
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2|| WBBSE Class 10 Math Chapter 2 Suggestion || মাধ্যমিক গণিতের দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Madhyamik Math Simple Interest Important Questions- Anushilan.Com -এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক গণিতের (অঙ্কের) সরল সুদকষা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যার মধ্যে রয়েছে MCQ, শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন । এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য অঙ্কের লাস্ট মিনিট সাজেশন । এই অধ্যায়ের অঙ্ক ভালো করে শিখে নিয়ে তারপরে এখানে প্রদত্ত অঙ্কগুলো তৈরি করে গেলে মাধ্যমিকে অঙ্কে ভালো রেজাল্ট করা অত্যন্ত সহজ হয়ে যাবে ।
Table of Contents
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2 || WBBSE Class 10 Math Chapter 2 Suggestion || মাধ্যমিক গণিতের দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Madhyamik Math Simple Interest Important Questions
১. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্নঃ [MCQ প্রশ্নমান -1]
১.১. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যাক্তির আয় 1000 টাকা বেশি হয় , ব্যাক্তিটির মূলধন হয় –
- 4000 টাকা
- 5000 টাকা
- 10000 টাকা (উত্তর)
- 50000 টাকা
১.২. কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25 : 28 হলে , বার্ষিক সুদের হার –
- 3%
- 12% (উত্তর)
- 10 5/7 %
- 8%
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
১.৩. কোনো মূলধন 10 বছরে দ্বিগুন হলে , বার্ষিক সরল সুদের হার –
- 5%
- 10% (উত্তর)
- 15%
- 20%
১.৪. কোনো মূলধন বার্ষিক একই সুদের হারে 1 বছরে 120 টাকা হয় এবং 2 বছরে 140 টাকা হয় । মূল্ধনের পরিমাপ কত ?
- 260 টাকা
- 220 টাকা
- 240 টাকা
- 100 টাকা (উত্তর)
১.৫. আসল : ১ বছরের সুদ আসল = 20 : 21 হলে , শতকরা বার্ষিক সুদের হার –
- 10%
- 4%
- 5% (উত্তর)
- 8%
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2
১.৬. 5 বছরের আসল ও সরল সুদের অনুপাত 10 : 3 হলে , বার্ষিক সরল সুদের হার –
- 3%
- 30%
- 6% (উত্তর)
- 12%
১.৭. কোনো মূল্ধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার –
- 5 %
- 10% (উত্তর)
- 15%
- 20%
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১.৮. X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে , মূলধনের পরিমাণ –
- X টাকা
- 100x টাকা
- 100/x টাকা (উত্তর)
- 100/x2 টাকা
১.৯. বার্ষিক p% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ হবে –
- p/50 টাকা
- p2 টাকা
- p2/100 টাকা (উত্তর)
- 100p টাকা
১.১০. বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ pnr/25 টাকা হলে , মূলধনের পরিমাণ হবে –
- 2p টাকা
- 4p টাকা (উত্তর)
- p/2 টাকা
- p/4 টাকা
১.১১. a টাকার b মাসের সুদ c টাকা হলে বার্ষিক সুদের হার –
- ab/1200c
- 1200c/ab (উত্তর)
- 120c/ab
- কোনোটিই নয়
১.১২. সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ –
- তৃতীয় বছরের সুদের অসমান
- চতুর্থ বছরের সুদের অসমান
- যেকোনো বছরের সুদের অসমান
- প্রথম বছরের সুদের সমান (উত্তর)
১.১৩. 5 বছরের মোট সুদ , আসলের 1/5 অংশ হলে , বার্ষিক সরল সুদের হার –
- 4% (উত্তর)
- 5%
- 10%
- 25%
১.১৪. বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ , ওই একই হারে 100 টাকার 1 বছিরের সুদের –
- দ্বিগুণ
- অর্ধেক
- এক-চতুর্থাংশ
- সমান (উত্তর)
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2
‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)
২. শূন্যস্থান পূরণ করোঃ [প্রশ্নমান -1]
২.১. কোনো ব্যক্তি ব্যাঙ্কে টাকা রাখলে ব্যাঙ্ক হল__________ ।
উত্তরঃ অধমর্ণ ।
২.২. যে সংস্থা বা ব্যক্তি টাকা ধার দেয় সে হল____________ ।
উত্তরঃ উত্তমর্ণ ।
২.৩. 100 টাকার x বছরে x% হারে সুদ হয় _____________ ।
উত্তরঃ x2 টাকা ।
২.৪. বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ pnr/25 টাকা হলে , মূলধনের পরিমাণ _________ টাকা হবে ।
উত্তরঃ 4p টাকা ।
৩. সত্য বা মিথ্যা নির্বাচনঃ [প্রশ্নমান -1]
৩.১. বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল ।[সত্য]
৩.২. আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে । [মিথ্যা]
৩.৩ বার্ষিক r/2 % হার সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল হল (2p + prt/100) টাকা । [সত্য ]
৩.৪. নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত 3:2 [মিথ্যা ]
৩.৫. বার্ষিক R% হার সরল সুদে x টাকার T বছরের সুদ I টাকা হলে , xRT=100I । [সত্য]
৩.৬. বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকলে মোট সুদ , আসল ও সময়ের সঙ্গে যৌগিক ভেদে থাকবে । [
সত্য ]
৩.৭. সরল সুদের ক্ষেত্রে মোট সুদ এবং আসল স্থির থাকলে বার্ষিক সুদের হার এবং সময় ব্যাস্তানুপাতী । [সত্য ]
৩.৮. সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল , সুদের হারের ব্যাস্তানুপাতিক । [সত্য ]
