মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik History Chapter 4 Question Answer

Madhyamik History Chapter 4 Question Answer
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , SAQ , MCQ

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik History Chapter 4 Question Answer । দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ ‘সঙ্ঘবদ্ধতার গোড়ার কথাঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে থাকে বড় প্রশ্ন 8 নম্বরের, 4 নম্বরের প্রশ্ন ,2 নম্বরের প্রশ্ন , MCQ এবং SAQ প্রশ্ন । দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন এবং MCQ , SAQ  -এই সকল প্রকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই পোস্টে । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে ইতিহাসে খুব ভালো রেজাল্ট করা যাবে ।  

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন Madhyamik History Chapter 4 Question Answer । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ের সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  ।

এই পোস্টে Madhyamik History Chapter 4 Question Answer –এর পাশাপশি সঙ্ঘবদ্ধতার গোড়ার কথাঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ ) প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।    

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর|Madhyamik History Chapter 4 Question Answer

MCQ প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান—১)

1.1. এখানে আলাদা গোত্রের উপাদানটি হল –
(ক) ভারতমাতা
(খ) গোরা
(গ) আনন্দমঠ
(ঘ) বর্তমান ভারত
উত্তরঃ (ক) ভারতমাতা
1.2. রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন –
(ক) হিন্দুমেলার সঙ্গে
(খ) শিবাজি উৎসবের সঙ্গে
(গ) ভারতসভার সঙ্গে
(ঘ) কংগ্রেসের সঙ্গে
উত্তরঃ (ক) হিন্দুমেলার সঙ্গে
1.3. উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেছেন –
(ক) যদুনাথ সরকার
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) অনিল শীল
(ঘ) পার্থ চট্টোপাধ্যায়
উত্তরঃ (গ) অনিল শীল
1.4. ‘গোরা’ উপন্যাসটি প্রকাশিত হয় –
(ক) ১৯০৯ খ্রি
(খ) ১৯২০ খ্রি
(গ) ১৯১৯ খ্রি
(ঘ) ১৯১০ খ্রি
উত্তরঃ (ঘ) ১৯১০ খ্রি
1.5. সিপাহি বিদ্রোহ প্রথম ঘটেছিল –
(ক) মিরাটে
(খ) বিহারে
(গ) বহরমপুরে
(ঘ) নাগপুরে
উত্তরঃ (গ) বহরমপুরে
1.6. মহারানির ঘোষণাপত্রটি প্রকাশিত হয় –
(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
1.7. ‘আনন্দমঠ’ প্রকাশিত হয় –
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
1.8. জমিদার সভা (ল্যান্ডহোল্ডার্স সোসাইটি) কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? –
(ক) টমসন
(খ) অ্যাডাম
(গ) ডিরোজিও
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) দ্বারকানাথ ঠাকুর
1.9. ভারতমাতা চিত্রটির পূর্বনাম ছিল –
(ক) বঙ্গমাতা
(খ) দেশমাতা
(গ) বিশ্বমাতা
(ঘ) রাষ্ট্রমাতা
উত্তরঃ (ক) বঙ্গমাতা
1.10. ‘Eighteen Fifty Seven’ গ্রন্থের লেখক কে? –
(ক) সুরেন্দ্রনাথ সেন
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র
(ঘ) শরৎচন্দ্র
উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ সেন
1.11. মহারানি ভিক্টোরিয়া ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি পান –
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
1.12. ‘বাংলার মুকুটহীন রাজা’ নামে পরিচিত –
(ক) মনমোহন ঘোষ
(খ) রামমোহন রায়
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
1.13. ‘হিন্দুমেলা’ গড়ে ওঠে –
(ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৬৭ খ্রিস্টাব্দে
1.14. ‘The Government of India Act’ আইনটি পাস হয় –
(ক) ১৮৫৫ খ্রি
(খ) ১৮৫৬ খ্রি
(গ) ১৮৫৭ খ্রি
(ঘ) ১৮৫৮ খ্রি
উত্তরঃ (ঘ) ১৮৫৮ খ্রি
1.15. মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রি) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন –
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ (খ) লর্ড ক্যানিং
1.16.ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন –
(ক) কেশবচন্দ্র সেন
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
1.17. ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয় –
(ক) সঞ্জীবনী পত্রিকায়
(খ) অমৃতবাজার পত্রিকায়
(গ) উদবোধন পত্রিকায়
(ঘ) বেঙ্গলি পত্রিকায়
উত্তরঃ(গ) উদবোধন পত্রিকায়
1.18. ভাইসরয়’ কথার অর্থ –
(ক) রাজপ্রতিনিধি
(খ) মুখ্য প্রশাসক
(গ) রাজদূত
(ঘ) রাষ্ট্রপতি
উত্তরঃ (ক) রাজপ্রতিনিধি
1.19. কার্ল মার্কস ১৮৫৭-এর বিদ্রোহকে বলেছেন-
(ক) সেনা বিদ্রোহ
(খ) সামস্ত বিদ্রোহ
(গ) অভিজাত বিদ্রোহ
(ঘ) জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ
উত্তরঃ (ঘ) জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ
1.20. ‘হিন্দুমেলা’ অপর কী নামে পরিচিত ছিল?
(ক) চৈত্রমেলা
(খ) পৌষমেলা
(গ) জয়দেবের মেলা
(ঘ) স্বদেশি মেলা
উত্তরঃ (ক) চৈত্রমেলা
1.21. লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল –
(ক) লর্ড রিপন
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ (ক) লর্ড রিপন

