মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর|Madhyamik History Chapter 6 Question Answer

Madhyamik History Chapter 6 Question Answer

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik History Chapter 6 Question Answer । দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ ‘বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক এবং বাম্পন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে থাকে বড় প্রশ্ন 8 নম্বরের , 4 নম্বরের প্রশ্ন ,2 নম্বরের প্রশ্ন , MCQ এবং SAQ প্রশ্ন । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন এবং MCQ , SAQ  -এই সকল প্রকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই পোস্টে । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে ইতিহাসে খুব ভালো রেজাল্ট করা যাবে ।  

অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন Madhyamik History Chapter 6 Question Answer । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ইতিহাসের অধ্যায় ৬ -এর সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত  ।

এই পোস্টে Madhyamik History Chapter 6 Question Answer –এর পাশাপশি ‘বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ’ অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ ) প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল  ।   

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর|Madhyamik History Chapter 6 Question Answer

MCQ প্রশ্ন উত্তর

১. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান—১)

১.১. বিজোলিয়া সত্যাগ্রহ দেখা যায় –

(ক) অযোধ্যায়

(খ) দ্বারভাঙায়

(গ) রাজস্থানে

(ঘ) বাংলায়

উত্তরঃ (গ) রাজস্থানে

১.২.  ফ্লাউড কমিশন কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত? –

(ক) চম্পারন

(খ) তেভাগা

(গ) তেলেঙ্গানা

(ঘ) মোপালা

উত্তরঃ (খ) তেভাগা

১.৩.  ‘নিজ খামারে ধান তোলো’ – স্লোগানটি ছিল –

(ক) মেদিনীপুরের কৃষকদের

(খ) তেলেঙ্গানার কৃষকদের

(গ) ত্রিবাঙ্কুরের কৃষকদের

(ঘ) গুজরাটের কৃষকদের

উত্তরঃ (ক) মেদিনীপুরের কৃষকদের

১.৪.  গান্ধিজির রাজনৈতিক গুরু ছিলেন –

(ক) উইলিয়ম ওয়ার্ড

(খ) গোপালকৃষ্ণ গোখলে

(গ) বিদ্যাসাগর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ(খ) গোপালকৃষ্ণ গোখলে

১.৫.  মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী কর্মকাণ্ডে হাতেখড়ি যে দলের মাধ্যমে হয়েছিল, তা হল-

(ক) অনুশীলন সমিতি

(খ) যুগান্তর দল

(গ) বেঙ্গাল ভলান্টিয়ার্স দল

(ঘ) কংগ্রেস

উত্তরঃ (খ) যুগান্তর দল

১.৬.  বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির নেতা ছিলেন –

(ক) বাবা রামচন্দ্র

(খ) মদনমোহন মালব্য

(গ) নরেশচন্দ্র সেনগুপ্ত

(ঘ) জওহরলাল নেহরু

উত্তরঃ (গ) নরেশচন্দ্র সেনগুপ্ত

১.৭.  ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) মুজফ্ফর আহমেদ

(গ) এস এ ডাঙ্গে

(ঘ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার

উত্তরঃ (খ) মুজফ্ফর আহমেদ

১.৮.  ‘পাতিদার যুবক মণ্ডল’ তৈরি হয় –

(ক) মাদ্রাজে

(খ) বিহারে

(গ) কলকাতায়

(ঘ) বারদৌলিতে

উত্তরঃ (ঘ) বারদৌলিতে

১.৯.  ‘লেবার স্বরাজ পার্টি’ প্রতিষ্ঠিত হয় –

(ক) বাংলায়

(খ) অন্ধ্রপ্রদেশে

(গ) যুক্তপ্রদেশে

(ঘ) বিহারে

উত্তরঃ (ক) বাংলায়

১.১০.  একা আন্দোলনের নেতা ছিলেন –

(ক) মাদারি পাসি

(খ) ড. আম্বেদকর

(গ) মহাত্মা গান্ধি

(ঘ) বাবা রামচন্দ্র

উত্তরঃ (ক) মাদারি পাসি

১.১১.  নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল –

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

১.১২.  বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –

(ক) বোম্বাই-এ

(খ) পাঞ্জাবে

(গ) মাদ্রাজে

(ঘ) গুজরাটে

উত্তরঃ (ঘ) গুজরাটে

১.১৩.  গান্ধিজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল –

(ক) ১২ মার্চ ১৯৩০

(খ) ১৫ মার্চ ১৯৩১

(গ) ২১ মার্চ ১৯৩২

(ঘ) ২৯ মার্চ ১৯২৯-খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১২ মার্চ ১৯৩০

