[PDF]মাধ্যমিক বাংলা 2017 প্রশ্ন-Madhyamik 2017 Bengali Question Paper Download

[PDF]মাধ্যমিক বাংলা 2017 প্রশ্ন || Madhyamik 2017 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৭ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2017 Bengali Question Paper with Answer

[PDF]মাধ্যমিক বাংলা 2017 প্রশ্ন || Madhyamik 2017 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৭ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2017 Bengali Question Paper with Answer

মাধ্যমিক ২০১৭

বিষয়- বাংলা

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০

১. সঠিক উত্তরটি নির্বাচন কর:   (১×১৭=১৭)

১.১ গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল—

ক) পুলিশ স্টেশনে

খ) জাহাজ ঘাটায়

গ) রেল স্টেশনে (উত্তর)

ঘ) বিমান বন্দরে

১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—

ক) আট টাকা দশ আনা

খ) আট টাকা আট আনা (উত্তর)

গ) দশ টাকা চার আনা

ঘ) দশ টাকা দশ আনা

১.৩ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে এক রকম পোশাক দেখে কি করতে বলেছিল—

ক) ছবি আঁকতে

খ) হোলি খেলতে

গ) কুস্তি লড়তে (উত্তর)

ঘ) ফুটবল খেলতে

১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ টি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

ক) লোরচন্দ্রানি

খ) পদ্মাবতী (উত্তর)

গ) সতীময়না

ঘ) তহফা

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

১.৫ “প্রদোষ কালে ঝঞ্জা বাতাসে রুদ্ধশ্বাস,” —প্রদোষ কথার অর্থ—

ক) সন্ধ্যা (উত্তর)

খ) ভোর

গ) রাত্রি

ঘ) দুপুর

১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম—

ক) ইন্দিরা

খ) শর্মা

গ) নিক্সা

ঘ) প্রমিলা (উত্তর)

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১.৭ “সিজার যে কলমটি দিয়ে  কাসকাকে আঘাত করেছিল” — তার পোশাকি নাম—

ক) রিজার্ভার

খ) স্টাইলাস (উত্তর)

গ) পার্কার

ঘ) পাইলট

১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম—

ক) বনফুল

খ) পরশুরাম

গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (উত্তর)

ঘ) শৈলন্দাজ মুখোপাধ্যায়

১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি—

ক) ইংরেজি ভাষায় দক্ষ

খ) বাংলা ভাষায় দক্ষ

গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে (উত্তর)

ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। 

১.১০ বিভক্তি—

ক) সর্বদা শব্দের পূর্বে বসে

খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয় (উত্তর)

গ) শব্দের পরে আলাদাভাবে বসে

ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে

[PDF]মাধ্যমিক বাংলা 2017 প্রশ্ন || Madhyamik 2017 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৭ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2017 Bengali Question Paper with Answer

১.১১ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।‘ নিম্ন রেখো পদটি—

ক) অপাদান কারক

খ) কর্ম কারক

গ) করণ কারক (উত্তর)

ঘ) অধিকরণ কারক

১.১২ কর্মধারয় সমাসের প্রাধান্য থাকে—

ক) পূর্ব পদের অর্থের

খ) পর পদের অর্থের (উত্তর)

গ) উভয় পদের

ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের

১.১৩ ইশাবের  সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজি —নিম্ন রেখো পথে কোন সমাসের উদাহরণ? 

ক) অব্যয়ীভাব

খ) নঞ তৎপুরুষ (উত্তর)

গ) বহুব্রীহি

ঘ) কর্মধারয়

১.১৪ “এইটুকু কাশির পরিশ্রমে সে হাপাইতে লাগিল” — বাক্যটি কোন শ্রেণীর? 

ক) সরল বাক্য  (উত্তর)

খ) জটিল বাক্য 

গ) যৌগিক বাক্য 

ঘ) মিশ্র বাক্য

১.১৫ যে বাক্য সাধারনভাবে কোন কিছুর বর্ণনা বা বিবৃতি  থাকে, তাকে বলা হয়—

ক) অনুজ্ঞাসূচক বাক্য

খ) নির্দেশক বাক্য(উত্তর)

গ) আবেগ সূচক বাক্য

ঘ) প্রশ্নবোধক বাক্য

১.১৬ যে বাক্য কর্ম কর্তা রূপে প্রতিমান হয় তাকে বলে—

ক) কর্মবাচ্য

খ) কর্তৃবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য(উত্তর)

১.১৭ “পাঁচ দিন নদীকে দেখা হয় নাই” — এটি কোন বাচ্যের উদাহরণ? 

ক) কর্তৃবাচ্য

খ) ভাববাচ্য(উত্তর)

গ) কর্মবাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

২. কমবেশি ২০ টি সব এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও:  (১×১৯=১৯)

২.১ নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:    (১×৪=৪) 

২.১.১ তপনের গল্প পড়ে ছোট মাসে কি বলেছিল? 

২.১.২ “এক একখানি পাতা সিরিয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল”। —উদ্দেশ্য ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো? 

২.১.৩ “ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল “।  ভ্রম’টি কি? 

