JEXPO Online Mock Test in Bengali Set-1

JEXPO Online Mock Test in Bengali|জেক্সপো MCQ প্রশ্ন-উত্তর|JEXPO Online MCQ Practice Set

JEXPO Online Mock Test in Bengali Set-1|জেক্সপো MCQ প্রশ্ন-উত্তর|JEXPO Online MCQ Practice Set-WB JEXPO (Joint Entrance Examination for Polytechnics West Bengal) পরীক্ষার জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হয়েছে অনলাইন মক টেস্ট । এই মক টেস্টগুলো সম্পূর্ণ জেক্সপো পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । এই মক টেস্টে Math ,Physics, Chemistry ,Reasoning or Aptitude এবং English –এর ওপর মোট 70 টি MCQ প্রশ্ন রয়েছে । ফাইনাল পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নিতে পারো এই মক টেস্টের মাধ্যমে । আশাকরি আমরা এই মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের অনেকটাই সাহায্য করতে পারব । এই মক টেস্টের বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাও । 

JEXPO Online Mock Test in Bengali|জেক্সপো MCQ প্রশ্ন-উত্তর|JEXPO Online MCQ Practice Set

Q1. কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান; কিন্তু কুকুর যে সময়ে 4 লাফ দেয় খরগোশ সেই সময়ে 5 লাফ দেয়। কুকুর ও খরগোশের দ্রুতির অনুপাত হয় –

  • 15:16
  • 16:15
  • 8:5
  • 5:8

16:15

Q2. কমলালেবুর মূল্য 15% হ্রাস পাওয়ায় ৷ টাকায় পূর্বাপেক্ষা 3 টি কমলালেবু বেশি পাওয়া যায়। কমলালেবুর বর্তমান মূল্য হয় –

  • 1 টাকায় 17 টি
  • 1 টাকায় 15 টি
  • 1 টাকায় 20 টি
  • 1 টাকায় 25 টি

1 টাকায় 20 টি

Q3. একটি পরীক্ষায় 80% বাংলায় পাশ, 85% গণিতে পাশ এবং 73% উভয় বিষয়ে পাশ করে। যদি উভয় বিষয়ে 84 জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা হয়-

  • 1000 জন
  • 1050 জন 
  • 1060 জন
  • 1080 জন

1050 জন 

Q4. কয়লার মূল্য 20% বৃদ্ধি পেল। এক ব্যক্তি স্থির করলেন যে, করলা বাবদ তিনি তার ব্যয় অপরিবর্তিত রাখবেন। এজন্য তাঁর পরিবারে কালার ব্যবহার কমাতে হবে-

  • 16 1/3%
  • 16 2/3% 
  • 20%
  • 25%.

16 2/3% 

Q5. এক ব্যক্তি কতকগুলি আম টাকায় 12 টি দরে এবং সমসংখ্যক আম টাকায় 9 টি দরে কেনে। আমগুলি মিশিয়ে টাকায় ৪ টি দরে বিক্রি করলে তাঁর শতকরা লাভ হবে-

  • 28 2/7%
  • 28 3/7%
  • 28 4/7%
  • 30%

28 4/7%

JEXPO Online Mock Test in Bengali|জেক্সপো MCQ প্রশ্ন-উত্তর|JEXPO Online MCQ Practice Set

Q6. x2 – x – 2 = 0 হলে x3/8 – 1/x3 এর মান হয়

  • 7/8
  • 5/8
  • 3/8
  • 1/8

7/8

Q7.  x + y + 7 = 2 এবং xy + yz + zx = হলে (x + y)2 + ( y + z)2 + (z + x)2 এর  মান হয়

  • 5
  • 4
  • 6
  • 8

6

Q8. x16 – a16 এর একটি উৎপাদক হয়

  • x2 +a2
  • x3+a³
  • x6+a6
  • কোনটাই নয়।

x2 +a2

Q9. x4 + x3 + 2x2 + x + 1 এর একটি উৎপাদক হয় :