১.১৪.  বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) বিহারে

(খ) যুক্তপ্রদেশে

(গ) রাজস্থানে

(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ(খ) যুক্তপ্রদেশে

১.১৫. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –

(ক) মালাবার অঞ্চলে

(খ) কোঙ্কন উপকূলে

(গ) ওড়িশায়

(ঘ) গোদাবরী উপত্যকায়

উত্তরঃ (ঘ) গোদাবরী উপত্যকায়

১.১৬. প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন-

(ক) কৃষ্ণকুমার মিত্র

(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) শচীন্দ্রপ্রসাদ বসু

(ঘ) প্রমথনাথ মিত্র

উত্তরঃ (ক) কৃষ্ণকুমার মিত্র

১.১৭. তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটি হল –

(ক) নীল

(খ) পাট

(গ) আম

(ঘ) ধান

উত্তরঃ (ক) নীল

১.১৮. বিংশ শতকে ব্রিটিশবিরোধী কোন্ কোন্ আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা গিয়েছিল?

(i) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন, – (ii) অহিংস অসহযোগ আন্দোলন, (iii) আইন অমান্য আন্দোলন, (iv) ভারত ছাড়ো আন্দোলন ।

(ক) i, ii ঠিক

(খ) i, ii, iii ঠিক

(গ) i, ii ভুল

(ঘ) সবকটি ঠিক

উত্তরঃ(ঘ) সবকটি ঠিক

১.১৯. সর্বভারতীয় কিষানসভার প্রথম সভাপতি ছিলেন –

(ক) এন জি রঙ্গ

(খ) স্বামী সহজানন্দ

(গ) বাবা রামচন্দ্র

(ঘ) লালা লাজপত রায়

উত্তরঃ  (খ) স্বামী সহজানন্দ

১.২০.  ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ যুক্ত ছিল –

(ক) রাওলাট সত্যাগ্রহে

(খ) অসহযোগ আন্দোলনে

(গ) বারদৌলি সত্যাগ্রহে

(ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

উত্তরঃ(ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে

১.২১.  কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় –

(ক) ১৯০৫ সালে

(খ) ১৯২০ সালে

(গ) ১৯২৫ সালে

(ঘ) ১৯৪২ সালে

উত্তরঃ (গ) ১৯২৫ সালে

১.২২.  ‘একা আন্দোলন’ শুরু হয়েছিল –

(ক) ঔপনিবেশিক সরকারের কাছ থেকে জমি দখলের দাবিতে

(খ) সূর্যাস্ত আইন রদের দাবিতে

(গ) জোর করে বাড়তি খাজনা আদায় রদের দাবিতে

(ঘ) তিন কাঠিয়া ব্যবস্থা রদের দাবিতে

উত্তরঃ (গ) জোর করে বাড়তি খাজনা আদায় রদের দাবিতে

১.২৩।.  AITUC এর প্রথম সম্পাদক হলেন –

(ক) দেওয়ান চমনলাল

(খ) বাতিস্তা

(গ) লালা লাজপত রায়

(ঘ) অমৃত ডাকো

উত্তরঃ (ক) দেওয়ান চমনলাল

১.২৪. একা আন্দোলন ঘটেছিল –

(ক) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের পর্যায়ে

(খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে

(গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে

উত্তরঃ(গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে

১.২৫. ‘একা’ আন্দোলনকে ‘সামাজিক দস্যুতা’ বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক –

