[বায়ুমন্ডল]Madhyamik Geography Chapter 2 Suggestion

[বায়ুমন্ডল]Madhyamik Geography Chapter 2 Suggestion || মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBBSE Class 10 Geography Chapter 2 Important Questions || বায়ুমন্ডল অধ্যায়ের MCQ , SAQ (2 নম্বরের) , অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (2 নম্বরের), সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (3 নম্বরের) , দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (5 নম্বরের)

[বায়ুমন্ডল]Madhyamik Geography Chapter 2 Suggestion || মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBBSE Class 10 Geography Chapter 2 Important Questions

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ): (প্রতিটি প্রশ্নের মান-১)

১। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হল

  • 0.033% (উত্তর)
  • 3.3%
  • 0.3%
  • 1.03%

২। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ –

  • 78.08 (উত্তর)
  • 79.09
  • 70.95
  • 77.08

৩। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস-

  • স্ট্র্যাটোস্ফিয়ার (উত্তর)
  • মেসোস্ফিয়ার
  • আয়নোম্বিয়ার
  • ট্রপোস্ফিয়ার-এর একটি ভরে ঘনীভূত অবশর

৪। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল –

  • হাইড্রোজেন স্তর (উত্তর)
  • হিলিয়াম স্তর
  • পারমাণবিক অক্সিজেন স্তর
  • আণবিক নাইট্রোজেন স্তর

৫। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা তৈরি হয়, তা হল-

  • মেসোস্ফিয়ার
  • আয়নোস্ফিয়ার (উত্তর)
  • ট্রপোস্ফিয়ার
  • স্ট্র্যাটোস্ফিয়ার

৬। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন্ স্তরে? –

  • আয়নোস্ফিয়ার
  • স্ট্র্যাটোস্ফিয়ার
  • মেসোস্ফিয়ার (উত্তর)
  • এক্সোস্ফিয়ার

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

৭। ওজোনস্তর ধ্বংসকারী গ্যাস-

  • CFC (উত্তর)
  • CO₂
  • N₂
  • S₂

৮। ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা যায়-

  • মিলিবার এককে
  • ডবসন এককে (উত্তর)
  • কিলোগ্রাম এককে
  • Knot এককে

৯। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় –

  • 32%
  • 33%
  • 34% (উত্তর)
  • 38%

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১০। সৌরকিরণের বিকিরিত হয়ে ফেরত যাওয়া অংশকে বলে-

  • এল নিনো
  • লা নিনা
  • অ্যালবেডো (উত্তর)
  • বাষ্পীভবন

১১। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হল-

  • মিথেন
  • CFC
  • CO₂ (উত্তর)
  • CO

১২। এল-নিনোর প্রভাব দেখা যায় –

  • আটলান্টিক মহাসাগরে
  • প্রশান্ত মহাসাগরে (উত্তর)
  • ভারত মহাসাগরে
  • সুমেরু মহাসাগরে

১৩। বার্ষিক উয়তার প্রসর সবচেয়ে কম থাকে-

  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে (উত্তর)
  • মৌসুমি জলবায়ু অঞ্চলে
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
  • স্তেপ জলবায়ু অঞ্চলে

১৪। দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়-

  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  • উয় মরু জলবায়ু অঞ্চলে (উত্তর)
  • ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

১৫। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়কে বলে-

  • চিনুক
  • সিরোক্কো
  • মিস্ট্রাল (উত্তর)
  • বোরা

১৬। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল প্রায়-

  • 1013.25 মিলিবার (উত্তর)
  • 1013.20 মিলিবার
  • 1013 মিলিবার
  • 1013.13 মিলিবার

১৭। ‘ITCZ’ দেখা যায়-

  • হিমমণ্ডলে
  • উষ্ণমণ্ডলে (উত্তর)
  • নাতিশীতোয় মণ্ডলে
  • বারিমণ্ডলে

১৮। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল –

  • হ্যারিকেন (উত্তর)
  • টর্নেডো
  • টাইফুন
  • সাইক্লোন

১৯। যুগোশ্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে-

  • বোরা
  • মিস্ট্রাল
  • সিরোক্কো
  • হারমাট্টান

২০। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় –

  • সাইক্লোন
  • টুইস্টার (উত্তর)
  • টাইফুন
  • হ্যারিকেন

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

২১। অশ্ব অক্ষাংশ অবস্থিত –

  • নিরক্ষীয় নিম্নচাপ বলয়
  • উপক্রান্তীয় উচ্চচাপ বলয় (উত্তর)
  • মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
  • মেরু উচ্চচাপ বলয়

