WB HS Geography MCQ Online Mock Test Set-1|দ্বাদশ শ্রেণি ভূগোল MCQ মক টেস্ট

WB HS Geography MCQ Online Mock Test Set-1
দ্বাদশ শ্রেণি ভূগোল MCQ মক টেস্ট

WB HS Geography MCQ Online Mock Test Set-1|দ্বাদশ শ্রেণি ভূগোল MCQ মক টেস্ট: ভূগোলের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । প্রত্যেক  ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোলের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে  তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি  অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।উচ্চমাধ্যমিক ক্লাস ১২ ভূগোল কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

WB HS Geography MCQ Online Mock Test Set-1|দ্বাদশ শ্রেণি ভূগোল MCQ মক টেস্ট

Q1. অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল-

  • ক্ষয়জাত পর্বত
  • আগ্নেয় পর্বত
  • প্লাবন ভূমি
  • বাজাদা

ক্ষয়জাত পর্বত

Q2. প্রদত্ত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে  গঠিত নয় ?-

  • স্তুপ পর্বত
  • অগ্ন্যুৎপাত
  • সিঙ্কহোল
  • ভূমিকম্প

সিঙ্কহোল

Q3. ভৌম জলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত  জলকে বলে –

  • ভাদোস জল
  • সহজাত জল
  • উতস্যন্দ জল
  • ঘনীভূত জল

ভাদোস জল

Q4. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল-

  • লিথোলস
  • রেগোসল
  • পলিমৃত্তিকা
  • পডসল

পডসল

Q5. মৃত্তিকা পরিলেখের A স্তর থেকে B স্তরে খনিজ পদার্থের অপসারণের   পদ্ধতিকে বলে –

  • ইউমিফিকেশান
  • স্যালিনাইজেশান
  • ইলুভিয়েশান
  • এলুভিয়েশান

এলুভিয়েশান

Q6. চারনোজম মৃত্তিকা দেখা যায় –

  • ক্রান্তীয় অঞ্চলে
  • উপক্রান্তীয় অঞ্চলে
  • মরু অঞ্চলে
  • নাতিশীতোষ্ণ অঞ্চলে

নাতিশীতোষ্ণ অঞ্চলে

Q7. হ্যারিকেন  ঘূর্নিঝড় সৃষ্টি হয় –

  • চিন সাগরে
  • বঙ্গোপসাগরে
  • বিস্কে উপসাগরে
  • ক্যারিবিয়ান সাগরে

ক্যারিবিয়ান সাগরে

Q8. বজ্র বিদ্যুৎ সহ  মুষলধারায়  বৃষ্টিপাত হয় –

  • নিম্বাস মেঘ থেকে
  • সিরাস মেঘ থেকে
  • সিরোস্ট্যাটাস মেঘ থেকে
  • কিউমুলোনিম্বাস মেঘ থেকে

কিউমুলোনিম্বাস মেঘ থেকে

Q9. দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি  যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল –

  • মৌসুমি জলবায়ু 
  • ভূমধ্য সাগরীয় জলবায়ু 
  • নিরক্ষীয় জলবায়ু
  • উষ্ণ মরু জলবায়ু

নিরক্ষীয় জলবায়ু

Q10. পৃথিবীর মেগা জীব বৈচিত্র দেখা যায়  যে জলবায়ু  অঞ্চলে তা হল-

  • নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে
  • সাভানা অঞ্চলে
  • নাতিশীতোষ্ণ অঞ্চলে
  • উপমেরু অঞ্চলে

নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে

Q11. জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন –

  • ওয়ালটার রোজেন স্মিথ
  • চার্লস ডারউইন
  • নরম্যান মায়ার্স
  • রবার্ট হুক

ওয়ালটার রোজেন স্মিথ

Q12. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয় ?