(ক) অমলেশ ত্রিপাঠী

(খ) সুমিত সরকার

(গ) শেখর বন্দ্যোপাধ্যায়

(গ) এরিক হবসবম

উত্তরঃ (গ) এরিক হবসবম

১.২৬. ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) মুজফ্ফর আহমেদ

(গ) এস এ ডাঙ্গে

(গ) আচার্য নরেন্দ্র দেব

উত্তরঃ (ক) কাজী নজরুল ইসলাম

১.২৭. মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল –

(ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

(খ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) নরেন্দ্রনাথ রায়

(ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

১.২৮. ‘কুনবি’ বলা হত –

(ক) উত্তরপ্রদেশের কৃষকদের

(খ) পাঞ্জাবের কৃষকদের

(গ) বাংলার কৃষকদের

(ঘ) গুজরাটের কৃষকদের

উত্তরঃ (ঘ) গুজরাটের কৃষকদের

১.২৯.  পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন হয়েছিল –

(ক) গুজরাটে

(খ) অন্ধ্রপ্রদেশে

(গ) ত্রিবাঙ্কুরে

(ঘ) পাঞ্জাবে

উত্তরঃ (গ) ত্রিবাঙ্কুরে

১.৩০.  ‘লাঙল যার জমি তার’ – এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল –

(ক) তেভাগা আন্দোলন

(খ) তেলেঙ্গানা আন্দোলন

(গ) একা আন্দোলন

(ঘ) পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন

উত্তরঃ (ক) তেভাগা আন্দোলন

১.৩১.  তেলেঙ্গানা বিদ্রোহ সংঘটিত হয় –

(ক) অযোধ্যায়

(খ) রাজস্থানে

(গ) মহারাষ্ট্রে

(ঘ) হায়দরাবাদে

উত্তরঃ (ঘ) হায়দরাবাদে

১.৩২.  বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছেন –

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) চিত্তরঞ্জন দাশ

(গ) গান্ধিজি

(ঘ) কৃষ্ণকুমার মিত্র

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.৩৩ ভারতে মহাত্মা গান্ধির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল-

(ক) খেদা

(খ) চম্পারন

(গ) আহমেদাবাদ

(ঘ) রাওলাট

উত্তরঃ (খ) চম্পারন

১.৩৪.  বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল—

(ক) জমি অধিগ্রহণের দাবিতে

(খ) খাজনা হ্রাসের দাবিতে

(গ) মজুরি বৃদ্ধির দাবিতে

(ঘ) ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য

উত্তরঃ (খ) খাজনা হ্রাসের দাবিতে

১.৩৫. ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন –

(ক) লালা লাজপত রায়

(খ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার

(গ) রাসবিহারী বসু

(ঘ) মানবেন্দ্ৰনাথ রায়

উত্তরঃ (ঘ) মানবেন্দ্ৰনাথ রায়

 অনুরূপ প্রশ্ন : ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় –

(ক) আচার্য নরেন্দ্র দেবকে

(খ) জয়প্রকাশ নারায়ণকে

(গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে

(ঘ) বি পি ওয়াদিয়াকে

উত্তরঃ (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে

১.৩৬.  গিরনি কামগড় ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন গড়ে ওঠে –

(ক) মাদ্রাজে

(খ) বোম্বাইয়ে

(গ) দিল্লিতে

(ঘ) কলকাতায়

উত্তরঃ (খ) বোম্বাইয়ে

১.৩৭. ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন –

(ক) সতীশচন্দ্র সামন্ত

(খ) অশ্বিনীকুমার দত্ত

(গ) বীরেন্দ্রনাথ শাসমল

(ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

উত্তরঃ (গ) বীরেন্দ্রনাথ শাসমল

১.৩৮.  মোপালা বিদ্রোহ (১৯২১) হয়েছিল –

(ক) মালাবার উপকূলে

(খ) কোঙ্কন উপকূলে

(গ) গোদাবরী উপত্যকায়

(ঘ) তেলেঙ্গানা অঞ্চলে

উত্তরঃ (ক) মালাবার উপকূলে

১.৩৯. ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ (১৯২৯) হয়েছিল –

(ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে

(খ) বিপ্লবীদের বিরুদ্ধে

(গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে

(ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে

উত্তরঃ (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে

১.৪০. ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেফতার করলে ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ শুরু হয়। উদ্দেশ্য ছিল- (i) বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেওয়া, (ii) জাতীয়তাবাদী আন্দোলনের গতি রোধ করা, (ii) জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দেওয়া, (iv) মুসলিম লিগকে দুর্বল করে দেওয়া  –

(ক) i, ii ঠিক

(খ) i, ii, iii ঠিক

(গ) i, ii ভুল

(ঘ) সবকটি ঠিক

উত্তরঃ (ক) i, ii ঠিক

১.৪১.  ‘বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন

(ক) নারায়ণ লোখান্ডে

(খ) রানাডে

(গ) বাল গঙ্গাধর তিলক

(ঘ) চপলঙ্কর

উত্তরঃ  (ক) নারায়ণ লোখান্ডে

১.৪২.  গান্ধিজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন?