সংঘবদ্ধতার গোড়ার কথাঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন

1.22. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস হয় –
(ক) ১৮৬৮ খ্রি
(খ) ১৮৭৭ খ্রি
(গ) ১৮৮৭ খ্রি
(ঘ) ১৮৭৮ খ্রি
উত্তরঃ (ঘ) ১৮৭৮ খ্রি
1.23. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল –
(ক) ভারতসভা
(খ) জমিদার সভা
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস
উত্তরঃ (ক) ভারতসভা
1.24. মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারত –
(ক) স্বাধীন হয়েছিল
(খ) সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল
(গ) ব্রিটিশ কোম্পানির শাসনের অধীনে এসেছিল
(ঘ) ডোমিনিয়ন স্টেটাস পেয়েছিল
উত্তরঃ (খ) সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল
1.25. জমিদার সভা গড়ে উঠেছিল –  
(ক) জমিদারদের স্বার্থরক্ষার জন্য
(খ) ব্রিটিশ পার্লামেন্টের বিতর্ক সভায় ভারতীয়দের বক্তব্য তুলে ধরার জন্য
(গ) শিক্ষিত সম্প্রদায়ের রাজনৈতিক দাবি পূরণের জন্য
(ঘ) ভারতের অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য।
উত্তরঃ (ক) জমিদারদের স্বার্থরক্ষার জন্য
1.26. ৭৬-এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে –
(ক) গোরা উপন্যাসে
(খ) বর্তমান ভারত গ্রন্থে
(গ) আনন্দমঠ উপন্যাসে
(ঘ) পথের দাবী গ্রন্থে
উত্তরঃ (গ) আনন্দমঠ উপন্যাসে
1.27. ‘আনন্দমঠ’ উপন্যাসের পটভূমি ছিল –
(ক) ১৮৫৭ সালের বিদ্রোহ
(খ) নীল বিদ্রোহ
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ
উত্তরঃ (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
1.28. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় –
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
1.29. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন –
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) রাজনারায়ণ বসু
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রমেশচন্দ্র মজুমদার
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ
1.30. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –
(ক) সংগীত শিল্পী
(খ) নাট্যকার
(গ) কবি
(ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী
উত্তরঃ (ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী
1.31.  ভারতের জাতীয়তাবাদের জনক’ বলা হয়- –
(ক) ঋষি অরবিন্দ ঘোষকে
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
(গ) স্বামী বিবেকানন্দকে
(ঘ) রাজা রামমোহন রায়কে
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দকে
1.32. ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় –  
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
1.32. ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার –
(ক) আলবার্ট হলে
(গ) ডিরোজিও হলে
(গ) টাউন হলে
(গ) বেকার হলে
উত্তরঃ (ক) আলবার্ট হলে
1.33. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
(ক) ভারতসভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(গ) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
1.34. ভারতমাতা’ চিত্রটি আঁকেন –
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
1.35. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন –
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) বিনায়ক দামোদর সাভারকর
(ঘ) দাদাভাই নৌরজি
উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকর
1.36. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে –
(ক) ১৮৫৭ খ্রি
(খ) ১৮৫৮ খ্রি
(গ) ১৯১৯ খ্রি
(ঘ) ১৯৪৭ খ্রি
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রি
1.37. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
1.38. ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন-
(ক) রাজা রাধাকান্ত দেব
(খ) প্রসন্নকুমার ঠাকুর
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (ক) রাজা রাধাকান্ত দেব
1.39. সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল—-
(ক) ১৮৮০ খ্রি
(খ) ১৮৮২ খ্রি
(গ) ১৮৮৩ খ্রি
(ঘ) ১৮৮৪ খ্রি
উত্তরঃ (গ) ১৮৮৩ খ্রি
1.40. আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন –
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
অনুরূপ প্রশ্ন : ভারতে ব্যঙ্গচিত্রের পথপ্রদর্শক ছিলেন –
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
1.41. হিন্দুমেলার সম্পাদক ছিলেন-
(ক) নবগোপাল মিত্র
(খ) গণেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাজনারায়ণ বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) গণেন্দ্রনাথ ঠাকুর

