Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik History Chapter 5 Question Answer । দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ ‘ বিকল্প চিন্তা ও উদ্যোগ(উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় । এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে থাকে বড় প্রশ্ন 8 নম্বরের , 4 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , MCQ এবং SAQ প্রশ্ন । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন এবং MCQ , SAQ -এই সকল প্রকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই পোস্টে । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে ইতিহাসে খুব ভালো রেজাল্ট করা যাবে ।
অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন Madhyamik History Chapter 5 Question Answer । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ইতিহাসের অধ্যায় ৫ -এর সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত ।
এই পোস্টে Madhyamik History Chapter 5 Question Answer –এর পাশাপশি বিকল্প চিন্তা ও উদ্যোগ(উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর (MCQ ) প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল ।
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন-উত্তর|Madhyamik History Chapter 5 Question Answer
MCQ প্রশ্ন উত্তর
1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন :(প্রতিটি প্রশ্নের মান – 1)
1.1 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সত্যেন্দ্রনাথ বসু
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) আনন্দমোহন বসু
উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু
1.2. ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল –
(ক) ইংরেজরা
(খ) পোর্তুগিজরা
(গ) ফরাসিরা
(ঘ) ওলন্দাজরা
উত্তরঃ (খ) পোর্তুগিজরা
1.3. ‘University College of Science’-এর প্রতিষ্ঠা করেন –
(ক) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(খ) সি ভি রমন
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) মেঘনাদ সাহা
উত্তরঃ (ক) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
1.4. বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় –
(ক) ১৮২০ খ্রি
(খ) ১৮১২ খ্রি
(গ) ১৯২৫ খ্রি
(ঘ) ১৮২৫ খ্রি
উত্তরঃ (গ) ১৯২৫ খ্রি
1.5. কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৯০৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
1.6. ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন –
ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
1.7. ১৮৬৩ খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
1.8. শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় –
(ক) ১৭৪০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
1.9. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? –
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯১২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
1.10. পোর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? –
(ক) গোয়াতে
(খ) কালিকটে
(গ) সুরাটে
(ঘ) হুগলিতে
উত্তরঃ (ক) গোয়াতে
1.11. মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন –
(ক) জেমস হিকি
(খ) জন ম্যাক
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) উইলিয়ম কেরি
উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকার
1.12. ‘ক্রেসকোগ্রাফ’ যন্ত্র আবিষ্কার করেন –
(ক) মেঘনাদ সাহা
(খ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ (গ) জগদীশচন্দ্র বসু
1.13. পদার্থবিদ্যায় ‘নোবেল’ পুরস্কার পান –
(ক) মেঘনাদ সাহা
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন
উত্তরঃ (ঘ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন
1.14. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ বর্তমানে যে নামে পরিচিত তা হল-
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) রাজাবাজার সায়েন্স কলেজ
(গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(ঘ) বালিগঞ্জ সায়েন্স কলেজ
উত্তরঃ (গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
1.15. মুদ্রণশিল্পের প্রথম উদ্ভব ঘটে –
(ক) জার্মানিতে
(খ) আরব দেশে
(গ) পোর্তুগালে
(ঘ) চিনে
উত্তরঃ (ঘ) চিনে
1.16. উইলিয়ম কেরি ছাপাখানা স্থাপন করেন –
(ক) চন্দননগরে
(খ) শ্রীরামপুরে
(গ) কলকাতায়
(ঘ) হুগলিতে
উত্তরঃ (খ) শ্রীরামপুরে
1.17. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিনস
উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
1.18. বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন –
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
1.19. ‘ভারতের বেকন’ বলা হত –
(ক) অক্ষয়কুমার দত্ত-কে
(খ) সতীশচন্দ্র মুখার্জি-কে
(গ) প্রফুল্লচন্দ্র রায়-কে
(ঘ) ইউ এন রায়-কে
উত্তরঃ (ক) অক্ষয়কুমার দত্ত-কে
1.20. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) মিসেস অ্যানি বেসান্ত
(গ) ব্রজেন্দ্রনাথ শীল
(ঘ) চার্লস ফ্রায়ার অ্যান্ড্রুজ
উত্তরঃ (ঘ) চার্লস ফ্রায়ার অ্যান্ড্রুজ
1.21. যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
1.22. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়োর
(ঘ) অন্নদামঙ্গল
উত্তরঃ (খ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
1.23. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি ভি রমন
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ (খ) সি ভি রমন
1.24. ‘আধুনিক বিজ্ঞানচর্চার জনক’ হলেন –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তরঃ (ঘ) মহেন্দ্রলাল সরকার
অনুরূপ প্রশ্ন : ‘জাতীয় বিজ্ঞানচর্চার জনক’ বলা হয় –
(ক) জগদীশচন্দ্র বসু-কে
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়-কে
(গ) আশুতোষ – মুখোপাধ্যায় কে
(ঘ) মহেন্দ্রলাল সরকার-কে
উত্তরঃ (ঘ) মহেন্দ্রলাল সরকার-কে
1.25. ‘গোলদীঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল –
(ক) বসু বিজ্ঞান মন্দির
(খ) কলকাতা বিজ্ঞান কলেজ
(গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
1.26. বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) প্রফুল্লচন্দ্র রায়
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) মেঘনাদ সাহা
(ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তরঃ (ক) প্রফুল্লচন্দ্র রায়
1.27. ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল –
(ক) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো
(খ) সাম্রাজ্য বিস্তার করা
(গ) প্রথাগত শিক্ষার উন্নতি
(ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
উত্তরঃ (ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা
1.28. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন –
(ক) হ্যালহেড
(খ) সুরেশচন্দ্র মজুমদার
(গ) চার্লস উইলকিনস
(ঘ) অগাস্টাস হিকি
উত্তরঃ (গ) চার্লস উইলকিনস
1.29. ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি রচনা করেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) হ্যালহেড
(গ) উইলিয়ম কেরি
(ঘ) ডেভিড হেয়ার
উত্তরঃ (খ) হ্যালহেড
1.30. ‘URay & Sons Company প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮৮৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
1.31. Indian Association for the Cultivation of Science’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮১৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
1.32. বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় –
(ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
1.33. ‘History of Hindu Chemistry গ্রন্থের লেখক –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাদ সাহা
(গ) সি ভি রমন
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ (ঘ) প্রফুল্লচন্দ্র রায়
1.34. রাধানাথ শিকদার কাজ করতেন –
(ক) জরিপ বিভাগে
(খ) হিন্দু কলেজে
(গ) ভূতত্ত্ব বিভাগে
(ঘ) প্রশাসন বিভাগে
উত্তরঃ (ক) জরিপ বিভাগে
1.35. ‘U Ray & Sons’ ছাপাখানার প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) সুকুমার রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) রাজা রাধাকান্ত দেব
উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
1.36. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন-
(ক) অরবিন্দ ঘোষ
(খ) সতীশচন্দ্র বসু
(গ) যোগেশচন্দ্র ঘোষ
(ঘ) প্রমথনাথ বসু
উত্তরঃ (ঘ) প্রমথনাথ বসু
1.37. ‘আধুনিক ছাপাখানার জনক’ বলে পরিচিত –
(ক) গুটেনবার্গ
(খ) উইলিয়ম কেরি
(গ) মার্শম্যান
(ঘ) জন ম্যাক
উত্তরঃ(ক) গুটেনবার্গ
1.38. ‘ইউ রায় অ্যান্ড সন্স’ ভূমিকা নিয়েছিল –
(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে
(খ) বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে
(গ) বাংলায় – পাশ্চাত্য শিক্ষার প্রসারে
(ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে
উত্তরঃ (ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে
