WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Geography Chapter 8 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 ভূগোলের পশ্চিমবঙ্গ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভূগোলের অষ্টম অধ্যায়ের -এর বাছাই করা ২৫ টি প্রশ্ন থেকে থেকে, পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% । এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ভূগোল অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Geography Chapter 8 Mock Test । তাই, নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃ পশ্চিমবঙ্গ ,Class IX পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃপশ্চিমবঙ্গ|WBBSE Class 9 Geography Chapter 8 Mock Test
Q1. রুপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ ?
- দ্বারকেশ্বর ও শিলাবতী
- কংসাবতী ও অজয়
- দ্বারকেশ্বর ও মাতলা
- ময়ূরাক্ষী ও ব্রাম্ভণী
দ্বারকেশ্বর ও শিলাবতী
Q2. রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হল-
- মাতলা
- তিস্তা
- দামোদর
- চুর্ণি
দামোদর
Q3. কোন নদীর উপনদী বরাকর ?
- গঙ্গা
- মহানদী
- দামোদর
- তিস্তা
দামোদর
Q4. ঝুমুরগানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত ?
- নদীয়া
- পুরুলিয়া
- দিনাজপুর
- বীরভূম
পুরুলিয়া
Q5. “Land of White Orchid” কাকে বলা হয় ?
- কালিম্পংকে
- দার্জিলিংকে
- কোচবিহারকে
- কার্শিয়াংকে
কার্শিয়াংকে
Q6. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
- ফালুট
- গোর্গাবুরু
- পাঞ্চেত
- শুশুনিয়া
গোর্গাবুরু
Q7. পশ্চিমবঙ্গের কোন শহরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
- মুর্শিদাবাদ
- কৃষ্ণনগর
- রায়গঞ্জ
- সিউড়ি
কৃষ্ণনগর
Q8. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ?
- সিঙ্গলীলা
- দার্জিলিং
- টাইগারহিল
- ডাউহিল
সিঙ্গলীলা
Q9. বক্রেশ্বর নীচের কোনটির জন্য বিখ্যাত ?
- অভয়ারণ্য
- জলপ্রপাত
- উষ্ণপ্রস্রবণ
- প্রাচীন দুর্গ
উষ্ণপ্রস্রবণ
Q10. লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ ‘বেতের লাঠি ‘ ?
- কালিম্পং
- কার্শিয়াং
- দার্জিলিং
- মিরিক
কার্শিয়াং
Q11. পশ্চিমবঙ্গের কোন জেলাকে “Babel of tribes and nations” বলা হয় ?
- কলকাতাকে
- হাওড়াকে
- দার্জিলিংকে
- পুরুলিয়াকে
দার্জিলিংকে
Q12. সানফ্রান্সসিস্কোর গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন ব্রিজ তৈরি হয়েছে ?
- রবীন্দ্রসেতু
- বিদ্যাসাগর সেতু
- বিবেকানন্দ সেতু
- তিস্তা ব্রিজ
বিদ্যাসাগর সেতু
Q13. ড্যাম্পিয়ার -ইজেস রেখা কী ?
- পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে সীমারেখা
- পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমারেখা
- সুন্দরবনের উত্তর সীমারেখা
- পশ্চিমবঙ্গ ও তরাই অঞ্চলের সীমানা
সুন্দরবনের উত্তর সীমারেখা
Q14. পশ্চিমবঙ্গে মহানন্দা নদী নীচের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
- উত্তর দিনাজপুর
- দক্ষিণ দিনাজপুর
- কোচবিহার
- নদীয়া
উত্তর দিনাজপুর
Q15. পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি বার্ড স্যাংচুয়ারি আছে, এর নাম –
- মহানন্দা পাখিরালয়
- গামার অভয়ারণ্য
- কুলিক অভয়ারণ্য
- বারেন্দ্র পাখিরালয়
কুলিক অভয়ারণ্য
Q16. উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ?
- জলপাইগুড়ি
- শিলিগুড়ি
- গুয়াহাটি
- কোচবিহার
শিলিগুড়ি
Q17. পলাশি উবস্থিত –
- মুর্শিদাবাদে
- বাঁকুড়ায়
- হাওড়ায়
- হুগলীতে
মুর্শিদাবাদে
Q18. পশ্চিমবঙ্গে ভূ-তাপ শক্তি উৎপাদনকেন্দ্র অবস্থান করছে –
- পলতায়
- সাগরদ্বীপে
- ফ্রেজারগঞ্জে
- বক্রেশ্বরে
বক্রেশ্বরে
Q19. উচ্চফলনশীল ধান বীজ নয় –
- চৈতালি
- জয়া
- রত্না
- পদ্মা
চৈতালি
Q20. পশ্চিমবঙ্গে যে পাঠ অধিক হয় সেটি হল-
- তোষা পাঠ
- সোনালি পাঠ
- সাদা পাঠ
- হলুদ পাঠ
তোষা পাঠ
Q21. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা-
- 3343 মিটার
- 3596 মিটার
- 3630 মিটার
- 3700 মিটার
3630 মিটার
Q22. ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তযুক্ত রাজ্য হল-
- বিহার
- ঝাড়খন্ড
- ওডিশা
- অসম
ঝাড়খন্ড
Q23. পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা –
- 2 টি
- 3 টি
- 4 টি
- 5 টি
3 টি
Q24. পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ডটি হল –
- লোথিয়ান দ্বীপ
- ডালহৌসি দ্বীপ
- পূর্বাশা দ্বীপ
- কোনোটাই নয়
পূর্বাশা দ্বীপ
Q25. কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় –
- 1950 সালে
- 1952 সালে
- 1954 সালে
- 1947 সালে
1950 সালে