Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik History Chapter 2 Question Answer । দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ‘সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে থাকে বড় প্রশ্ন ( 8 নম্বরের ), 4 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , MCQ এবং SAQ প্রশ্ন । দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন(8 নম্বরের) , 2 নম্বরের প্রশ্ন , 4 নম্বরের প্রশ্ন ,MCQ প্রশ্ন-উত্তর এবং SAQ নিয়ে তৈরি আমাদের এই পোস্ট । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে এই পোস্টের মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন-উত্তর গুলো ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে ইতিহাসে খুব ভালো রেজাল্ট করা যাবে।
অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন Madhyamik History Chapter 2 Question Answer । তাই এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত ।
এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপশি সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন-উত্তর (MCQ ) প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল ।
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন-উত্তর |Madhyamik History Chapter 2 Question Answer
MCQ প্রশ্ন-উত্তর
1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান—১)
1.1. কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন –
(ক) উইলিয়ম বেন্টিঙ্ক
(খ) ক্যানিং
(গ) ভালহৌসি
(ঘ) ওয়েলেসলি
উত্তরঃ (ক) উইলিয়ম বেন্টিঙ্ক
1.2. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন –
(ক) ডালহৌসি
(খ) ওয়েলেসলি
(গ) স্ক্যানিং
(ঘ) লিটন
উত্তরঃ (গ) স্ক্যানিং
1.3. কেশব সেন সম্পাদিত পত্রিকার নাম-
(ক) হিন্দু প্যাট্রিয়ট
(খ) ইন্ডিয়ান মিরর
(গ) ন্যাশনাল পেপার
(গ) সোমপ্রকাশ
উত্তরঃ (খ) ইন্ডিয়ান মিরর
1.4. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেন –
(ক) হরিনাথ মজুমদার
(খ) কালী সিংহ
(গ) দীন মিত্র
(ঘ) হরিশচন্দ্র মুখার্জি
উত্তরঃ (ক) হরিনাথ মজুমদার
1.5. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) রামমোহন রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) দীনবন্ধু মিত্র
(গ) হরিশচন্দ্র মুখার্জি
উত্তরঃ (গ) হরিশচন্দ্র মুখার্জি
1.6. স্বামীজি রামকুর মিশন প্রতিষ্ঠা করেন –
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯০০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
1.7. প্রাচ্য-পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান –
(ক) লর্ড কর্নওয়ালিশ
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তরঃ (খ) লর্ড বেন্টিঙ্ক
1.8. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন, আইন’-এর অন্তর্ভুক্ত ছিল না-
(ক) বাল্যবিবাহ
(খ) বহুবিবাহ
(গ) বিধবাবিবাহ
(ঘ) সতীদাহ
উত্তরঃ (ঘ) সতীদাহ
1.9. ‘ব্রহ্মানন্দ” নামে পরিচিত ছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন
1.10. ‘নীলদর্পণ’ রচনা করেন –
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) দীনবন্ধু মিত্র
(গ) মধুসূদন গুপ্ত
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ (খ) দীনবন্ধু মিত্র
1.11. ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়। –
(ক) মেকলে মিনিটকে
(খ) উডের ডেসপ্যাচকে
(গ) বেন্টিঙ্কের ঘোষণাকে
(ঘ) সনদ আইনকে
উত্তরঃ (খ) উডের ডেসপ্যাচকে
1.12. ‘মধ্যবিত্ত শ্রেণি’ কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় –
(ক) সম্বাদ কৌমুদী
(খ) সংবাদ প্রভাকর
(গ) বঙ্গদূত
(ঘ) জ্ঞানান্বেষণ-পত্রিকায়
উত্তরঃ (গ) বঙ্গদূত
1.13. ‘নীলদর্পণ’ নাটককে ‘আংকল টমস কেবিন’-এর সমতুল্য বলে মনে করেছেন –
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) রাধাকান্ত দেব
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1.14. হিন্দু কলেজের বর্তমান নাম –
(ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
(খ) সুরেন্দ্রনাথ কলেজ
(গ) রামমোহন কলেজ
(ঘ) বিদ্যাসাগর কলেজ
উত্তরঃ (ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