1.39. ‘বিশ্বভারতী’-এর প্রথম উপাচার্য হলেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) তারকনাথ পালিত
(ঘ) সুবোধচন্দ্র মল্লিক
উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
1.40. IACS-এর প্রথম অধিকর্তা হলেন –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) প্যারীমোহন মুখোপাধ্যায়
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) মেঘনাদ সাহা
উত্তরঃ (খ) প্যারীমোহন মুখোপাধ্যায়
1.41. জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল –
(ক) বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে
(খ) ইংরেজি শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে
(গ) বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছাপার উদ্দেশ্যে
(ঘ) বুনিয়াদি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে
উত্তরঃ (ক) বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে
1.42. ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হত –
(ক) সন্দেশ পত্রিকা
(খ) গ্রামবার্তা প্রকাশিকা
(গ) সোমপ্রকাশ
(ঘ) বঙ্গদর্শন পত্রিকা
উত্তরঃ (ক) সন্দেশ পত্রিকা
1.43. ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল –
(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
1.44. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
1.45. ‘বাংলার গুটেনবার্গ’ অথবা ‘বাংলা মুদ্রণশিল্পের জনক’ বলা হয়-
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) চার্লস উইলকিনস
(গ) গ্রাহাম শ
(ঘ) গিলক্রিস্ট-কে
উত্তরঃ (খ) চার্লস উইলকিনস
1.46. শিশুশিক্ষা গ্রন্থটি রচনা করেন –
(ক) মদনমোহন তর্কালংকার
(খ) বিদ্যাসাগর
(গ) দীননাথ সেন
(ঘ) রামসুন্দর বসাক
উত্তরঃ (ক) মদনমোহন তর্কালংকার
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান-1)
একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো :
2.1. শিক্ষার হেরফের’ প্রবন্ধটি কার রচনা ?
উত্তরঃ শিক্ষার হেরফের’ প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
2.2. কে প্রথম ‘জাতীয় শিক্ষা’ কথাটি ব্যবহার করেন?
উত্তরঃ প্রসন্নকুমার ঠাকুর ‘জাতীয় শিক্ষা’ কথাটি ব্যবহার করেন ।
2.3. স্বদেশি যুগে প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠানের নাম লেখো ।
উত্তরঃ স্বদেশি যুগে প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠান হল বেঙ্গল কেমিক্যালস ।
2.4.উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখো ।
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম যথাক্রমে সন্দেশ এবং ছেলেদের রামায়ণ ।
2.5. তারকনাথ পালিত কারিগরি বিদ্যাচর্চার উদ্দেশ্যে কোন্ সংস্থা প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ তারকনাথ পালিত কারিগরি বিদ্যাচর্চার উদ্দেশ্যে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন ।
2.6. জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়?
উত্তরঃ জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ ।
2.7. পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কলকাতায় ।
2.8. ‘ছেলেদের রামায়ণ’ কোন্ ছাপাখানা থেকে প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘ছেলেদের রামায়ণ’ ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা থেকে প্রকাশিত হয় ।
2.9. বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কবে ?
উত্তরঃ বেঙ্গল গেজেট প্রকাশিত হয় ১৭৮০ সালের ১ জানুয়ারি ।
2.10. বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ ।
2.11. শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?
উত্তরঃ শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ ।
2.12. কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা ঘটে কবে ?
উত্তরঃ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা ঘটে ১৯৫১ সালে ।
2.13. ‘রমন এফেক্ট’ কে আবিষ্কার করেন?
উত্তরঃ ‘রমন এফেক্ট’ কে আবিষ্কার করেন সি ভি রমন ।
2.14.ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন-এর সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন-এর সম্পাদক ছিলেন ড. মহেন্দ্রলাল সরকার ।
2.15. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো ।
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল ।
2.16. কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালে ।
2.17. ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেন ?
উত্তরঃ জেমস অগাস্টাস হিকি ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ।
2.18. কে ছাপাখানার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ছিলেন ?
