নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃপশ্চিমবঙ্গ(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 8 Mock Test|নবম শ্রেণি ভূগোল অষ্টম অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তরঃ এই মক টেস্টটি নবম শ্রেণি [WBBSE Class 9(IX)] -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 25 টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে ‘পশ্চিমবঙ্গ‘ অধ্যায়টি ভালো করে পড়ে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃপশ্চিমবঙ্গ(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 8 Mock Test
Q1. রুপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ ?
- দ্বারকেশ্বর ও শিলাবতী
- কংসাবতী ও অজয়
- দ্বারকেশ্বর ও মাতলা
- ময়ূরাক্ষী ও ব্রাম্ভণী
দ্বারকেশ্বর ও শিলাবতী
Q2. রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হল-
- মাতলা
- তিস্তা
- দামোদর
- চুর্ণি
দামোদর
Q3. কোন নদীর উপনদী বরাকর ?
- গঙ্গা
- মহানদী
- দামোদর
- তিস্তা
দামোদর
Q4. ঝুমুরগানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত ?
- নদীয়া
- পুরুলিয়া
- দিনাজপুর
- বীরভূম
পুরুলিয়া
Q5. “Land of White Orchid” কাকে বলা হয় ?
- কালিম্পংকে
- দার্জিলিংকে
- কোচবিহারকে
- কার্শিয়াংকে
কার্শিয়াংকে
Q6. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
- ফালুট
- গোর্গাবুরু
- পাঞ্চেত
- শুশুনিয়া
গোর্গাবুরু
Q7. পশ্চিমবঙ্গের কোন শহরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
- মুর্শিদাবাদ
- কৃষ্ণনগর
- রায়গঞ্জ
- সিউড়ি
কৃষ্ণনগর
Q8. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ?
- সিঙ্গলীলা
- দার্জিলিং
- টাইগারহিল
- ডাউহিল
সিঙ্গলীলা
Q9. বক্রেশ্বর নীচের কোনটির জন্য বিখ্যাত ?
- অভয়ারণ্য
- জলপ্রপাত
- উষ্ণপ্রস্রবণ
- প্রাচীন দুর্গ
উষ্ণপ্রস্রবণ
Q10. লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ ‘বেতের লাঠি ‘ ?
- কালিম্পং
- কার্শিয়াং
- দার্জিলিং
- মিরিক
কার্শিয়াং
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃপশ্চিমবঙ্গ(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 8 Mock Test
Q11. পশ্চিমবঙ্গের কোন জেলাকে “Babel of tribes and nations” বলা হয় ?
- কলকাতাকে
- হাওড়াকে
- দার্জিলিংকে
- পুরুলিয়াকে
দার্জিলিংকে
Q12. সানফ্রান্সসিস্কোর গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন ব্রিজ তৈরি হয়েছে ?
- রবীন্দ্রসেতু
- বিদ্যাসাগর সেতু
- বিবেকানন্দ সেতু
- তিস্তা ব্রিজ
বিদ্যাসাগর সেতু
Q13. ড্যাম্পিয়ার -ইজেস রেখা কী ?
- পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে সীমারেখা
- পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমারেখা
- সুন্দরবনের উত্তর সীমারেখা
- পশ্চিমবঙ্গ ও তরাই অঞ্চলের সীমানা
সুন্দরবনের উত্তর সীমারেখা
Q14. পশ্চিমবঙ্গে মহানন্দা নদী নীচের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
- উত্তর দিনাজপুর
- দক্ষিণ দিনাজপুর
- কোচবিহার
- নদীয়া
উত্তর দিনাজপুর
Q15. পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি বার্ড স্যাংচুয়ারি আছে, এর নাম –
- মহানন্দা পাখিরালয়
- গামার অভয়ারণ্য
- কুলিক অভয়ারণ্য
- বারেন্দ্র পাখিরালয়
কুলিক অভয়ারণ্য
Q16. উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ?
- জলপাইগুড়ি
- শিলিগুড়ি
- গুয়াহাটি
- কোচবিহার
শিলিগুড়ি
Q17. পলাশি উবস্থিত –
- মুর্শিদাবাদে
- বাঁকুড়ায়
- হাওড়ায়
- হুগলীতে
মুর্শিদাবাদে
Q18. পশ্চিমবঙ্গে ভূ-তাপ শক্তি উৎপাদনকেন্দ্র অবস্থান করছে –
- পলতায়
- সাগরদ্বীপে
- ফ্রেজারগঞ্জে
- বক্রেশ্বরে
বক্রেশ্বরে
Q19. উচ্চফলনশীল ধান বীজ নয় –
- চৈতালি
- জয়া
- রত্না
- পদ্মা
চৈতালি
Q20. পশ্চিমবঙ্গে যে পাঠ অধিক হয় সেটি হল-
- তোষা পাঠ
- সোনালি পাঠ
- সাদা পাঠ
- হলুদ পাঠ
তোষা পাঠ
Q21. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা-
- 3343 মিটার
- 3596 মিটার
- 3630 মিটার
- 3700 মিটার
3630 মিটার
Q22. ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তযুক্ত রাজ্য হল-
- বিহার
- ঝাড়খন্ড
- ওডিশা
- অসম
ঝাড়খন্ড
Q23. পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা –
- 2 টি
- 3 টি
- 4 টি
- 5 টি
3 টি
Q24. পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ডটি হল –
- লোথিয়ান দ্বীপ
- ডালহৌসি দ্বীপ
- পূর্বাশা দ্বীপ
- কোনোটাই নয়
পূর্বাশা দ্বীপ
Q25. কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় –
- 1950 সালে
- 1952 সালে
- 1954 সালে
- 1947 সালে
1950 সালে