1.15. ব্রাত্মধর্মের প্রবর্তক ছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রামমোহন রায়
(গ) রামকৃষ্ণ পরমহংসদেব
(ঘ) নিবেদিতা
উত্তরঃ (খ) রামমোহন রায়
1.16. ‘তত্ত্ববোধিনী সভা’-এর প্রতিষ্ঠাতা কে? –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) কেশব সেন
(গ) রামমোহন রায়
(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী
উত্তরঃ (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
1.17. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী হলেন –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) রসিকলাল দত্ত
(গ) মধুসূদন দত্ত
(ঘ) ভোলানাথ বসু
উত্তরঃ (খ) রসিকলাল দত্ত
1.18. ফোর্ট উইলিয়ম কলেজ স্থাপন করেন-
(ক) লর্ড ওয়েলেসলি
(খ) লর্ড রিপন
(গ) লর্ড কর্নওয়ালিশ
(ঘ) লর্ড ডালহৌসি
উত্তরঃ (ক) লর্ড ওয়েলেসলি
1.19. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল-
(ক) রাজা রামমোহন রায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিংকওয়াটার বিটন (বেথুন)
উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ
1.20. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –
(ক) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(খ) জেমস উইলিয়ম কোলভিল
(গ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(ঘ) ডেভিড হেয়ার
উত্তরঃ (খ) জেমস উইলিয়ম কোলভিল
1.21. স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না। একথা বলেছেন –
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) রাজা রামমোহন রায়
(গ) বিদ্যাসাগর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ
1.22. কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে –
(ক) ১৭৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭১ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
1.23. উনিশ শতকের নবজাগরণকে ‘ঐতিহাসিক প্রতারণা’ বলেছেন-
(ক) অশোক মিত্র
(খ) যদুনাথ সরকার
(গ) রমেশচন্দ্র দত্ত
(ঘ) বিনয় ঘোষ
উত্তরঃ (ঘ) বিনয় ঘোষ
1.24. ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত ১ লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় –
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দের সনদ আইনে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দের সনদ আইনে
(ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দের সনদ আইনে
উত্তরঃ (ক) ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে
2.25. সতীদাহপ্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হল –
(ক) রেগুলেশন- XVII
(খ) রেগুলেশন- XVI
(গ) রেগুলেশন-XV
(ঘ) রেগুলেশন – XIV
উত্তরঃ (ক) রেগুলেশন- XVII
‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
1.26. ‘ফকির অফ জঙ্ঘিরা’ কাব্যগ্রন্থটি রচনা করেন –
(ক) কেশবচন্দ্র সেন
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) ডিরোজিও
উত্তরঃ (ঘ) ডিরোজিও
1.27. ভারতে চিকিৎসাবিদ্যার পাঠক্রমে শবব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন-
(ক) হেনরি হ্যারি গুডিব
(খ) মধুসূদন গুপ্ত
(গ) পিটার গ্রান্ট
(ঘ) সূর্যকুমার চক্রবর্তী
উত্তরঃ (ক) হেনরি হ্যারি গুডিব
1.28. ‘আধুনিক ভারতের জনক’ বলা হয় –
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(খ) রামমোহন রায়কে
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে
উত্তরঃ (খ) রামমোহন রায়কে
1.29. ভারতবর্ষীয় ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেন –
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) রাধাকান্ত দেব
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন
1.30. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন –
(ক) মাইকেল মধুসুদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
(গ) জেমস লঙ
(ঘ) জেমস মিল
উত্তরঃ (ক) মাইকেল মধুসুদন দত্ত
1.31. ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন –
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) শ্রীরামকৃয়
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ
1.32. উনিশ শতকের নারীশিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল –
(ক) বিটন (বেথুন স্কুল)
(খ) স্কটিশ চার্চ স্কুল
(গ) হেয়ার স্কুল
(ঘ) হিন্দু স্কুল
উত্তরঃ (ক) বিটন (বেথুন স্কুল)
1.33. ইয়ং বোল বা নবাব বলা হত –
(ক) ডিরোজিওর অনুগামীদের
(খ) রামমোহনের অনুগামীদের
(গ) রামকৃষ্ণের অনুগামীদের
(ঘ) বিবেকানন্দের অনুগামীদের
উত্তরঃ (ক) ডিরোজিওর অনুগামীদের
1.34. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন।
(ক) ডেভিড হেয়ার
(খ) টমাস ব্যাবিংটন মেকলে
(গ) উইলিয়ম জোনস
(গ) চার্লস মেটকাফ
উত্তরঃ (গ) উইলিয়ম জোনস
1.35. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি –
(ক) ব্যঙ্গাত্মক নাটক
(খ) জীবনীমূলক নাটক
(গ) ধর্মীয় নাটক
(ঘ) জাতীয়তাবোধমূলক নাটক
উত্তরঃ (ঘ) জাতীয়তাবোধমূলক নাটক
1.36. ‘যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন –
(ক) নব্য বেদান্তবাদের
(খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ
(গ) পৌত্তলিকতার
(ঘ) নবজাগরণের আদর্শ
উত্তরঃ (খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ
1.37. এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রি) তৈরি হয়েছিল –
(ক) প্রাচ্যবিদ্যাচর্চার জন্য
(খ) পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য
(গ) সামরিক বিদ্যাচর্চার জন্য
(ঘ) হিন্দু ও ইসলামীয় আইনচর্চার জন্য
উত্তরঃ (ক) প্রাচ্যবিদ্যাচর্চার জন্য
1.38. উনিশ শতকের বাংলা নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল –
(ক) সোমপ্রকাশ পত্রিকার
(খ) বাদর্শন পত্রিকার
(গ) গ্রামবার্তা প্রকাশিকার
(ঘ) বামাবোধিনী পত্রিকার
উত্তরঃ (ঘ) বামাবোধিনী পত্রিকার
1.39. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
(ক) মধুসুদন রায়
(খ) উমেশচন্দ্র দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) গিরিশচন্দ্র ঘোষ
উত্তরঃ (ঘ) গিরিশচন্দ্র ঘোষ
1.40. ‘এনকোয়ারার’ পত্রিকা ছিল –
(ক) রামমোহনপন্থীদের
(খ) প্রাচীনপন্থীদের
(গ) নব্যপন্থীদের
(ঘ) নব্যবঙ্গীয়দের
উত্তরঃ (ঘ) নব্যবঙ্গীয়দের
1.41. ‘আত্মীয় সভা’-এর প্রতিষ্ঠাতা হলেন –
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) বিদ্যাসাগর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ (ঘ) রামমোহন রায়
1.42. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশির কুমার ঘোষ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত
1.43. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-
(ক) উইলিয়ম কোলভিল
(খ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(গ) লর্ড ক্যানিং
(ঘ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
উত্তরঃ (গ) লর্ড ক্যানিং
1.44. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) স্বর্ণকুমারী দেবী
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) শিশির কুমার ঘোষ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) অক্ষয়কুমার দত্ত
1.45. রাজা রামমোহন রায়ের ‘তুহাফ-উল-মুয়াহিদ্দিন’ গ্রন্থটি লেখা হয়েছিল –
(ক) বাংলায়
(খ) হিন্দিতে
(গ) ইংরেজিতে
(ঘ) ফারসিতে
উত্তরঃ (ঘ) ফারসিতে
1.46. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় –
(ক) ১৮৫৫ খ্রি
(খ) ১৮৫৪ খ্রি.
(গ) ১৮৫৬ খ্রি
(ঘ) ১৮৩৫ খ্রি
উত্তরঃ (খ) ১৮৫৪ খ্রি.
1.47. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসুদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভা: জেমস লঙ
উত্তরঃ (ঘ) রেভা: জেমস লঙ
1.48. সতীদাহ প্রথা রদ হয় –
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
1.49. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
1.50. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
1.51. ভারতে প্রথম শবব্যবচ্ছেদ করেন –
(ক) মধুসূদন দত্ত
(খ) মধুসুদন গুপ্ত
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ (খ) মধুসুদন গুপ্ত
1.52. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত –
(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে
(গ) কুষ্ঠিয়া থেকে
(ঘ) বারাসত থেকে
উত্তরঃ (গ) কুষ্ঠিয়া থেকে
1.53. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় –
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
