[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট||WB HS Class 12 Geography MCQ Mock Test

[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer

[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer

১। Cyclone শব্দটি প্রথম ব্যবহার –

  • হেনরি পিডিংটন
  • হ্যডলি,
  • ফেরেল
  • জেফরি

হেনরি পিডিংটন

২।  দক্ষিণ / পূর্ব চিন সাগরে উদ্ভুত ঘুর্ণবাতকে বলা হয় –

  • টাইফুন
  • টর্নেডো
  • হ্যারিকেন
  • উইলি উইলি

টাইফুন

৩। পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় হল –

  • সাইক্লোন
  • টর্নেডো
  • টাইফুন
  • হ্যারিকেন

টর্নেডো

৪। ভারত মহাসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় হল –

  • সাইক্লোন
  • উইলি উইলি
  • টাইফুন
  • হ্যারিকেন

সাইক্লোন

৫। ঘূর্ণবাতের কেন্দ্রে শাস্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে –

  • ঘূর্ণি
  • কুণ্ডলী বলয়
  • চক্ষু
  • শীর্ষ

চক্ষু

৬। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয় –

  • গ্রীষ্মকালে
  • শরৎকালে
  • শীতকালে
  • বর্ষাকালে

শীতকালে

৭। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হল –

  • ট্রপোস্ফিয়ার
  • ট্রপোপজ
  • স্ট্যাটোপজ
  • স্ট্যাটোস্ফিয়ার

ট্রপোস্ফিয়ার

৮। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তিয় ঘূর্ণবাত জে নামে পরিচিত , তা হল –

  • টাইফুন
  • টর্নেডো
  • হ্যারিকেন
  • উইলি-উইলি

হ্যারিকেন

৯। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেষরেখাগুলির আকৃতি হয় –

  • বৃস্তাকৃতি
  • বর্গাকৃতি
  • আয়তাকৃতি
  • V আকৃতি

V আকৃতি

১০। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল –

  • বোরা
  • মিস্ট্রাল
  • লেভেচ
  • সান্টা আনা

মিস্ট্রাল

১১। বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে –

  • নিরক্ষীয় অঞ্চলে
  • উপক্রান্তীয় অঞ্চলে
  • মেরু অঞ্চলে
  • মরু অঞ্চলে

নিরক্ষীয় অঞ্চলে

১২। মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম হল –

  • টুইস্টার
  • টাইফুন
  • হ্যারিকেন
  • সাইক্লোন

টুইস্টার

১৩। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করা হয় –

  • ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব
  • ত্রিকোশ তত্ত্ব
  • পাতসংস্থান তত্ত্ব  
  • Index cycle -এর মাধ্যমে

ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব

১৪। বঙ্গোপসাগর ও আরবসাগর থেকে বেশি সংখায় ঘূর্ণবাতের আগমন ঘটে –

  • এল নিনোর প্রভাবে
  • লা নিনার প্রভাবে
  • জেট বায়ূপ্রবাহের প্রভাব
  • কোনোটিই নয়

লা নিনার প্রভাবে

১৫। প্রতীপ ঘূর্ণবাতের ফলে ঘটে –

  • বন্যা
  • তীব্র খরা
  • তাপপ্রবাহ
  • শৈত্যপ্রবাহ

তাপপ্রবাহ

[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer

১৬। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে –

  • প্রেইরি অঞ্চলে
  • চিনে
  • ভারতে
  • রাশিয়ায়

প্রেইরি অঞ্চলে

১৭। উত্তর ভারতেপশ্চিমিঝামেলার আবির্ভাব ঘটে–

  • আরব সাগর
  • বঙ্গোপসাগর
  • ভূমধ্যসাগর
  • ভারত মহাসাগর

ভূমধ্যসাগর

১৮। বজ্রবিদ্যুৎসহ মুষলধারায় বৃষ্টিপাত হয় –  

  • নিম্বাস
  • সিরাস
  • সিরোস্ট্র্যাটাস 
  • কিউমুলোনিশ্বাস মেঘ থেকে

কিউমুলোনিশ্বাস মেঘ থেকে

১৯। নিয়তবায়ুসীমা পরিবর্তন হয় যে কারণে তা হল –

  • পার্বত্য প্রাচীর
  • বায়ুর ঘর্ষণ
  • চাপবলয়ের স্থান পরিবর্তন
  • বায়ুর তাপমাত্রার পার্থক্য

চাপবলয়ের স্থান পরিবর্তন

২০। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে দেখা যায় –

  • মেঘমুক্ত আকাশ
  • শীতল ফ্রন্ট
  • উষ্ণ ফ্রন্ট
  • উচ্চচাপ

মেঘমুক্ত আকাশ

২১। বঙ্গোপসাগরে ঘৃণবাত  সৃষ্টির কারণ হল –

  • ক্রান্তীয় উষ্ণ সমুদ্র
  • প্রশস্ত উপকূল প্রধান
  • ফানেল আকৃতি সমুদ্র
  • ভারত মহাসাগরের একটি উপসাগর