উত্তরঃ ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ছিলেন ।
2.19. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো ।
উত্তরঃ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত করা । পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা ।
2.20. জাতীয় শিক্ষা পরিষদ-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ জাতীয় শিক্ষা পরিষদ-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন তারকনাথ পালিত ।
2.21. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর প্রতিষ্ঠাতা ছিলেন ড. মহেন্দ্রলাল সরকার ।
2.22. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো ।
উত্তরঃ ভারতে কারিগরি শিক্ষার প্রসার ।
দশম শ্রেণি ইতিহাস পঞ্চম অধ্যায়ের সত্য মিথ্যা
সত্য/মিথ্যা নিরূপণ করো :
2.23. কলকাতায় জেমস অগাস্টাস হিকি ছাপাখানা গড়ে তোলেন ।
উত্তরঃ সত্য
2.24. প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী ।
উত্তরঃ মিথ্যা
2.25. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন ।
উত্তরঃ সত্য
2.26. বাংলায় ছাপাখানার উদ্ভব হয়েছিল সপ্তদশ শতকে ।
উত্তরঃ সত্য
2.27. বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ।
উত্তরঃ মিথ্যা
2.28. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার ।
উত্তরঃ মিথ্যা
2.29. ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ।
উত্তরঃ সত্য
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)
2 নম্বরের প্রশ্ন
3.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (দু-তিনটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান-2)
3.1. “শ্রীরামপুর ত্রয়ী কারা?
3.2. জাতীয় শিক্ষা পরিষদ কাদের উদ্যোগে গড়ে উঠেছিল?
3.3. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?
3.4. জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল?
3.5. বাংলায় ছাপাখানা স্থাপনের প্রথম যুগের দুটি সমস্যার কথা উল্লেখ করো ।
3.6. ‘দিগ্দর্শন’ কবে, কোথায় প্রথম ছাপা হয় ।
3.7. কে, কবে, কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ?
3.8. শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ?
3.9. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী ?
3.10. বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ?
3.11. কাকে, কেন ‘বাংলার গুটেনবার্গ’ বলে অভিহিত করা হয় ?
3.12. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর ভূমিকা কী ছিল?
3.13. বসু বিজ্ঞান মন্দিরে কোন্ কোন্ বিষয়ের গবেষণা হত ?
3.14. বাংলার ছাপাখানার বিকাশে পানন কর্মকারের ভূমিকা কী ছিল ?
3.15. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
3.16. কারিগরি শিক্ষাবিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কী ছিল?
3.17. চার্লস উইলকিনস কে ছিলেন?
3.18. বাংলায় ব্যাবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কী ছিল ?
3.19. বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল ?
4 নম্বরের প্রশ্ন
4. বিশ্লেষণধর্মী প্রশ্ন : (সাত-আটটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান-4)
4.1. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
4.2. বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ডা. মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল?
4.3. কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বোল টেকনিক্যাল ইন্সটিটিউটের কী ভূমিকা ছিল?
4.4. টীকা লেখো : জাতীয় শিক্ষা পরিষদ ।
4.5. বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো।
4.6. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাটিন্ডার পরিচয় দাও।
4.7. স্বদেশি আন্দোলনে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল?
4.8. কার্লাইল সার্কুলার কী? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন ।
4.9. বাংলায় প্রথমদিককার মুদ্রাকরদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
4.10. বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ বিবৃত করো ।
4.11. ছাপা বই-এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো
4.12. শিক্ষাবিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো ।
4.13. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো ।
4.14. টীকা লেখো : বসু বিজ্ঞান মন্দির ।
4.15. মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় ?
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন
8 নম্বরের প্রশ্ন
5. রচনাধর্মী প্রশ্ন : (পনেরো-ষোলোটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান – 8 )
5.1. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর অবদান আলোচনা করো ।
5.2. বিজ্ঞানচর্চায় ‘বসু বিজ্ঞান মন্দির’ ও ‘কলকাতা বিজ্ঞান কলেজ’-এর অবদান উল্লেখ করো ।
5.3. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
5.4. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো । রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?
5.5. ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো ।
অনুরূপ প্রশ্ন : উনিশ শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো ।
5.6. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
অনুরূপ প্রশ্ন : মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)