  • x + 1
  • x2 – 1 
  • x2+1
  • কোনটাই নয়

x2+1

Q10. x3 – 8, x2 – 5x + 6, x3 – 4x2 + 4x এর গ.সা.গু হয়

  • x-2
  • x+2
  • 2x-1
  • 2x + 1

x-2

জেক্সপো পরীক্ষার সিলেবাস দেখে নিন এখানে ক্লিক করে

Q11. যদি r এর 10% = s এর 20%, 5 এর 20% = t এর 30% এবং r এর 100% = t এর x% হয়, তবে x এর মান হবে

  • 33 1/3
  • 40
  • 166 2/3
  • 300

300

Q12. x = 2t2, y = 2t + 1 হলে x ও y-র সম্পর্ক সূচক সমীকরণটি হয়

  • 2x=(y-1)²
  • 2x = ( y + 1)2
  • 2y = (x + 1 )2
  • 2y = (x-1)2

2x=(y-1)²

Q13. (a + b) : (b + c) = (c + d) : (d+a) হলে

  • a = c বা, a + b + c+d = 0
  • a = b বা, a + b + c+d = 0
  • b = c বা, a + b + c + d = 0
  • কোনটাই নয়।

a = c বা, a + b + c+d = 0

Q14. a, b, c ক্রমিক সমানুপাতী হলে 1/(b-a) +  1/(b-c) এর মান হয় –

  • 1/a
  • 1/b
  • 1/c
  • কোনটাই নয়

1/b

Q15. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি । ইহার কর্ণদুটির ছেদবিন্দু হতে প্রস্থের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 সেমি.। আয়তক্ষেত্রটির প্রস্থ হবে –

  • 5 সেমি
  • 6 সেমি
  • 3 সেমি
  • 10 সেমি

3 সেমি

Q16. ABCD সামান্তরিকের CD বাহুর মধ্যবিন্দু P. 𝛥ADP-এর ক্ষেত্রফল 25 বর্গ সেমি. হলে সামান্তরিকটির ক্ষেত্রফল হয় –

  • 125 বর্গ সেমি
  • 100 বর্গ সেমি
  • 115 বর্গ সেমি
  • 130 বর্গ সেমি

100 বর্গ সেমি

Q17. ABC ত্রিভুজের অন্তঃকেন্দ্র I; ∠IBC= 50° এবং ∠ICB = 30° হলে ∠BAC এর মান হবে –

  • 10°
  • 15°
  • 20°
  • 30°

20°

JEXPO Online Mock Test in Bengali|জেক্সপো MCQ প্রশ্ন-উত্তর|JEXPO Online MCQ Practice Set

Q18. A ABC -এর AD হল মধ্যমা এবং ভরকেল হল G, ত্রিভুজ ABC-এর ক্ষেত্রফল 24 বর্গ সেমি, হলে A GBD-এর ক্ষেত্রফল হবে-

  • 4 বর্গ সেমি
  • 5 বর্গ সেমি
  • 6 বর্গ সেমি
  • 7 বর্গ সেমি

4 বর্গ সেমি

Q19. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তের কেন্দ্র O; ∠COD = 130° ∠BAC = 25° হলে ∠BOC ও ∠BCD এর মান হয় যথাক্রমে-

  • 50o, 90o
  • 55°, 70°
  • 60°, 80°
  • 40o, 70°

50o, 90o

Q20. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ । CD-কে E পর্যন্ত বর্ধিত করা হল। যদি ∠ADE = 50o, তাহলে ∠ABC-এর মান হবে-

  • 30°
  • 40°
  • 50o
  • 60°

50o

Q21. O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের পরিধির ওপর P একটি বিন্দু এবং AB বৃত্তটির একটি জ্যা ।  ∠OAB এর মান 40° হলে ∠APB এর মান হবে

  • 50°
  • 60°
  • 55o
  • 40°

50°

Q22. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 4 সেমি। তার পরিসীমা হবে-

  • 15 সেমি
  • 12 সেমি
  • 10 সেমি
  • 20 সেমি

10 সেমি

Q23. সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য সেমি. হলে তার ক্ষেত্রফলের মান হবে-