২.১.৪ ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন? 

২.১.৫ জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

২.২ নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:    (১×৪=৪)

২.২.১ “শিশু আর বাড়িরা খুন হল” — ‘শিশু আর বাড়িরা খুন’ হয়েছিল কেন? 

২.২.২ “আমাদের পথ নেই আর” — তাহলে আমাদের করণীয় কি? 

২.২.৩ “এসো যুগান্তরের কবি” — কবির ভূমিকাটি কি হবে? 

২.২.৪ “অস্ত্র ফেলো, অস্ত্র রাখো” — কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? 

২.২.৫ “দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে।” ‘বালা’  কি অনুমান করেছিল? 

[PDF]মাধ্যমিক বাংলা 2017 প্রশ্ন || Madhyamik 2017 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৭ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2017 Bengali Question Paper with Answer

২.৩  নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:   (১×৩=৩)

২.৩.১ ‘হারিয়ে যাওয়া কালি কলম’— এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? 

২.৩.২ “আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম।” — বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? 

২.৩.৩ বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? 

২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কি? 

 ২.৪ নিচে যে কোন আটটি প্রশ্নের উত্তর দাও:   ( ১×৮=৮)

২.৪.১ ‘শূন্য বিভক্তি’ কাকে বলে? 

২.৪.২ ‘অস্ত্র রাখো’ — নিম্ন রেখো পথটির কারক ও বিভক্তি নির্ণয় কর। 

২.৪.৩ নিত্য সমাস কাকে বলে? 

২.৪.৪ ‘চরম কমলের ন্যায়’ — ব্যাসবাক্যটির সমাজবদ্ধ করে সমাসের নাম লেখ। 

২.৪.৫ আমি গ্রামের ছেলে — বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত কর। 

২.৪.৬ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। 

২.৪.৭ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ কর। 

২.৪.৮ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। 

২.৪.৯ অসিত বাবু আর কোন প্রশ্ন করলেন না — প্রশ্ন বাচক বাক্যে পরিবর্তন করো। 

২.৪.১০ ‘এ কার লেখা?’  কর্তৃবাচ্যে পরিবর্তন করো। 

 ৩. প্রসঙ্গ নির্দেষসহ কমবেশি সাতটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (৩+৩=৬) 

 ৩.১ নিচের যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:    (৩×১=৩) 

৩.১.১ ফরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন তিনি কিভাবে মাস্টার মশাই কে বোকা বানিয়েছিলেন?  (১+২) 

৩.১.২ “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।” —কে বুঝতে পেরেছে ? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে?  (১+২) 

 ৩.২ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:    (৩×১=৩)

৩.২.১ “আসছে নবীন —জীবনহারা অ-সুন্দরের করতে ছেদন ! —উদ্ধৃতিটির তাৎপর্য লেখ।   (১+২) 

৩.২.২ “জিজ্ঞাসিলা মহাবাহু বিষময় মানিয়া;” — কাকে মহাবাহু বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কি?  (১+২) 

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

 ৪. কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:    (৫×১=৫) 

৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে ,কিন্তু শখ ষোলআনায় বজায় আছে ।” —বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও।   (১+৪) 

৪.২ জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা কর। 

 ৫. কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:   (৫×১=৫) 

৫.১ “হায় ছায়াবৃতা” —— ‘ছায়াবৃতা’  বলার কারণ কি ? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ।  ( ১+৪) 

৫.২ “যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ।” —’অসুখী একজন’ কবিতায় অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখ। 

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

 ৬. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:    (৫×১=৫) 

৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে ।” —এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা কর।  

৬.২ ‘ফাউন্টেন পেন’ বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ?ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।  ( ১+১+৩)

[PDF]মাধ্যমিক বাংলা 2017 প্রশ্ন || Madhyamik 2017 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৭ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2017 Bengali Question Paper with Answer

 ৭. কমবেশি ১২৫ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:    (৪×১=৪) 

৭.১ ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর।       

৭.২ “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা” — কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? একথা বলার কারণ কি?   ( ১+৩) 

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

 ৮. কমবেশি ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:   (৫×২=১০) 

৮.১ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।  

৮.২ ক্ষিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা কর।   

৮.৩ “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে” — কোনির এই অভিমান এর কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা কর।  (২+৩) 

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

 ৯.  চলতি গদ্যে বঙ্গানুবাদ কর:   (৪×১=৪)

One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat. 

১০. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:   (৫×১=৫) 

১০.১ নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর। 

১০.২ কোনো গ্রামীন এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো —এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর। 

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১১. কমবেশি ৪০০ শব্দে যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা কর:   (১০×১=১০)

১১.১ বাংলার ঋতু বৈচিত্র

১১.২ তোমার প্রিয় পর্যটন কেন্দ্র

১১.৩ দৈনন্দিন জীবনে বিজ্ঞান

১১.৪ একটি গাছ একটি প্রাণ

Click Here to Download This PDF

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের Youtube Channel সাবস্ক্রাইব করুন ।

Leave a Comment

error: Content is protected !!