২২।  উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে-

  • 60°-70° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
  • 25°-35° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে (উত্তর)
  • 10°-20° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
  • 70°-৪০° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে

২৩। আন্তক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু হল –

  • উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু
  • উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু (উত্তর)
  • উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
  • উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

২৪। নীচের যেটি অধঃক্ষেপণের সঙ্গে যুক্ত নয়, তা হল-  

  • শিলাবৃষ্টি
  • তুষারপাত
  • কুয়াশা  (উত্তর)
  • স্লিট

২৫। যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হল –

  • লু
  • আঁধি
  • চিনুক  (উত্তর)
  • খামসিন

২৬। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, তা হল-

  • থার্মোমিটার
  • হাইগ্রোমিটার  (উত্তর)
  • অ্যানিমোমিটার
  • ব্যারোমিটার

২৭। বৃষ্টিপাত সবচেয়ে কম হয়-

  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
  • তুন্দ্রা জলবায়ু অঞ্চলে (উত্তর)
  • মৌসুমি জলবায়ু অঞ্চলে

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-১)

দু-এক কথায় উত্তর দাও :  

১। নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?

২। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?

৩। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমন্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত করেছে?

৪। একই উন্নতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে?

৫। এল নিনো কথার অর্থ কী?

৬। তোমার দেশের একটি উয় স্থানায় বায়ুর উদাহরণ দাও।

৭। অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়?

৮। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। (শল্প/ অশুদ্ধ)

৯।  বায়ুর চাপ কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয়?

১০। চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে কী বলে?

১১। Doctor’s Wind কোন্ বায়ুকে বলা হয়?

[বায়ুমন্ডল]Madhyamik Geography Chapter 2 Suggestion || মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১২। পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?

১৩। নাতিশীতোয় মণ্ডলে কোন্ ধরনের বৃষ্টিপাত দেখা যায়?

১৪। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

১৫। ম্যাকারেল আকাশ’ শব্দটি কোন্ মেঘের সঙ্গে সম্পর্কযুক্ত।

শূন্যস্থান পূরণ করো:

১। _____________ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হল।  

২। বায়ুমণ্ডলের _____________ স্তরে ‘মাদার অফ পার্ল ক্লাউড’ দেখা যায়।

৩। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা __________ পায়।

৪। পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণ________শতাংশ।

৫। ‘ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে _________ গ্যাস নির্গত হয়।

৬। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে_____________ বলে।   

৭ । গ্রীষ্মকালে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে যে অতি উষ্ণ শুষ্ক, ধূলিপূর্ণ বায়ু ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয়, তার নাম__________ ।

৮। উন্নতা কমলে বায়ুর চাপ__________।

৯। টাইফুন-এর উৎপত্তি হয় ____________সাগরে। 

১০। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ __________ পায়।

১১। জলীয় বাষ্প ঘনীভবনের সময় ________তাপ পরিত্যাগ করে।

১২। কোনো স্থানের উয়তা-বৃষ্টিপাত লেখচিত্রে উন্নতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ________গোলার্ধে অবস্থিত।

১৩। আকাশে মেঘাচ্ছন্নতার হিসেব____________দ্বারা প্রকাশ করা হয়।  

১৪। শিশিরাঙ্ক তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতার মান _______শতাংশ।

১৫। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ___________।

১৬। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তা হল ____________।

১৭। ____________ মেঘের উপস্থিতি বিমান চালনায় অসুবিধা সৃষ্টি করে।

১৮। শীতল বায়ুর _______________ধারণের ক্ষমতা কম।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

নীচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো:

১। ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক।

২। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার।

৩। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়।

৪। ওজোন স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয়।

৫। ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে 6.4°C হারে উন্নতা হ্রাস পায়।

৬। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে।

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

৭। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।

৮। মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতনকোণ কম থাকে বলে উন্নতাও কম থাকে।

৯। কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিন হাউস গ্যাস।

১১। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।

১২। বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।

১৩। লু’ একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।

১৪। 40o দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে।

১৫। অ্যানাবেটিক বায়ু মরু অঞ্চলে প্রবাহিত হয়।

১৬। ক্যাটাবেটিক বায়ু পার্বত্য উপত্যকায় উয়তার বৈপরীত্য সৃষ্টি করে।

১৭। ‘গর্জনশীল চল্লিশা’ বলা হয় 40° দক্ষিণ অক্ষরেখাকে।

১৮। প্রতীপ ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের তুলনায় বেশি হয়।