  • a2/√2 বর্গ সেমি
  • a2/√3  বর্গ সেমি
  • a2/2 বর্গ সেমি
  • a2 / 2√2  বর্গ সেমি

a2/√3  বর্গ সেমি

Q23. A বর্গক্ষেত্রটির কর্ণ হল (x + y) এবং B বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হল A-এর ক্ষেত্রফলের দ্বিগুণ। B-এর কর্ণের দৈর্ঘ্য হবে-

  • x + y
  • x + 2y
  • 2x+y
  • 2 (x + y).

2x+y

Q24. একটি ঘনকের তিনটি সন্নিহিত তলের ক্ষেত্রফল X, Y এবং Z; ঘনকটির আয়তন V হলে-

  • V = XYZ
  • V2=XYZ
  • V=2(X+Y+Z)
  • V = XY + YZ + ZX

V2=XYZ

Q25. 48 মি. x 31.5 মি. পরিমাণের একটি নীচু জমিকে 6.5 ডেসি. মি. উঁচু করা হল। ওই উদ্দেশ্যে ওই জমির পার্শ্বস্থিত 27 মি. লম্বা এবং 18.2 মি. চওড়া একটি জমি থেকে মাটি তোলা হল। এর ফলে যে গর্ত হল তার গভীরতা হবে-

  • 2 মিটার
  • 4 মিটার
  • 6 মিটার
  • ৪ মিটার

2 মিটার

Q26. 22 সেমি., 6 সেমি, 4 সেমি. মাত্রাযুক্ত একটি আয়তঘনাকার ধাতুখণ্ডকে গলিয়ে 1 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট এবং 1/4 সেমি. পুরু মুদ্রা তৈরী করা যাবে –

  • 670 টি
  • 672 টি
  • 675 টি
  • 680 টি

672 টি

Q27. (1+ sin x)(1 + sin y ) (1 + sin z) = (1-sin x) (1-siny) (1-sinz) হলে প্রত্যেক পক্ষের মান হবে-

  • ± sin x sin y sin z 
  • ± cos x cos y cos z
  • ± sin x cos y cos z
  • cos x cos y cos z

± cos x cos y cos z

Q28. sin 𝛳 + cosec 𝛳= 2 হলে (sin4 𝛳 + cosec4 𝛳) এর মান হবে-

  • 0
  • – 1
  • 1
  • 2

2

Q29. একটি বৃত্তের ব্যসার্ধ 60% বৃদ্ধি করা হলে বৃত্তটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে –

  • 120%
  • 125%
  • 130%
  • 156%

156%

Q30. ভূমির ব্যসার্ধ h ও r উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির পাত্র জলপূর্ণ ছিল । ওই জল যদি mr ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে ঢালা হয় , তবে চোঙাকৃতি পাত্রে জলতলের উচ্চতা হবে –

  • h/2m2
  • h/m2
  • h/4m2
  • h/3m2

h/3m2

Q31. একটি লিভারের আলম্বের একদিকের প্রান্তে প্রযুক্ত বল ও বিপরীত দিকের প্রান্তে ভার ক্রিয়াশীল। প্রযুক্ত বল 3 নিউটন, বলবাহু 2.5 মিটার ও রোধবাহ্ 1.5 মিটার হলে, লিভারটি সাম্যাবস্থায় থাকার জন্য ক্রিয়াশীল ভার হবে-

  • 3 নিউটন
  • 4 নিউট
  • 5 নিউটন
  • 6 নিউটন

5 নিউটন

Q32. থার্মোমিটারের কুণ্ড গোলাকার না হয়ে চোঙাকৃতি হয় কারণ-

  • চোঙাকৃতি কুণ্ডের ক্ষেত্রফল বেশি হওয়ায় অপেক্ষাকৃত কম সময়ে বস্তুর উষ্ণতা নির্দেশ করে
  • চোঙাকৃতি কুণ্ডের ক্ষেত্রফল কম হওয়ায় অপেক্ষাকৃত কম সমরে বস্তুর উষ্ণতা নির্দেশ করে
  • চোঙাকৃতি কুণ্ড লম্বা হওয়ায় ধীরে ধীরে বস্তুর উষ্ণতা নির্দেশ করে
  • কোনটিও নয়

