[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer
[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer
১। Cyclone শব্দটি প্রথম ব্যবহার –
- হেনরি পিডিংটন
- হ্যডলি,
- ফেরেল
- জেফরি
হেনরি পিডিংটন
২। দক্ষিণ / পূর্ব চিন সাগরে উদ্ভুত ঘুর্ণবাতকে বলা হয় –
- টাইফুন
- টর্নেডো
- হ্যারিকেন
- উইলি উইলি
টাইফুন
৩। পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় হল –
- সাইক্লোন
- টর্নেডো
- টাইফুন
- হ্যারিকেন
টর্নেডো
৪। ভারত মহাসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় হল –
- সাইক্লোন
- উইলি উইলি
- টাইফুন
- হ্যারিকেন
সাইক্লোন
৫। ঘূর্ণবাতের কেন্দ্রে শাস্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে –
- ঘূর্ণি
- কুণ্ডলী বলয়
- চক্ষু
- শীর্ষ
চক্ষু
৬। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয় –
- গ্রীষ্মকালে
- শরৎকালে
- শীতকালে
- বর্ষাকালে
শীতকালে
৭। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হল –
- ট্রপোস্ফিয়ার
- ট্রপোপজ
- স্ট্যাটোপজ
- স্ট্যাটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
৮। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তিয় ঘূর্ণবাত জে নামে পরিচিত , তা হল –
- টাইফুন
- টর্নেডো
- হ্যারিকেন
- উইলি-উইলি
হ্যারিকেন
৯। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেষরেখাগুলির আকৃতি হয় –
- বৃস্তাকৃতি
- বর্গাকৃতি
- আয়তাকৃতি
- V আকৃতি
V আকৃতি
১০। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল –
- বোরা
- মিস্ট্রাল
- লেভেচ
- সান্টা আনা
মিস্ট্রাল
১১। বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে –
- নিরক্ষীয় অঞ্চলে
- উপক্রান্তীয় অঞ্চলে
- মেরু অঞ্চলে
- মরু অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
১২। মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম হল –
- টুইস্টার
- টাইফুন
- হ্যারিকেন
- সাইক্লোন
টুইস্টার
১৩। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করা হয় –
- ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব
- ত্রিকোশ তত্ত্ব
- পাতসংস্থান তত্ত্ব
- Index cycle -এর মাধ্যমে
ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব
১৪। বঙ্গোপসাগর ও আরবসাগর থেকে বেশি সংখায় ঘূর্ণবাতের আগমন ঘটে –
- এল নিনোর প্রভাবে
- লা নিনার প্রভাবে
- জেট বায়ূপ্রবাহের প্রভাব
- কোনোটিই নয়
লা নিনার প্রভাবে
১৫। প্রতীপ ঘূর্ণবাতের ফলে ঘটে –
- বন্যা
- তীব্র খরা
- তাপপ্রবাহ
- শৈত্যপ্রবাহ
তাপপ্রবাহ
[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer
১৬। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে –
- প্রেইরি অঞ্চলে
- চিনে
- ভারতে
- রাশিয়ায়
প্রেইরি অঞ্চলে
১৭। উত্তর ভারতেপশ্চিমিঝামেলার আবির্ভাব ঘটে–
- আরব সাগর
- বঙ্গোপসাগর
- ভূমধ্যসাগর
- ভারত মহাসাগর
ভূমধ্যসাগর
১৮। বজ্রবিদ্যুৎসহ মুষলধারায় বৃষ্টিপাত হয় –
- নিম্বাস
- সিরাস
- সিরোস্ট্র্যাটাস
- কিউমুলোনিশ্বাস মেঘ থেকে
কিউমুলোনিশ্বাস মেঘ থেকে
১৯। নিয়তবায়ুসীমা পরিবর্তন হয় যে কারণে তা হল –
- পার্বত্য প্রাচীর
- বায়ুর ঘর্ষণ
- চাপবলয়ের স্থান পরিবর্তন
- বায়ুর তাপমাত্রার পার্থক্য
চাপবলয়ের স্থান পরিবর্তন
২০। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে দেখা যায় –
- মেঘমুক্ত আকাশ
- শীতল ফ্রন্ট
- উষ্ণ ফ্রন্ট
- উচ্চচাপ
মেঘমুক্ত আকাশ