(ক) রাওলাট সত্যাগ্রহ

(খ) খেড়া সত্যাগ্রহ

(গ) লবণ সত্যাগ্রহ

(ঘ) চম্পারন সত্যাগ্রহ

উত্তরঃ (ঘ) চম্পারন সত্যাগ্রহ

১.৪৩. লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন –

(ক) সর্বভারতীয় কিযানসভার

(খ) নারাজ লেবার অ্যাসোসিয়েশনের

(গ) নিখিল ভারত – ট্রেড ইউনিয়ন কংগ্রেসের

(ঘ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির

উত্তরঃ (গ) নিখিল ভারত – ট্রেড ইউনিয়ন কংগ্রেসের

১.৪৪.  ‘লাঙল’ পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল ?

(ক) স্বরাজ্য দল

(খ) যুগান্তর দল

(গ) বাংলার শ্রমিক-কৃষক দল

(ঘ) ভারতের কমিউনিস্ট দল-এর

উত্তরঃ (গ) বাংলার শ্রমিক-কৃষক দল

১.৪৫.  ‘তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল –

(ক) হায়দরাবাদে

(খ) উত্তরপ্রদেশে

(গ) মাদ্রাজে

(ঘ) বাংলা প্রদেশে

উত্তরঃ (ঘ) বাংলা প্রদেশে

১.৪৬. সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন –

(ক) হেমন্ত কুমার সরকার

(খ) নরেশচন্দ্র গুপ্ত

(গ) নজরুল ইসলাম

(ঘ) আর এস নিম্বকার

উত্তরঃ (ঘ) আর এস নিম্বকার

১.৪৭. সর্বভারতীয় কিষানসভা প্রতিষ্ঠিত হয় –

(ক) কলকাতায়

(খ) বোম্বাইয়ো

(গ) কানপুরে

(ঘ) লখনউতে

উত্তরঃ (ঘ) লখনউতে

১.৪৮.  ‘খুদা-ই-খিদমদগার তৈরি করেন –

(ক) বাবা রামচন্দ্র

(খ) গান্ধিজি

(গ) মৌলানা ভাসানি

(ঘ) খান আবদুল গফ্ফর খান

উত্তরঃ (গ) খান আবদুল গফ্ফর খান

১.৪৯.  ‘নিজ খামারে ধান তোলো’- স্লোগানটি ছিল –

(ক) তেভাগা

(খ) তোলেঙ্গানা

(গ) ফরাজি

(ঘ) ওয়াহাবি আন্দোলনের

উত্তরঃ (ক) তেভাগা

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বরের

২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :(প্রতিটি প্রশ্নের মান ১)

একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :

২.১. কার নেতৃত্বে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ  ঢাকার নবার সলিমুল্লাহ , আগা খান এবং নবাব মহসিন –উল-মুলকের নেতৃত্বে মুসলিম লিগ গঠিত হয় ।

২.২.  ফরওয়ার্ড ব্লক কোন্ বছর প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯৩৯ সালের ৩ মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় ।

২.৩.  কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি প্রথম কোন্ দিবস পালন করে ?

উত্তরঃ কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করে । ২.৪. কবে বারদৌলি কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল ?

উত্তরঃ ১৯২৮ খ্রিষ্টাব্দে বারদৌলি কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল ।

২.৫. মোপালাদের নেতা কে ছিলেন?

উত্তরঃ মোপলাদের নেতা ছিলেন ইয়াকুব হাসান ।

২.৬.  কবে, কাদের উদ্যোগে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৯২৭ খ্রিষ্টাব্দে কলকাতায় মুজফফর আহমেদ , কবি কাজী নজরুল ইসলাম , কুতুবুদ্দিন আহমেদ এবং হেমন্ত কুমার সরকার –এনাদের নেতৃত্বে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ প্রতিষ্ঠিত হয়েছিল ।

২.৭. ‘মোপালা’ কারা ?