সংঘবদ্ধতার গোড়ার কথাঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন

অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বরের

2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান-১)

একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :

2.1.  ‘আনন্দমঠ’-এর রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ‘আনন্দমঠ’-এর রচয়িতা ।
2.2. ১৮৫৭-এর মহাবিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো ।
উত্তরঃ ১৮৫৭-এর মহাবিদ্রোহের একজন নেতার নাম রানি লক্ষীবাঈ ।
2.3. বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক হলেন  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
2.4.  মঙ্গল পান্ডের নেতৃত্বে কোথায় মহাবিদ্রোহ শুরু হয় ?
উত্তরঃ মঙ্গল পান্ডের নেতৃত্বে ব্যারাকপুরে মহাবিদ্রোহ শুরু হয় ।
2.5. মহাবিদ্রোহের (১৮৫৭) সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ মহাবিদ্রোহের (১৮৫৭) সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ।
2.6. মহাবিদ্রোহের (১৮৫৭) সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন ?
উত্তরঃ মহাবিদ্রোহের (১৮৫৭) সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ।
2.7. ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে ‘ভারত সম্রাট’ রূপে ঘোষণা করেছিল ।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহকে ‘ভারত সম্রাট’ রূপে ঘোষণা করেছিল ।
2.8. কোন ভাইসরয়-এর সময় ইলবার্ট বিল আন্দোলন সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ ইলবার্ট বিল আন্দোলন সংঘটিত হয়েছিল লর্ড রিপনের সময়ে ।
2.9. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ নবগোপাল মিত্র এবং রাজনারায়ণ বসু ছিলেন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ।
2.10. ‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ কে, কবে প্রণয়ন করেন ?
উত্তরঃ ১৮৭৮ খ্রিষ্টাব্দে ‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ প্রণয়ন করেন লর্ড লিটন ।  
2.11.  ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন মঙ্গল পান্ডে ।
2.12.  ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ কত খ্রিস্টাব্দে জারি করা হয় ?
উত্তরঃ ১৮৭৬ খ্রিষ্টাব্দে ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ জারি করা হয় ।
2.13. উদবোধন পত্রিকা কে প্রকাশ করেন ?
উত্তরঃ উদবোধন পত্রিকা কে প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ ।
2.14.  কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক’ বলা হয় ?
উত্তরঃ আধুনিক ভারতীয় চিত্রকলার জনক’ হলেন অবনীনদ্রনাথ ঠাকুর ।
2.15. ‘জাতীয়তাবাদের গীতা’ কোন গ্রন্থকে বলা হয় ?
উত্তরঃ  ‘জাতীয়তাবাদের গীতা’  বলা হয় আনন্দমঠ উপন্যাসকে ।
2.16.  বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রি) নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তরঃ বেগম হজরত মহল ভারতের লখনৌ থেকে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রি) নেতৃত্ব দিয়েছিলেন ।
2.17. Poverty and Un-British Rule in India’ প্রশ্নটির রচয়িতা কে ?
উত্তরঃ Poverty and Un-British Rule in India’ প্রশ্নটির রচয়িতা হলেন দাদাভাই নৌরজি ।
2.18. কাকে নব্যবাঙ্গলা চিত্রকলারীতির অগ্রদূত বলা হয় ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন নব্যবাঙ্গলা চিত্রকলারীতির অগ্রদূত ।
2.19. ‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
উত্তরঃ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কিত হয়েছিল বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের ওপর ।
2.20. ‘বন্দেমাতরম’ সংগীতটি কোন্ পুস্তকের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ ‘বন্দেমাতরম’ সংগীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত ।
2.21.’গোরা’ উপন্যাসটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
2.22. কোন্ প্রেক্ষাপটে ‘গোরা’ উপন্যাস লেখা হয়েছিল ?
উত্তরঃ স্বদেশী আন্দোলন এবং বঙ্গভঙ্গ আন্দোলনের ওপর ‘গোরা’ উপন্যাস লেখা হয়েছিল ।
2.23.  কে, কবে মহারানির ঘোষণাপত্রটি প্রকাশ করেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং ১৮৫৮ সালের ১ নভেম্বর মহারানির ঘোষণাপত্রটি প্রকাশ করেন ।
2.24. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ।
2.25. রানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কী বলা হয়েছিল ?
উত্তরঃ স্বত্ববিলোপ নীতির অবসান হবে । যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে । ইংরেজরা আর রাজ্যবিস্তার করবে না । সরকার ভারতীয়দের ধর্ম , সামাজিক  রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না ইত্যাদি ।

