[PDF]মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্নMadhyamik 2018 Bengali Question Paper Download

[PDF]মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্ন-Madhyamik 2018 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৮ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2018 Bengali Question Paper with Answer PDF

[PDF]মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্ন-Madhyamik 2018 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৮ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2018 Bengali Question Paper with Answer PDF

মাধ্যমিক ২০১৮

বিষয়- বাংলা

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০

1. সঠিক উত্তরটি নির্বাচন করো:  (1×17=17)

1.1 সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –

) একদিন  (উত্তর)

খ) দুদিন  

গ) চারদিন  

ঘ) পাঁচদিন

1.2  তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক-

ক) শুকতারা  

খ) আনন্দ মেলা  

) সন্ধ্যা তাঁরা (উত্তর)  

ঘ) দেশ

1.3  “দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ” – বক্তা হলেন –

) জগদীশবাবু  (উত্তর)  

খ) নিমাইবাবু  

গ) অপূর্ব  

ঘ) গিরিশ মহাপাত্র

1.4 ‘সমুদ্রনৃপতি সুতা’ – কে?

ক) লক্ষী   

) পদ্ম (উত্তর)  

গ) উমা    

ঘ) বারুনি

1.5 ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ – কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) নিহিত পাতলা ছায়া  

খ) পাঁজরে দাড়ের শব্দ  

গ) দিনগুলি রাতগুলি  

) জলই পাষান হয়ে আছে (উত্তর)

1.6 “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবানী” -“সভ্যতার শেষ পূর্ণবানী”-

ক) বিদ্বেষ ত্যাগ করো    

) ক্ষমা করো (উত্তর   

গ) ভালোবাসো  

ঘ) মঙ্গল করো

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

1.7 Sensitized paper ‘ – এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?

ক) স্পর্শকাতর কাগজ  

খ) শুবেদী কাগজ   

) সুগ্রাহী কাগজ (উত্তর)  

ঘ) বেখ্যাপ্রবন কাগজ

1.8 চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে কত টাকা পেয়েছিলেন?

) সাত টাকা (উত্তর) 

খ)আট টাকা  

গ) ন-টাকা   

ঘ) দশ টাকা

1.9 ‘ শ্রীপান্থ ‘ ছন্দনামে লিখেছেন

ক) অন্নদাশঙ্কর রায়  

খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়  

গ) সুনীল গঙ্গোপাধ্যায়   

) নিখিল সরকার (উত্তর)

1.10 রাজায় রাজায় যুদ্ধ হয় – এই ব্যাকের কর্তাটি হল –

ক) প্রযোজ্য কর্তা   

) ব্যতিহার কর্তা (উত্তর)  

গ) সহযোগী কর্তা   

ঘ) সমধতুজ কর্তা

1.11 পরপদটি প্রদান হয় যে সমসে সেটি –

ক) অধ্যায়ীভাব   

খ) তৎপুরুষ   

) দ্বিগু (উত্তর)  

ঘ) বহুব্রীহি

1.12 রামদাস আর কোনো প্রশ্ন করিল না – নিন্মরেখা পদটি যে সমসের উদাহরণ সেটি হল –

) তৎপুরুষ (উত্তর)   

খ) অব্যাইভাব   

গ) কর্মধারয়     

ঘ) দ্বিগু

1.13 তোরা সব জয়ধবনি কর ‘ – এটি কোন বাচ্চ এর উদাহরণ

) কর্তৃবাচ্য (উত্তর)   

খ) কর্মবাচ্য    

গ) ভাববাচ্য   

ঘ) কর্মকর্তৃবাচ্য

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

1.14 হায়, তোমার এমন দশা কে করলে ! এটি কী ধরণের বাক্য ?

ক) অনুজ্ঞাসূচক   

) বিস্ময়সূচক (উত্তর) 

গ) নির্দেশক ব্যাক  

ঘ) প্রশ্নবোধক বাক্য

1.15 বয়স ত্রিশ – বত্রিশের অধিক নয়, কিন্তূ ভারী রোগা দেখাইলো | এটি কোন শ্রেণীর বাক্য ? 

ক) সরল বাক্য   

খ) জটিল বাক্য  

গ) মিশ্র বাক্য   

ঘ) যৌগিক বাক্য (উত্তর)

[PDF]মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্ন-Madhyamik 2018 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৮ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2018 Bengali Question Paper with Answer PDF

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

1.16 মন্দিরে বাজছিলো পূজার ঘন্টা – নিন্মরেখা পদটি কোন কারকের উদাহরণ ?

ক) কর্তৃকারোক  

খ) করণ কারক  

গ) অপাদান কারক   

) অধিকরণ কারক (উত্তর)

1.17 রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলিলিখে নোবেল পুরস্কার পান – এই বাক্যর নিন্মরেখা অংশটি হল –

ক) উদ্দেশ্য  

খ) উদ্দেশ্যের সম্প্রসারক  

) বিধেয় (উত্তর)  

ঘ) বিধেয়ের সম্প্রসারক

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

 2.  কম-বেশি 20 টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ?  (1×19=19)

2.1 যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:  (1×4=4)

2.1.1 “তবে এ বস্তূটি পকেটে কেনো” ? কোন বস্তূটি পকেটে ছিল ?

2.1.2  “হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে” । কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ?

2.1.3 “নদেরচাঁদ সব বোঝে” নদেরচাঁদ কী বোঝে ?

2.1.4 একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া চলে । কে কী ছাপানোর কথা বলেছেন ?