উত্তরঃ দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায় মোপলা নামে পরিচিত ।

২.৮. চম্পারন সত্যাগ্রহ কবে হয়েছিল ?

উত্তরঃ ১৯১৭ খ্রিষ্টাব্দে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল ।

২.৯.  অন্ধ্রের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ কোনটি ?  

উত্তরঃ অন্ধ্রের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ ছিল রাম্পা বিদ্রোহ ।

২.১০.  চম্পারন কৃষি বিল কবে পাস হয় ?

উত্তরঃ চম্পারণ কৃষি বিল পাস হয় ১৯১৮ সালে ।

২.১১. মানবেন্দ্রনাথ রায় কবে, কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন?

উত্তরঃ মানবেন্দ্রনাথ রায় ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ অক্টোবর , রাশিয়ার তাসখন্দে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন ।

২.১২.  ভারতে প্রথম কে, কবে মে দিবস পালন করেন?

উত্তরঃ ১৯২৩ খ্রিষ্টাব্দের ১ মে মাদ্রাজে সিঙ্গারাভেলু চেট্টিয়ার –এর নেতৃত্বে প্রথম মে দিসব পালিত হয় ।

২.১৩. কে ‘অযোধ্যা কিষানসভা’ গঠন করেন ?

উত্তরঃ ‘অযোধ্যা কিষানসভা’ গঠন করেন বাবা রামচন্দ্র এবং জহরলাল নেহেরু ।

২.১৪. আমেরিকায় ভারতীয় হোমরুল লিগ-এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ লালা লাজপথ রায় আমেরিকায় ভারতীয় হোমরুল লিগ-এর প্রতিষ্ঠাতা ।

২.১৫.  ‘গান্ধি-আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়েছিল ?

উত্তরঃ ১৯৩১ খ্রিষ্টাব্দে ৫ই মার্চ গান্ধী-আর্উইন চুক্তি স্বাক্ষরিত হয় ।

২.১৬.  ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্রের নাম কী ?

উত্তরঃ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্রের নাম বাংলায় ‘লাঙ্গল ও গণবাণী’ , বোম্বাইয়ে ‘ক্রান্তি’ , যুক্তপ্রদেশে ‘অসন্তিকারী’ , পাঞ্জাবে ‘কীর্তি কিষাণ’ ইত্যাদি । 

২.১৭. কে, কী নামে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন ।

উত্তরঃ লালা লাজপত রায় ১৯২০ খ্রিষ্টাব্দের ৩১ অক্টোবর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে প্রথম ট্রেড ইউনিয়নটি গড়ে তোলেন ।

২.১৮. সর্বভারতীয় কিষানসভা কবে গঠিত হয়েছিল ?

উত্তরঃ সর্বভারতীয় কিষানসভা গঠিত হয়েছিল ১৯৩৬ খ্রিষ্টাব্দে ।

২.১৯. AITUC-এর প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তরঃ AITUC-এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায় ।

২.২০.  লেবার স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯২৫ খ্রিষ্টাব্দের ১ নভেম্বর লেবার স্বরাজ পার্টি  প্রতিষ্ঠিত হয় ।

২.২১. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয় ।

উত্তরঃ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) বোম্বাইতে প্রতিষ্ঠিত হয় ।

২.২২.  ‘সীমান্ত গান্ধি’ নামে কে পরিচিত?

উত্তরঃ খান আবদুল গফফর খান ‘সীমান্ত গান্ধি’ নামে কে পরিচিত ।

২.২৩. কোন্ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উত্তরঃ ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ।

২.২৪. কে, কবে র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন ?

উত্তরঃ র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় ।

২.২৫. বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে সরকারিভাবে ঘোষিত হয় ? 

উত্তরঃ ১৯০৫ সালের ১৯ জুলাই বঙ্গভঙ্গের পরিকল্পনা  সরকারিভাবে ঘোষিত হয় ।

২.২৬. বঙ্গভঙ্গের পরিকল্পনা করে বাস্তবায়িত হয় ?

উত্তরঃ ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়িত হয় ।

২.২৭. নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন ?

উত্তরঃ নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাশ ।

২.২৮. সুভাষ চন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন্ কোন্ অধিবেশনে ?