  • 1970
  • 1972
  • 1980
  • 1986

1972

Q13. কোনো  বিপন্ন প্রজাতিকে নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করার পদ্ধতিকে বলে –

  • এক্সসিটু
  • ইনসিটু
  • ইনভিট্রো
  • এক্সভিট্রো

ইনসিটু

Q14. রেড ডাটা বুক তৈরি করে –

  • IUCN
  • IBWL
  • MAB
  • UNEP

IUCN

Q15. ভারতে  অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে –

  • 1980 সালে 
  • 1972 সালে 
  • 1990 সালে 
  • 1992 সালে

1980 সালে 

Q16. গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কার্যের সঙ্গে জড়িত তা হল-

  • তৃতীয়
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • পঞ্চম

তৃতীয়

Q17. তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হল-

  • প্রথম
  • দ্বিতীয়
  • তৃতীয়
  • চতুর্থ

চতুর্থ

Q18. পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত  তা হল-

  • টার্সিয়ারি ক্রিয়াকলাপ
  • কোয়াটারনারি ক্রিয়াকলাপ
  • কুইনারি ক্রিয়াকলাপ
  • এগুলির কোনোটিই নয়

কুইনারি ক্রিয়াকলাপ

Q19. শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি ?

  • প্রথম
  • দ্বিতীয়
  • তৃতীয়
  • চতুর্থ

তৃতীয়

Q20. আন্তর্জাতিক ধান্য  গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?

  • মেক্সিকোতে
  • চিনে
  • ফিলিপাইনে
  • ভারতে

ফিলিপাইনে

Q21. মহানগরে নূন্যতম জনসংখ্যা থাকে –

  • ১ কোটি
  • ১০ কোটি
  • ১ লক্ষ
  • ১০ লক্ষ

১০ লক্ষ

Q22. ভারতের সর্বনিম্ন প্রশাসনিক  একক হলো –

  • গ্রাম
  • শহর
  • নগর
  • মৌজা

মৌজা

Q23. কনজারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন-

  • জ্যা গটম্যান
  • পলম্যান
  • পেট্রিক গেডেস
  • হান্টিংটন

পেট্রিক গেডেস

Q24. ২০১১ সালের আদম সুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হলো –

  • দিল্লি
  • মুম্বাই
  • চেন্নাই
  • কলকাতা

মুম্বাই

Q25. ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে –

  • হ্যামলেট
  • মৌজা
  • শুস্কবিন্দু বসতি
  • আদ্রবিন্দু বসতি

হ্যামলেট

Q26. ভারতে কোনপ্রকার আভ্যন্তরীণ পরিযান সর্বাধিক ঘটে ? –

  • গ্রাম থেকে শহরে
  • শহর থেকে শহরে
  • গ্রাম থেকে গ্রামে
  • শহর থেকে  গ্রামে

গ্রাম থেকে শহরে

Q27. দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি  গড়ে ওঠে তা হলো –

  • ‘L’ আকৃতির
  • ‘Y’ –আকৃতির
  • ‘Z’ –আকৃতির
  • ‘N’ –আকৃতির

‘L’ আকৃতির

Q28. ‘জনসংখ্যা বিবর্তন তত্ত্ব ’ –এর  প্রথম পর্যায় বলতে বোঝায় –

  • প্রাক – শিল্পবিপ্লবের সময়কালকে
  • শিল্পবিপ্লবের সময়কালকে
  • শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে
  • বর্তমান সময়কালকে

প্রাক – শিল্পবিপ্লবের সময়কালকে

Q29. একটি পুষ্করিণী কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল-

  • শুস্ক বিন্দু  বসতি
  • আদ্র বিন্দু বসতি
  • রৈখিক বসতি
  • বর্গাকার বসতি

আদ্র বিন্দু বসতি

Q30. জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশ  তীক্ষ্ণ এটি  ইঙ্গিত দেয় –

  • অনুন্নত অর্থনীতির
  • বিপর্যস্ত অর্থনীতির
  • উন্নত অর্থনীতির
  • কোনোটিই নয়

অনুন্নত অর্থনীতির

Q31. প্রতি বর্গকিমিতে ৫১ জনের বেশি জনসংখ্যা যুক্ত অঞ্চলকে বলে –

  • অল্প ঘনবসতিপূর্ণ
  • অতি ঘনবসতিপূর্ণ
  • অতি অল্পঘনবসতিপূর্ণ
  • বৃহৎ ঘনবসতিপূর্ণ