২১। বঙ্গোপসাগরে ঘৃণবাত সৃষ্টির কারণ হল –
- ক্রান্তীয় উষ্ণ সমুদ্র
- প্রশস্ত উপকূল প্রধান
- ফানেল আকৃতি সমুদ্র
- ভারত মহাসাগরের একটি উপসাগর
ক্রান্তীয় উষ্ণ সমুদ্র
২২। উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় –
- জুন-জুলাই মাসে
- নভেম্বর-ডিসেম্বর মাসে
- জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে
- মার্চ-এপ্রিল মাসে
নভেম্বর-ডিসেম্বর মাসে
২৩। আফ্রিকার তৃণভূমিকে বলে –
- স্টেপ
- ভেল্ড
- পম্পাস
- প্রেইরি
ভেল্ড
২৪। ভারতে মিথেন গ্যাসের উৎস হল –
- ধান চাষের জমি
- ফুলের বাগান
- ফলের বাগান
- চা বাগান
ধান চাষের জমি
২৫। একটি গ্রিন হাউস গ্যাস –
- ক্লোরোফ্লুরোকার্বন
- অক্সিজেন
- সালফার ডাইঅক্সাইড
ক্লোরোফ্লুরোকার্বন
২৬। বায়ুমণ্ডলে জলীয় বাস্পের মুল উৎস –
- প্রস্বেদন
- ভৌমজল
- সামুদ্রিক জল
সামুদ্রিক জল
২৭। একটি ওজোন অণুতে অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে –
- 2টি
- 3টি
- 5টি
- 4টি
3টি
২৮। মেরু সীমান্ত তত্ত্বটির প্রবর্তক হলেন –
- কোপেন
- থর্নওয়েট
- ট্রিওয়ার্থা
- বার্কনেস
বার্কনেস
২৯। গ্রিনল্যান্ড সারাবছর বিরাজ করে –
- ঘূর্ণবাত
- প্রতীপ ঘূর্ণবাত
- ITCZ
- কোনোটিই নয়।
প্রতীপ ঘূর্ণবাত
৩০। ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় –
- প্রতীপ
- নাতিশীতোষ্ণ
- ক্রান্তীয়
- উপপক্রান্তীয় ঘূর্ণবাতে
ক্রান্তীয়
৩১। প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তিঘটে –
- নিরক্ষীয় অঞ্চলে
- নিম্ন অক্ষাংশে
- উচ্চ অক্ষাংশে
- মধ্য অক্ষাংশে
উচ্চ অক্ষাংশে
৩২। ওয়াকার সার্কুলেশন দেখা যায় –
- প্রশান্ত মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগর
- সুমেরু মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
৩৩। উষ্ণ শীতল সীমান্ত সৃষ্টি হয় –
- মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে
- ক্রান্তীয় ঘূর্ণবাতে
- বজ্র সঞ্চয়ে
- ক্রান্তীয় নিম্নচাপে
মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে
৩৪। ক্রান্তীয় ঘূর্ণবাতে উম্ন ও শীতল বায়ূর সংযোগস্থলে কোন্ মেঘের উৎপত্তি হয়? –
- নিম্বাস
- কিউমুলোনিম্বাস
- সিরোকিউমুলাস
- সিরাস
কিউমুলোনিম্বাস
৩৫। ক্রাপ্তীয় ঘূর্ণবাতের ফলে সাইক্লোন দেখা যায় –
- ক্যারিবিয়ান সাগরে
- জাপানে
- আরব সাগরে
- প্রশান্ত মহাসাগরে
আরব সাগরে
৩৬। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হল –
- উষ্ণ সমুদ্রপৃষ্ঠ
- শীতল সমুদ্রপৃষ্ঠ
- উষ্ণ ভূপৃষ্ঠ
- বরফ পৃষ্ঠ
উষ্ণ সমুদ্রপৃষ্ঠ
৩৭। ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় –
- 5o-20o অক্ষাংশে
- 20o-43o অক্ষাংশে
- 30o-40oঅক্ষাংশে
- উচ্চ অক্ষাংশে
5o-20o অক্ষাংশে
৩৮। ঘূর্ণবাত একধরনের–
- নিয়ত
- আকস্মিক
- সাময়িক
- স্থানীয় বায়ু
আকস্মিক
৩৯। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু অস্টল দেখা যায় তা হন –
- নিরক্ষীয়
- ক্রান্তীয় মৌসুমি
- ভূমধ্যসাগরীয়
- ক্রান্তীয় সাভানা
ভূমধ্যসাগরীয়
৪০। জেট বায়ুপ্রবাহ (Jet Stream) দেখা যায় –
- উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে
- স্ট্যাটোস্ফিয়ারে
- উর্ধ্ব মেসোস্ফিয়ারে
- স্ট্র্যাটোপজে
উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে
৪১। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তগত তা হল –
- মৌসুমি জলবায়ু
- ভূমধ্যসাগরীয় জলবায়ু
- উষ্ণ মরু জলবায়ু
- নিরক্ষীয় জলবায়ু