1.54. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
(ক) ডা. এম জে ব্রামলি
(খ) ডা. এইচ এইচ গুডিভ
(গ) ড. এন ওয়ালিশ
(ঘ) ড. জে গ্রান্ট
উত্তরঃ (ক) ডা. এম জে ব্রামলি
1.55. নব্য বেদান্ত বলা হয়-
(ক) শঙ্করাচার্যের বেদান্তকে
(খ) শ্রীরামকৃষ্ণের মতবাদকে
(গ) স্বামী বিবেকানন্দের মতবাদকে
(ঘ) স্বামী ব্রহ্মানদের মতবাদকে
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দের মতবাদকে
1.56. ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম? –
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) শিবনাথ শাস্ত্রী
(ঘ) কেশবচন্দ্র সেন-এর
উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ
1.57. ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল –
(ক) তত্ত্ববোধিনী পত্রিকা
(খ) পার্থেনন পত্রিকা
(গ) সর্বশুভকরী পত্রিকা
(ঘ) ক্যালকাটা ম্যাগাজিন
উত্তরঃ (ক) তত্ত্ববোধিনী পত্রিকা
1.58. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন –
(ক) আলেকজান্ডার ডাফ
(খ) ডেভিড হেয়ার
(গ) উইলিয়ম কেরি
(ঘ) ড্রিংকওয়াটার বিটন
উত্তরঃ (ক) আলেকজান্ডার ডাফ
1.59. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড হেস্টিংস
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড আমহার্স্ট
উত্তরঃ(ক) ওয়ারেন হেস্টিংস
1.60. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় –
(ক) ১৮৭২ খ্রি
(খ) ১৮৭৮ খ্রি
(গ) ১৮৮২ খ্রি
(ঘ) ১৮৯০ খ্রি
উত্তরঃ (গ) ১৮৮২ খ্রি
1.61. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন –
(ক) ১৮৩০ খ্রি
(খ) ১৮৩৩ খ্রি
(গ) ১৮৪৩ খ্রি
(ঘ) ১৮৫০ খ্রি
উত্তরঃ (গ) ১৮৪৩ খ্রি
1.62. বাংলার নবজাগরণ ছিল –
(ক) ব্যক্তিকেন্দ্রিক
(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক
(গ) কলকাতাকেন্দ্রিক
(ঘ) গ্রামকেন্দ্রিক
উত্তরঃ (গ) কলকাতাকেন্দ্রিক
1.63. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ‘বামাবোধিনী’ একটি সাময়িকপত্র। কারণ এটি —
(ক) বাংলা ভাষায় প্রকাশিত হত
(খ) মাসিক পত্রিকা
(গ) রাজনৈতিক পত্রিকা
(ঘ) দৈনিক পত্রিকা
উত্তরঃ (খ) মাসিক পত্রিকা
1.64. নারীশিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন্ বিকল্পটি যুক্ত নয়?—
(ক) বামাবোধিনী পত্রিকা
(খ) গ্রামবার্তা প্রকাশিকা
(গ) ফিমেল জুভেনাইল সোসাইটি
(ঘ) বেথুন স্কুল
উত্তরঃ(খ) গ্রামবার্তা প্রকাশিকা
1.65. ‘চুঁইয়ে পড়া তত্ত্ব’ প্রচার করেন –
(ক) কোলব্রুক
(খ) মেকলে
(গ) ডেভিড হেয়ার
(ঘ) উইলিয়ম বেন্টিঙ্ক
উত্তরঃ (খ) মেকলে
1.66. ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন’-এর বর্তমান নাম: –
(ক) স্কটিশ চার্চ কলেজ
(খ) বিদ্যাসাগর কলেজ
(গ) প্রেসিডেন্সি কলেজ
(ঘ) বঙ্গবাসী কলেজ
উত্তরঃ (ক) স্কটিশ চার্চ কলেজ
‘সংস্কারঃবৈশিষ্ট্য ও পর্যালোচনা’ অধ্যায়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
1.67. কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় –
(ক) ১৮৪২ খ্রি
(খ) ১৮২৩ খ্রি
(গ) ১৮৩৫ খ্রি
(ঘ) ১৮৫৪ খ্রি
উত্তরঃ (ক) ১৮৪২ খ্রি
1.68. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন
অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর 1 নম্বরের
2. অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :(প্রতিটি প্রশ্নের মান ১ )
একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো
2.1. নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন ।
2.2. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন
2.3. শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ।
উত্তরঃ শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে ।
2.5. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কোন্ বিদ্রোহকে সমর্থন করেছিল ?
উত্তরঃ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা সমর্থন করেছিল নীল বিদ্রোহকে ।
2.6. বিজয়কৃষ্ণ গোস্বামী কোন্ আন্দোলন গড়ে তোলেন?
উত্তরঃ বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলন গড়ে তোলেন ।
2.7. ‘Man Making Religion’ কথাটি কে বলেছেন?
উত্তরঃ ‘Man Making Religion’ কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ ।
2.8. স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন?