অতি ঘনবসতিপূর্ণ

Q32. ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল-

  • < 1
  • > 1
  • 1
  • 0

> 1

Q33. শিল্পস্থানিকতার নূন্যতম ব্যায় তত্ত্বটির প্রবর্তক হলেন –

  • অগাস্ট লস
  • আলফ্রেড ওয়েবার
  • জর্জ রেনার
  • ই ডব্লু জিমারম্যান

আলফ্রেড ওয়েবার

Q34. নুন্যতম ব্যায় তত্ত্বে সমপরিবহণ ব্যায়রেখাকে বলে –

  • আইসোটিম
  • আইসোথার্ম
  • আইসোহায়েট
  • আইসোবার

আইসোটিম

Q35. ভারতের উদীয়মান শিল্প হলো –

  • তথ্য প্রযুক্তি শিল্প
  • পেট্রোরসায়ন শিল্প
  • বস্ত্রবয়ন শিল্প
  • কাগজ শিল্প

পেট্রোরসায়ন শিল্প

Q36.মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল-

  • পাটশিল্প
  • কাগজ শিল্প
  • রবার শিল্প
  • পেট্রোরসায়ন শিল্প

রবার শিল্প

Q37. আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত যে শিল্পের জন্য তা হলো –

  • কার্পাস –বয়ন শিল্প
  • মোটরগাড়ি নির্মাণ শিল্প
  • পেট্রো রসায়ন শিল্প
  • কাগজ শিল্প

মোটরগাড়ি নির্মাণ শিল্প

Q38. ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় –

  • রিষড়ায়
  • ব্যান্ডেলে
  • শ্রীরামপুরে
  • টিটাগড়ে

রিষড়ায়

Q39. মুনাফা সর্বাধিকরণের  তত্ত্বের প্রবক্তা হলেন –

  • লশ
  • ওয়েবার
  • উভয়ই
  • ভন থুনেন

লশ

Q40. দ্রব্যসূচক 1 অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই –

  • কাঁচামাল উৎসের নিকট হবে
  • বাজারকেন্দ্রিক হবে
  • কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী স্থানে হবে
  • এর মধ্যে কোনোটিই নয়

বাজারকেন্দ্রিক হবে

Q41. রাজস্ব গ্রাম বলা হয়-

  • জেলাকে
  • পাড়াকে
  • মৌজাকে
  • হ্যামলেটকে

মৌজাকে

Q42. Think Tank বলা হয় –

  • বুদ্ধিহীন ব্যাক্তিদের
  • বুদ্ধিমান ব্যাক্তিদের
  • শ্রমিক শ্রেণিকে
  • কৃষকদের

বুদ্ধিমান ব্যাক্তিদের

Q43. ‘বিশ্বের কাগজের রাজধানী’ বলা হয় –

  • কুইবেক
  • মন্ট্রিল
  • ভ্যাঙ্কুভার
  • অন্টারিও-কে

কুইবেক

Q44. ব্রাজিলে স্থানান্তর কৃষির নাম-

  • রোকা
  • টাঙ্গিয়া
  • কোনুকো
  • মিলপা

রোকা

Q45. Blue Collar Workers বলা হয় –

  • প্রাথমিক স্তরের কর্মীদের
  • মাধ্যমিক স্তরের কর্মীদের
  • পরিসেবা স্তরের কর্মীদের
  • নব্য কার্যাবলি স্তরের কর্মীদের

মাধ্যমিক স্তরের কর্মীদের

Q46. ‘বিপর্যয় লঘুকরণ দিবস’ পালিত হয় –

  • 10 জুন
  • 10 জুলাই
  • 10 সেপ্টেম্বর
  • 10 অক্টোবর

10 অক্টোবর

Q47. বায়ু সঞ্চালনের ত্রিকোশ তত্ত্বের উপস্থাপক হলেন –

  • ফেরেল
  • ওয়াকার
  • রসবি
  • পলম্যান

পলম্যান

Q48. হার্ডপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তা হল –

  • অ্যালকালাইজেশন
  • স্যালিনাইজেশন
  • গ্লেইজেশন
  • পডজলাইজেশন

পডজলাইজেশন

Q49. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল  –

  • বৃক্ষরূপী
  • কেন্দ্রবিমুখ
  • সমান্তরাল
  • জাফরিরূপী

বৃক্ষরূপী

Q50. Dyanamic Equilibrium –এর প্রবক্তা হলেন –

  • ডেভিস
  • হ্যাক
  • পেঙ্ক
  • থর্নবেরি

হ্যাক

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

উচ্চমাধ্যমিকের সকল বিষয়ের অনলাইন মক টেস্ট (এখানে ক্লিক করুন)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series

Leave a Comment

error: Content is protected !!