উত্তরঃ ১৯৩৮ খ্রিষ্টাব্দে হরিপুরা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সুভাষ চন্দ্র বসু ।

২.২৯. কোন আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধিজি জাতীয় আন্দোলনে পদার্পণ করেন ?

উত্তরঃ অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধিজি জাতীয় আন্দোলনে পদার্পণ করেন ।

২.৩০. বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন ?

উত্তরঃ বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ।

২.৩১. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তরঃ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ১৯৪২ খ্রিস্টাব্দে ।

২.৩২. খিলাফৎ সমস্যাকে গান্ধিজি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন ?

উত্তরঃ খিলাফৎ সমস্যাকে গান্ধিজি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন ।

২.৩৩.কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে, কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ।

উত্তরঃ ১৯৩৪ খ্রিষ্টাব্দে জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্রদেব -এর উদ্যোগে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় ।  

২.৩৪. ‘জেনমি’ কাদের বলা হয় ?

উত্তরঃ কেরলের মালাবার অঞ্চলের হিন্দু কৃষকদের জেনমি বলা হত ।

২.৩৫. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে ।  

উত্তরঃ কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে ।

২.৩৬. মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকরা কার নেতৃত্বে আন্দোলন  করেছিল ?

উত্তরঃ মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকরা বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কৃষকরা আন্দোলন করেছিল ।

২.৩৭. স্বদেশি যুগে বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট কত সালে হয়েছিল ?

উত্তরঃ ১৯০৫ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরের দিন সারাবাংলা জুড়ে প্রথম শ্রমিক ধর্মঘট পালিত হয়েছিল ।

২.৩৮. কার নেতৃত্বে রাম্পা বিদ্রোহ হয় ?

উত্তরঃ আল্লুরি সীতারাম রাজু-এর নেতৃত্বে রাম্পা বিদ্রোহ হয় ।

২.৩৯. চিত্তরঞ্জন দাশ কোন্ দল প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  চিত্তরঞ্জন দাশ প্রতিষ্ঠা করেন স্বরাজ্য দল ।

২.৪০. বখস্ত আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?  

উত্তরঃ বখস্ত আন্দোলন শুরু হয়েছিল বিহারে ।

২.৪১.  একা আন্দোলন কবে, কোথায় শুরু হয়েছিল ?  

উত্তরঃ ১৯২১ খ্রিষ্টাব্দের শেষদিকে  উত্তর পশ্চিম অযোধ্যায় একা আন্দোলন সংঘটিত হয় ।

২.৪২. ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয় ।

উত্তরঃ ভারতে সত্যাগ্রহ আন্দোলন প্রথম অনুষ্ঠিত হয় বিহারের চম্পারণ জেলায় ১৯১৭ খ্রিষ্টাব্দে ।

২.৪৩.  কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো ।

উত্তরঃ কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম জয়প্রকাশ নারায়ণ ।

২.৪৪. খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম লেখো ।

উত্তরঃ খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম শওকত আলী ।

২.৪৫.  বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে যুক্ত যে-কোনো একজন নেতার নাম লেখো ।

উত্তরঃ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে যুক্ত  একজন নেতা হলেন – বাল গঙ্গাধর তিলক ।  

মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

সত্য মিথ্যা

সত্য/মিথ্যা নিরূপণ করো :

২.৪৭.  মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল ।

২.৪৮.  গান্ধিজি বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ উপাধি দেন ।

২.৪৯. তেভাগা আন্দোলন হয়েছিল ১৯৪৩-১৯৪৪ খ্রিস্টাব্দে ।

২.৫০.  ‘মারাঠা’ ও ‘কেশরী’ পত্রিকার সম্পাদক ছিলেন লালা লাজপত রায় ।

২.৫১.  বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা ।

২.৫২. ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ।

২.৫৩. আমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধি পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন ।

বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫৪. বিবৃতি ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে । ব্যাখ্যা ১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা ২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। ব্যাখ্যা ৩: এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী  কার্যকলাপ দমন করা ।

২.৫৫.  বিবৃতি : একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে । ব্যাখ্যা ১ : এটি ছিল ব্যক্তিগত আন্দোলন। ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন । ব্যাখ্যা ৩: এটি ছিল একটি শ্রমিক আন্দোলন ।

