নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ(MCQ প্রশ্ন-উত্তর) চতুর্থ অধ্যায় |WBBSE Class 9 Geography Chapter 4 Mock Test: এই মক টেস্টটি নবম শ্রেণি [WBBSE Class 9(IX)] -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে ২০ টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে ‘ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ’ অধ্যায়টি ভালো করে পড়ে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ(MCQ প্রশ্ন-উত্তর)চতুর্থ অধ্যায় |WBBSE Class 9 Geography Chapter 4 Mock Test
Q1.একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল –
- রকি
- আল্পস
- আরাবল্লি
- হিমালয়
আরাবল্লি
Q2. একটি স্তূপ পর্বতের উদাহরণ হল –
- হিমালয়
- সাতপুরা
- ভিসুবিয়াস
- রকি
সাতপুরা
Q3. একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল –
- ফুজিয়ামা
- সাতপুরা
- পূর্বঘাট
- আন্দিজ
ফুজিয়ামা
Q4. মেক্সিকোর পোপোকেটিপেটল একটি –
- ক্ষয়জাত পর্বত
- ভঙ্গিল পর্বত
- স্তুপ পর্বত
- আগ্নেয় পর্বত
আগ্নেয় পর্বত
Q5. মহাদেশীয় পাতগুলি যে শিলা দ্বরা গঠিত তা হল –
- ব্যাসল্ট
- মারবেল
- গ্রানাইট
- নিস
গ্রানাইট
Q6. কোন আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলয়ে অবস্থিত ?
- ফুজিয়ামা
- ভিসুবিয়াস
- কিলিমাঞ্জারো
- স্ট্রম্বলি
ফুজিয়ামা
Q7. কোন দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উৎপত্তি ঘটেছে ?
- দক্ষিন আমেরিকা -নাজকা পাত
- উত্তর আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় পাত
- আফ্রিকা -ইউরেশিয়া পাত
- আফ্রিকা-ইন্দো অস্ট্রেলীয় পাত
দক্ষিন আমেরিকা -নাজকা পাত
Q8. পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত –
- ফুজিয়ামা
- কটোওপাকসি
- ওজোস ডেল সালাডো
- মাউন্ট হেলমস
ওজোস ডেল সালাডো
Q9. The Great Rift Valley-এর দৈর্ঘ্য প্রায় –
- 5800 কিমি.
- 5670 কিমি.
- 6000 কিমি.
- 3475 কিমি.
6000 কিমি.
Q10. পৃথিবীর সর্বাধিক সংখ্যক আগ্নেয়গিরি দেখা যায় –
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
- আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে
- ভারত মহাসাগরীয় অঞ্চলে সুমেরু
- সুমেরু মহাসাগরীয় অঞ্চলে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ(MCQ প্রশ্ন-উত্তর) চতুর্থ অধ্যায় |WBBSE Class 9 Geography Chapter 4 Mock Test
Q11. ঝাড়খণ্ডের রাজমহল একটি –
- স্তুপ পর্বত
- ক্ষয়জাত পর্বত
- ভঙ্গিল পর্বত
- আগ্নেয় পর্বত
ক্ষয়জাত পর্বত
Q12. ব্যারেন হল ভারতের একটি –
- মৃতপ্রায় আগ্নেয়গিরি
- সুপ্ত আগ্নেয়গিরি
- মৃত আগ্নেয়গিরি
- জীবন্ত আগ্নেয়গিরি
জীবন্ত আগ্নেয়গিরি
Q13. ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী তার নাম –
- মহানদী
- সরস্বতী
- নর্মদা
- তাপ্তী
নর্মদা
Q14. একটি মৃত আগ্নেয়গিরির উদহরণ –
- স্ট্রম্বলি
- ফুজিয়ামা
- মাউন্ট পোপো
- মাউন্ট পিলি
মাউন্ট পোপো
Q15. ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল –
- ছোটোনাগপুর মালভূমি
- পামির মালভূমি
- লাডাক মালভূমি
- ব্রাজিল মালভূমি
ছোটোনাগপুর মালভূমি
Q16. জাগ্রোস ও এল্বুর্জ পর্বতের মাঝে যে মালভূমি রয়েছে সেটি হল –
- লাডাক
- ইরান
- ইউকন
- ইকুয়েডর
ইরান
Q17. কর্ণাটকের মালনাদ অঞ্চল হল একটি –
- পর্বতবেষ্টিত মালভূমি
- ব্যবচ্ছিন্ন মালভূমি
- লাভা মালভূমি
- মহাদেশীয় মালভূমি
ব্যবচ্ছিন্ন মালভূমি
Q18. ভারতের বাঘেলখন্ড ও বুন্দেলখন্ড হল –
- পর্বতবেষ্টিত মালভূমি
- ব্যবচ্ছিন্ন মালভূমি
- মহাদেশীয় মালভূমি
- পাদদেশীয় মালভূমি
ব্যবচ্ছিন্ন মালভূমি
Q19. পেডিমেন্ট ভূমিরূপ গঠিত হয় –
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে
- নদীর ক্ষয়কার্যের ফলে
- সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে
- বায়ুর ক্ষয়কার্যের ফলে
বায়ুর ক্ষয়কার্যের ফলে
Q20. গ্রাবরেখা বা মোরেন সমভূমি দেখা যায় –
- কার্স্ট অঞ্চলে
- হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
- নিরক্ষীয় অঞ্চলে
- উষ্ণ মরু অঞ্চলে
হিমবাহ অধ্যুষিত অঞ্চলে