৪. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ [প্রশ্নমান -2]
৪.১. বার্ষিক কত হার সুদে 4 বছরের সুদ ও আসলের অনুপাত হবে 9 : 25 ? [9%]
৪.২. বার্ষিক 5% হার সুদে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো । [240 টাকা ]
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2
৪.৩. কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে তিনগুন হবে তা নির্ণয় করো । [20 বছরে ]
৪.৪. কোনো মূলধন বার্ষিক 6 ¼% সরল সুদের হারে কত বছরে দ্বিগুন হবে তা লিখি ।[ 16 ]
৪.৬. বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ আসলের 3/5 অংশ হবে ? [6 বছর ]
৪.৭. বার্ষিক নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ অর্থ 3 বছরে সুদেমূলে 3 গুণ হয় । সূদেমূলে 27 গুন হতে কত সময় লাগবে ? [39 বছর ]
৪.৮. বার্ষিক 3 % সরল সুদের হারে কোনো মূল্ধন 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে , মুল্ধনের পরিমাণ নির্ণয় করো । [ 840 টাকা ]
৪.৯. বার্ষিক 10% হার সুদে 1992 সালের 5 জানুয়ারী থেকে 30 মে পর্যন্ত 1750 টাকার সুদ কত ? [70 টাকা ]
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৫. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নঃ [প্রশ্নমান -5]
৫.১. ফতিমাবিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন । তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন । যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় , তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে লিখি ।
উত্তরঃ 1239 টাকা ।
৫.২. একটি উন্নয়ন সংস্থা বার্ষিক 12% সরল সুদের হারে সুদ দিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে । এক ব্যক্তি ওই সংস্থায় কিছু টাকা জমা দিয়ে 5 বছর পরে সবৃদ্ধিমূলে 4800 টাকা পেলেন । তিনি কত টাকা ওই সংস্থায় জমা রেখেছিলেন ?
উত্তরঃ 3000 টাকা
৫.৩. বিমলবাবু এক ব্যাক্তিকে 8% সরল সুদের হারে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্যে এবং অপর এক ব্যাক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% হার সরল সুদে একই সময়ের জন্য ঋণ দিলেন । বিমলবাবু দ্বিতীয় ব্যাক্তির কাছ থেকে প্রথম ব্যাক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন । বিমল বাবু মোত কত টাকা ঋণ দিয়েছিলেন ?
উত্তরঃ 6000 টাকা
৫.৪. এক ব্যক্তি 6% সরল সুদে 500 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক দুবছর পরে বছরে 4% সরল সুদে 900 টাকার দ্বিতীয় ঋণ নেন । প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে ওই দুটি ঋণের সুদ সমান হবে এবং ঋণ দুটির মোট সুদ তখন কত হবে ?
উত্তরঃ 12 বছর , 720 টাকা
৫.৫. এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছরের দুই ছেলের জন্য 18750 টাকা এমন ভাবে ভাগ করে রেখে গেলেন যে তারা 18 বছর বয়েসে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে –আসলে সমান টাকা পাবে । তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন ? [ 9000 টাকা , 9750 টাকা ]
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2
৫.৬. এক সময়ে অমল রায় এবং পশুপতি ঘোষ পোষ্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন । 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি । [3 : 4]
৫.৭. একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন । 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে । তিনি হিসাব করে দেখলেন এর ফলে তাঁর আসল টাকার 6/25 অংশ তিনি সুদ হিসাবে পাচ্ছেন । তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পোস্টঅফিস বার্ষিক কী হারে সুদ দিয়েছে ?
উত্তরঃ 350 টাকা , 6 %
৫.৮. কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয় । সুদের হার 25% বৃদ্ধি করলে ওই টাকা একই সময়ে সুদে আসলে 980 টাকা হয় । টাকার পরিমাণ এবং ওই সুদের হার নির্ণয় করো ।
উত্তরঃ 800 টাকা , 6%
৫.৯. এক ভদ্রলোক তাঁর সঞ্চয়ের একটি অংশ ব্যাঙ্কে ও বাকি অংশ পোস্ট অফিসে সরল সুদে জমা রাখেন । ব্যাঙ্কে ও পোস্ট অফিসে সরল সুদের হার যথাক্রমে 10% ও 8% হয় এবং তাঁর মোট সঞ্চয়ের পরিমাণ 57000 টাকা । যদি তিনি সব টাকা ব্যাঙ্কে রাখতেন তাহলে বছরে তিনি আরও 500 টাকা বেশি সুদ পেতেন । পোস্ট অফিস ও ব্যাঙ্কে তাঁর জমার পরিমাণ কত ছিলো ?
উত্তরঃ ব্যাঙ্কে -32000 টাকা , পোস্ট অফিসে – 25000 টাকা ।
৫.১০. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয় । ওই ব্যাঙ্কে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন । ওই বছরের শেষে দীপুবাবু সুদে -আসলে কত টাকা পাবে হিসাব করো ।
উত্তরঃ 20837.50 টাকা ।
[সরল সুদকষা]Madhyamik Mathematics Suggestion Chapter 2
৫.১১. কোনো মূলধনের একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূল্ধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো ।
উত্তরঃ 5000 টাকা , 6 %
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের Youtube Channel সাবস্ক্রাইব করুন ।