WB HS Class 12 Geography MCQ Mock Test|উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ 

WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর || পর্যায়ন , আরোহণ ও অবরোহণ , আবহবিকার MCQ

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।ভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ‘ অধ্যায়ের বাছাই করা ৬০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । ভূগোল কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

১. সমস্থিতিক আলোড়ন হল-

  •  ধীর অন্তর্জাত প্রক্রিয়া
  •  আকস্মিক প্রক্রিয়া
  • বহির্জাত প্রক্রিয়া
  •  আকস্মিক বহির্জাত প্রক্রিয়া

ধীর অন্তর্জাত প্রক্রিয়া

২. প্রদত্ত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়?-

  •  পুঞ্জক্ষয় 
  •  হিমবাহ ক্ষয়
  •  অগ্নুৎপাত
  • নদীর মাধ্যমে ক্ষয় 

অগ্নুৎপাত

৩. অন্তর্জাত প্রক্রিয়ার ফল হলো-

  •  পর্যায়ন
  •  আবহবিকার
  •  সমস্থিতি
  •  ভূ বিপর্যয়

ভূ বিপর্যয়

৪. ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে-

  •  পার্থিব প্রক্রিয়া
  •  অপার্থিব প্রক্রিয়া
  •  অপ্রাকৃতিক প্রক্রিয়া
  •  কোনটাই নয়

পার্থিব প্রক্রিয়া

৫. অবরোহন ও আরোহণের সম্মিলিত ফল হল-

  • ক্ষয়ীভবন
  • পর্যায়ন
  • আবহবিকার
  •  পুঞ্জিত ক্ষয়

পর্যায়ন

৬. অবরোহন প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল-

  •  ক্ষয়জাত পর্বত
  •  আগ্নেয় পর্বত
  •  প্লাবনভূমি
  •  বাজাদা

ক্ষয়জাত পর্বত

৭. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হল-

  •  আরোহণ
  •  অবরোহণ
  • পর্যায়ন
  •  জৈবিক আবহবিকার

আরোহণ

৮. ‘গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন-

  •  জি কে গিলবার্ট
  •  ডব্লিউ  ডি  থর্নবেরি 
  •  আর্থার হোমস
  •   ডব্লিউ এম ডেভিস

 জি কে গিলবার্ট

৯. ভূপৃষ্ঠের উঁচু-নিচু স্থানের মধ্যে তা জনিত ভারসাম্য লাভের অবস্থা কে বলে-

  •  অবরোহণ
  •   ইউ স্ট্যাটিক আলোড়ন
  •  সমস্থিতি
  •  পর্যায়ন

পর্যায়ন

১০. প্রদত্ত ভূমিরূপ গুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় ?

  •  স্তুপ পর্বত
  •  অগ্নুৎপাত
  •   সিঙ্কহোল
  •  ভূমিকম্প

সিঙ্কহোল

১১.  ভঙ্গিল পর্বত গঠিত হয়-

  •  গিরিজনি আলোড়ন
  •  মহিভাবক আলোড়ন
  •   ইউস্ট্যাটিক আলোড়ন
  •  সমস্থিতিক আলোড়ন 

-এর ফলে 

 গিরিজনি আলোড়ন/p>

১২. রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়-

  •  শুষ্ক জলবায়ু
  •  আর্দ্র জলবায়ু
  •  শীতল জলবায়ু
  •  প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে

আর্দ্র জলবায়ু

১৩. অবরোহণ বলতে সাধারণত-

  •  নদী
  •  বায়ু 
  • হিমবাহ
  •  সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজকে বোঝায়

নদী

১৪. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো-

  •  ভূমির ঢাল
  •  পুঞ্জিত স্খলনের পরিমাণ
  •  স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন
  •  নদীর ক্ষয় শক্তি

ভূমির ঢাল/p>

১৫. ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন ? 

  •  ডেভিস
  • প্র্যাট 
  •  চেম্বারলিন ও স্যালিসবারি
  •  পেঙ্ক

 চেম্বারলিন ও স্যালিসবারি

১৬. নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোকে বলে-

  •  অবরোহণ
  •  পর্যায়ন
  •  আরোহণ 
  •  কোনোটিই নয়

পর্যায়ন

১৭. বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো-

  •  অগ্ন্যুদগম
  •  ভূমিকম্প
  •  সমুদ্র তরঙ্গ
  •  কোনোটিই নয়

সমুদ্র তরঙ্গ

১৮. আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয়-

  •  আরোহণ
  •  অবরোহণ
  • নির্মোচন বা নগ্নীভবন
  •  পর্যায়ন

নির্মোচন বা নগ্নীভবন

১৯. যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলা সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে-