2 নম্বরের প্রশ্ন

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (দু-তিনটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান -২ )  

3.1.  ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন ?
3.2.  গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন।
3.3.  ১৮৫৭-এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল ?
3.4.  টীকা লেখো : নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রিস্টাব্দ)।
3.5.  ভারতমাতা চিত্রের মূল বিষয়বস্তু কী? অথবা, ভারতমাতা চিত্রটির বৈশিষ্ট্য কী ?
3.6.  অস্ত্র আইন’ কী ?
3.7. ১৮৫৭-এর মহাবিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলা হয়েছে কেন ?
3.8. দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল।
3.9.  ১৮৫৭-এর বিদ্রোহকে কি ‘সিপাহি বিদ্রোহ’ বলা যুক্তিযুক্ত ?
3.10. টীকা লেখো: দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮খ্রিস্টাব্দ)।
3.11. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন ?
3.12.  এনফিল্ড রাইফেলের প্রবর্তনের প্রতিক্রিয়া কী হয়েছিল ? একজন বিক্ষুব্ধ সিপাহির নাম লেখো ।
3.13. মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮ খ্রি) মূল উদ্দেশ্য কী ছিল?
3.14. জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
3.15. উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কীরূপ ভূমিকা ছিল ?
3.16. সভাসমিতির যুগ’ বলতে কী বোঝায় ?
3.17. গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?
3.18. অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো ।
3.19. ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
3.20.  উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির কীৰূপ অবদান ছিল ?

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন

4 নম্বরের প্রশ্ন

4. বিশ্লেষণধর্মী প্রশ্ন (সাত-আটটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান – ৪)

4.1. মহারানির ঘোষণাপত্রে (১৮৫৮ খ্রি) কী বলা হয়েছে?
4.2.  মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮ খ্রি) ঐতিহাসিক তাৎপর্য কী?
4.3.  ‘ভারতমাতা’ চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল?
4.4.  মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল ।
4.5.  ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো ।
4.6.  ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন ‘জাতীয় বিদ্রোহ’ নয়?
4.7. টীকা লেখো : সর্বভারতীয় জাতীয় সম্মেলন ( ১৮৮৩ খ্রিস্টাব্দ)।
4.8.  মহাবিদ্রোহের সময় (১৮৫৭ খ্রিস্টাব্দ) কোম্পানির ভারতীয় সিপাহিদের অসন্তোষের কী কী কারণ ছিল?
4.9. উনিশ শতকের ভারতে জাতীয়তাবোধের বিকাশে সংবাদপত্র ও দেশীয় সাহিত্যের ভূমিকা বর্ণনা করো।
4.10. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়? এই সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। কী উদ্দেশ্যে ভারতসভা প্রতিষ্ঠিত
হয়েছিল?
4.12. ইলবার্ট বিলে কী কী পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল? ইলবার্ট বিল বিতর্ক থেকে ভারতীয়রা কী শিক্ষালাভ
করেছিল?
4.13.  কে, কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন ? এই সম্মেলনের গুরুত্ব কী?
4.14. জাতীয়তাবাদের উন্মেষে ভারতসভার ভূমিকা কী ছিল?
4.15. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ উল্লেখ করো।
4.16. মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো।
4.17. টীকা লেখো : ইলবার্ট বিল বিতর্ক।
4.18. হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
4.19. স্বামী বিবেকানন্দের লেখা ‘বর্তমান ভারত’ গ্রন্থে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে?

মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

8 নম্বরের প্রশ্ন

5. রচনাধর্মী প্রশ্ন (পনেরো-ষোলোটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান – ৮ )

5.1.  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘স্বাধীনতার প্রথম যুদ্ধ’ বলা যায় কি?
5.2. ‘বর্তমান ভারত’-এ স্বদেশপ্রেমের আকুতি ও জাতীয়তাবাদের স্ফুরণ কীভাবে ব্যক্ত হয়েছে?
5.3. লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো।
5.4.  উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো।
5.5. মহাবিদ্রোহের (১৮৫৭) পর ভারতের ব্রিটিশ শাসনব্যবস্থায় কী কী পরিবর্তন করা হয়।
5.6.  দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কী ছিল? ল সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিস্টাব্দ) চরিত্র বিশ্লেষণ করো।
5.7. উনিশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল — উক্তিটি ‘আনন্দমঠ’ উপন্যাস এবং ‘ভারতমাতা: চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো।
5.8.  সিপাহি বিদ্রোহকে কি একটি জাতীয় বিদ্রোহ বলা যায়? সপক্ষে ও বিপক্ষে আলোচনা করো।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন

Leave a Comment

error: Content is protected !!