উত্তরঃ ১৮৯৩ খ্রিষ্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন
2.9. কোন্ সমাজসংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয় ?
উত্তরঃ রাজা রাম্মোহন রায়ের সমাজসংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয় ।
2.10. কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়।
উত্তরঃ লর্ড উইলিয়ম বেন্টিং-এর আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ।
2.11. নীল বিদ্রোহের কাহিনি কোন্ পত্রিকা প্রকাশ করেছিল ?
উত্তরঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ।
2.12. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন ?
উত্তরঃ যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
2.13. উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?
উত্তরঃ উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ ।
2.14. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলি ।
2.15. কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় ।
উত্তরঃ কলকাতা মেডিক্যাল কলেজ 1835 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।
2.16. আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম করো ।
উত্তরঃ আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন’ ।
2.17. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লেখো ।
উত্তরঃ স্যার উইলিয়ম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।
2.18. ‘আর্যসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী ‘আর্যসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ।
2.19. প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখো ।
উত্তরঃ ডঃ আত্মারাম পান্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের একজন নেতা ।
2.20. ‘সত্যার্থ প্রকাশ’-এর রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন ‘সত্যার্থ প্রকাশ’ এর রচয়িতা ।
2.21. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ?
উত্তরঃ ইংরাজি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
2.22. বাংলায় কোন্ শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয় ?
উত্তরঃ উনিশ শতককে বাংলার ‘নবজাগরণের শতক’ বলা হয় ।
2.23. কোন পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয় ?
উত্তরঃ গ্রামবার্ত্তা প্রকাশিকা –কে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয় ।
2.24. বিদ্যোৎসাহিনী সভা কে স্থাপন করেন ?
উত্তরঃ বিদ্যোৎসাহিনী সভা স্থাপন করেন কালীপ্রসন্ন সিংহ ।
2.25. নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো ।
উত্তরঃ রামতনু লাহিড়ি ও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ।
2.26. হিন্দু কলেজ কোন সৎসর প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ হিন্দু কলেজ প্রতিশঠিত হয় ১৮১৭ খ্রিষ্টাব্দে ।
2.27. ‘বিধবাবিবাহ আইন’ কোন সৎসর পাস হয় ?
উত্তরঃ ‘বিধবাবিবাহ আইন’ পাস হয় ১৮৫৬ খ্রিষ্টাব্দে ।
2.28. রামকৃষ্ণ মিশন কে, কবে, কেন প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রামকৃষ্ণ মিশন , স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন ।
2.29. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবাবিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ লর্ড ক্যানিং-এর আমলে বিধবা বিবাহ আইন পাস হয় ।
2.30. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও ।
2.31. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার ।
2.32. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ ।
2.33. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ।
2.34. বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৬৩ সালে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় ।
2.35. গ্রামবার্তা প্রকাশিকা কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৬৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় ।
2.36. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৬১ সালে ।
2.37. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়ম কোলভিল ।
2.38. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গড়ে তোলেন ?
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ গড়ে তোলেন ।
সত্য-মিথ্যা
সত্য/মিথ্যা নিরূপণ করো :
2.39. ১৮৪২ খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয়েছিল ।
উত্তরঃ সত্য ।
2.40. ১৮৪৩ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজের মুখপত্র হিসেবে ‘বামাবোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় ।
উত্তরঃ মিথ্যা ।
2.41. শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ।
উত্তরঃ মিথ্যা ।
2.42. কলকাতা বিশ্ববিদ্যালয়-এর প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলি) ।
উত্তরঃ মিথ্যা
2.43. ‘হুতোম প্যাঁচার নকশা’-য় উনিশ শতকের কলকাতার কথা জানা যায় ।
উত্তরঃ সত্য
2.44. স্কুল বুক সোসাইটি (১৮১৭) প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা ।
উত্তরঃ মিথ্যা ।
2.45. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তরঃ মিথ্যা ।
2.46. ‘সর্বধর্মসমন্বয়’-এর আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব।
উত্তরঃ সত্য ।
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)
2 নম্বরের প্রশ্ন
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (দু-তিনটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান ২ )
3.1. প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে ?
3.2. ফোর্ট উইলিয়ম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
3.3. ভারতে আধুনিক শিক্ষাব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো।
3.4. কাঙাল হরিনাথ কাকে এবং কেন বলা হয়?
3.5. প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে ?
3.6. কবে, কী উদ্দেশ্যে ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়?