  •  ক্ষয়ীভবন
  •  পুঞ্জিত ক্ষয়
  •  আবহবিকার
  •  পর্যায়ন

আবহবিকার

২০. অবরোহনের অন্তর্গত নয়, এমন প্রক্রিয়াটি হল-

  •  আবহবিকার
  •  অবঘর্ষ
  •  নগ্নীভবন
  •  সঞ্চয়

সঞ্চয়

২১. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল-

  •  আবহবিকার
  •  গিরিজনি আলোড়ন
  •  নদীর কাজ
  •  বায়ুর কাজ

 গিরিজনি আলোড়ন

২২. ‘দ্বিতীয় ক্রম’ ভূমিরূপ হল-

  •  মহাদেশ
  •  বালিয়াড়ি
  •  সার্ক
  •  মালভূমি

মালভূমি

২৩.  ভূঅভ্যন্তরে  শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে বলে-

  •  ফ্রিয়েটিক স্তর
  •  ভাদোস স্তর
  •  অ্যাকুইফার
  •  কোনোটিই নয়

ফ্রিয়েটিক স্তর

২৪. ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকে-

  •  জলচক্রের মাধ্যমে
  •  সছিদ্র শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য
  •  ভূমির ঢালের জন্য
  •  বনভূমির উপস্থিতির জন্য

 জলচক্রের মাধ্যমে

২৫. হিমবাহ প্রদেশের মণিকরণের উষ্ণপ্রস্রবণ হলো একটি-

  •  সংযোগ
  •  চ্যুতি
  •  বিদার খনিজ
  •  দ্রবণ প্রস্রবণ

 চ্যুতি

২৬. ভারতে প্রস্রবণ রেখা দেখা যায়-

  •  দেরাদুনে
  •   ভাইজ্যাগে
  •  শিলং -এ 
  •  পুরীতে

দেরাদুনে

২৭. বৃষ্টিপাত অথবা তুষার গলা জলে পুষ্ঠ ভূগর্ভস্থ জলকে বলে-

  •  সহজাত জল
  •  উতস্যান্দ জল
  •  ভাদোস জল
  •  মিটিওরিক জল

মিটিওরিক জল

২৮. ভৌমজলতলের উপর  প্রবেশ্য  শিলাস্তরের  মধ্যে দিয়ে বাহিত জলকে বলে-

  •  ভাদোস জল
  •  সহজাত জল
  • উৎস্যান্দ জল 
  •  ঘনীভূত জল 

ভাদোস জল

২৯. ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে-

  •  ভাদোস জল
  •  কৈশিক স্তর
  •  সাময়িক সম্পৃক্ত স্তর
  •  স্থায়ী সম্পৃক্ত স্তর

 স্থায়ী সম্পৃক্ত স্তর

WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

৩০. জলচাপ তলের সঙ্গে সম্পর্কযুক্ত প্রস্রবণ হলো-

  •  গিজার
  •  আর্টেজীয় প্রস্রবণ
  •  আগ্নেয় প্রস্রবণ
  •  ভ্যক্লুসিয়ান প্রস্রবণ 

আর্টেজীয় প্রস্রবণ

৩১.  অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হল-

  •  গ্রানাইট
  •  কাদাপাথর
  •  শেল
  •  চুনাপাথর

গ্রানাইট

৩২. অগ্নুৎপাতের সময় মেঘমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে-

  •  সহজাত জল
  •  ভাদোস জল
  • উৎস্যন্দ জল
  •  আবহিক জল

উৎস্যন্দ জল

৩৩. ভৌম জলের ঊর্ধ্বসীমা কে বলা হয়-

  •  পিজোমেট্রিক তল
  •  অ্যাকুইফার
  •  অ্যাকুইক্লুড 
  •  অ্যাকুইটার্ড

পিজোমেট্রিক তল

৩৪. ভৌম জল যখন ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে বের হয় তখন তাকে বলে-

  •  ক্ষরণ
  •  দারণ
  •  চ্যুতিতল
  •  ফাটল

ক্ষরণ

৩৫. পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয়-

  •  আবহিক জল
  •  উৎস্যন্দ জল
  •  সহজাত জল
  •  মহাসাগরীয় জল

সহজাত জল

৩৬. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে-

  • অ্যাকুইফার
  • ভাদোস স্তর 
  • অ্যাকুই ক্লুড
  • অ্যাকুইটার্ড

ভাদোস স্তর 

৩৭. ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম জলের উৎক্ষেপণকে বলে-

  •  ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
  •  গিজার প্রস্রবণ
  •  ডাইক প্রস্রবণ
  •  উষ্ণপ্রস্রবণ

গিজার প্রস্রবণ

৩৮. ভূ অভ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ ও সরবরাহ করতে পারে না, এই শিলার স্তরকে বলে-