চোঙাকৃতি কুণ্ডের ক্ষেত্রফল বেশি হওয়ায় অপেক্ষাকৃত কম সময়ে বস্তুর উষ্ণতা নির্দেশ করে

Q33. একটি ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটার দ্বারা একটি জলপূর্ণ পাত্রের তাপমাত্রা মাপা হল। থার্মোমিটার দুটির মাঠের পার্থক্য 48° দেখা গেল। থার্মোমিটার দুটির পাঠ ছিল-

  • 40°C, 88°F
  • 10°C, 58 °F
  • 20°C, 68°F
  • কোনটিও নয়

20°C, 68°F

Q34. এক ব্যক্তি দর্পণের দিকে v বেগে অগ্রসর হচ্ছেন। তাঁর গতির অভিমুখ দর্পণটির উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে θ কোণে আনত। ব্যক্তিসাপেক্ষে প্রতিবিম্বের বেগের মান হল –

  • 2v sin𝛳
  • 2v cos𝛳
  • 2v
  •  v cos𝛳

2v cos𝛳

Q35. একটি সমতল দর্পণে একটি আলোকরশ্মি 45° কোণে আপতিত হল। দর্পণটিকে 300 কোণে ঘোরালে আপতিত রশ্মি ও অন্তিম রশ্মির মধ্যে যে কোণ উৎপন্ন হবে তা হল-

  • 60°
  • 105°
  • 150°
  •  85°

150°

34. দুটি সমান্তরাল দর্পণের মধ্যে প্রথম দর্পণ থেকে 4 cm দূরে একটি বিন্দু প্রভব আছে। দ্বিতীয় দর্পণের ভিতর গঠিত দ্বিতীয় প্রতিবিম্বটি প্রথম দর্পণ থেকে 22cm দূরে অবস্থিত হলে দর্পণ দুটির ভিতরকার দূরত্ব কত?

  • 6 cm.
  • 9 cm.
  • 18 cm.
  • 22 cm.

9 cm

Q36. তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব 30V এবং অন্য বিন্দুতে বিভব 40V। 4C আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত?

  • 4J
  • 40J
  • 400J
  • কোনটিও নয়

40J

Q37. প্রতিটি R রোধের n সংখ্যক রোধকে শ্রেণিতে যুক্ত করলে তুল্যরোধ Rs এবং সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ Rp ।  Rs/Rp এর মান কত?

  • n
  • 1/n
  • n2
  • 1/n2

n2

 Q38. দশটি 50W বাল্‌ব প্রতিদিন 10 ঘন্টা করে জ্বললে 30 দিনে মোট কত খরচ হবে যদি 1 B.O.T. ইউনিটের মূল্য 2 হয়?

  • 300 টাকা
  • 200 টাকা
  • 400 টাকা
  • 100 টাকা

300 টাকা

Q39. তিনটি বালবের ক্ষমতা 40W, 60W এবং 100W যখন সরবরাহ ভোল্টেজ 220V ওদের শ্রেণিতে যুক্ত করে 220V প্রয়োগ করলে কোনটি অধিক উজ্জ্বলতায় জ্বলবে?

  • 40W বাল্ব
  • 60W বাল্ব
  • 100W বাল্ব
  • সবগুলি সমানভাবে জ্বলবে

40W বাল্ব

Q40. সোডাওয়াটারে থাকে

  • NaOH + H2O
  • CO2 + H2O
  • NaHCO3 + H2O
  • Na2CO3 + H2O

CO2 + H2O

Q41. জলে 40°C তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 40, ঐ তাপমাত্রায় ঐ লবণের সম্পৃত্ত দ্রবণের 100 গ্রাম শুষ্ক করলে কত গ্রাম লবণ পাওয়া যাবে ?