২.৫৬.  বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল । ব্যাখ্যা ১: বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক । ব্যাখ্যা ২: তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক । ব্যাখ্যা ৩: তারা ছিল শ্রমিক-কৃষকদের ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক ।

২.৫৭.  বিবৃতি : কংগ্রেস শ্রমিক আন্দোলনে বিশেষ প্রশ্রয় দেয়নি । ব্যাখ্যা ১ : বামপন্থীরা শ্রমিক আন্দোলনের সমর্থক ছিল । ব্যাখ্যা ২ : লালা লাজপত রায় ছিলেন পাঞ্জাবের শ্রমিক আন্দোলনের নেতা । ব্যাখ্যা ৩ : কংগ্রেস মালিক ও শ্রমিক উভয়কেই জাতীয় আন্দোলনে সামিল করতে চেয়েছিল।

অনুরূপ প্রশ্ন : বিবৃতি : কংগ্রেস নেতৃবৃন্দ প্রথমদিকে শ্রমিক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। ব্যাখ্যা ১: নেতারা সবাই উচ্চবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়ের ছিল। ব্যাখ্যা ২ শ্রমিকদের সংখ্যা কম ছিল। ব্যাখ্যা ৩ শ্রমিকদের হয়ে আন্দোলনে নামলে কংগ্রেস মিল মালিকদের সাহায্য ও সহানুভূতি থেকে বঞ্চিত হত এবং বিশেষ শ্রেণির দাবির প্রতি সহানুভূতিশীল হলে জাতীয় আন্দোলন দুর্বল হয়ে পড়ত ।

২.৫৮. বিবৃতি : ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি। ব্যাখ্যা ১ : জাতীয় কংগ্রেস আপত্তি জানিয়েছিল। ব্যাখ্যা ২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল। ব্যাখ্যা ৩ : কমিউনিস্টরা নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিল।

২.৫৯.  বিবৃতি : গ্রামাঞ্চলে স্বদেশি বা বয়কট আন্দোলন স্থায়িত্ব লাভ করেনি । ব্যাখ্যা ১ : গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কটের বিরোধী ছিল । ব্যাখ্যা ২ : বাংলার কৃষকরা বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেনি । ব্যাখ্যা ৩ পূর্ববঙ্গীয় কৃষকদের একটি বৃহৎ অংশ ছিল মুসলমান ।

২.৬০.বিবৃতি : গান্ধিজি লবণকেই আইন অমান্য আন্দোলনের মুখ্য বা কেন্দ্রীয় বিষয় হিসেবে বেছে নেন । ব্যাখ্যা ১: লবণ ব্যবসায়ীদের ব্রিটিশবিরোধী সংগ্রামে সামিল হতে উৎসাহ দিয়েছিলেন । ব্যাখ্যা ২: লবণ সাধারণ মানুষের কাছে বিশেষ সহজলভ্য দ্রব্য ছিল । ব্যাখ্যা ৩: লবণ হল মানুষের অতি প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্য ।

২.৬১. বিবৃতি : বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি । ব্যাখ্যা ১: শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল। ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল । ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন ।

২.৬২.  বিবৃতি : গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি । ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন জমিদারশ্রেণির প্রতিনিধি । ব্যাখ্যা ২: গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। ব্যাখ্যা ৩: গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন ।

মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

2 নম্বরের প্রশ্ন

৩. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (দু-তিনটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান—২)

৩.১.গান্ধিজি কেন ‘লবণ আইন’ ভঙ্গ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন?

৩.২.  মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত ?

৩.৩. তিন কাঠিয়া প্রথা কী ?

৩.৪.  অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ উল্লেখ করো ।

৩.৫.  ‘সীমান্ত গান্ধি’ কাকে বলা হত এবং কেন?

৩.৬. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.৭. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.৮.  ‘একা’ আন্দোলন শুরু হয় কেন?

৩.৯. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?

৩.১০.  তাম্রলিপ্ত জাতীয় সরকার কী ?

৩.১১.  শ্রমিক শ্রেণির বড়ো অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন?

৩.১২.  কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল ?

