি এরা স্থানীয় জমিদারদের অধীনে সৈনিক বা পাইক –এর কাজ করত বলে , এদের ‘পাইক’ বলা হয় ।
2.4. উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল ?
উত্তরঃ উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক অরণ্য আইন , ইংরেজ কোম্পানির অত্যাধিক হারে রাজস্ব আদায় এবং কৃষকদের দিয়ে বল্পূর্বক বাণিজ্যিক ফসল যেমন নীল,তুলো,আফিম -এর উৎপাদন ।
2.5. ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয় ।
উত্তরঃ ১৯০৮ সালে ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় ।
2.6. ‘ধরতি আবা’ বা ‘সিং বোস্তা’ নামে কে পরিচিত এবং তাঁর উপাস্য দেবতার নাম কী ?
 উত্তরঃ ‘ধরতি আবা’ বা ‘সিং বোস্তা’ নামে কে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা । উপাস্য দেবতা সূর্য ।
2.7. বেগারি প্রথা কী ?
উত্তরঃ বেগারি প্রথা হল জমিদার , মহাজন ও ঠিকাদারদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রম দিতে বাধ্য করার ঘটনা ।
2.8. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো ।
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম সিধু ।
2.9. দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ কবে শুরু হয় ?
উত্তরঃ দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ ১৭৯৮ থেকে ১৭৯৯ খ্রিষ্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছিল ।
2.10. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ?
উত্তরঃ হাজি শরিয়তউল্লাহ  হলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক ।
2.11. তিতুমির কোথায় বাঁশের কেন্দ্রা বানিয়েছিলেন ?
উত্তরঃ বারাসতের নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিল ।
2.12. ওয়াহাবি কথার অর্থ কী ?
উত্তরঃ নবজাগরণ ।
2.13. চুয়াড় কারা ।
উত্তরঃ জঙ্গলমহলের আদি অধিবাসীদের ইংরেজরা বা ইংরেজ সমর্থকেরা চুয়াড় বলে অভিহিত করত ।
2.14. কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয় ?
উত্তরঃ ১৮৬০ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় ।
2.15. মুন্ডা বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো ।
উত্তরঃ মুন্ডা বিদ্রোহের একজন নেতা হলেন বিরসা মুন্ডা  । 
2.16. সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো ।
উত্তরঃ ১৮৫৫ -১৮৫৬ -এই সময়ে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল ।
2.17. মুন্ডা বিদ্রোহের সময়কাল উল্লেখ করো ।  
উত্তরঃ ১৮৯৯ -১৯০০-এই সময়ে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল ।
2.18. ওয়াহাবি আন্দোলনের সময়কাল উল্লেখ করো ।
উত্তরঃ ১৮২০ -১৮৮৫-এই সময়ে ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছিল ।
2.19. রানি শিরোমণি কে ছিলেন ?
উত্তরঃ মেদিনিপুরের চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন রানি রাসমনী ।
2.20. দুদু মিঞার আসল নাম কী ?
উত্তরঃ দুদু মিঞার আসল নাম মহম্মদ মহসীন ।
2.21. ‘দিকু’ কাদের বলা হত ?
উত্তরঃ সাঁওতালদের এলাকার বাইরের থেকে আসা মানুষদের সাঁওতালরা দিকু বলে ডাকত ।
2.22. নীল বিদ্রোহ কোন্ অঞ্চলে প্রসার লাভ করেছিল ?
উত্তরঃ নীল বিদ্রোহ নদীয়া জেলার চৌগাছা অঞ্চলে শুরু হয়ে ক্রমে মালদহ , মুর্শিদাবাদ , পাবনা , ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে ।
2.23. কোন্ অঞ্চলকে জঙ্গলমহল’ বলা হয় ?
উত্তরঃ বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর , বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত অংশকে জঙ্গলমহল বলা হয় ।
2.24. কোম্পানির শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ?
উত্তরঃ চুয়াড় বিদ্রোহ ।
2.25. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল ?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা জেলার নারকেলবেড়িয়া গ্রাম ছিল বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি ।
2.26. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তরঃ কোল বিদ্রোহের দুজন নেতা হলেন- বুদ্ধু ভগত এবং জোয়া ভগত । 
2.27. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তরঃ ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমদ ।
2.28. ‘উলগুলান’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ ‘উলগুলান’ বলতে বোঝায় বড় আন্দোলন ।
2.29. ভগনাডিহিতে কোন্ বিদ্রোহের সূচনা হয়েছিল ?
উত্তরঃ ভগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ।
2.30. ফরাজি আন্দোলনের একজন নেতৃত্বের নাম লেখো ।
উত্তরঃ ফরাজী আন্দোলনের একজন নেতার নাম মহম্মদ মহসীন ।
2.31. নীল বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো ।
উত্তরঃ দিগম্বর বিশ্বাস হলেন নীল বিদ্রোহের একজন নেতা ।
2.32. নীল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো ।
উত্তরঃ ১৮৫৯ -১৮৬০
2.33. সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন্ কোন্ অঞ্চলে হয়েছিল ?
উত্তরঃ ১৮৫৫ সালের ৩০ জুন ভগনাডিহির মাঠ থেকে শুরু করে এই বিদ্রোহ মেদিনীপুর , বীরভূম , রাঁচি , হাজারিবাগ , ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে ।
2.34. ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো ।
উত্তরঃ সৈয়দ আহমদ এবং মির নিশার আলি বা তিতুমির ।

মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (দু-তিনটি বাক্যে)(প্রতিটি প্রশ্নের মান-২)

3.1. ‘বিপ্লব’ বলতে কী বোঝায় ?
3.2.  নীল কমিশন কী উদ্দেশ্যে এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
3.3. ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল?
3.4. বারাসত বিদ্রোহ’ কী?’
3.5. তিন কাঠিয়া প্রথা’ কী ?
3.6. দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো।
3.7. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল ?
3.8.  কোন্ কোন্ পত্রিকায় নীলচাষিদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনি প্রকাশিত হয়?
3.9.  ঔপনিবেশিক বাংলায় ধর্মের ছত্রছায়ায় সংঘটিত দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো।
3.10.  জমিদার কৃষ্ণদেব রায় কেন তিতুমিরের শত্রু হয়ে ওঠেন?  
3.11.  নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।
3.12.  ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কী?
3.13. .  খুৎকাঠি প্রথা কী ?
3.14. পাগলপন্থী কাদের বলা হয়।
3.15.  নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?
3.16.  কোল বিদ্রোহের দুটি কারণ লেখো।
3.17.  ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো।
3.18. বিদ্রোহ কাকে বলে?
3.19. তিতুমির কে ছিলেন এবং তিনি কাদের বিরুদ্ধে কীভাবে সংগ্রাম করেন?
3.20. ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
3.21.  টীকা লেখো চুয়াড় বিদ্রোহ ।

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন

4. বিশ্লেষণধর্মী প্রশ্ন : (সাত-আটটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান-৪)

4.1. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো ।
4.2. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রেক্ষাপট বা কারণগুলি আলোচনা করো ।
4.3. টীকা লেখো : সাঁওতাল বিদ্রোহ ।
4.4. তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
4.5. টীকা লেখো : ফরাজি আন্দোলন ।
4.6. নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ?
4.7. বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা করো ।
4.8. ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়? এই আন্দোলনের দুজন নেতার নাম লেখো। এই আন্দোলন কি শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল ?
4.9. ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?
4.10. নীল বিদ্রোহের ফলাফল লেখো ।
4.11. বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব—এই তিনটি ধারণার পার্থক্যগুলি একটি করে উদাহরণসহ ব্যাখ্যা করো  ।

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন

দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন

5. রচনাধর্মী প্রশ্ন : (পনেরো-ষোলোটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান-৮ )

5.1. সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কী? এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো।
5.2. মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
অথবা, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
5.3. বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের অবদান আলোচনা করো। অথবা, তিতুমিরের আন্দোলনের চরিত্র আলোচনা করো।
5.4. ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো।
5.5. ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। উনিশ শতকে চুয়াড় বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল ?

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন

Leave a Comment

error: Content is protected !!