নিরক্ষীয় জলবায়ু
৪২। মরু জলবায়ু বোঝানো হয়েছে যে সংকেত দ্বারা তা হল –
- SW
- BW
- ET
- AS
BW
৪৩। ক্যালিফোরনিয়া স্থানীয় বায়ুটি হল-
- ঘিবলি
- সান্টা আনা
- সাইমুম
- মিস্ট্রাল
সান্টা আনা
৪৪। উৎকৃষ্টমানের আঙুর, কর্ক, জলপাই প্রভৃতি যে জলবায়ু অঞ্জলের উদ্ভিদ –
- নিরক্ষীয়
- মৌসুমি
- ভূমধ্যসাগরীয়
- তুন্দ্রা
ভূমধ্যসাগরীয়
৪৫। কোপেন মৌসুমি বায়ুকে যে প্রতীকের সাহায্যে উপস্থাপিত করেন তা হল –
- Af
- Am
- Bm
- CW
Am
৪৬। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় –
- জুন-জুলাই মাসে
- জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে
- নভেম্বর-ডিসেম্বর মাসে
- মার্চ-এপ্রিল মাসে
জুন-জুলাই মাসে
[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer
৪৭। ক্যালিফোর্নিয়ার যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, তা হল –
- মৌসুমি জলবায়ু অঞ্চল
- তুন্দ্রা জলবায়ু অঞ্চল
- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
- মরু জলবায়ু অঞ্চল
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
৪৮। জেট প্রবাহ দিক হল –
- উত্তর-দক্ষিণে
- পূর্ব-পশ্চিমে
- উত্তর-পশ্চিমে
- পশ্চিম-পূর্বে
পূর্ব-পশ্চিমে
৪৯। এল নিনো দেখা যায় –
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- প্রশান্ত মহাসাগরে
- ভূমধ্যসাগরে
প্রশান্ত মহাসাগরে
৫০। মৌসুমি বায়ু হল এক প্রকারের –
- স্থানীয় বায়ু
- সাময়িক বায়ু
- নিয়ত বায়ু
- অনিয়মিত বায়ু
সাময়িক বায়ু
৫১। পৃথিবীর বজ্রপাতের দেশ’ বলা হয় –
- ব্রাজিল
- পেরু
- ভেনেজুয়েলা
- ইকুয়েডর- -কে
ভেনেজুয়েলা
৫২। ‘The Doctor’s Wind’ নামে পরিচিত বায়ু হল –
- ফন
- হারমাট্টান
- পম্পেরো
- বোরা
হারমাট্টান
৫৩। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্যলের একটি প্রধান উদ্ভিদের নাম হল –
- শাল
- পাইন
- কর্ক
- রোজউড
কর্ক
৫৪। হারমাট্টা প্রবাহিত হয় –
- মিশরে
- লিবিয়ায়
- সাহারায়
- গিনি উপকূলে
গিনি উপকূলে
৫৫। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর মিলনস্থলে গঠিত হয় –
- গর্জনশীল চল্লিশা
- অশ্ব অক্ষাংশ
- তাপবিষুব
- আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল
আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল
অথবা, বাণিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত ?
[বায়ুমন্ডল] উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্ট || WB HS Class 12 Geography MCQ Mock Test || ক্লাস 12 এর বায়ুমন্ডল , বায়ুমন্ডলীয় গোলযোগ , জলবায়ু পরিবর্তন সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর || Atmosphere MCQ Question Answer
৫৬। ব্রিক ফিল্ডার হল –
- লোহার খনি
- নিয়ত বায়ু
- তৈলখনি
- স্থানীয় বায়ু
স্থানীয় বায়ু
৫৭। আমাজন অববাহিকায় কোন্ জলবায়ু বিরাজ করে ?
- নিরক্ষীয়
- মৌসুমি
- ভূমধ্যসাগরীয়
- তুন্দ্রা
নিরক্ষীয়
৫৮। ভারতের প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে –
- করমন্ডল উপকূলে
- মালাবার উপকূলে
- কোঙ্কণ উপকূলে বৃষ্টিপাত হয়ে থাকে
করমন্ডল উপকূলে
৫৯। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে –
- ওড়িষ্যা
- পশ্চিমবঙ্গে
- গুজরাটে
- অন্ধ্রপ্রদেশে
পশ্চিমবঙ্গে
৬০। ডোলড্রাম দেখা যায় যে অঞ্চলে, তা হল –
- ক্রান্তীয়
- নিরক্ষীয়
- মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল
নিরক্ষীয়