৩.১৩.  মাদারি পাসি কে ছিলেন?

৩.১৪. বাবা রামচন্দ্র কে ছিলেন?

৩.১৫. বখস্ত ভূমি আন্দোলন কী?

৩.১৬. কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ?

৩.১৭.  মিরাট ষড়যন্ত্র মামলায় যুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো ।

৩.১৮.  ম্যাক্সওয়েল তদন্ত কমিটি কী ?

৩.১৯. একা আন্দোলনের নামকরণের কারণ কী?

৩.২০. কৃষক প্রজা পার্টি কাদের উদ্যোগে তৈরি হয় ?

৩.২১.  কী কী কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯) শুরু করে ?

৩.২২. ফ্লাউড কমিশন কী সিদ্ধান্ত নিয়েছিল?

৩.২৩.  ‘কালি পরাজ’ ও উজালি পরাজ’ কী?

৩.২৪. তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী?

৩.২৫. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের দুজন মুসলিম নেতার নাম লেখো ।

৩.২৬. আঙ্গুরি সীতারাম রাজু বিখ্যাত কেন ?

৩.২৭.  ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী ছিল?

৩.২৮. গিরনি-কামগড় ইউনিয়ন কী ? এটি কবে গঠিত হয় ?

৩.২৯. তেভাগা আন্দোলন বলতে কী বোঝো ?

৩.৩০. কৃষক আন্দোলন সম্পর্কে গান্ধিজির দৃষ্টিভঙ্গি কী ছিল ?

৩.৩১. ভারত ছাড়ো আন্দোলন থেকে শ্রমিক শ্রেণি মুখ ফিরিয়ে নিয়েছিল কেন?

৩.৩২. কবে, কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?

৩.৩৩. ‘Independence of India League’ – কেন গঠন করা হয় ?

৩.৩৪. লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ (১৯০৫) করেন ?

৩.৩৫. কিয়ানসভা’ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?

৩.৩৬.  গান্ধিজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন ?

4 নম্বরের প্রশ্ন

৪. বিশ্লেষণধর্মী প্রশ্ন (সাত-আটটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান 8 )

৪.১.  টীকা লেখো পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন ।

৪.২.  টীকা লেখো তেভাগা আন্দোলন ।

৪.৩.  টীকা লেখো তেলেঙ্গানা আন্দোলন ।

৪.৪.  টীকা লেখো : কংগ্রেস সমাজতন্ত্রী দল ।

৪.৫.  টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা ।

৪.৬. কৃষক আন্দোলনগুলি সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল?

৪.৭.  শ্রমিক আন্দোলনগুলি সম্পর্কে বামপন্থী নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল?

৪.৮. শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধিজির দৃষ্টিভঙ্গি কী ছিল?

৪.৯. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কৃষক সমাজ যুক্ত ছিল না কেন?

৪.১০.  একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।

৪.১১. বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল ?

৪.১২. ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল?

৪.১৩.  ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল ?

৪.১৪. টাকা লেখো: চম্পারন সত্যাগ্রহ ।

৪.১৫.  ডান্ডি অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টাকা লেখো ।

৪.১৬.  কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হ্যা ? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন কেন ?

৪.১৭.  টীকা লেখো : সর্বভারতীয় কিষানসভা (১৯৩৬) ।

৪.১৮.  টীকা লেখো: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ।

৪.১৯. বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও।

৪.২০.  বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?

৪.২১. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল ?

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন

8 নম্বরের প্রশ্ন

৫.রচনাধর্মী প্রশ্ন (পনেরো-ষোলোটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান—৮)

৫.১.  অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনকালে শ্রমিক আন্দোলনের বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

৫.২. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

৫.৩. অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো ।

৫.৪. ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও ।

৫.৫. আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো ।

৫.৬.  প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক শ্রেণির আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো ।

৫.৭. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে কৃষক শ্রেণির কী ভূমিকা ছিল ?

৫.৮. ১৯১৮-১৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও ।

৫.৯. বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।.

৫.১০. আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা কী ছিল ?

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিদিন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন । এই সাজেশন থেকে আপনারা উপকৃত হলে পেজটিকে শেয়ার করুন ।

Leave a Comment

error: Content is protected !!