WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Geography Chapter 5 Mock Test ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 ভূগোলের আবহবিকার অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভূগোলের পঞ্চম অধ্যায়ের (অধ্যায়-৫) -এর বাছাই করা ২০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% । আবহবিকার অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর-গুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইন ভূগোল অধ্যায় ৫-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি WBBSE Class 9 Geography Chapter 5 Mock Test ।তাই নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃ আবহবিকার ,Class IX পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃআবহবিকার|WBBSE Class 9 Geography Chapter 5 Mock Test
Q1. উষ্ণ মরুভুমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হল –
- লবণ কেলাস গঠন
- তুষার খন্ডীকরণ
- ক্ষুদ্রকণা বিসরণ
- প্রস্তরচ্যাঁই বিচ্ছিন্নকরণ
ক্ষুদ্রকণা বিসরণ
Q2. রাসায়নিক আবহবিকারের প্রধান উপাদান হল –
- জল
- সূর্যালোক
- বায়ুপ্রবাহ
- উদ্ভিদ
জল
Q3. চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখা যায় –
- কার্বোনেশন
- হাইড্রেশন
- হাইড্রোলিসিস
- অক্সিডেশন
কার্বোনেশন
Q4. কোন যান্ত্রিক আবহবিকারের পর্বতের মাথাগুলি গোলাকার হয় ?
- তুষারকার্য
- ক্ষুদ্রকণা বিসরণ
- শল্কমোচন
- কোনোটিই নয়
শল্কমোচন
Q5. গ্রানাইট শিলায় যে ধরনের আবহবিকার দেখা যায় সেটি হল –
- শল্কমোচন
- ডার্ট ক্র্যাকিং
- বোল্ডার কিডিং
- অক্সিডেশন
শল্কমোচন
Q6. চুনাপাথর ক্যালশিয়াম কার্বনেটে পরিণত হয় –
- জারণ প্রক্রিয়ায়
- অঙ্গারযোজন প্রক্রিয়ায়
- জলযোজন প্রক্রিয়ায়
- আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়ায়
অঙ্গারযোজন প্রক্রিয়ায়
Q7. মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ায় সেটি হল –
- প্রস্তরচ্যাঁই বিচ্ছিন্নকরণ
- ক্ষুদ্রকণা বিসরণ
- শল্কমোচন
- তুহিন খন্ডীকরণ
ক্ষুদ্রকণা বিসরণ
Q8. বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় –
- যান্ত্রিক আবহবিকার
- রাসায়নিক আবহবিকার
- জৈবিক আবহবিকার
- কোনোটিই নয়
রাসায়নিক আবহবিকার
Q9. শল্কমোচনের জন্য দায়ী মূলত –
- আর্দ্রতা
- সৌরশক্তি
- চাপহ্রাস
- বৃষ্টিপাত
সৌরশক্তি
Q10. শল্কমোচন বেশি দেখা যায় –
- মরু অঞ্চলে
- মেরু অঞ্চলে
- আর্দ্র অঞ্চলে
- সামুদ্রিক অঞ্চলে
মরু অঞ্চলে
Q11. রাসায়নিক আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ার প্রক্রিয়া হল –
- জারণ
- অঙ্গারযোজন
- দ্রবণ
- আর্দ্রবিশ্লেষণ
জারণ
Q12. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় –
- সোলাম
- রেগোলিথ
- ব্যাথেলিথ
- কনোলিথ
রেগোলিথ
Q13. এলুভিয়েশন সর্বাধিক ঘটে –
- শুস্ক অঞ্চলে
- শীতল অঞ্চলে
- বৃষ্টিবহুল অঞ্চলে
- নাতিশীতোষ্ণ অঞ্চলে
বৃষ্টিবহুল অঞ্চলে
Q14. আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাস্তরকে বলে –
- হার্ডপ্যান
- ব্যাথোলিথ
- রেগোলিথ
- লোপেলিথ
রেগোলিথ
Q15. তুহিন খন্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখন্ডগুলিকে বলা হয় –
- ট্যালাস
- পেডিমেন্ট
- লোয়েস
- বাজাদা
ট্যালাস
Q16. চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে যে আবহবিকার অধিক ঘটে সেটি হল –
- জারণ
- অঙ্গারযোজন
- আর্দ্রবিশ্লেষণ
- জৈবিক আবহবিকার
অঙ্গারযোজন
Q17. খড় , শস্যের শিকড় ইত্যাদি দ্বারা জমিকে আচ্ছাদিত করে করে মৃত্তিকা ক্ষয় রোধ করার পদ্ধতিকে বলে –
- মালচিং
- টেরাসিং
- স্ট্রিপ ক্রপিং
- কন্টুর ক্রপিং
মালচিং
Q18. তুহিন খন্ডীকরণে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে বলা হয় –
- ট্যালাস বা স্ক্রি
- আর্গ
- পেডিমেন্ট
- বাজাদা
ট্যালাস বা স্ক্রি
Q19. ক্যালসিয়াম সালফেট (CaSO4) জিপসামে পরিণত হয় যে প্রক্রিয়ায় সেটি হল –
- দ্রবণ
- অঙ্গারযোজন
- জলযোজন
- জারণ
জলযোজন
Q20.CaCO3+H2CO3 → Ca(HCO3)2 -এটি কোন ধরনের আবহবিকারের উদাহরণ ?
- জলযোজন
- জারণ
- আর্দ্রবিশ্লেষণ
- অঙ্গারযোজন
অঙ্গারযোজন