  •  অ্যাকুইক্লুড
  • অ্যাকুইফিউজ
  • অ্যাকুইটার্ড
  • কোনোটিই নয় 

অ্যাকুইফিউজ

৩৯. ভৌম জলের মূল উৎস-

  •  মিটিওরিক জল
  •  কনেট জল
  •  ম্যাগমাটিক জল
  •  নদী জল

মিটিওরিক জল

৪০. কূপ ও নলকূপ এর সঞ্চিত জলকে বলা হয়-

  •  কৈশিক জল
  •  ফ্রিয়েটিক জল
  •  উৎস্যন্দ জল
  •  ভাদোস জল

ফ্রিয়েটিক জল

৪১.  পোলজের মেঝেতে গঠিত টিলার আকারের উঁচু ঢিবিকে বলে-

  •  হামস্‌
  • উভালা
  •  ডোলাইন
  •  ড্রিপ্সটোন

হামস্‌

৪২. দুটি গ্রাইক- এর মধ্যবর্তী উচু ভূমিরূপ কে বলে-

  •  স্ট্যালাগমাইট
  •  ক্লিনট
  •  ডোলাইন
  •  পোলজে 

ক্লিনট

৪৩. স্ট্যালাকাইট দেখতে পাওয়া যায় –

  • পলি গঠিত অঞ্চলে
  •  মরু অঞ্চলে
  •  ভারতের পশ্চিম উপকূলে
  •  কার্স্ট অঞ্চলে

কার্স্ট অঞ্চলে

৪৪. বড় আকারের গ্রাইক-কে পূর্বতন যুগোশ্লাভিয়ায় বলে –

  • ক্লিন্ট
  •  বোগাজ
  •  সিঙ্কহোল
  •  ডোলাইন

বোগাজ

৪৫. ব্লো হোল  স্কটল্যান্ডে  কি নামে পরিচিত?

  •  জিও
  •  গ্লুপ 
  •  ল্যাপিস
  •  কারেন 

গ্লুপ

৪৬. গুহার মেঝে থেকে উত্থিত চুনাপাথরের ভূমিরূপ কে বলে-

  • স্ট্যালাকাইট
  •  স্ট্যালাগমাইট
  •  ডোলাইন
  •  হাম্‌স

স্ট্যালাগমাইট

৪৭. কার্স্ট অঞ্চলে  সৃষ্ট ভূমিরূপ এর অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল- 

  •  সিঙ্কহোল ও ডোলাইন
  •  গ্রাইক ও ক্লিন্টস 
  •  স্ট্যালাকাইট ও স্ট্যালাগমাইট
  • অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার 

অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার 

৪৮. ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল-

  •  কাশ্মীর উপত্যকা
  •  বোরাগুহা
  •  ব্লু পার্বত্য অঞ্চল
  •  অজন্তা গুহা

 বোরাগুহা

৪৯. চুনাপাথর গঠিত গুহায়  দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় ?

  • স্ট্যালাকাইট 
  • স্ট্যালাগমাইট
  • হেলিকটাইট 
  • স্তম্ভ

হেলিকটাইট 

৫০. ভারতে চুনাপাথরের ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় –

  •  উত্তরাখণ্ডের দেরাদুনে
  •  মধ্যপ্রদেশের গোয়ালিয়রে
  •  রাজস্থানের ভরতপুরে
  •  বিহারের ভোজপুরে 

উত্তরাখণ্ডের দেরাদুনে

WB HS Class 12 Geography MCQ Mock Test || উচ্চমাধ্যমিক ভূগোল মক টেস্টঃভূমিরূপ প্রক্রিয়া ,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ || উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি (ক্লাস 12/XII) ভূগোলের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

৫১. কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষাও বিশালাকার গর্তকে বলে –

  • ডোলাইন 
  • হাম্‌স
  • পোলজে
  • সিঙ্কহোল

পোলজে

৫২. চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয়-

  • ড্রেপ 
  • রুফ পেনডেন্ট
  • ফ্লোস্টোন
  • বেল হোল 

বেল হোল 

৫৩. কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল- 

  • জলযোজন
  • অঙ্গারযোজন
  • জারণ 
  • আর্দ্র বিশ্লেষণ 

অঙ্গারযোজন

৫৪. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে –

  • স্তম্ভ
  • স্ট্যালাকাইট 
  • স্ট্যালাগমাইট
  • হেলিকাইট

স্ট্যালাকাইট 

৫৫. পৃথিবীর গভীরতম গুহা হল-

  • হোলোক গুহা 
  • ক্রুবেরা গুহা 
  • আরাকু গুহা 
  • চেরাপুঞ্জি গুহা 

ক্রুবেরা গুহা 

৫৬. কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠে লাল বর্ণের মৃত্তিকা স্তর হল- 

  • কারেন 
  • ল্যাপিস 
  • টেরারোসা 
  • ক্লিন্টস

টেরারোসা 

৫৭. চুনাপাথরও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে –

  •  অঙ্গারযোজন
  •  আর্দ্র বিশ্লেষণ
  •  জল যোজন
  •  জারণ

অঙ্গারযোজন

৫৮. কার্স্ট টাওয়ার তীক্ষ্ণ আকারের হলে তাকে বলে –

  • ককপিট
  • পোলজে
  • পিনাকেল
  • পিলার

পিনাকেল

৫৯. কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হল-

  • কাদাপাথর 
  • বেলেপাথর 
  • চুনাপাথর 
  • মার্বেল পাথর

চুনাপাথর 

৬০. অধিক প্রবেশ্যতা বিশিষ্ট শিলা হল-

  • বেলেপাথর 
  • কাদাপাথর 
  • ব্যাসল্ট
  • গ্রানাইট 

বেলেপাথর

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!