  • 40 গ্রাম
  • 28.57 গ্রাম
  • 23.8 গ্রাম
  • 12.13 গ্রাম।

28.57 গ্রাম

Q42. KMnO4 + H2SO4 + H2S → K2SO4 + MnSO4 + H2O + S সমিত সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাতর সহগগুলি হল যথাক্রমে-

  • 1, 3, 51, 2, 8, 5
  • 2, 3, 5, 1,2, 8, 5
  • 2, 3, 3, 1, 2, 7, 5
  • 3, 2, 5, 2, 1, 8, 5

2, 3, 5, 1,2, 8, 5

Q43. কোনটি ইলেকট্রনীয় পরিবাহী নয়?

  • Cu
  • CuSO4
  • CO(NH2)2
  • Hg

CuSO4

Q44. নীচের কোনটি অ্যাসিড লবণ?

  • NaHSO4
  • Na2SO4
  • Pb(OH)Cl
  • Na2HPO3

NaHSO4

Q45. নীচের কোনটির জলীয় দ্রবণ আম্লিক ?

  • NH4Cl
  • NaCl
  • CH3COONa
  • CaCl2

NH4Cl

Q46. MnO2+4HCl = MnCl2+Cl2 + H2O বিক্রিয়ায়

  • MnO2 বিজারক
  • HCl জারক
  • MnO2 জারক
  • Hcl জারক এবং বিজারক

MnO2 জারক

Q47. নীচের কোনটি হাইড্রোজেন অধিশোষণ করে ?

  • Pt
  • Zn
  • Na
  • Ba

Pt

Q48. পটাশিয়াম ডাইক্লোমেট দ্রবণে H2S প্রবাহিত করলে প্রাপ্ত দ্রবণের বর্ণ হবে-

  • কমলা
  • সবুজ
  • গোলাপী
  • হলুদ

সবুজ

Q49. NH4Cl এবং CaO এর মিশ্রণ উত্তপ্ত করলে যে গ্যাস উৎপন্ন হয় তা একটি উত্তপ্ত কঠিন A এর উপর দিয়ে প্রবাহিত করলে একটি কঠিন B এবং H2 উৎপন্ন হয়। A ও B যথাক্রমে

  • CuO এবং Cu(NH2)2
  • Na এবং NaNH2
  • Cu এবং Cu(NH2)2
  • NaH এবং NaN3

Na এবং NaNH2

Q50. অক্সিজেন এবং ওজোন হল পরস্পরের

  • আইসোটোপ
  • অ্যালোট্রপ
  • আইসোবার
  • আইসোটোন

অ্যালোট্রপ

Q51. যদি WOMAN = 69 হয়, তবে MAN = ?

  • 53
  • 40
  • 28
  • 29

53

Q52. Glucometer: Blood Sugar : : Sphygmomanometer : ?

  • Earthquake (ভূমিকম্প
  • Blood Pressure (রক্তচাপ)
  • Atmosphheric Pressure (বায়ুমণ্ডলীয় চাপ)
  • Specific Gravity (আপেক্ষিক গুরুত্ব)

Blood Pressure (রক্তচাপ)

Q53. একটি ছক্কার  ছয়টি তলে কালো , বাদামি , সব্যজ ,লাল , সাদা ও নীল রঙ করা হল যাতে

(i) লালের বিপরীত কালো

(ii) সবুজ , লাল ও কালোর মাঝখানে

(iii) নীল ও সাদা পাশাপাশি

(iv) বাদামি ও নীল পাশাপাশি

(v) লাল সবচেয়ে নীচে আছে

বাদামির বিপরীতে কোন রঙ আছে ?

  • সাদা
  • লাল
  • সবুজ
  • নীল

সাদা

Q54. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করোঃ

  • 5
  • 6
  • 8
  • 9

9

Q55. নিম্নে অঙ্কিত তিনটি বৃত্তের মধ্যে কোন ইংরাজি অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক কিন্তু রাজনীতিবিদ নয় এমন ব্যক্তিদের নির্দেশ করছে ?

