নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃআবহবিকার(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 5 Mock Test|নবম শ্রেণি ভূগোল পঞ্চম অধ্যায় ‘আবহবিকার’ এর মক টেস্ট:এই মক টেস্টটি নবম শ্রেণি [WBBSE Class 9(IX)] -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে ২০ টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে ‘আবহবিকার’ অধ্যায়টি ভালো করে পড়ে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃআবহবিকার(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 5 Mock Test
Q1. উষ্ণ মরুভুমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হল –
- লবণ কেলাস গঠন
- তুষার খন্ডীকরণ
- ক্ষুদ্রকণা বিসরণ
- প্রস্তরচ্যাঁই বিচ্ছিন্নকরণ
ক্ষুদ্রকণা বিসরণ
Q2. রাসায়নিক আবহবিকারের প্রধান উপাদান হল –
- জল
- সূর্যালোক
- বায়ুপ্রবাহ
- উদ্ভিদ
জল
Q3. চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখা যায় –
- কার্বোনেশন
- হাইড্রেশন
- হাইড্রোলিসিস
- অক্সিডেশন
কার্বোনেশন
Q4. কোন যান্ত্রিক আবহবিকারের পর্বতের মাথাগুলি গোলাকার হয় ?
- তুষারকার্য
- ক্ষুদ্রকণা বিসরণ
- শল্কমোচন
- কোনোটিই নয়
শল্কমোচন
Q5. গ্রানাইট শিলায় যে ধরনের আবহবিকার দেখা যায় সেটি হল –
- শল্কমোচন
- ডার্ট ক্র্যাকিং
- বোল্ডার কিডিং
- অক্সিডেশন
শল্কমোচন
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃআবহবিকার(MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 5 Mock Test
Q6. চুনাপাথর ক্যালশিয়াম কার্বনেটে পরিণত হয় –
- জারণ প্রক্রিয়ায়
- অঙ্গারযোজন প্রক্রিয়ায়
- জলযোজন প্রক্রিয়ায়
- আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়ায়
অঙ্গারযোজন প্রক্রিয়ায়
Q7. মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ায় সেটি হল –
- প্রস্তরচ্যাঁই বিচ্ছিন্নকরণ
- ক্ষুদ্রকণা বিসরণ
- শল্কমোচন
- তুহিন খন্ডীকরণ
ক্ষুদ্রকণা বিসরণ
Q8. বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় –
- যান্ত্রিক আবহবিকার
- রাসায়নিক আবহবিকার
- জৈবিক আবহবিকার
- কোনোটিই নয়
রাসায়নিক আবহবিকার
Q9. শল্কমোচনের জন্য দায়ী মূলত –
- আর্দ্রতা
- সৌরশক্তি
- চাপহ্রাস
- বৃষ্টিপাত
সৌরশক্তি
Q10. শল্কমোচন বেশি দেখা যায় –
- মরু অঞ্চলে
- মেরু অঞ্চলে
- আর্দ্র অঞ্চলে
- সামুদ্রিক অঞ্চলে
মরু অঞ্চলে
Q11. রাসায়নিক আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ার প্রক্রিয়া হল –
- জারণ
- অঙ্গারযোজন
- দ্রবণ
- আর্দ্রবিশ্লেষণ
জারণ
Q12. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় –
- সোলাম
- রেগোলিথ
- ব্যাথেলিথ
- কনোলিথ
রেগোলিথ
Q13. এলুভিয়েশন সর্বাধিক ঘটে –
- শুস্ক অঞ্চলে
- শীতল অঞ্চলে
- বৃষ্টিবহুল অঞ্চলে
- নাতিশীতোষ্ণ অঞ্চলে
বৃষ্টিবহুল অঞ্চলে
Q14. আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাস্তরকে বলে –
- হার্ডপ্যান
- ব্যাথোলিথ
- রেগোলিথ
- লোপেলিথ
রেগোলিথ
Q15. তুহিন খন্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখন্ডগুলিকে বলা হয় –
- ট্যালাস
- পেডিমেন্ট
- লোয়েস
- বাজাদা
ট্যালাস
Q16. চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে যে আবহবিকার অধিক ঘটে সেটি হল –
- জারণ
- অঙ্গারযোজন
- আর্দ্রবিশ্লেষণ
- জৈবিক আবহবিকার
অঙ্গারযোজন
Q17. খড় , শস্যের শিকড় ইত্যাদি দ্বারা জমিকে আচ্ছাদিত করে করে মৃত্তিকা ক্ষয় রোধ করার পদ্ধতিকে বলে –
- মালচিং
- টেরাসিং
- স্ট্রিপ ক্রপিং
- কন্টুর ক্রপিং
মালচিং
Q18. তুহিন খন্ডীকরণে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে বলা হয় –
- ট্যালাস বা স্ক্রি
- আর্গ
- পেডিমেন্ট
- বাজাদা
ট্যালাস বা স্ক্রি
Q19. ক্যালসিয়াম সালফেট (CaSO4) জিপসামে পরিণত হয় যে প্রক্রিয়ায় সেটি হল –
- দ্রবণ
- অঙ্গারযোজন
- জলযোজন
- জারণ
জলযোজন
Q20.CaCO3+H2CO3 → Ca(HCO3)2 -এটি কোন ধরনের আবহবিকারের উদাহরণ ?
- জলযোজন
- জারণ
- আর্দ্রবিশ্লেষণ
- অঙ্গারযোজন
অঙ্গারযোজন