3.7. ‘তিন আইন’ কী?
3.8. বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল?
3.9. ‘হান্টার কমিশন’ গঠিত হয়েছিল কেন?
3.10. হাজি মহম্মদ মহসিন কে ছিলেন?
3.11. উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল?
3.12. ডিরোজিও বিখ্যাত কেন ?
3.13. ডেভিড হেয়ার স্মরণীয় কেন ?
3.14. সৈয়দ আহমদ খান কেন মুসলমানদের ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিতে নিষেধ করেন?
3.15. লালন ফকির স্মরণীয় কেন ?
3.16. ভারতবর্ষীয় ব্রাত্মসমাজ বিভক্ত হল কেন?
3.17. ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ কাদের বলা হত ?
3.18. নব্যবঙ্গ কাদের বলা হয়? এদের উদ্দেশ্য কী ছিল?
3.19. টাকা লেখো : ইয়ং বেঙ্গল।
3.20. নব্য বেদান্ত কী?
3.21. সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী ?
3.22. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে বেথুনের ভূমিকা কী?
3.23. স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন ‘নব্য’ ?
3.24. বাংলার নারীশিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল?
3.25. প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো?
3.26. এক গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল ?
3.27. নব বিধান কি?
3.28. সমাজসংসারে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো ।
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)
4 নম্বরের প্রশ্ন
4.বিশ্লেষণধর্মী প্রশ্ন (সাত-আটটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান-৪)
4.1. নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
4.2. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ।
4.3. পরিস্রাবণ তত্ত্ব (Downward Filtration Theory) বলতে কী বোঝো? অথবা, ‘ক্রমনিম্ন পরিযুত নীতিটি কী?
4.4. টীকা লেখো : এদেশে ইংরেজি শিক্ষাবিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক।
4.5. টীকা লেখো : চার্লস উডের নির্দেশনামা (১৮৫৪ খ্রিস্টাব্দ) ।
4.6. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রভাব আলোচনা করো ।
4.7. উনিশ শতকের বাংলায় নবজাগরণ বিতর্ক আলোচনা করো ।
4.8. নারী প্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগর ও জ্যোতিরাও ফুলের অবদান উল্লেখ করো ।
4.9. টীকা লেখো : আর্যসমাজ ।
4.10. স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ ব্যাখ্যা করো ।
4.11. আলিগড় আন্দোলনের প্রবর্তক কে? শিক্ষাবিস্তারে এই আন্দোলনের অবদান কীরূপ ছিল? রাজনীতির ক্ষেত্রে এই আন্দোলনের ফলাফল আলোচনা করো ।
4.12. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো ।
4.13. হুতোম প্যাঁচার নকশা প্রশ্নে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?
4.14. এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল ?
4.15. কে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন এবং কবে? সমাজসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের অবদান কী ?
4.16. নীলদর্পণ’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?
4.17. টীকা লেখো : ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন।
4.18. লালন ফকিরের চিন্তাধারায় ধর্মসমন্বয় কীভাবে প্রকাশ পেয়েছে ?
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সকল অধ্যায়ের সমাধান পেতে এই লিঙ্কে ক্লিক করুন
8 নম্বরের বড় প্রশ্ন
5. রচনাধর্মী প্রশ্ন : (পনেরো-ষোলোটি বাক্যে) (প্রতিটি প্রশ্নের মান—৮)
5.1. বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা, উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো ।
5.2. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান পর্যালোচনা করো ।
5.3. সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো ।
5.4. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করো ।
5.5. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা ও ‘নীলদর্পণ’ নাটকে কীভাবে উনিশ শতকের বাংলার কৃষক আন্দোলনকে তুলে ধরা হয়েছে?
5.6. টাকা লেখো : ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় সমাজসংস্কার আন্দোলন ।
5.7. টীকা লেখো : স্যার সৈয়দ আহমদ ও আলিগড় আন্দোলন ।
5.8. টীকা লেখো: রাজা রামমোহন রায় ।
5.9. টীকা লেখো : সমাজসংস্কার ও শিক্ষাপ্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ।
5.10. উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ?
5.11. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ।
5.12. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের অভিমুখ কী ছিল? তাঁর নব্য বেদান্তের বৈশিষ্ট্যগুলি লেখো ।
5.13. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
মাধ্যমিক-এর সকল বিষয়ের মক টেস্ট (এখানে ক্লিক করুন)