নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভারতের সম্পদ (MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 7 Mock Test|নবম শ্রেণি ভূগোল সপ্তম অধ্যায়ের মক টেস্টঃএই মক টেস্টটি নবম শ্রেণি [WBBSE Class 9(IX)] -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 20 টি প্রশ্ন আছে ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে ‘ভারতের সম্পদ‘ অধ্যায়টি ভালো করে পড়ে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভারতের সম্পদ (MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 7 Mock Test
Q1. ভারতের বিখ্যাত আকরিক লোহা উত্তোলন কেন্দ্রটি হল –
- বোনাই
- ঝরিয়া
- জামসেদপুর
- কোলাঘাট
বোনাই
Q2. সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহা হল –
- ম্যাগনেটাইট
- হেমাটাইট
- লিমোনাইট
- সিডেরাইট
ম্যাগনেটাইট
Q3. বাদামপাহাড় আকরিক লোহা খনিটি যে রাজ্যে অবস্থিত সেটি হল –
- গোয়া
- কর্ণাটক
- ওড়িশা
- ঝাড়খন্ড
ওড়িশা
Q4. আকরিক লোহা পাওয়া যায় কর্ণাটকের –
- সিরিগাঁওয়ে
- বাদামপাহাড়ে
- বুদাবুরুতে
- বাবাবুদানে
বাবাবুদানে
Q5. নিম্নমানের কয়লা হল –
- অ্যানথ্রাসাইট
- লিমোনাইট
- লিগনাইট
- বিটুমিনাস
লিগনাইট
Q6. ভারতে সবচেয়ে উন্নতমানের কয়লা পাওয়া যায় –
- মহানদী উপত্যকায়
- গোদাবরী উপত্যকায়
- দামোদর উপত্যকায়
- সোন নদীর উপত্যকায়
দামোদর উপত্যকায়
Q7. কোক কয়লা প্রস্তুত করা হয় –
- বিটুমিনাস থেকে
- লিগনাইট থেকে
- অ্যানথ্রাসাইট থেকে
- পিট থেকে
বিটুমিনাস থেকে
Q8. সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হল –
- বিটুমিনাস
- লিগনাইট
- পিট
- অ্যানথ্রাসাইট
অ্যানথ্রাসাইট
Q9. অসমের একটি গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল-
- নুনমাটি
- নাহারকাটিয়া
- ট্রম্বে
- লুনেজ
নাহারকাটিয়া
Q10. ONGC স্থাপিত হয় –
- 1953 সালে
- 1956 সালে
- 1965 সালে
- 1976 সালে
1956 সালে
নবম শ্রেণি ভূগোল মক টেস্টঃভারতের সম্পদ (MCQ প্রশ্ন-উত্তর)|WBBSE Class 9 Geography Chapter 7 Mock Test
Q11. ভারতের প্রাচীনতম তেলের খনি হল –
- ডিগবয়
- বম্বে হাই
- আংকলেশ্বর
- ট্রম্বে
ডিগবয়
Q12. ONGC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- কলকাতায়
- চেন্নাইয়ে
- দেরাদুনে
- চন্ডীগড়ে
দেরাদুনে
Q13. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি হল –
- কয়ালি
- জামনগর
- হলদিয়া
- থানে
জামনগর
Q14. দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হল –
- মেত্তুর
- পেরিয়ার
- নেয়াভেলি
- সাওতালডিহি
নেয়াভেলি
Q15. রাজস্থানের একটি পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল-
- রাওয়াতভাটা
- তারাপুর
- কোটা
- রুদ্রসাগর
রাওয়াতভাটা
Q16. শিবসুন্দরম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে –
- মহানদীতে
- গোদাবরীতে
- নর্মদা নদীতে
- কাবেরী নদীতে
কাবেরী নদীতে
Q17. ভারতের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি হল-
- নারোরা
- কালপক্কম
- তারাপুর
- রাওয়াতভাটা
তারাপুর
Q18. ঝাড়খন্ডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল-
- ফারাক্কা
- পানিপথ
- চন্দ্রপুরা
- কোলাঘাট
চন্দ্রপুরা
Q19. ভারতে সৌরশক্তি উৎপাদনে শীর্ষস্থানাধিকারী রাজ্য হল-
- পশ্চিমবঙ্গ
- গুজরাত
- রাজস্থান
- কেরল
গুজরাত
Q20. প্রদত্ত কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে ?
- বিহারে
- তামিলনাড়ুতে
- উত্তরপ্রদেশে
- অন্ধ্রপ্রদেশে
তামিলনাড়ুতে