ক্রান্তীয় উষ্ণ সমুদ্র

২২। উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় –

  • জুন-জুলাই মাসে 
  • নভেম্বর-ডিসেম্বর মাসে
  • জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে
  • মার্চ-এপ্রিল মাসে

নভেম্বর-ডিসেম্বর মাসে

২৩। আফ্রিকার তৃণভূমিকে বলে –

  • স্টেপ
  • ভেল্ড
  • পম্পাস
  • প্রেইরি

ভেল্ড

২৪। ভারতে মিথেন গ্যাসের উৎস হল –

  • ধান চাষের জমি
  • ফুলের বাগান
  • ফলের বাগান
  • চা বাগান

ধান চাষের জমি

২৫। একটি গ্রিন হাউস গ্যাস –

  • ক্লোরোফ্লুরোকার্বন 
  • অক্সিজেন
  • সালফার ডাইঅক্সাইড

ক্লোরোফ্লুরোকার্বন

২৬। বায়ুমণ্ডলে জলীয় বাস্পের মুল উৎস –

  • প্রস্বেদন
  • ভৌমজল
  • সামুদ্রিক জল 

সামুদ্রিক জল 

২৭। একটি ওজোন অণুতে অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে –

  • 2টি
  • 3টি
  • 5টি
  • 4টি

3টি

২৮। মেরু সীমান্ত তত্ত্বটির প্রবর্তক হলেন –

  • কোপেন 
  • থর্নওয়েট
  • ট্রিওয়ার্থা
  • বার্কনেস

বার্কনেস

২৯। গ্রিনল্যান্ড সারাবছর বিরাজ করে –

  • ঘূর্ণবাত
  • প্রতীপ ঘূর্ণবাত
  • ITCZ
  • কোনোটিই নয়।

প্রতীপ ঘূর্ণবাত

৩০। ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় –

  • প্রতীপ
  • নাতিশীতোষ্ণ
  • ক্রান্তীয়
  • উপপক্রান্তীয় ঘূর্ণবাতে

ক্রান্তীয়

৩১। প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তিঘটে –

  • নিরক্ষীয় অঞ্চলে
  • নিম্ন অক্ষাংশে
  • উচ্চ অক্ষাংশে
  • মধ্য অক্ষাংশে

উচ্চ অক্ষাংশে

৩২। ওয়াকার সার্কুলেশন দেখা যায় –

  • প্রশান্ত মহাসাগরে
  • আটলান্টিক মহাসাগরে
  • ভারত মহাসাগর
  • সুমেরু মহাসাগরে

প্রশান্ত মহাসাগরে

৩৩। উষ্ণ শীতল সীমান্ত সৃষ্টি হয় –

  • মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে
  • ক্রান্তীয় ঘূর্ণবাতে
  • বজ্র সঞ্চয়ে
  • ক্রান্তীয় নিম্নচাপে

মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে

৩৪। ক্রান্তীয় ঘূর্ণবাতে উম্ন ও শীতল বায়ূর সংযোগস্থলে কোন্‌ মেঘের উৎপত্তি হয়? –

  • নিম্বাস
  • কিউমুলোনিম্বাস
  • সিরোকিউমুলাস
  • সিরাস

কিউমুলোনিম্বাস

৩৫। ক্রাপ্তীয় ঘূর্ণবাতের ফলে সাইক্লোন দেখা যায় –

  • ক্যারিবিয়ান সাগরে
  • জাপানে
  • আরব সাগরে
  • প্রশান্ত মহাসাগরে

আরব সাগরে

৩৬। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হল –

  • উষ্ণ সমুদ্রপৃষ্ঠ
  • শীতল সমুদ্রপৃষ্ঠ
  • উষ্ণ ভূপৃষ্ঠ
  • বরফ পৃষ্ঠ

উষ্ণ সমুদ্রপৃষ্ঠ

৩৭। ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় –

  • 5o-20o অক্ষাংশে
  • 20o-43o অক্ষাংশে
  • 30o-40oঅক্ষাংশে
  • উচ্চ অক্ষাংশে

5o-20o অক্ষাংশে

৩৮। ঘূর্ণবাত একধরনের–

  • নিয়ত
  • আকস্মিক
  • সাময়িক
  • স্থানীয় বায়ু

আকস্মিক

৩৯। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু অস্টল দেখা যায় তা হন –

  • নিরক্ষীয়
  • ক্রান্তীয় মৌসুমি
  • ভূমধ্যসাগরীয়
  • ক্রান্তীয় সাভানা

ভূমধ্যসাগরীয়

৪০। জেট বায়ুপ্রবাহ (Jet Stream) দেখা যায় –

  • উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে
  • স্ট্যাটোস্ফিয়ারে
  • উর্ধ্ব মেসোস্ফিয়ারে
  • স্ট্র্যাটোপজে  

উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে

৪১। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি  যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তগত তা হল –

  • মৌসুমি জলবায়ু
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু
  • উষ্ণ মরু জলবায়ু
  • নিরক্ষীয় জলবায়ু

নিরক্ষীয় জলবায়ু

৪২। মরু জলবায়ু বোঝানো হয়েছে যে সংকেত দ্বারা তা হল –

  • SW
  • BW
  • ET
  • AS

BW

৪৩। ক্যালিফোরনিয়া স্থানীয় বায়ুটি হল-

  • ঘিবলি
  • সান্টা আনা
  • সাইমুম
  • মিস্ট্রাল

সান্টা আনা

৪৪। উৎকৃষ্টমানের আঙুর, কর্ক, জলপাই প্রভৃতি যে জলবায়ু অঞ্জলের উদ্ভিদ –

  • নিরক্ষীয়
  • মৌসুমি
  • ভূমধ্যসাগরীয়
  • তুন্দ্রা

ভূমধ্যসাগরীয়

৪৫। কোপেন মৌসুমি বায়ুকে যে প্রতীকের সাহায্যে উপস্থাপিত করেন তা হল –

  • Af
  • Am
  • Bm
  • CW

Am

৪৬। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় –

  • জুন-জুলাই মাসে
  • জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে
  • নভেম্বর-ডিসেম্বর মাসে
  • মার্চ-এপ্রিল মাসে 

জুন-জুলাই মাসে

[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer

৪৭।  ক্যালিফোর্নিয়ার যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, তা হল –

  • মৌসুমি জলবায়ু অঞ্চল
  •  তুন্দ্রা জলবায়ু অঞ্চল
  •  ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
  • মরু জলবায়ু অঞ্চল

 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

৪৮। জেট প্রবাহ দিক হল –

  • উত্তর-দক্ষিণে
  • পূর্ব-পশ্চিমে
  • উত্তর-পশ্চিমে
  • পশ্চিম-পূর্বে  

পূর্ব-পশ্চিমে

৪৯। এল নিনো দেখা যায় –

  • আটলান্টিক মহাসাগরে
  • ভারত মহাসাগরে
  • প্রশান্ত মহাসাগরে
  • ভূমধ্যসাগরে

প্রশান্ত মহাসাগরে

৫০। মৌসুমি বায়ু হল এক প্রকারের –

  • স্থানীয় বায়ু
  • সাময়িক বায়ু
  • নিয়ত বায়ু
  • অনিয়মিত বায়ু

সাময়িক বায়ু

৫১। পৃথিবীর বজ্রপাতের দেশ’ বলা হয় –

  • ব্রাজিল
  • পেরু
  • ভেনেজুয়েলা
  • ইকুয়েডর- -কে

ভেনেজুয়েলা

৫২। ‘The Doctor’s Wind’  নামে পরিচিত বায়ু হল –

  • ফন
  • হারমাট্টান
  • পম্পেরো 
  • বোরা

হারমাট্টান

৫৩। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্যলের একটি প্রধান উদ্ভিদের নাম হল –

  • শাল
  • পাইন
  • কর্ক
  • রোজউড  

কর্ক

৫৪। হারমাট্টা প্রবাহিত হয় –

  • মিশরে
  • লিবিয়ায়
  • সাহারায়
  • গিনি উপকূলে

গিনি উপকূলে

৫৫। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর মিলনস্থলে গঠিত হয় –

  • গর্জনশীল চল্লিশা
  • অশ্ব অক্ষাংশ
  • তাপবিষুব
  •  আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল 

আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল 

অথবা, বাণিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত ?

[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer

৫৬। ব্রিক ফিল্ডার হল –

  • লোহার খনি
  • নিয়ত বায়ু
  • তৈলখনি
  • স্থানীয় বায়ু

স্থানীয় বায়ু

৫৭। আমাজন অববাহিকায় কোন্‌ জলবায়ু বিরাজ করে ?

  • নিরক্ষীয়
  • মৌসুমি
  • ভূমধ্যসাগরীয়
  • তুন্দ্রা  

নিরক্ষীয়

৫৮। ভারতের প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে –

  • করমন্ডল উপকূলে
  • মালাবার উপকূলে
  • কোঙ্কণ উপকূলে বৃষ্টিপাত হয়ে থাকে

করমন্ডল উপকূলে

৫৯।  ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে –

  • ওড়িষ্যা
  • পশ্চিমবঙ্গে
  • গুজরাটে
  • অন্ধ্রপ্রদেশে

পশ্চিমবঙ্গে

৬০। ডোলড্রাম দেখা যায় যে অঞ্চলে, তা হল –

  • ক্রান্তীয়
  • নিরক্ষীয়
  • মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল

নিরক্ষীয়

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করু

Leave a Comment

error: Content is protected !!