১৯। সমুদ্রবায়ু ও স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ।

২০। পশ্চিমা বায়ুর প্রবাহপথে মহাদেশগুলির পশ্চিমে নাতিশীতোয় তৃণভূমি সৃষ্টি হয়েছে।

২১। “ইয়াস’ একটি নাতিশীতোয় ঘূর্ণিঝড়।

২২। ভারতের উপকূল অঞ্চলে দিনেরবেলা স্থলবায়ু প্রবাহিত হয়।

২৩। পর্বতের অনুবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়।

২৪। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ করা যায়।

২৫। বায়ুর উন্নতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়।

২৬। শীতকালীন বৃষ্টি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে দেখা যায়।

২৭। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-২)

১। হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল কাকে বলে?

২। ট্রপোপজ কাকে বলে?

৩। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কী?

৪। ওজোন গহ্বর কী?

৫। অ্যালবেডো কী?

৬। সমোষ্ণরেখা কাকে বলে?

৭। বৈপরীত্য উন্নতা কাকে বলে?

৮। এল নিনো কী?

৯। কার্যকরী সৌর বিকিরণ কী?

১০। ইনসোলেশন বলতে কী বোঝো?

১১। জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

১২। জেট বায়ুপ্রবাহ কী?

১৩। চিনুক কী?

১৪। অশ্ব অক্ষাংশ কী? অথবা, উপক্রান্তীয় শাস্তবলয় কী?

১৫। সমচাপরেখা কাকে বলে?

১৬। টীকা লেখো: স্থলবায়ু।

১৭। সমুদ্রবায়ু কাকে বলে?

১৮। আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল (ITCZ) কাকে বলে?

১৯। টীকা লেখো: গর্জনশীল চল্লিশা।

২০। টীকা লেখো: স্থানীয় বায়ু।

২১। টীকা লেখো: প্রতীপ ঘূর্ণবাত।

২২। ‘ডোলড্রাম’ বলতে কী বোঝো?

২৩। টীকা লেখো: ঘূর্ণবাতের চক্ষু।

২৪। বাণিজ্য বায়ু কাকে বলে?

২৫। মৌসুমি বায়ু কাকে বলে?

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

২৬। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায় কাকে বলে?

২৭। কিউমুলোনিম্বাস মেঘের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

২৮। আপেক্ষিক আর্দ্রতা কী?

২৯। ‘বৃষ্টিচ্ছায় অঞ্চল’ বলতে কী?

৩০। অধঃক্ষেপণ কী বোঝো?

৩১। সমবর্ষণ রেখা কাকে বলে?

৩২। শিশিরাঙ্ক বলতে কী বোঝো?

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-৩)

১। বায়ুমণ্ডল কাকে বলে?

২। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো।

৩। টীকা লেখো: আয়নোস্ফিয়ার।

৪। ট্রপোস্ফিয়ারের তিনটি বৈশিষ্ট্য লেখো।

৫। টীকা লেখো: ওজোন স্তর।

৬। ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?

৭। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা হ্রাস পায় কেন?

৮। ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো।

৯। বৈপরীত্য উত্তাপের কারণ কী?

১০। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১১। মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো।

অথবা, জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো।

১২। ফেরেলের সূত্র কী?

১৩। নিয়ত বায়ু বলয়গুলি স্থান পরিবর্তন করে কেন?

১৪। ঘূর্ণবাত ও প্রতীগ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখাও। 

১৫। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো।

১৬। সাময়িক ও নিয়ত বায়ুর মধ্যে পার্থক্য লেখো।

১৭। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন?

১৮। মহাদেশগুলির পশ্চিমে কেন বড়ো মরুভূমির সৃষ্টি হয়েছে?

১৯। টীকা লেখো: পরিচলন বৃষ্টিপাত।

২০। নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও।

২১। শিশির অধঃক্ষেপণ নয় কেন?

রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-৫)

১। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং যে-কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো।

২। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৩। বায়ুমণ্ডলে উয়তার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন: বায়ুমণ্ডলের উয়তার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো।।

৪। বিশ্ব উন্নায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো।

৫। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো।

৬। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও।

অথবা, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো।

৮। ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।

৯। পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির সচিত্র বিবরণ দাও।

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

অথবা, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

১০। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ করে যে-কোনো একটি সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো।

১১। বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করো এবং যে-কোনো দু-ধরনের বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করো।

১২। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১৩। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো।

১৪। ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।

Leave a Comment

error: Content is protected !!