2.1.5 “এসো আমরা কুস্তি লড়ি” । কে, কাকে বলেছিল ?

2.2 যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:       (1×4=4)

2.2.1 ব্রিদ্রুপ করেছিলে ভীষনকে, – কিভাবে বীদ্রুপ করেছিল ?

2.2.2 কে কবে শুনেছে পুত্র, ভেসে শিলা জলে, – বক্তার এমন মন্তব্যের কারণ কী ?

2.2.3 “ওরে ওই স্তব্ধ চরাচর” । চরাচর শব্দ কেন ?

2.2.4 “রক্ত মুছি শুধু গানের গায়ে” – কথাটির অর্থ কী ?

2.2.5 “কন্যারে ফেলিলো যথা” – কন্যাকে কোথায় ফেলা হল ?

2.3 যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (1×3=3)

2.3.1 আমাদের অলংক্কারীগণ শব্দের ত্রিবিধি কথা বলছেন, শব্দের ত্রিবিধি কথা কী ?

2.3.2 “যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ্য করা যাতে পারে” – শ্রেণী দুটি কী ?

2.3.3 দুজন সাহিত্যিক এর নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা ?

2.3.4 লেখক শ্রীকান্ত ছোটো বেলায় কিসে ‘হোম টাস্ক’ করতেন ?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

2.4 যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও:  (1×8=8)

2.4.1 নির্দেশক বাক্যর একটি উদাহরণ দাও ?

2.4.2 শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও ?

2.4.3 প্রযোজ্য কর্তা কাকে বলে ?

2.4.4 নিন্মে লেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো: কহো দাশে লঙ্কার ‘কুশল’ ?

2.4.5 সমন্দ পদ কাকে বলে ?

2.4.6 গৌর অঙ্গ যাহার – ব্যাসবাক্যটির সমাষবদ্ধ করে সমষের নাম লেখো ?

2.4.7 কর্মকর্তৃবাচ্য কাকে বলে ?

2.4.8 বাবুটির স্বাস্থ গেছে, কিন্তূ শখ ষোলোআনা বজায় আছে | সরল বাক্য পরিণত করো ?

2.4.9 আর কোনো ভয় নেই । প্রশ্নবোধকবাক্য পরিবর্তন করো ?

2.4.10 বুড়ো মানুষের কথা শুনো । কর্ম বাচ্য পরিণত করো ?

[PDF]মাধ্যমিক বাংলা ২০১৮ প্রশ্ন-Madhyamik 2018 Bengali Question Paper Download || মাধ্যমিক ২০১৮ বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2018 Bengali Question Paper with Answer PDF

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

 3. প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি 60 টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও :

3.1 নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (1×3=3)

3.1.1 “উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ” । উনি কে ? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন ?

3.1.2 ” বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন ” । বক্তা কে ? তার বাবা কে ? কী চাকরি দিয়েছিলেন ?

3.2 নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (1×3=3)

3.2.1 ” সব চূর্ণ হয়ে গেলো জলে গেলো আগুনে” । কোন কোন জিনিসের কথা বলা হয়েছে ? এই পরিণীতির কারণ কী ?

3.2.2 আমাদের ইতিহাস নেই – কে, কেন এ কথা বলেছেন ?

 4. কমবেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও(1×5=5)

4.1 তপন আর পড়তে পারে না । বোবার মতো বসে থাকে । তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো ?

4.2 “অমৃত সত্যি তার বাবা মা কে খুব জ্বালিয়েছিল” । অমৃত কিভাবে বাবা মা কে জ্বালাতেন ? অবশেষে তার মা কী করেছিলেন ?

 5. কমবেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও:  (1×5=5)

5.1 আমরাও তবে এইভাবে/এ মুহূর্তে মরে যাবো নাকি” ? এমনটা মনে হচ্ছে কেন ?

5.2 নমি পুত্র পিতার চরণে, করজোড় কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও ? পাঠ্যাংশের অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লিখো ?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

 6. কমবেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও:  (1×5=5)

6.1 ‘বাংলা ভাষার বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা সম্পর্কে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো ?

6.2 আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে” । কোন জিনিস আজকে অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী?এই বিষয়ে লেখকের মতামত কী ?

 7. কমবেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (1×4=4)

7.1 বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয় – মিলিত হিন্দু – মুসলমানের মাতৃভূমি এই গুলবগ এই বাংলা |” কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যর মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট প্রতিফলিত হয়েছে?

7.2 মুন্সীজী, এই পত্রের মর্ম সভাসদ্দের বুঝিয়ে দিন । “কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ?

 8. কমবেশি 150 শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও | (2×5=10)

8.1 কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো?

8.2 “ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি” – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?

8.3 ” অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল” । কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো ?

‘গণিত প্রকাশ দশম শ্রেণি’ বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

 9. চলিত গদ্য বঙ্গানুবাদ করো : (1×4=4)

The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

 10. কমবেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও | (1×5=5)

10.1 কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক কাল্পনিক সংলাপ রচনা করো ?

10.2 তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ?

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

11. কমবেশি 400 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও:  (1×10=10)

11.1 বইপড়া

11.2 বাংলার উৎসব  

11.3 পরিবেশ সুরক্ষার ছাত্র সমাজের ভূমিকা  

11.4 তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন

Click Here to Download PDF

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের Youtube Channel সাবস্ক্রাইব করুন ।

Leave a Comment

error: Content is protected !!