  • b
  • f
  • b ও f
  • b ও g

b

Q56. 2011 সালের 27 শে মার্চ যদি রবিবার হয় , তাহলে 2012 সালের 27 শে জুন কী বার ছিল ?

  • সোমবার
  • বুধবার
  • রবিবার
  • শনিবার

বুধবার

Q57. 6@4@7 =101 ,2@5@11=150 এবং A@8@9 =289 হলে, A-এর মান নির্ণয় করো ।

  • 5
  • 8
  • 12
  • 17

12

Q58. C-এর বাবা A এবং B –এর পুত্র D , A-এর ভাই E এবং D –এর বোন C হলে B –এর সঙ্গে E –এর সম্পর্ক কী ?

  • কন্যা
  • শ্যালক
  • স্বামী
  • বৌদি

বৌদি

Q59. নীচের প্রশ্নে একটি বিবৃতি দেওয়া আছে এবং সেই সঙ্গে দুটি সিদ্ধান্ত দেওয়া আছে ,প্রত্যেক বিবৃতি থেকে সিদ্ধান্ত দুটির মধ্যে কোনটি সত্য সেটি নির্বাচন করোঃ

বিবৃতিঃ গান একটি শিল্প , অঙ্কনও একটি শিল্প

সিদ্ধান্তঃ I. সকল শিল্পিরাই গায়ক । II. সকল শিল্পিরাই গান করতে জানে

  • শুধুমাত্র I সত্য
  • শুধুমাত্র II সত্য
  • I ও II উভয়েই সত্য
  • কোনো সিদ্ধান্তই সত্য নয়

কোনো সিদ্ধান্তই সত্য নয়

Q60.

a

Q61. He kicks the football . (Name the kind of verb Kicks)

  • Transitive
  • Intransitive
  • Gerund
  • Participle

Transitive

Q62. What a beautiful place it is! (Turn into an assertive sentence)

  • The place is nice.
  • It is beautiful place.
  • It is a very beautiful place.
  • This is really beautiful place.

It is a very beautiful place.

Q63. Tom is just leave the place. (Correct the form of verbs)

  • has , left
  • have ,  leave
  • have ,left
  • has ,leaved

has , left

Q64. The phrasal verb ‘talk over’ means-

  • To affect
  • To withdraw
  • To catch
  • To discuss

To discuss

Q65. I ate ripe mangoes. (Identify the kind of adjective)

  • Proper adjective
  • Interrogative adjective
  • Qualitative adjective
  • Relative adjective

Qualitative adjective

Q66. Two friends had a _______ for nothing. (Fill in the blank with suitable phrasal verb).

  • fall out
  • fall through
  • fall off
  • fall at

fall out

Q67. The train ________ (leave) before we reached the station. (Fill in the blank with the suitable form of verb given in the bracket)

  • Has left
  • Will have left
  • Left
  • Had left

Had left

Q68. The boss said to me , “ Are you coming the meeting tomorrow?” (Change the narration)

  • The boss told me that I was joining the meeting the next day.
  • The boss said to me if I was joining the meeting the next day.
  • The boss asked me whether I was  joining the meeting the next day.
  • The boss told me that whether I was joining the meeting the next day.

The boss asked me whether I was  joining the meeting the next day.

Q69. Do you understand what I mean ? (change the voice)

  • What I mean is understood by you ?
  • Is what I mean understood by you ?
  • Was what I mean understood by you ?
  • What I mean is the understood by you ?

Is what I mean understood by you ?

Q70. Rohit said to him, “How do you do?” (change the narration)

  • Rohit asked him how you were.
  • Rohit told him how did you do.
  • Rohit asked him how I was.
  • Rohit asked him how he was.

Rohit asked him how he was.

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

JEXPO Online Mock Test Series-Click Here

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

প্রতিদিন JEXPO-পরীক্ষার মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই মক টেস্ট থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন ।

Leave a Comment

error: Content is protected !!